Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২২

তথ্যবিবরণী ২০ ফেব্রুয়ারি ২০২২

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৬৭৬

বিএনপি’র সাথে ওয়ান-ইলেভেনের উপকারভোগীরাও সক্রিয়

                                               -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নাটোর, ৭ ফাল্গুন (২০ ফ্রেব্রুয়ারি):

          তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র সাথে ওয়ান ইলেভেনের উপকারভোগীরাও সক্রিয় হয়েছেন। আজ নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

          ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি’র দুঃশাসন আর দুর্নীতির কারণে ওয়ান-ইলেভেনে দুই বছরের জরুরি সরকার এসেছিল। ঐ সময়ে ড. কামাল হোসেন ঐ সরকারকে সার্টিফিকেট দেন-যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুন। সুজনও ঐ সময় তাদের সাথে ছিল। ওয়ান-ইলেভেনের উপকারভোগীরা আবারও সরব হয়েছে। তারা অনলাইনে সভা করছে, জাতিকে নসিহতের নামে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি অশুভ লক্ষণ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করবে।'

          সম্প্রচারমন্ত্রী বলেন, শেখ হাসিনার রক্ত পরাভব জানে না, আপস জানে না। অসংখ্যবার হত্যা চেষ্টা করা হলেও দীপ্ত পদভারে তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে  যাচ্ছেন। বিএনপি’র রাজনীতি বিভ্রান্তি, অপপ্রচার আর গুজব রটানোর রাজনীতি।

          হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির মধ্যে মির্জা ফখরুল সাহেবরা আওয়ামী লীগ খুঁজে পান। অথচ তাদের মধ্যে চারজন সাংবিধানিক পদধারী নিরপেক্ষ ব্যক্তি। তারা সারাদেশে আওয়ামী লীগ দেখতে পান। মির্জা ফখরুল সাহেবকে যদি জ্বিনে ধরে থাকে, তবে তা তাড়ানোর জন্য তাদের নেতাকর্মীদের অনুরোধ জানাই।’

          স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সম্মেলন উদ্বোধন করেন। কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন। 

#

আকরাম/সাহেলা/এনায়েত/সঞ্জীব/শামীম/২০২২/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৬৭৫

সরকার পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে বদ্ধপরিকর

                       -- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবান, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :  

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের সমগ্র এলাকায় শিক্ষার মান উন্নয়নে অভূতপূর্ব কাজ হয়েছে। পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে সরকার বদ্ধপরিকর।

আজ বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী হারগেজা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আবাসিক বিদ্যালয় স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আরো বলেন, একশ্রেণির মানুষ আছে যারা চায় না পার্বত্য চট্টগ্রাম শিক্ষার আলোয় আলোকিত হোক। যারা সহিংসতার মাধ্যমে পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে বাধা দিচ্ছে তাদের সেই উদ্দেশ্য কোনদিন সফল হবে না।                      

মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত কাজের গুণগত মান ঠিক রেখে যথাসময়ে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা জামাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।        

 

#

 

নাছির/সাহেলা/এনায়েত/সঞ্জীব/শামীম/২০২২/১৯৫৫ঘণ্টা

 

      

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৬৭৪

 

সরকারি কর্মচারীদের দক্ষ, যোগ্য ও পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে

                                                       ---জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণকে সেবা প্রদানে পারদর্শিতা ও আন্তরিকতাই একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার প্রকৃত মাপকাঠি। এজন্য তাদেরকে দক্ষ, যোগ্য ও পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে।

আজ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণকে তাদের প্রাপ্য সেবা প্রদান কোন করুণা নয় বরং পবিত্র, সাংবিধানিক দায়িত্ব। সরকারের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায় সরকারি কর্মচারীদের কথায় ও কাজে। তাই জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সেবামুখী, জনবান্ধব, সৎ ও দেশপ্রেমিক সিভিল সার্ভিস দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবর্তিত সময়ে সিভিল সার্ভিসের সদস্যদের আরো দক্ষ, গতিশীল ও সেবাধর্মী হতে হবে। তিনি এ সময় সরকারি কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। 

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বক্তব্য রাখেন।

#

শিবলী/সাহেলা/সঞ্জীব/শামীম/২০২২/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর: ৬৭৩

 

বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্স প্রদান করল আইসিটি বিভাগ

 

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (সিসিএ) দেশের ব্যাংকসমূহের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে সিএ (সার্টিফাইয়িং অথরিটি) লাইসেন্স প্রদান করেছে।

এ লাইসেন্স অনলাইন লেনদেনের ক্ষেত্রে আর্থিক ঝুঁকি হ্রাস ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল স্বাক্ষরের প্রচলন এবং অনলাইন লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রদানকারী ও গ্রহণকারীর পরিচিতি প্রতিপাদনের পাশাপাশি তথ্যের গোপনীয়তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে আজ এ লাইসেন্স প্রদান করেন।

প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম বলেন, এই কার্যক্রম বাংলাদেশে ইলেক্ট্রনিক ও ডিজিটাল স্বাক্ষর প্রসারের ক্ষেত্রে একটি মাইলফলক। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের ফলে দেশের জনগণের অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিসিএ এর প্রধান নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সাঈদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

#

শহিদুল/সাহেলা/সঞ্জীব/রেজাউল/২০২২/১৮৪২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৬৭২

 

জিয়া, এরশাদ খালেদা জিয়ার হাত ধরে দেশে বিকৃত শিক্ষা এবং দুর্নীতিবাজ সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল

                  -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ স্বাধীনের সাড়ে তিন বছরের মাথায়  বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। পঁচাত্তর পরবর্তী প্রজন্মকে  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার হাত ধরে দেশে একটি বিকৃত শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতিবাজ সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৪-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী ও  শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক এমপি ও সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ রতন।

প্রতিমন্ত্রী বলেন, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি গর্বিত জাতিতে পরিণত হয়েছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা বিনির্মাণের জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মহিয়সী নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পঁচাত্তরে হারিয়ে যাওয়া গর্ব ফিরে পেয়েছি। দুনিয়া আজ বাংলাদেশকে স্মরণ করছে, খেয়াল রাখছে। প্রধানমন্ত্রী আজকে প্রশংসিত হচ্ছেন। যার ছোঁয়া আজকে ১৮ কোটি মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে। আমাদের এই গর্বের জায়গা ধরে রাখার জন্য সবাইকে শপথ নিতে হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সদস্যরা গর্ব করে বলতে পারে- ১৯৭৫ সালের ১৫ আগস্টে যে শিশুকে হত্যা করে অন্ধকারে ঠেলে দেয়ার চেষ্টা করেছিল ঘাতক জিয়া খুনিরা; আজ শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ প্রমাণ করেছে ‘এক রাসেল লোকান্তরে  কোটি রাসেল ঘরে ঘরে’। তিনি বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শেখ রাসেলকে বাঁচিয়ে রাখতে চাই  সংগঠনের মধ্য দিয়ে, আমাদের কর্মের মধ্য দিয়ে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ গত ৩৪ বছর ধরে  বাংলার শিশুদের সঠিক ইতিহাস  এবং সত্যকে জানার জন্য কাজ  করে যাচ্ছে। সত্য ইতিহাস জানার পাশাপাশি সাংস্কৃতিক ও খেলাধুলার ক্ষেত্রেও যে ভূমিকা রাখছে- তা খুবই প্রশংসনীয়।

#

জাহাঙ্গীর/সাহেলা/সঞ্জীব/শামীম/২০২২/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                              নম্বর: ৬৭১

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯৮৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। এ সময় ২৫ হাজার ৪০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।    

 

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। এ পর্যন্ত ২৮ হাজার ৯৬৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

 

#

 

জাকির/সাহেলা/রেজাউল/২০২২/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৬৭০

কাজী রোজীর মৃত্যুতে প্রধান তথ্য অফিসার ও বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :  

বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী'র মৃত্যুতে প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের কর্মকর্তা হিসেবে তথ্য অধিদফতর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরে মরহুমা কাজী রোজীর অবদান পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বাংলা সাহিত্য অঙ্গনে উল্লেখযোগ্য  ভূমিকা রাখার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

 মোঃ শাহেনুর মিয়া মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া, পৃথক শোকবার্তায় বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি স ম গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন কবি কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

#

অনসূয়া/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/শাম্মী/মানসুরা/২০২২/১৫৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                        নম্বর : ৬৬৯  

 

কবি কাজী রোজীর মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

 

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

 

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি, সাবেক সংসদ সদস্য ও বিসিএস তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা কাজী রোজীর মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

          পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

          কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক; তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ; অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান; ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ; জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন; সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।     

          মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

অনসূয়া/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/আসমা/২০২২/১৬০০ ঘণ্টা    

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৬৬৮ 

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে লিবিয়ার চার্জ দ্য  অ্যাফেয়ার্স-এর বৈঠক

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বাংলাদেশে লিবিয়ার চার্জ দ্য  অ্যাফেয়ার্স Rahoumh M R Yahy এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা কর্মী প্রেরণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে এবং দু’দেশের সৌহাদ্যপূর্ণ সম্পর্ক, দায়িত্বশীল অভিবাসন, মানবপাচার রোধ, অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিতকরণসহ লিবিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্স লিবিয়ায় কর্মী প্রেরণ বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, লিবিয়ার উন্নয়নে বাংলাদেশি কর্মীদের ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। লিবিয়া সরকার বর্তমানে ব্যাপক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। লিবিয়ার অর্থনীতির চাকাকে সচল করতে বাংলাদেশের কর্মীরা ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, লিবিয়া সরকার বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়াও বৈঠকে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাদের এবং লিবিয়া দূতাবাসের লেবার অ্যাটাশে আব্দুল আজিজ এ কে জোহা।

#

রাশেদুজ্জামান/অনসূয়া/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/শাম্মী/রবি/মানসুরা/২০২২/১৪৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৬৬৭

দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সরকার নিয়মিত অনুদান দিচ্ছে

                                                 - সমাজকল্যাণ মন্ত্রী

 

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :  

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করছে। ক্যান্সার, কিডনিসহ ছয়টি দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সরকার নিয়মিত অনুদান দিচ্ছে।

মন্ত্রী আজ বেসরকারি উন্নয়ন সংস্থা আগে দেশ ও সোনার বাংলা ফাউন্ডেশন এর আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক কিডনি ডায়ালাইসিস সেবায় ভরতুকি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ এর চিফ অপারেটিং অফিসার (অবঃ সচিব) হোসনে আরা বেগম (এনডিসি) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আগে দেশ এর প্রতিষ্ঠাতা ও সোনার বাংলা ফাউন্ডেশন এর সভাপতি ডঃ আবু হেনা মোস্তফা কামাল ও আগে দেশ এর সাধারণ সম্পাদক সাজ্জাদ রাশেদ প্রমুখ।

মন্ত্রী বলেন, দেশে দুরারোগ্য বিভিন্ন রোগের প্রকোপ ক্রমে বাড়ছে। সীমিত আয়ের অসহায় মানুষের জন্য এসব রোগের ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়। এ বিষয় বিবেচনায় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবছর ত্রিশ হাজার জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগীকে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করছে।

অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিতদের সহায়তায় প্রবাসীদের ‍উদ্যোগে পরিচালিত আগে দেশ সংস্থার কার্মকাণ্ডের প্রশংসা করে মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সহযোগী সংস্থা ও ব্যক্তি উদ্যোগে মানবতার সেবায় এগিয়ে আসলে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।

পরে মন্ত্রীর পক্ষে ঢাকা, নরসিংদী, রাজশাহী ও রংপুর জেলার রোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, দেশে কিডনি রোগীদের অত্যাধুনিক ডায়ালাইসিস সেবা প্রদানে বেসরকারি উন্নয়ন সংস্থা 'আগে দেশ'কে সমাজকল্যাণ মন্ত্রণালয় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা ভরতুকি প্রদান করেছে।  

 

#

জাকির/অনসূয়া/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/শাম্মী/মানসুরা/২০২২/১৩৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৬৬৬ 

কাজী রোজীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :  

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি, সাবেক সংসদ সদস্য ও বিসিএস তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সী কাজী রোজীর মৃত্যু সংবাদে ড. হাছান মাহমুদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় কাজী রোজীর কর্মময় জীবনের কথা স্মরণ করেন এবং বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্যদানকারী কাজী রোজীর মৃত্যুতে দেশ একজন সাহসী, সাহিত্যিক, স্বদেশ অন্তপ্রাণকে হারালো। 

 

তথ্য ও সম্প্রচার সচিবের শোক

 

কবি, সাবেক সংসদ সদস্য ও বিসিএস তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন।

সচিব তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কাজী রোজীর মৃত্যুতে আমরা একজন সাহসী দেশপ্রেমিক ও সাহিত্যপ্রেমীকে হারালাম। 

#

আকরাম/অনসূয়া/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/শাম্মী/মানসুরা/২০২২/১৩৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ৬৬৫

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

          ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। এ দিন ভাষা শহিদদের স্মরণে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পতাকা অর্ধনমিত রাখার সময় মনে রাখতে হবে অর্ধনমিত অবস্থায় উত্তোলনের প্রাক্কালে পতাকাটি পুরোপুরি উত্তোলন করে অর্ধনমিত অবস্থানে আনতে হবে এবং নামানোর প্রাক্কালে পতাকাটি শীর্ষে উত্তোলন করে নামাতে হবে।

          ১৯৭২ সালে প্রণীত (২০১০ সালে সংশোধিত) ‘জাতীয় পতাকা বিধিমালা’য় জাতীয় পতাকা যথাযথভাবে ব্যবহারের বিষয়ে নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা মেনে চলা প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য।

          বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪(১) অনুযায়ী ‘প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের ওপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।’ অন্যদিকে পতাকা বিধিতে বলা হয়েছে, পতাকার রং হবে গাঢ় সবুজ এবং সবুজের ভিতরে একটি লালবৃত্ত থাকবে। জাতীয় পতাকার মাপ হবে 10©x6© দৈর্ঘ্যে ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লালবৃত্ত। বৃত্তটি দৈর্ঘ্যরে এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। ভবনের আয়তন অনুযায়ী পতাকা ব্যবহারের তিন ধরনের মাপ হচ্ছে 10©x6©, 5©x3© এবং 2.5©x1.5© ।

অনসূয়া/পরীক্ষিৎ/জাহাঙ্গীর/শাম্মী/আসমা/২০২২/১২৩০ ঘণ্টা

 

তথ্যবিরণী                                                                                                                              নম্বর : ৬৬৪

 

কাজী রোজী'র মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

 

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

          সাবেক সংসদ সদস্য একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজী'র মৃত্যুতে   গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

আজ এক শোকবার্তায় মন্ত্রী কাজী রোজীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

কাজী রোজী ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 কাজী রোজী দেশের স্বনামধন্য কবি ও গীতিকার ছিলেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কবিতায় বিশেষ অবদানের জন্য কাজী রোজী ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো — ‘লড়াই’, ‘পথঘাট মানুষের নাম’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।

#

 

মারুফ/অনসূয়া/পরিক্ষীৎ/জাহাঙ্গীর/শাম্মী/মানসুরা/২০২২/১১৫০ ঘণ্টা  

 

Handout                                                                                                                                            Number: 663 

 

Bangladesh and the United States will work for effective climate action

                                                                                - Foreign Minister

Munich, 20 February:

 

Foreign Minister Dr. A K  Abdul Momen has said, Bangladesh and the United States (US) have the opportunity to work together to realize a number of long-term, ambitious initiatives to showcase effective climate action. He made this remark following his bilateral meeting with the US President’s Special Envoy on Climate John Kerry yesterday.

 

The two leaders discussed a wide range of cooperation issues at the meeting held on the side-lines of the Munich Security Conference running on its second day (19 February) at Munich in Germany. Bangladesh Ambassador to Germany Md. Mosharraf Hossain Bhuyian was present at the meeting.

 

They discussed the possibility of growth in renewable energy in Bangladesh in line with the country’s requirement to generate an additional 4,000 MW of energy from renewable sources to meet its target of 40 percent within its energy mix.

 

Dr. Momen urged the G7 to support Bangladesh and other climate vulnerable countries with cost-effective technologies for transition to green energy. Kerry talked about the potential of nuclear modular plants that are currently being tested in the US. The Foreign Minister also sought the US’ support in developing skill sets for creating job opportunities in the renewable energy sector and solar energy-driven equipment operations.

 

Kerry took interest in the project envisaged for heightening and widening embankments with afforestation and renewable energy generation capacity along Bangladesh’s coastal belt. He assured of facilitating the US’ support in conducting the initial feasibility study for the purpose.

 

The US Presidential Envoy invited Bangladesh to join the Global Methane Pledge as a means to benefit from support for reducing emissions from solid waste, among other sectors. The two leaders also talked about the recent sanctions imposed by the US on the Rapid Action Battalion and some of its former and current officials.

 

                                                                         #

Mohsin/Anasuya/Parikshit/Jahangir/Shammi/Mansura/2022/1215 hour

 

তথ্যবিরণী                                                                                                                                 নম্বর: ৬৬২

কাজী রোজীর মৃত্যুতে স্পিকারের শোক

 

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

সাবেক সংসদ সদস্য এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি ও রাজনীতিবিদ কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শোকবার্তায় স্পিকার মরহু

2022-02-20-14-38-989f8ac2b74f6dc464293145976ec92d.doc 2022-02-20-14-38-989f8ac2b74f6dc464293145976ec92d.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon