Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মে ২০২৪

তথ্যবিবরণী ২৬ মে ২০২৪

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর: ৪৮৫০

 

ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন করছে শিল্প মন্ত্রণালয়

                                                           ---শিল্পমন্ত্রী

 

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে):

 

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন করছে শিল্প মন্ত্রণালয়। ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তিগত সুবিধাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট মন্ত্রণালয় বিনির্মাণে এগিয়ে যাচ্ছে এ মন্ত্রণালয়। Al enabled Project Evaluation and Monitoring Software (AIPEMS)-এর উদ্বোধন সে ধরনেরই একটি উদ্ভাবনী উদ্যোগ। এর মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের ইমেজ অনেকখানি বৃদ্ধি পাবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের টিমওয়ার্কের মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। 

 

মন্ত্রী আজ রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে AIPEMS সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলাতানার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

AIPEMS সফটওয়্যার প্রকল্প বাস্তবায়নে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি অনলাইনে তদারকিকরণ, রিয়েলটাইম মনিটরিং, নির্ভুল তথ্য সংরক্ষণ এবং পেপারলেস প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ই-গভর্নেন্স বাস্তবায়নে সহায়ক হবে।

 

উল্লেখ্য, ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি এই চারটি ভিত্তির উপর শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। 'স্মার্ট শিল্প, স্মার্ট বাংলাদেশ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে বেশকিছু ডিজিটাল কার্যক্রম গ্রহণ করা হয়েছে যেমন: অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার, প্রজেক্ট মনিটরিং সফটওয়্যার ও  AIPEMS সফটওয়্যার প্রণয়ন, ই-লাইব্রেরি, অনলাইনে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে ইউরিয়া সার বরাদ্দ, শিল্প মন্ত্রণালয়ে ই-গেট স্থাপন, শিপ রিসাইক্লিং ডাটাবেজ তৈরি ইত্যাদি।


 

                                                         #

 

ফয়সল/পাশা/সায়েম/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৭৫৮ ঘণ্টাতথ্যবিবরণী                                                                                                           নম্বর:৪৮৪৯

 

অসমাপ্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ শিল্পমন্ত্রীর

 

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে):

 

গতিশীলতা বৃদ্ধি ও মনিটরিং জোরদারপূর্বক মন্ত্রণালয়ের অসমাপ্ত প্রকল্পসমূহের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

 

মন্ত্রী আজ রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয়ের মে/২০২৪ মাসের এডিপি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে এ নির্দেশনা প্রদান করেন। সভা পরিচালনা করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

 

মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অনেকগুলো প্রকল্প শেষের পথে রয়েছে। অল্প টাকার জন্য যেসব প্রকল্প বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি, সেগুলো দ্রুত শেষ করতে হবে। প্রকল্প পরিচালকদের এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শিল্প মন্ত্রণালয়ের অগ্রগতিকে দৃশ্যমান করতে হবে। তিনি এ সময় এডিপি'র সবুজ পাতায় শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প সংখ্যা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

 

সভায় জানানো হয়, প্রকল্পগুলোর এপ্রিল ২০২৪ পর্যন্ত প্রকল্পভিত্তিক আর্থিক বরাদ্দের ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি ৪৬ দশমিক ২৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি কারিগরিসহ ২৬টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ ২ হাজার ৮২৩ কোটি ১২ লাখ টাকা। বরাদ্দকৃত অর্থের মধ্যে জিওবি খাতে ২ হাজার ২০২ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য হিসাবে ৮ কোটি ২২ লাখ টাকা ও স্ব-অর্থায়ন হিসাবে ৬১২ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

 

এসময় শিল্প মন্ত্রণালয়ের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন ও গৃহীত সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

 

সভায় বিসিআইসি, বিসিক, বিএসইসি, বিএসটিআই, বিএসএফআইসি, বিটাক, এনপিও, বিআইএম-সহ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণ অংশগ্রহণ করেন।

 

 

                                                          #

 

ফয়সল/পাশা/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৮১২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর:৪৮৪৮

 

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

 

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে):

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

 

আজ বেলা সাড়ে ১১ টার দিকে মন্ত্রী হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর  বাসায় ফেরেন। তিনি এখন সুস্থ তবে তাঁর শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন।

 

রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। যারা তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

প্রসঙ্গত, আইনমন্ত্রী ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে  গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে  ভর্তি হোন এবং রিলিজ নেওয়ার আগ  পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন ।

 

                                                      #

 

রেজাউল/পাশা/সায়েম/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৭৪৮ ঘণ্টা

Handout                                                                                                                  Number:4847

Govt. to conduct research projects to

 address issues in the environmental health sectors

                                             ---Environment Minister

Dhaka, 26 May:

Environment, Forest and Climate Change Minister Saber Hossain Chowdhury said the Government aims to conduct research projects to address the critical issue of antimicrobial resistance, a growing global health concern, by integrating efforts across human, animal, and environmental health sectors. He said international collaboration is highly required for tackling complex environmental and public health challenges.

Environment Minister said this while a delegation led by Professor Dr. Kozo Watanabe of Ehime University, Japan met him at the ministry office in the Bangladesh Secretariat. The main agenda of the meeting was the proposal of a collaborative project titled ‘One Health Approach to Controlling Antimicrobial Resistance (AMR) and Ensuring Safe Aquaculture and Livestock Production.’ This initiative falls under the Science and Technology Research Partnership for Sustainable Development (SATREPS).

Saber Chowdhury expressed his appreciation for Japan's continued support and interest in Bangladesh's sustainable development.  He asked the delegation to send a brief of benefits of action, and cost of inaction of this research project.

Professor Watanabe highlighted the potential benefits of the project and strengthened scientific and technological ties between Bangladesh and Japan.

The meeting concluded with both parties expressing their commitment to advancing this collaborative effort, recognizing its potential to make significant contributions to sustainable development and health security in Bangladesh.

Later, the Environment Minister held a meeting with a delegation led by the President of Foreign Investors Chamber of Commerce and Industry (FICCI) Zaved Akhtar in the Ministry's office room at the Bangladesh Secretariat. T.I.M. Nurul Kadir, Executive Director, FICCI, Dhaka and Shamima Akhter, FICCI were also present on the occasion.


                                             #

 

Dipankar/Pasha/Sayeam/Rana/Mosharaf/Abbas/2024/1745 Hours

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৪৮৪৬

 

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য নির্বাচিত দপ্তর-সংস্থার মাঝে শিল্পমন্ত্রীর সনদ বিতরণ

 

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে):

           শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য নির্বাচিত দপ্তর-সংস্থার মাঝে সনদ বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

          মন্ত্রী আজ রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচিত দপ্তর-সংস্থার প্রধানগণের মাঝে এ সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এসময় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

          ইনোভেশন শোকেসিংয়ে (প্রদর্শনীতে) শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনে ১ম স্থান অধিকার করে বিটাকের উদ্যোগ 'থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ইম্পেলার তৈরির মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পের কর্মদক্ষতা বৃদ্ধিকরণ', ২য় স্থান অধিকার করে বিসিআইসি এর উদ্যোগ Ô3D Printing Technology ব্যবহারের মাধ্যমে High Voltage Plan (6.6kv) এ ব্যবহৃত অকেজো 86 Lockout Relay সমূহ পুনঃব্যবহারযোগ্য করে তোলা’ এবং যৌথভাবে ৩য় স্থান অধিকার করে বিসিক এর ‘অনলাইনের মাধ্যমে ক্লাউডভিত্তিক সিনক্রোনাইজেশন সিস্টেম ব্যবহার করে আরডিপিপি প্রক্রিয়াকরণ’ ও বিএসইসি এর ‘DOB টেকনোলজি LED Bulb এর চঈ৮ই ডিজাইন ও ইমপ্লিমেন্টেশন’ উদ্যোগ।

          উল্লেখ্য, বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আলোকে শিল্প মন্ত্রণালয় ও এর অধীন

দপ্তর-সংস্থাসমূহের অংশগ্রহণে গত ১৫ মে শিল্প মন্ত্রণালয়ে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়। ইনোভেশন শোকেসিংয়ে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচনের লক্ষ্যে গঠিত ‘মূল্যায়ন কমিটি’র মাধ্যমে মূল্যায়ন করে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হয়।

#

ফয়সল/পাশা/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৮১০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর:৪৮৪৫

 

বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

 

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে):

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক ও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

আজ এক শোক বার্তায় মন্ত্রী বলেন, মরহুম মোহাম্মদ আনোয়ার উল হক একজন নিবেদিতপ্রাণ ও অবিচল ন্যায়মূর্তি ছিলেন। বাংলাদেশের বিচার বিভাগ ও ভূমি প্রশাসনে তাঁর অতুলনীয় অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

ভূমিমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

                                                   #

নাহিয়ান/পাশা/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/১৭২৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৮৪৪

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমকি ৩৫ শতাংশ। এ সময় ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৮১৬ জন।

#

দাউদ/পাশা/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৭৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৪৮৪৩

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে):

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানিয়েছেন। তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের মানসম্মান বৃদ্ধি পাবে এবং সেইসাথে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে।

প্রতিমন্ত্রী গতকাল দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে ‘রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ এবং সিআইপি সংবর্ধনা-২০২১-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম উপস্থিত ছিলেন। 

প্রতিমন্ত্রী বলেন, সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিট্যান্স প্রেরণকারীদেরকে সম্মাননা প্রদান নিঃসন্দেহে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করবে। তিনি আরো বলেন, অভিবাসী কর্মীদের প্রবাসে ও প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে নিয়মিতভাবে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরীতে মোট ৫১ জনকে রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।

#

সৈকত/ফাতেমা/সাজ্জ/আলী/শামীম/২০২৪/১৬০৪ ঘণ্টা  

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৪৮৪২

 

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি

মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে

 

ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে):

 

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত (পুন:) ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের  অদূরবর্তী দ্বীপ ও চরসমূহও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অন্য দিকে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেত (পুন:) ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১২০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৯.৮˙ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪˙ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ সকাল ৯ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আজ ২৬ মে ২০২৪ তারিখ সন্ধ্যা/মধ্যরাত নাগাদ মোংলার নিকট দিয়ে সাগর আইল্যাণ্ড (পশ্চিমবঙ্গ)-খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

          এছাড়া, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে ৪ নম্বর নৌ-মহাবিপদ সংকেত (পুন:) ৪ নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

          প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, চটগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

          প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মি/২৪ ঘন্টা) থেকে অতি ভারী (>৮৯মিমি/২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাংগামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার থেকে আজ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তির (ক্রমিক নম্বর-১১) মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

#

নাজমুল/ফাতেমা/রবি/সুবর্ণা/আলী/মাসুম/২০২৪/১২৩৭ ঘণ্টা

 

2024-05-26-13-03-e6c78325b13a29c9b1e24b45e9a41666.docx 2024-05-26-13-03-e6c78325b13a29c9b1e24b45e9a41666.docx