Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ১৪ জানুয়ারি ২০১৬

Handout                                                                                                                   Number : 152

'Filmmakers' arrow, Politicians' bow'

                                                    -- Inu

Dhaka, January 14 :

            Information Minister Hasanul Haq Inu said, politicians can act as the bow to shoot the arrows of great ideas generated by filmmakers.

            The minister said this while inaugurating 14th Dhaka International Film Festival as chief guest at National Museum auditorium in the capital. State Minister for foreign affairs Shahriar Alam presided over the event organised by Rainbow Film Society, Dhaka.

            Hasanul Haq Inu urged the filmmakers to join hands with politicians to make the world free from terrorism and communal-based militancy.

            'This is a time when ICT makes our lives transparent as glass house and news of other hemisphere can be seen live and it is our duty to make a violence-free world', he said.

            'Bangabandhu, the father of the nation who led our war of independence, it was himself who long before, in '50s established Film Development Corporation that initiated Bangla movie making in this land', mentioned Information minister. 'And Bangabandhu's daughter Prime Minister Sheikh Hasina declared Film as an Industry and established the first Film and Television Institute in the country', he informed the audience from different countries participating in the festival.

            Acclaimed Syrian filmmaker Mohammad Malas and Norwegian filmmaker Anja Breien lighted the sacred candles while festival adviser M Hamid and festival director Ahmed Muztaba Zamal spoke on the occasion among others.

            89 films from about 60 countries will be screened in four venues including National museum, Public library, Alliance francaise and EMK centre in Dhaka during the festival till 22 January.

#

 

Akram/Mizan/Mosharraf/Sanjib/Zoynul/2016/2135 hours
Handout                                                                                                         Number : 151

 

LK Advani, Muazzem Ali pay tributes to Lt. Gen JFR Jacob

 

New Delhi (India), 14 January :

 

Tributes and respects were paid to the 1971 Bangladesh Liberation War hero Lieutenant General J F R Jacob (retired) today in a wreath laying ceremony in New Delhi.

 

 The ceremony was attended by a host of dignitaries and top politicians including BJP veteran LK Advani, Indian SK Sinha, Defence Minister Manohar Parrikar, State Minister for External Affairs General V K Singh (Retd) and also by the Bangladesh High Commissioner to India Syed Muazzem Ali honouring the war veteran. Officials of Bangladesh High Commission were also present at the ceremony.

 

             Chiefs of Indian Army, Navy & Air Force and senior Armed personnel also paid tribute to General Jacob.

 

            Bangladesh President Abdul Hamid and Prime Minister Sheikh Hasina have condoled the death of General Jacob.

#

Enamul/Mizan/Mosharraf/Sanjib/Selim/2016/2040 Hrs.

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৪৮ 

বাংলাদেশ সরকারি কর্মকমিশন
‘উন্নয়ন ভাবনা ও জনপ্রশাসনে নিয়োগ’ বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :
    আজ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের উদ্যোগে কমিশন ভবনে ‘উন্নয়ন ভাবনা ও জনপ্রশাসনে নিয়োগ’ শীর্ষক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। 
    সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ। সভায় সংসদীয় কমিটির সদস্যবৃন্দ,  মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, কমিশনের সদস্যবৃন্দ এবং কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। বিষয়বস্তুর ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কর্মকমিশনের সদস্য 
ড. মোহাম্মদ সাদিক। 
    মতবিনিময় সভায় সাংবিধানিক অনুশাসনের আওতায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রজাতন্ত্রের কর্মে যোগ্য ও দক্ষ কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা পরিচালনা এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
#

ডায়ানা/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১৪৭

শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী
শনিবার থেকে ভোজ্যতেলের মূল্য লিটারে ৫ টাকা কমবে

ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :   
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ১৬ জানুয়ারি শনিবার থেকে ব্যবসায়ীগণ লিটার প্রতি ৫ টাকা কমে ভোজ্যতেল বিক্রয় করবেন। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার কারণে বাণিজ্যমন্ত্রীর অনুরোধে ভোজ্যতেল ব্যবসায়ীরা এ মূল্য কমাতে সম্মত হন। 
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির ৪র্থ সভায় সভাপতিত্বকালে একথা বলেন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসাবান্ধব। ব্যবসায়ীদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। বিনিয়োগের জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে। দেশে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হচ্ছে। আগামী দিনগুলোতে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা হবে না। সরকার সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধানের জন্য আগামীতে এ কমিটিতে ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিদ্যুৎ, অর্থ, এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।
    মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি  দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পদ্মা বহুমুখী সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ সরকার বড় বড় প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে। শিল্পকারখানা নিরাপদ ও আন্তর্জাতিকমান বজায় রেখে পরিচালিত হচ্ছে। বিশ^বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বেড়েই চলছে।
    তিনি বলেন, দেশে এখন কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। আগামী ২০১৯ সালে দেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা এক সময়  দেশকে অস্থিতিশীল করার জন্য ধ্বংসাত্মক আন্দোলন করেছিলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক রাজনীতিতে ফিরে এসেছেন। নিজেদের প্রতীক নিয়ে বিগত পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী দিনগুলোতে দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিকেএমইএ’র  সভাপতি সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, বাংলাদেশ মহিলা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী সেলিমা আহমেদ, বিসিআই’র সভাপতি এ কে আজাদ, সিটি গ্রুপ অভ্ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপ অভ্ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোস্তফা কামাল এবং বিটিএমএ’র  প্রেসিডেন্ট তপন চৌধুরী বক্তব্য রাখেন।                          
#
বকসী/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৬ 

ঢাকায় রেলভবনে ওয়াই-ফাই সিস্টেম উদ্বোধন

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক আজ ঢাকায় রেলভবনে ওয়াই-ফাই সিস্টেম উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পুরো রেলভবন ওয়াই-ফাই সিস্টেমের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে রেলভবনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং দেশি-বিদেশি অতিথিবৃন্দ সরকারি ব্যয়ে ইন্টারনেট সুবিধা পাবেন।
তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটালবান্ধব। তথ্যপ্রযুক্তির দিক থেকে এ দেশ এগিয়ে যাচ্ছে। রেলওয়েতে প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন এবং চট্টগ্রাম রেলস্টেশনে ওয়াই-ফাই ব্যবস্থা চালু আছে। যাত্রীরা তাদের স্মার্টফোন, ট্যাব এবং ল্যাপটপ ব্যবহার করে বিনামূল্যে এ সুবিধা পাচ্ছেন।
এ প্রকল্পের আওতায় ৫৫০টি ইউজার পয়েন্ট এবং ৭১টি স্টেশন অর্ন্তভুক্ত করা হয়েছে। পরবর্তীতে সকল ট্রেনে ওয়াই-ফাই চালু করা হবে বলে রেলপথ সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন এসময় উল্লেখ করেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকগণ, জিএম মোজাম্মেল হক, রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#

শরিফুল/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১৪৫

কোচিং বাণিজ্য নির্মূলের আহ্বান শিক্ষামন্ত্রীর 

ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :   
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রাইভেট কোচিং বাণিজ্য নির্মূলে কার্যকর ভূমিকা রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য, নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার ধনী দরিদ্র সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অংক, ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ে ভীতি দূর করতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিচ্ছে।
    মন্ত্রী আজ ঢাকার আগারগাঁওয়ে এলজিইডি ভবনে সেকায়েপ প্রকল্পের অধীনে সারাদেশে অনগ্রসর এলাকার স্কুল ও মাদ্রাসাসমূহে নিয়োগকৃত ইংরেজি, গণিত ও বিজ্ঞান শিক্ষকদের দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা উদ্বোধনকালে একথা বলেন।
    শিক্ষামন্ত্রী বলেন, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, বেতন মওকুফ, বিদ্যালয়ে দুপুরের খাবারসহ সরকারের দরিদ্র শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচির ফলে শতভাগ শিশু ভর্তি নিশ্চিত হলেও তাদের অর্থপূর্ণ শিক্ষাস্তর পর্যন্ত লেখাপড়ায় ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 
    মন্ত্রী বলেন, শিক্ষক নামধারী অসাধু ব্যক্তিদের কোচিং বাণিজ্য দরিদ্র অভিভাবকদের ওপর একটা বড় বোঝা হয়ে দেখা দিয়েছে। অনেকক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়ার সামর্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের থাকে না। আর তাই সরকার অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অংক, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে প্রকল্পের অধীনে শিক্ষক নিয়োগ দিচ্ছে। তিনি বলেন, ২০১০ সাল থেকে দু’বছর ৬ মাসে এ ধরণের অস্থায়ী শিক্ষকগণ ৪শ’ স্কুলে ইংরেজি, গণিত বিষয়ে দরিদ্র শিক্ষার্থীদের জন্য ৯ লাখ ৫৪ হাজার ক্লাশ নিয়েছিলেন। এ কর্মসূচি দরিদ্র শিক্ষার্থীদের ব্যাপকভাবে সহায়তা করায় তা আরো বিস্তৃত করা হয়।
    মন্ত্রী আরো বলেন, গত দু’বছরে ১ হাজার ৩শ’ স্কুল ও মাদ্রাসায় এ ধরণের ৩ হাজার ৪শ’ ৮৩ জন অতিরিক্ত ক্লাশ শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। আগামী বছর আরো ৬শ’ শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে। এসব অতিরিক্ত ক্লাশ শিক্ষকগণ নিয়মিত ক্লাশ কার্যক্রমের পাশাপাশি স্কুল সময়ের বাইরে প্রতি মাসে ১৬টি ক্লাশ নিবেন। দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার গৃহীত এ কর্মসূচির তদারকির জন্য জনপ্রতিনিধি, স্কুল ও মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান। 
    সেকায়েপ প্রকল্পের পরিচালক ড মো. মাহামুদ-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা সচিব 
মো. সোহরাব হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বক্তৃতা করেন। কর্মশালায় ২শ’ নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও স্কুল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অংশ নেন।
#
সাইফুল্লাহ/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৪৪


স¦াস্থ্য ও অ্যাম্বুলেন্স সেবা নিতে ১৬২৬৩ নম্বরে কল করার আহ্বান


ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :

যেকোনো ফোন থেকে ১৬২৬৩ নম্বরে কল দিলেই ঘরের সামনে বা কাক্সিক্ষত জায়গায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। 

দেশের যেকোনো প্রান্ত থেকে রোগী  এবং জনগণ যেন দিন-রাত যেকোনো সময় একটি মাত্র নম্বরে কল দিয়ে চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবা এবং সারাদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত যেকোনো অ্যাম্বুলেন্স ডাকতে পারেন সেজন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বাতায়ন নামে একটি কল সেন্টার চালু করেছে। স্বাস্থ্য বাতায়নের নম্বর ১৬২৬৩। 

ইতোমধ্যে অ্যাম্বুলেন্সের তথ্য সংগ্রহ ও তালিকাভুক্তির কাজ শুরু হয়েছে। তালিকাভুক্তির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের যঃঃঢ়://১৬২৬৩.ফমযং.মড়া.নফ/ধসনঁষধহপব/ লিংকটিতে গিয়ে 
স্ব স্ব অ্যাম্বুলেন্স তালিকাভুক্ত করার জন্য সকল সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও কর্তৃপক্ষকে স্বাস্থ্য অধিদপ্তর অনুরোধ জানিয়েছে। বিস্তারিত জানার জন্য ১৬২৬৩ নম্বরে কল করা যেতে পারে। 

#
পরীক্ষিৎ/মিজান/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৪৩


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্র্ব নিয়মিত কোর্সে 
ভর্তির রিলিজ স্লিপের আবেদন ১৮ জানুয়ারি থেকে শুরু 

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :   

    জাতীয়  বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সের ভর্তি  কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন ১৮ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৫ জানুয়ারি ২০১৬ রাত ১২টা পর্যন্ত চলবে। যে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) ভর্তি বাতিল করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে আবেদন করা যাবে। 
#

ফয়জুল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৪২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত 
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :  
   
    জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম, মাহফুজুর রহমান এবং মো. আয়েন উদ্দিন অংশগ্রহণ করেন।
    বৈঠকে বোয়েসেল কর্তৃক বহির্বিশ্বে স্বল্প খরচ এবং বিনা খরচে অভিবাসনের সার্বিক কার্যক্রম, বহির্বিশ্বের কতগুলো দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে সে সম্পর্কিত তথ্য উপস্থাপন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যাধীন প্রবাসে শিক্ষা কার্যক্রম ও আপদকালীন কর্মীদের সহায়তা প্রদান, প্রবাসী কল্যাণ ব্যাংকের আমানত প্রকল্প এবং ঋণ ঝুঁকি আচ্ছাদন স্কিম বাস্তবায়ন ও অগ্রগতির  বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
         বৈঠকে জানানো হয় বোয়েসেল কর্তৃক বহির্বিশ্বে স্বল্প খরচে/বিনা খরচে নো লস লেস প্রফিটের (এএলএলপি) মাধ্যমে স্বল্প দক্ষ, দক্ষ ও পেশাজীবী কর্মী প্রেরণ করা হয়ে থাকে। বোয়েসেলের মাধ্যমে বহির্বিশ্বে ১৯৮৩-৮৪ থেকে ২০১৪-২০১৫ পর্যন্ত ৫৩,৯৫৫ জন কর্মী প্রেরণ করা হয়েছে। এছাড়া কোরিয়া,জর্ডান এবং বাহরাইনে কর্মী প্রেরণ এর পাশাপাশি বোয়েসেল যে কোন পেশায় কর্মী প্রেরণ করতে পারে । বর্তমানে বোয়েসেলের মাধ্যমে ওমান ও মালদ্বীপে ডাক্তার এবং বাহরাইনে স্বল্পদক্ষ শ্রমিক প্রেরণ করা হচ্ছে।
    মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য জি টু জি প্লাস পদ্ধতির আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর করে যতদ্রুত সম্ভব মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়। 
         বিদেশে যে সকল কর্মী প্রেরণ করা হবে তাদেরকে ইন্সুরেন্সের আওতায় আনা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসীকর্মীর সন্তানদের শিক্ষার জন্য সহায়তা প্রদান, এছাড়া বিভিন্ন সময় সাংস্কৃতিক টিমের মাধ্যমে ও ভিজিট ভিসায় বিদেশে অনেক মহিলাদের পাচার করা হয়ে থাকে এসকল বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
         বিএমইটির নিয়ন্ত্রণাধীন টিটিসি সেন্টারের মাধ্যমে যে সকল শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান করা হয় তাদেরকে প্রণোদনা প্রদান ও সহায়তার পরিমাণ বৃদ্ধির করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
    বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিএমইটির মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বায়রার সভাপতি মো. আবুল বাসারসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
এমাদুল/অনসূয়া/খাদীজা/মিজান/আসমা/২০১৬/১৪৪০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৪১ 


আওয়ামী লীগ নেতা শাহাবুল ও কমরেড জসিম মন্ডলের স্ত্রীর মৃত্যুতে ভূমিমন্ত্রীর গভীর শোক 

ঈশ্বরদী, ১ মাঘ (১৪ জানুয়ারি) :   
 
    ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি শাহাবুল আলম সরদার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ম-লির সদস্য কমরেড জসীম উদ্দিন মন্ডলের স্ত্রী জাহানারা বেগম এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। 
    ভূমিমন্ত্রী সকালে কমরেড জসীম উদ্দিন মন্ডল এর স্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহাবুল আলম সরদারের মরদেহ দেখতে তাদের বাড়িতে যান এবং শাহাবুল আলম সরদারের জানাযায় শরিক হন। ভূমিমন্ত্রী তার শোকবাণীতে বলেন, মরহুম শাহাবুল আলম সরদার ছিলেন আমার পুত্রতুল্য এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ঘনিষ্ট কর্মী ছিলেন। 
    তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
    তিনি জানাযায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ পাবনা, ঈশ্বরদী ও নাটোর জেলার অসংখ্য নেতাকর্মী শরীক হন।
#

রেজুয়ান/অনসূয়া/খাদীজা/মিজান/আসমা/২০১৬/১৪৪০ ঘণ্টা 

 

 

 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৪০ 


সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :   
 
    জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেসা অংশগ্রহণ করেন।
            বৈঠকে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া) এর সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে, সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে প্রতিবেদন উপস্থাপন,জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।  
    বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের বাকি কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। বর্ষাকালে যে সমস্ত রাস্তা ক্ষতির সম্মুখীন হয়েছে সেগুলো শুষ্ক মৌসুমের মধ্যে মেরামত করার সুপারিশ করা হয়। 
    সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

মিজানুর/অনসূয়া/খাদীজা/মিজান/আসমা/২০১৬/১৪৩০ ঘণ্টা 

                                                                                                                                                                                           
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৩৯

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সিপিএ সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সংগে বাংলাদেশে সফররত সিপিএ সেক্রেটারি জেনারেল করিমুল্লাহ হায়াত আকবর খান আজ তার সংসদভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন। 
সাক্ষাৎকালে তারা ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন সফল করার বিষয়ে পারষ্পরিক মতবিনিময় করেন এবং সিপিএ সম্মেলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় স্পিকার সিপিএর চলমান কর্মকা-ের খোঁজখবর নেন। 
পরে সিপিএ সেক্রেটারি জেনারেল সংসদভবনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। 
#

নূরুল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১২০০ ঘণ্টা


   তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৩৮ 

লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকবের মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক 

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় চিফ অভ্ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
এক শোকবাণীতে শিল্পমন্ত্রী বলেন, জে এফ আর জ্যাকব ছিলেন একাত্তরের মুক্তিযুুদ্ধের অন্যতম নায়ক। তাঁর মৃত্যুতে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের এক অকুতোভয় বীর সেনানীকে হারালো। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙালি জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।  
শিল্পমন্ত্রী প্রয়াত জে এফ আর জ্যাকবের বিদেহীআত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
#

জলিল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১১৩০ ঘণ্টা
 

Todays handout (8).doc Todays handout (8).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon