Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী ২২/০৪/২০১৯

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬২১
 
ধর্মের নামে মানুষ হত্যাকারীরা ধর্মের ক্ষতি করে
                         --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  
 
ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যে সকল সন্ত্রাসী জঙ্গি ইসলামের নামে বিশ্বব্যাপী জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে তারা শান্তির ধর্ম ইসলামের ক্ষতি করছে। নিরপরাধ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। কোনো মুসলমান এ ধরণের নিরপরাধ মানুষ হত্যা করলে তারা মুসলমান নামের কলঙ্ক। 
মন্ত্রী আজ আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘নতুন যুগ নতুন সিনেমা’ প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত ৭ম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, পাকিস্তানিদের তেইশ বছর এবং স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের শাসনামলে মিথ্যাচার করে জাতির বিবেককে কলুষিত করা হয়েছে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হয়েছে, বিভিন্নভাবে দেশে বিভাজন সৃষ্টি করা হয়েছে। 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের এই উন্নয়নে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। 
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, চলচ্চিত্র উৎসবের পরিচালক তারেক আহমেদ, ইন্টারন্যাশনাল মেন্টর ভারত থেকে আগত নীলোৎপল মজুমদার, ন্যাশনাল মেন্টর এম রাশেদ চৌধুরী ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের অন্যতম সদস্য প্রফেসর কাবেরী গায়েন। 
১৮ এপ্রিল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সিদ্ধান্তে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ফুয়াদ চৌধুরী পরিচালিত গবৎপরষবংং গধুযবস, ইয়াং ফিল্ম মেকারদের ১১টি প্রজেক্ট এর মধ্যে প্রামাণ্যচিত্র নির্মাণে সহায়তার জন্য শ্রেষ্ঠ নির্মিতব্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে অ গধহফড়ষরহ রহ ঊীরষব, বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছে ‘মুক্তিযুদ্ধে ত্রিপুরা’ এবং ঢাকা ডকল্যাব কর্তৃক নির্বাচিত হয়েছে কৃষ্ণকলির ছবি ঘঙঈ.
মন্ত্রী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে অনুদান, সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করেন।
 
#
দীপংকর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬২০ 
 
মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ূন মোল্লার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
 
ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল) : 
 
মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য মোঃ হুমায়ূন মোল্লার মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
 
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মরহুম মোঃ হুমায়ূন মোল্লা ছিলেন মুক্তাগাছা আওয়ামী লীগের একজন একনিষ্ঠ নেতা এবং আমার ঘনিষ্ঠ সহচর। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারালো। আজীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেছিলেন। তাঁর নীতি ও আদর্শ দলের অন্যান্য নেতাকর্মীর জন্য অনুসরণীয় ও পাথেয় হয়ে থাকবে।
 
প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
#
ফয়সল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬১৯
 
শরীয়তপুরের উন্নয়নে ৬০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে
                                               --- পানিসম্পদ উপমন্ত্রী
 
শরীয়তপুর, ৯ বৈশাখ (২২ এপ্রিল) :
পানিসম্পদ উপমন্ত্রী  এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পিছিয়ে পড়া জনপদ শরীয়তপুরের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তাই তিনি মূল ভূখ- হতে বিচ্ছিন্ন নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার তিন ইউনিয়ন - চর আত্রা, নওপাড়া ও কাঁচিকাটাকে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেয়ার উদ্যোগে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার হাত বাড়ি দিয়েছেন। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই জেলার জন্য ৬০০ কোটি টাকার নানাবিধ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। 
উপমন্ত্রী আজ চর আত্রায় সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ কার্যক্রম ও বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে আমি যখন ওই চরে গণসংযোগে এসেছিলাম, তখন আপনাদের অন্যতম দাবি ছিল বিদ্যুৎ সংযোগ। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভোটে জিতলে তিন মাসের মধ্যেই বিদ্যুতের আলো পৌঁছাব। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর অনুপ্রেরণায় ও তাঁর নির্দেশে আমি সেই প্রতিশ্রুতি আজ রক্ষা করতে পেরেছি। কারণ, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই আর স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করি।’
উপমন্ত্রী বিকেলে নওপাড়ায় ও সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন।
উল্লেখ্য, শরীয়তপুর জেলা শহর বা উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ জেলা থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে অপটিকেল ফাইবার কেবলের (সাবমেরিন কেবল) মাধ্যমে নদীর ৮০০ মিটার অংশে বিদ্যুৎ সংযোগ লাইন নেয়া হচ্ছে। ২০ কেভিএ সংযোগের ফলে বিদ্যুতের আলোয় আলোকিত হবে ওই চরগুলোতে বসবাসকারী প্রায় ৭০ হাজার পরিবার। পদ্মা ও মেঘনা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা চরে প্রায় ৭০ বছর আগ থেকে মানুষের বসবাস শুরু। ওই চরের নওপাড়া ও চরআত্রা ইউনিয়ন পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ও কাঁচিকাটা ইউনিয়ন ভেদরগঞ্জ উপজেলার অন্তর্গত।
বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মোঃ আব্দুস ছালাম, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির মোল্লা প্রমুখ এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
 
#
নাছের/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৬১৮
 
যৌথ কমিশনের সভায় যোগ দিতে বেলারুশ গেছেন বাণিজ্যমন্ত্রী
 
 
ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল) : 
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাংলাদেশ ও বেলারুশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক যৌথ কমিশনের প্রথম সভায় যোগ দিতে গতকাল ২১ এপ্রিল বেলারুশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী  ২৩ ও ২৪ এপ্রিল রেলারুশের রাজধানী মিনস্কে  সভাটি অনুষ্ঠিত হবে। 
 
বাণিজ্যমন্ত্রী ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন-পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ টেরিফ কমিশন, এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএ এর প্রতিনিধি, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, বেলারুশের কনসাল জেনারেল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
 
বেলারুশের সাথে বাংলাদেশের সম্পাদিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আওতায় দু’দেশের মধ্যে যৌথ কমিশনের সভাটি অনুষ্ঠিত হলে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণের বিষয়ে বেলারুশের সাথে সরাসরি আলোচনার পথ প্রশস্ত হবে। একই সাথে ইউরোপীয়ন ইকোনমিক ইউনিয়নভুক্ত দেশসমূহে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার প্রাপ্তির বিষয়ে বেলারুশের সমর্থন গ্রহণে প্রচেষ্টা জোরদার করা সম্ভব হবে।
 
মন্ত্রী আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
 
#
বকসী/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৮৪৮ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৬১৭
 
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্বাভাবিক রাখতে
বিভাগীয় কমিশনারদেরকে বাণিজ্যমন্ত্রীর চিঠি
 
ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় কমিশনারদেরকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শনা প্রদান করেছেন। গত ১৭ এপ্রিল বিভাগীয় কমিশনারদের কাছে মন্ত্রী এ চিঠি প্রেরণ করেন।
 
বিভাগীয় কমিশনারদের চিঠিতে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সারা বছরের ন্যায় রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ভোক্তা সাধারণের নিকট ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় পর্যায়ে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য যাতে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে রমজান মাসে ভেজালবিরোধী অভিযান জোরদার করা প্রয়োজন। জেলা ও উপজেলায় বাজারে পণ্য সরবরাহ ও মজুত অটুট রাখা, নির্বিঘেœ পণ্য পরিবহন, অবৈধ মজুদ প্রতিরোধ এবং পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য মন্ত্রী বিভাগীয় কমিশনারদের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।
 
 
#
বকসী/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৮৪৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬১৬

নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করতে হবে
                 --- শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম, ৯ বৈশাখ (২২ এপ্রিল) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বই মানুষের সর্বোত্তম বন্ধু। মানুষের মননের বিকাশ ঘটাতে বই পড়ার বিকল্প নেই। নৈতিকতা সম্পন্ন ভালো মানুষ হতে হলে নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করতে হবে। 
মন্ত্রী আজ চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদের মাতা প্রফেসর অ্যাডভোকেট কামরুন নাহার বেগম রচিত “আমার দেখা অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া ও ইউরোপের ১৩টি দেশ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
দীপু মনি বলেন, বই পড়ার পাশাপাশি ডায়েরি লেখাও প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডায়েরি লেখার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি যদি ডায়েরি না লিখতেন আজকের প্রজন্ম তাঁর অসমাপ্ত আত্মজীবনী চোখে দেখতো না। 
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিকদার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আকতার অনুষ্ঠানে বক্তৃতা করেন। 
বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বই না পড়ার কারণে মানুষের মন সংকীর্ণ হয়ে পড়েছে। এছাড়া মানুষের লেখনী শক্তি লোপ পেয়েছে। 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদরে মাতা প্রফেসর অ্যাভোকেট কামরুন নাহার বেগম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ ডিগ্রি এবং ১৯৮১ সালে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। প্রফেসর কামরুন নাহার বেগমের কর্মজীবন শুরু হয় চট্টগ্রাম রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে। এরপর তিনি ১৯৮৮ সালে আইন পেশায় যোগদান করে অদ্যাবধি আইন পেশায় নিয়োজিত আছেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, মানবাধিকারমূলক বিভিন্ন কর্মকা-ে প্রত্যক্ষভাবে জড়িত আছেন। তিনি নারী অধিকার এবং সমাজের নারীর মর্যাদা সম্পর্কে স্থানীয় পত্রপত্রিকার একজন নিয়মিত লেখক। 
#
বশার/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা

Handout                                                                                             Number : 1615

SEACO initiative of Bangladesh gets support from Malaysia 

Dhaka, 9 Boishakh (22 April) :

            State Minister for Foreign Affairs Md. Shahriar Alam is leading a four-member delegation to Kuala Lumpur to garner Malaysian support in an initiative called South and South East Asian Cooperation (SEACO). It is a private sector and track-II level Forum of five OIC countries in the region- Bangladesh, Brunei, Indonesia, Malaysia and Maldives with an objective of advancing regional economic integration. The Forum in the emergence is going to function in the model of World Islamic Economic Forum (WIEF) exclusively with the agenda of economic cooperation among the members countries and their neighborhoods. Bangladesh has taken the initiative and ready to host SEACO’s launching conference in Dhaka towards the end of June 2019 with expected participation of the Foreign Ministers along with the public and private stakeholders.

            State Minister Shahriar Alam had a fruitful meeting with the Foreign Minister of Malaysia Dato Saifuddin Abdullah and WIEF Chairman and former Deputy Prime Minister of Malaysia, Musa Hitam today and got their spontaneous support for the initiative. Mentionable that two other members of State Minister’s delegation are currently in the entourage of the Prime Minister Sheikh Hasina to Brunei for the same purpose.

            The State Minister in his meeting with the Malaysian Foreign Minister reviewed the entire gamut of bilateral relations and discussed intar alia, export of manpower from Bangladesh and their well being, bilateral trade and investment. Malaysian Foreign Minister said that Bangladesh would remain an important source of workers for Malaysia and the Malaysian government was smoothening the recruitment and work of these workers. The Rohingya issue also figured prominently in the discussion where they agreed enhanced  role of the ASEAN in the repatriation of the forcibly displaced Rohingyas sheltered in Bangladesh.

            The delegation is going to meet Malaysian business community and trade and investment authorities/ chambers tomorrow. The Minister’s delegation include Bangladesh High Commissioner to Malaysia Md. Shaidul Islam, DG (International Organizations) of the Foreign Ministry, AFM GousalAzam Sarkar, and Executive Chairman of SESCO Foundation Bangladesh Salauddin K Khan and other officials of the Ministry and Bangladesh High Commission.

#

Tohidul/Mahmud/Sanjib/Joynul/2019/1830hours  

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৬১৪
 
সর্ব ধর্মের মিলন মেলায় ধর্ম প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশের বাস্তব ছবি রামু জনপদ
 
কক্সবাজার, ৯ বৈশাখ (২২ এপ্রিল) :
  ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, কক্সবাজার জেলার রামু জনপদে হাজার বছর ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি সহকারে এক সাথে বসবাস করছে তা শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বের জন্য আদর্শ। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রায়িক বাংলাদেশের বাস্তব ছবি হচ্ছে আজকের কক্সবাজার জেলার রামু জনপদ।
প্রতিমন্ত্রী গতকাল রামু উপজেলার ঐতিহাসিক রাংকূট বৌদ্ধ বিহার, রাংকূট জগতজ্যোতি শিশু সদন এবং শ্রী শ্রী রামকুট তীর্থধাম পরিদর্শনকালে উত্তররাংকুট  জগতজ্যোতি শিশু সদন  প্রাঙ্গণে এক সর্বধর্মীয় মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রামু জনপদে একদিকে যেমন ২৬৮ খ্রিস্ট পূর্বাব্দে সম্রাট অশোক কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাংকূট বনাশ্রম মহাতীর্থ মহাবিহার রয়েছে, পাশাপাশি রয়েছে হিন্দু ধর্মের শ্রী শ্রী রামকূট তীর্থধাম/শ্রী শ্রী রাম চন্দ্রের কূটির যা খ্রিস্টপূর্ব ২৮০০ অব্দে প্রতিষ্ঠিত। এর পাশাপাশি রয়েছে শত শত বছরের মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর বিভিন্ন নিদর্শন। এ জনপদের সকল ধর্মীয় সম্প্রদায়ের জনগণের মধ্যকার পারস্পরিক সহযোগিতমূলক মনোভাব সত্যিই অনুপ্রেরণাদায়ক, যা আমাকে দারুনভাবে মুগ্ধ করেছে। 
প্রতিমন্ত্রী এ সময় রামুর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সংস্কারে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সভায় সভাপতির বক্তব্য রাখেন রামু এবং কক্সবাজার সদর উপজেলা আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং সভা পরিচালনা করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্তভুষন বড়ুয়া। তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহির আহমেদ, ট্রাস্টি এডভোকেট দীপংকর (পিন্টু), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার জেলা অঞ্চলের ট্রাস্টি প্রিয়োতোষ শর্মা চন্দন, প্যাগোডা ভিত্তিক প্রাকপ্রাথমিক শিক্ষা প্রকল্পের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন,  বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া, এডভোকেট রাশিদা পারভিন, এডভোকেট লিনা এবং স্থানীয় প্রশানের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
 
আনোয়ার/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮১০ঘণ্টা
Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon