Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০১৮

তথ্যবিবরণী 20/7/2018

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ২০১১

 

জাতির মূল পরিচয় তার সংস্কৃতিতে

                                 -- এলজিআরডি মন্ত্রী

 

ফরিদপুর, ৫ শ্রাবণ (২০ জুলাই) : 

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি জাতির মূল পরিচয় তার সংস্কৃতিতে। সংস্কৃতি দীর্ঘ দিনের একটি চলমান ধারা। রাতারাতি সংস্কৃতির জন্ম হয় না। একটি অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের আচার-আচরণ, অভ্যাস, চিন্তা ও ভাবনার সমন্বয়ে গড়ে ওঠে তার নিজস্ব সংস্কৃতি।

 

মন্ত্রী আজ সন্ধ্যায়  ফরিদপুরে কবি জসীম উদ্দীন হলে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী সংস্কৃতিক উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখে। যে গান শুনতে ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে। আমাদের আনন্দ ও মুক্তির সোপান রয়েছে দেশের সংস্কৃতিতে।

 

দু’দিনের এ সাংস্কৃতিক উৎসবে ফরিদপুর শহরসহ নয়টি উপজেলার বিভিন্ন পর্যায়ের শিল্পী, কবি ও সাহিত্যিকরা  অংশগ্রহণ করছেন। উৎসবে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক ও দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লিগীতি, লালনগীতি, লোকগীতি, জারি, সারি, মুর্শিদী গান ছাড়াও সরকারের উন্নয়ন কর্মকা- নিয়ে গান পরিবেশন করা হবে। দুই দিনের এ অনুষ্ঠানে জেলার ১৮০ জন শিল্পী অংশ নেবেন বলে জানা গেছে।

 

সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক উম্মে সালমা তানজিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।

 

এর আগে মন্ত্রী জেলা ব্রান্ডিং বিষয়ক একটি  বইয়ের মোড়ক উন্মোচন করেন ।

 

#

 

জাকির/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২১০০ ঘণ্টাতথ্যবিবরণী                                                                                      নম্বর :  ২০১০

 

জাতির বহুমাত্রিক বিকাশে ক্রীড়া চর্চা জোরদার রাখুন

                                       -- তথ্যমন্ত্রী

 

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) : 

 

জাতির বহুমাত্রিক বিকাশে মাদক ও অনৈতিকতামুক্ত সাহসী জাতি গড়ার পথে ক্রীড়া চর্চাকে জোরদার রাখতে হবে, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

আজ সকালে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত প্রথম দক্ষিণ এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, শেখ কামাল একই সাথে যেমন দেশপ্রেমিক যোদ্ধা ছিলেন, তেমনি ছিলেন ক্রীড়ামোদী এক অনন্য সংগঠক। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও ক্রীড়াক্ষেত্রে অর্জন অব্যাহত রাখার নতুন শপথে উজ্জীবিত হচ্ছি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব ভভিনাম ফেডারেশনের সহ-সভাপতি বিষ্ণু সাঁই, বাংলাদেশ ভভিনাম ফেডারেশনের সভাপতি দিলদার হোসেন দিলু এবং মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মনি।

 

দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ভারত, নেপাল ও বাংলাদেশের মোট ৯০ জন খেলোয়ার অংশ নিচ্ছে।

 

#

 

আকরাম/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ২০০৯
 
পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্যমেলা শুরু
 
ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :  
 
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ (২২-২৮ জুলাই) উপলক্ষে  পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্যমেলা আজ থেকে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণে শুরু হয়েছে।  মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদনকারী ২৪টি প্রতিষ্ঠান মেলায় তাদের স্টল স্থাপন করেছে। মেলা চলবে ২৪ জুলাই পর্যন্ত। মৎস্য সপ্তাহের সমাপনী দিবসে (২৮ জুলাই) প্রধানমন্ত্রী গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।    
 
অন্যদিকে, একই সময়ে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এবং দেশব্যাপী এর পাঁচটি উপকেন্দ্রেও  তিন দিনব্যাপী ‘মৎস্যপ্রযুক্তি মেলা’ শুরু হয়েছে।
 
আজ কেআইবি প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইছউল আলম ম-ল। উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণ কুমার মালাকার, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক গোলজার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক। 
 
#
 
শাহআলম/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ২০০৮
 
সংস্কৃতি চর্চা সমাজকে আলোর পথ দেখায়
                            -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :  
 
অভিনয়, নৃত্য ও সংগীতসহ সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সাঁকো টেলিফিল্ম পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০১৮। এ উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে  সাঁকো টেলিফিল্মের উদ্যোগে আলোচনা সভা, সম্মাননা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীতাঙ্গনের পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ হচ্ছেন- সঙ্গীতে রুনা লায়লা, অভিনয়ে সুচন্দা, নৃত্য পরিচালনায় জিনাত বরকত উল্লাহ ও গীতিকার হিসেবে গাজী মাজহারুল আনোয়ার। তাঁদেরকে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ।
 
সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমউিনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ ও সংগঠনের পরিচালক নাজমুল খান।
 
প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। নতুন প্রজন্মকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের হাত থেকে সমাজ রক্ষায় সংগীত, নৃত্য ও অভিনয় চর্চায় বেশি বেশি করে সুযোগ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দেশপ্রেমিক মানুষদের পরিকল্পিত কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি সাঁকো টেলিফিল্ম কর্তৃক সাংস্কৃতিক অঙ্গনের বিশ্ব বরেণ্য সফল মানুষদের সম্মাননা প্রদান করায় সাধুবাদ জানিয়ে সংগঠনটিকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
 
পরে প্রতিমন্ত্রী সাঁকো টেলিফিল্মের পক্ষ থেকে বরেণ্য চার গুণী ব্যক্তিত্বের হাতে পদক তুলে দেন।
 
#
 
আহসান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮২০ ঘণ্টা

Handout                                                                                                                     Number :2007

 

German State Minister calls on Foreign Minister

Dhaka, 20 July:

 

            German State Minister of Federal Foreign Office Annen Niels MP met the Foreign Minister A H Mahmood Ali MP at the State Guest House Padma yesterday. Bangladesh Ambassador to Germany Imtiaz Ahmed, German Ambassador in Dhaka Thomas Prinz were present among others during the meeting.

            They discussed a wide range of bilateral, regional and international issues ranging from bilateral trade and investment, Rohingya crisis to politics and refugee situation in Europe. At the beginning, the German State Minister praised Bangladesh for her consistent economic growth and enviable socioeconomic development. The two Ministers expressed satisfaction over the steady growth of bilateral trade and investment. While mentioning that Germany became the biggest  trading partners of Bangladesh in the Europe, the Foreign Minister emphasized on the diversification of export items of Bangladesh to Germany. It may be mentioned that more than 90% of the exports of Bangladesh to Germany is ready made garments. German State Minister Annen Niels informed that German giant SIEMENS is going to be the single largest investors in Bangladesh financing 7 billion euro to generate 8,000mwatt electricity in Payra. He also thanked Bangladesh government for giving the German Company Veridos, the opportunity to implement e-passport project and expressed happiness at the upcoming signing of the MOU between Ministry of Home Affairs and Veridos on implementation of e-passport project. Minister Annen also requested better facilities for German Companies who are working in Bangladesh. Foreign Minister assured of all kinds of supports and facilities for the German investors and asked the German State Minister to encourage their investors to come to Bangladesh. German Minister also conveyed satisfaction of German government on the ongoing cooperation between the two countries on migration management.

            German Minister Annen lauded humanistic approach of Prime Minister Shaikh Hasina and her government and local people of Cox’s Bazaar district in managing the Rohingya crisis. He also appreciated the efforts taken by Bangladesh government for the safety of the Rohingya people in the Monsoon. He assured the continuous support of the German Government for the management of the Rohingyas in the camps and political supports to achieve solution to the crisis and safe, sustainable return of the displaced Rohingyas to their own homeland.   Foreign Minister requested German State Minister to continue to mount pressure on Myanmar to ensure safe and sustainable return of the Rohingyas to their home.

            Foreign Minister A H Mahmood Ali also reminded the German State Minister Annen on the pending invitation of the Prime Minister Sheikh Hasina to the German Chancellor Angela Merkel to visit Bangladesh adding that Bangladesh is eagerly waiting to receive Merkel. Mr. Annen assured that the renewal of invitation would be conveyed to the Chancellor.

            It may be mentioned that Annen Niels was the Chairman of the Parliamentary Standing Committee of German Parliament of South Asia in the last parliament and Member of the same standing committee in the present parliament. This is the first ever visit of Annen Niels to Bangladesh.

#

Tohidul/Mahmud/Mosharaf/Abbas/2018/1727 Hours

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২০০৬
 
কোটা সংস্কার কমিটির মেয়াদ বাড়লো
 
 
ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :
 
সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা/ সংস্কার/ বাতিল করার বিষয়ে গঠিত কমিটির মেয়াদ আরো ৯০ কার্যদিবস বর্ধিত করা হয়েছে। 
 
গতকাল ১৯ জুলাই (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। এর আগে গত ২ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এ সংক্রান্ত একটি কমিটি গঠন করে। 
 
#
মাসুম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/১৭২০ ঘণ্টা  
Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon