Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২১

তথ্যবিবরণী ২০ ফেব্রুয়ারি ২০২১

তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ৮৩০

 

বস্তুগত উন্নতির পাশাপাশি গড়তে হবে মানবিক রাষ্ট্র

                                            -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

 

          জাতির পিতার স্বপ্ন পূরণে ভৌত বা বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানবিক রাষ্ট্র গড়ে তোলার কথা বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

 

          মন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অভ্‌ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন ২০২১ এ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

          সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের জনকল্যাণমুখী ও বঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রমের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, পরিশ্রম ও সাধনা যে মানুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, সমগ্র বিশ্বে তার উদাহরণ ছড়িয়ে আছে। আজকের সংগ্রামী শিশুরা একদিন সফল মানুষ হবে। আর সেজন্য শুধু বস্তুগত উন্নয়ন হলেই চলবে না, গড়তে হবে মানবিক রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে এর বিকল্প নেই। 

 

          সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মুদ্দাসের খান জ্যোতির সভাপতিত্বে অনুষ্ঠানে কাজী মনিরুল ইসলাম মনু এমপি ও  আক্তারুজ্জামান বাবু এমপি বিশেষ অতিথি এবং সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার প্রধান আলোচকের বক্তব্য দেন।

 

এটিএম শামসুজ্জামানের অন্তিম শয়ানে তথ্যমন্ত্রী

 

          এর আগে বিকেলে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সদ্যপ্রয়াত দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে যান।

 

          মন্ত্রী প্রয়াতের অন্তিম শয্যায় পুষ্পিত শ্রদ্ধা অর্পণ শেষে পাশে দাঁড়িয়ে তার আত্মার শান্তি কামনা করে স্রষ্টার কাছে প্রার্থনা করেন ও কিছু সময় নীরবে অবস্থান করেন।

 

          উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, আমৃত্যু শিল্পের কল্যাণে কাজ করে যাওয়া এটিএম শামসুজ্জামানের অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করে রেখেছে। এদেশের মানুষের স্মৃতিতে তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন।

 

          বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

#

 

আকরাম/মাসুম/মোশারফ/সেলিম/২০২১/২১৪০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৮২৯

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ডিএসসিসির প্রস্তুতি ও কর্মসূচি

                                            

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :   

 

            অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম, ভাষা শহিদদের আজিমপুর কবরস্থানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ভাষা শহিদ-সৈনিকগণের অবদান ও তৎপরবর্তী বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে যেসকল ব্যক্তিবর্গ ভূমিকা রেখেছেন তাঁদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

            অমর একুশে ফেব্রুয়ারি পালনে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ডিএসসিসির যান্ত্রিক সার্কেল হতে রাজধানীর দোয়েল চত্বর হতে কেন্দ্রীয় শহিদ মিনার হয়ে পলাশী মোড়সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে রোড মার্কিং, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা হয়েছে। আগত দর্শনার্থীদের জন্য তিনটি "মোবাইল টয়লেট" লরি সরবরাহ করা হয়েছে। এছাড়াও ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ হতে কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকার রাস্তায় বৈদ্যুতিক বাতি সচল রাখার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন করা ও বৈদ্যুতিক বাতি সচল রাখার কার্যক্রমে সব ধরনের তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন এলাকায় খোলা হয়েছে ডিএসসিসির কন্ট্রোল রুম।

            এদিকে আজ রাত এগারোটায় রাজধানীর আজিমপুর কবরস্থানে ডিএসসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরের নেতৃত্বে ভাষা শহিদ আবুল বরকত, আব্দুল জব্বার ও শফিউর রহমান এবং শহিদ মিনারের নকশাকার শিল্পী হামিদুর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

            একুশের প্রথম প্রহরে, আজ রাত ১২.০১টায় কেন্দ্রীয় শহিদ মিনার বেদীতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরীসহ ডিএসসিসির বিভাগীয় প্রধানগণ এ সময় ডিএসসিসি মেয়রের সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন।

            তাছাড়াও আগামীকাল (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান নাট্যমঞ্চে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২০২১ সালে একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা।

            ভাষা শহিদদের প্রতি কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের আগমনে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন বলেন, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা শহরের মানুষজনের পদচারণায় কেন্দ্রীয় শহিদ মিনার এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়। তাঁদের সেই পদচারণা নির্বিঘ্ন ও একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এই এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

            প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে ডিএসসিসির যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান বলেন, আমরা কেন্দ্রীয় শহিদ মিনার এলাকাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও চতুর্পাশের এলাকায় রোড মার্কিং এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চাহিদা মোতাবেক তিনটি মোবাইল টয়লেট লরি সরবরাহ করা হয়েছে। প্রতিটি লরিতে পাঁচটি করে আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে।

#

আবু নাছের/নাইচ/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২০২৪ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৮২৮

অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে গণপূর্ত প্রতিমন্ত্রী এবং

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়কের শোক

 

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

          একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

          আজ পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

 

রেজাউল/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০২১/২০২২ ঘণ্টা   

 

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                      নম্বর : ৮২৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইলে

 বাংলা খুদে বার্তার খরচ অর্ধেক

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : 

          আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইলে বাংলা এসএমএস বা খুদে বার্তা খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। গ্রামীণ ফোন ও টেলিটক এর গ্রাহকরা আজ থেকেই এই সুবিধা পাবেন। রবি ১৫ মার্চ ও বাংলা লিংকের গ্রাহকরা ৩১ মার্চ থেকে এই সুবিধার আওতায় আসবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উদ্যোগে বাংলা এসএমএস এর খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়।

          মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে বিটিআরসি, অ্যামটব এবং মোবাইল অপারেটরদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অর্ধেক খরচে বাংলা এসএমএস উদ্বোধন করেন। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব

মোঃ আফজাল হোসেন, গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমানসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাভাষার জন্য রক্ত দিয়ে বাংলাভাষাভিত্তিক বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর আমাদের নৈতিক দায়িত্ব সর্বত্র বাংলা চালু করা। তিনি মোবাইলে বাংলা এসএমএস এর মূল্য অর্ধেক করায় বিদেশি তিনটি মোবাইল কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তারা বাণিজ্যের প্রতি না তাকিয়ে বাংলার প্রতি তাকিয়েছেন, বঙ্গবন্ধু এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, মোট জনসংখ্যার চেয়ে বেশি অর্থাৎ দেশে প্রায় ১৭ কোটি মোবাইল সংযোগ রয়েছে। কেবল শিক্ষিত শ্রেণি মোবাইল ব্যবহার করে তেমনটিও নয়।তিনি সার্বজনীন বোধগম্য ভাষায় মোবাইল এসএমএসকে একটি কার্যকর যোগাযোগ হিসেবে আখ্যায়িত করেন এবং মোবাইল অপারেটরদের পক্ষ থেকেও গ্রাহকদের জন্য পাঠানো এসএমএস বাংলায় পাঠানোর পরামর্শ দেন। মোবাইল অপারেটরগণ গ্রাহকদের বাংলায় এসএমএস পাঠানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

উদ্ভাবক মোস্তাফা জব্বার মাতৃভাষা হিসেবে বাংলাকে পৃথিবীর চতুর্থতম মাতৃভাষা হিসেবে উল্লেখ করে বলেন, পৃথিবীর ৩৫ কোটি মানুষের ভাষা হচ্ছে বাংলা। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে বাংলা ভাষাভাষী মানুষ নেই। হলহ্যাড নামে একজন ইংরেজ ব্রিটিশ শাসনামলে ফার্সির বদলে বাংলাকে রাষ্ট্রভাষা এবং পরে ১৯১৮ সালে ড. মোহাম্মদ শহিদুল্লাহ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শুধু বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার আন্দোলন করেননি, তিনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিদেশিদের সাথে যোগাযোগ ছাড়া সর্বত্র বাংলায় দাপ্তরিক যোগাযোগের বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, ইন্টারনেটে বাংলা লেখার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিলো কিন্তু আইক্যান ও ইউনিকোডের সাথে সরকারের সুদৃঢ় উদ্যোগের ফলে আমরা তা অতিক্রান্ত করতে সক্ষম হয়েছি বলে মন্ত্রী উল্লেখ করেন।

এসএমএস এর মূল্য অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

#

শেফায়েত/নাইচ/রেজুয়ান/সঞ্জীব/আব্বাস/২০২১/২০০৪ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৮২৬

কোভিড-১৯ (করোনা ভাইরাসসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : 

 ‌                  স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৫০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন।

          গত ২৪ ঘণ্টায় ৫ জন-সহ এ পর্যন্ত ৮ হাজার ৩৪২ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন।

#

দলিল/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০২১/১৮৪৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                         নম্বর : ৮২৫

 

তাঁতিদের আর্থসামাজিক উন্নয়ন এবং মূলধন সরবরাহ নিশ্চিতে কাজ করেছে সরকার

                                             

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : 

 

          বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, তাঁতিদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মূলধন যোগানের কষ্ট দূর করার জন্য সরকার কাজ করেছে।

 

          আজ নারায়্ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের বেসিক সেন্টার এ ‘তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ইনোভেশন কার্যক্রমের অংশ হিসেবে তাঁতি কার্ড বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। 

 

          বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নূসরাতসহ সংশ্লিষ্ট অংশীজন প্রমুখ।

 

          মন্ত্রী বলেন,  তাঁতিদের চলতি মূলধনের চাহিদা মিটাতে ‘তাঁতিদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি’ শীর্ষক কর্মসূচির আওতায় এ পর্যন্ত (ডিসেম্বর, ২০২০) ৪৬ হাজার ৬৪৫ জন প্রান্তিক তাঁতিকে ৯  হাজার ৬৮৭ দশমিক ৩৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। পদ্মা সেতু সংলগ্ন মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরায় নির্মিত হচ্ছে শেখ হাসিনা তাঁত পল্লী। রূপগঞ্জ বেসিক সেন্টারের পাশে তাঁত গবেষণা কেন্দ্র হবে। রূপগঞ্জে আরেকটি জামদানি পল্লী স্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে তাতিঁদের সুতা রংসহ বিভিন্ন কাঁচামালের সুবিধা দেয়া হবে। নির্মিত হবে আন্তর্জাতিকমানের প্রর্দশনী ও প্রশিক্ষণ কেন্দ্র।

 

          মন্ত্রী বলেন, এ এলাকাসহ দেশের সকল তাঁতিদের রক্ষা করার জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সহজ শর্তে যে পরিমাণ ঋণ নিয়ে তাঁতিরা টিকে থাকতে পারে সেই পরিমাণ ঋণের  ব্যবস্থা তাঁত বোর্ড করবে ।

 

          মন্ত্রী বলেন, তাঁতশিল্প বাংলাদেশের ঐতিহ্যের ধারক। এ শিল্পে  প্রত্যক্ষ প্রায় ৯ লাখ এবং পরোক্ষভাবে ৬ লাখ মোট ১৫ পনেরো লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে। বছরে ৪৭ দশমিক ৪৭৪ কোটি মিটার কাপড়  উৎপাদনের মাধ্যমে তাঁতশিল্প দেশের মোট বস্ত্র চাহিদার প্রায় ২৮ ভাগ পূরণ করে থাকে।

 

            উল্লেখ্য, সর্বশেষ তাঁত শুমারী অনুযায়ী দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদার ৪০ শতাংশ তাঁত শিল্প যোগান দিয়ে থাকে। এ শিল্পের বার্ষিক উদপাদনের পরিমাণ ৬৮ দশমিক ৭০ শতাংশ। আর জাতীয় অর্থনীতিতে মূল্য সংযোজনের দিক থেকে তাঁত শিল্প খাতের অবদান ১২২৭ কোটি টাকার । আরও জানা গেছে, দেশে বিদ্যমান ১ লাখ ৮৩ হাজার ৫১২টি তাঁত ইউনিটে মোট হস্তচালিত তাঁতের সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৫৫৬টি। এর মধ্যে চালু তাঁতের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৮৫১টি।

 

         

#

সৈকত/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২১/১৮৩৬ ঘণ্টা     

 

 

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                          নম্বর : ৮২৪

 

দেশে একসাথে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক

 কেন্দ্র নির্মাণ অবিস্মরণীয় ঘটনা

                                                          --ধর্ম প্রতিমন্ত্রী

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : 

 

            ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ৯ হাজার কোটি টাকা ব্যয়ে  দেশের প্রতিটি উপজেলা ও জেলায় একটি করে মোট ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ একটি অবিস্মরণীয় ঘটনা।  

 

            প্রতিমন্ত্রী আজ উপজেলা প্রশাসন আয়োজিত ইসলামপুর (জামালপুর জেলা) উপজেলায় চিনাডুলী ও বেলগাছা ইউনিয়নের গুচ্ছগ্রামের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

 

            প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে-দুঃখে সব সময় জনগণের পাশে থেকে এদেশের মানুষের সেবা করে যাচ্ছেন। বিশেষ করে অনগ্রসর মানুষের সেবায় খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, গৃহ, আবাসন, আর্থিক ভাতাসহ নানাবিধ সামাজিক কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের কঠিন অবস্থায় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে  নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তা  নজিরবিহীন। তিনি দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে দেশের সকল মানুষ করোনার টিকা গ্রহণ করতে পারবে।

             

            ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বের কোন দেশে সরকারি ব্যয়ে একসাথে এত মসজিদ নির্মিত হয়েছে কি না তা আমার জানা নেই। 

 

            প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। তিনি ডিজিটাল হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছেন। হজযাত্রীগণ বাংলাদেশেই সৌদি আরবের ইমিগ্রেশনের  কাজ সম্পন্ন করছেন। 

 

            উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের (বাবুল), ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, জামালপুর জেলা পরিষদের সদস্য ওয়ারেছ আলী, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমুখ। 

 

            অনুষ্ঠানে ৫৮০ জন গুচ্ছগ্রামবাসীর মাঝে  প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।

#

 

আনোয়ার/নাইচ/রেজুয়ান/সঞ্জীব/আব্বাস/২০২১/১৮৪৪ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                          নম্বর : ৮২৩

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন

কমিটির উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ই-পোস্টার প্রকাশ

 

 

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : 

 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ২০২১ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

 

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর উক্তি নিয়ে ই-পোস্টারের শিরোনাম করা হয়েছে ‘আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা - জয় বাংলা।’

 

         

#

 

মোহসিন/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২১/১৮২৪ ঘণ্টা     

 

 

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                             নম্বর : ৮২২

চাষের নতুন পদ্ধতি ‘সমলয়’

যন্ত্রের ব্যবহার বাড়বে, কমবে সময়, শ্রম ও খরচ

                                              ---কৃষিমন্ত্রী

 

ধনবাড়ী (টাঙ্গাইল), ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : 

 

          কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে। কৃষি যান্ত্রিকীকরণে অত্যন্ত গুরুত্ব দিয়ে নেয়া হয়েছে ৩ হাজার ২০ কোটি টাকার প্রকল্প। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে দক্ষ জনবল তৈরিতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে কৃষি প্রকৌশলীর ২৮৪টি পদ সৃজন করা হয়েছে । কিন্তু আমাদের দেশে ক্ষেতগুলো ছোট ছোট। এছাড়া, কৃষকেরা বিভিন্ন জমিতে বিভিন্ন সময়ে চারা রোপণ করে। ফলে কৃষিকাজে যন্ত্রের ব্যবহার সঠিকভাবে করা যায় না। ‘সমলয়’ পদ্ধতিতে চাষ করলে যন্ত্রের ব্যবহার সহজতর হবে। কৃষকের সময় ও শ্রম খরচ কমবে। কৃষক লাভবান হবে।

          মন্ত্রী আজ টাঙ্গাইলের ধনবাড়ীতে কেন্দুয়া গ্রামে ‘সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে/ ব্লকে ধানের চারা রোপণ উদ্বোধন ও কৃষক সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

          মন্ত্রী বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে প্রতি একর জমিতে ১ ঘণ্টায় ধানের চারা রোপণ করা যায়। এর ফলে একর প্রতি কৃষকের খরচ কমবে ৪৫০০ টাকা। আগামী ৪-৫ বছর পরে কেউ হাতে ধান রোপণ করবে না বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

          কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আসাদুল্লাহ। এছাড়া বিএডিসির চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম, ব্রির মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

          ‘সমলয়’ চাষের এক নতুন পদ্ধতি। সবাই মিলে একটি ব্লকে/মাঠে একসঙ্গে একই জাতের ধান একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করা হয়। বীজতলা থেকে কর্তন, সকল প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সমসময়ে সম্পাদন করা হয়। এ পদ্ধতিতে ধান আবাদ করতে হলে চারা তৈরি করতে হয় ট্রেতে। ট্রেতে চারা উৎপাদনে জমির অপচয় কম হয়। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়। কৃষক তার ফসল একত্রে মাঠ থেকে ঘরে তুলতে পারে। কারণ, একসঙ্গে রোপণ করায় সব ধান পাকবেও একই সময়ে। তখন ধান কাটার মেশিন দিয়ে একই সঙ্গে সব ধান কর্তণ ও মাড়াই করা যাবে। এসব কারণে সমলয় পদ্ধতিতে যন্ত্রের ব্যবহার সহজতর ও বৃদ্ধি হবে। ফলে, ধান চাষে সময়, শ্রম ও খরচ কম লাগবে তেমনি উৎপাদনও হবে বেশি।

          এছাড়া মন্ত্রী ধনবাড়ীর বিরতারা ইউনিয়নের হাতিবান্ধা বিলের জলাবদ্ধতা নিরসনে ভূগর্ভস্থ পাইপ লাইন (ব্যারিড লাইন) পরিদর্শন ও উদ্বোধন করেন। এর মাধ্যমে হাতিবান্ধা বিলের মাঠের ৩০০ একর জমির জলাবদ্ধতা দূর হবে। এক ফসলি জমি দুই বা তিন ফসলি জমিতে রূপান্তর হবে।

#

আনোয়ার/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২১/১৭৫৪ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৮২১

বাংলাদেশের ১৬ কোটি মানুষ আল জাজিরার তথাকথিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে

                                                                -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) :

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যখন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তখন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আল জাজিরাকে ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব দরবারে সমালোচিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের ১৬ কোটি মানুষ আল জাজিরার তথাকথিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে।

          প্রতিমন্ত্রী আজ দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত শিশু কিশোর সমাবেশ, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, যে আল জাজিরা বিশ্বের কুখ্যাত সন্ত্রাসী বিন লাদেনের সাক্ষাৎকার প্রচার করে ব্যবসা করেছে, আল কায়েদার সাথে যাদের যোগাযোগ, আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সাথে যাদের যোগাযোগ-তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার মানুষের সাথে আল জাজিরার কোন সম্পর্ক থাকতে পারে না। তিনি এসব ষড়যন্ত্রকারীদের ব্যপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

          বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুরের সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সানিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

          প্রতিমন্ত্রী পরে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

#

জাহাঙ্গীর/নাইচ/সঞ্জীব/রেজাউল/২০২১/১৭৩৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৮২০

অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে মন্ত্রীগণের শোক

ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : 

          একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে মন্ত্রীবর্গ গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

          শোকপ্রকাশকারী মন্ত্রীগণের মধ্যে উল্লেখযোগ্য হলেন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বানিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্

2021-02-20-22-32-7ff51e34600131e0d813a5ccb729774c.docx 2021-02-20-22-32-7ff51e34600131e0d813a5ccb729774c.docx