Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী -9/11/15

তথ্যবিবরণী                                                        নম্বর : ৩২৫৯

বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

প্রাণ-আপ ওয়ানডে ক্রিকেট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ জয় করায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। 

এক অভিনন্দনবার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় করায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ 
আ স ম ফিরোজও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

শিবলী/আফরাজ/মিজান/জসীম/আব্বাস/২০১৫/২১৩৩ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২৫৭
দ্বাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ গৃহীত দ্বাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। 

    পরীক্ষায় স্কুল পর্যায়ে ৩১ হাজার ৭৮৪ জন এবং কলেজ পর্যায়ে ২৮ হাজার ২০৯ জন অর্থাৎ মোট ৬০ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

    পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ৭১৯ জন, স্কুল পর্যায়ে ২৪ হাজার ৭৪৩ জন এবং কলেজ পর্যায়ে ২১ হাজার ৫৭৭ জন অর্থাৎ মোট ৪৭ হাজার ৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল-২ পর্যায়ে পাশের হার শতকরা ৮৬ ভাগ, স্কুল পর্যায়ে পাশের হার শতকরা ৭৭.৮৪ ভাগ এবং কলেজ পর্যায়ে পাশের হার শতকরা ৭৬.৪৮ ভাগ। 

#

আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/২১১১ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩২৫৬
লালমাটিয়ায় গৃহায়ন কর্তৃপক্ষের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর
                                                          --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

    আজ লালমাটিয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কলোনির বাসিন্দাদের মধ্যে ক্ষতিগ্রস্ত হিসেবে বরাদ্দকৃত ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। প্রায় ৪০বছর পূর্বে নির্মিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তিনতলা এসব বাসায় বরাদ্দ নিয়ে দীর্ঘদিন যাবত অনেকে বসবাস করে আসছে। এসব ভবন ভেঙে এখানে বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। আর ক্ষতিগ্রস্ত হিসেবে এখানকার বাসিন্দাদের জন্য এ এলাকাতেই পৃথক বহুতল ভবন নির্মাণ করে তাদের পুনর্বাসন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিতদের জন্য নির্মিতব্য ১০০০ ও ৮০০ বর্গফুটের এসব বাসার প্রতিবর্গফুটের মূল্য ধরা হয়েছে চার হাজার ২৫০ টাকা। বরাদ্দপ্রাপ্তরা কিস্তিতে ২০ বছরে এ মূল্য পরিশোধ করবে। 
    এ উপলক্ষে লালমাটিয়া নিউকলোনি মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তৃতায় গণপূর্তমন্ত্রী বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার বহুতল আবাসিক ভবন নির্মাণ করছে। আমাদের দেশে জমির পরিমাণ কম, কিন্তু জনসংখ্যা বেশি। তাই এ মুহূর্তে বহুতল ভবনের বিকল্প নেই। যারা গৃহায়ন কর্তৃপক্ষের এসব পুরাতন ভবনে বসবাস করছেন, তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। সরকারি জায়গার ভাড়াটিয়া হওয়া সত্ত্বেও অত্যন্ত সহজশর্তে অনেক কমমূল্যে তাদেরকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।
    তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রেই পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য দূরীকরণ, বিদ্যুৎ উৎপাদন, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। আবাসন খাতেও দেশ এগিয়ে চলছে।
    জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য আজহারুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিলন ও লালমাটিয়া নিউকলোনি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান উজ্জ¦ল বক্তৃতা করেন । 
    পরে মন্ত্রী ক্ষতিগ্রস্ত ৩৬ জনের হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন। মোট ১১৪টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে।
#

কিবরিয়া/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৯৪৭ ঘণ্টা 
 

 

Handout                                                                                   Number: 3255


BD High Commissioner meets Sri Lankan Deputy Foreign Minister

 

Colombo, 9 November:

 

Bangladesh High Commissioner to Sri Lanka Tarik Ahsan met the Deputy Foreign Minister of Sri Lanka Dr. Harsha De Silva in Colombo today.

During the meeting, the Bangladesh High Commissioner sought support of the Deputy Minister in the endeavours for further enhancing bilateral relation between Bangladesh and Sri Lanka. While assuring of his cooperation, Dr. Silva Stressed the need of strengthening relations in the economic domain, particularly in boosting and diversifying trade between the two countries.

 

The High Commissioner indicated that there is a good prospect of increasing import of pharmaceuticals, plastics, home appliances, electronics, footwear, iron and steel, ocean-going ships, vegetables and so on from Bangladesh to Sri Lanka. The meeting attached importance to progress of the process of Joint Working Group (JWG) on trade with the aim of concluding an FTA or PTA between the two countries.

The meeting recognized the significance of enhanced connectivity in promoting economic and social ties between the two countries. They expressed satisfaction at the holding of the Joint Study Group (JSG) on shipping held in Colombo on 5-6 November this year.

The two sides concurred on the need of early completion of the ongoing negotiations on a number of agreements and MoUs between the two countries ahead of high-level visits from Sri Lanka to Bangladesh expected early next year.

The High Commissioner was accompanied by Counsellor of the High Commission, Muhammad Sakib Sadakat.

#

Afraz/Mijan/Mosharaf/Abbas/2015/1934 Hours


তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২৫৪
বাজার তদারকি
৩০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা, ফরিদপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, দিনাজপুর, বরিশাল ও সুনামগঞ্জে আজ বাজার তদারকি করে।

বাজার তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের কারণে ৩০ প্রতিষ্ঠানকে 
১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

         ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে পানসী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে হযরত শাহ চন্দ্রপুরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা  এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ঢাকা বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে পাবনা সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, ফরিদপুরের সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ’ টাকা, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে 
১৩ হাজার টাকা, দিনাজপুরের কাহারোল উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা, বরিশালের বানারিপাড়া উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ’ টাকা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

            তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, ক্যাব, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও স্যানিটারি ইন্সপেক্টর তদারকি কার্যে সহায়তা করে।
#

আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৭০৬ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২৫২
চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক 

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা গভীর শোক প্রকাশ করেছেন। 

তাঁরা পৃথক শোকবাণীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।  এ মহীয়সী নারীর মৃত্যুতে দেশ ও জাতি একজন কৃতী চিত্রশিল্পী ও সমাজসেবীকে হারালো বলে শোকবার্তায় তাঁরা উল্লেখ করেন। 

 

Handout                                                                                  Number: 3253


Education Minister mourns death of Asma Kibria

 

Dhaka, 9 November:


          Education Minister Nurul Islam Nahid has expressed deep shock at the death of Asma Kibria, wife of former finance Minister late Shah AMS Kibria.

 

          In a condolence message today, the Minister said the country has lost a talented artist and social worker in her death.

 

          Mr Nahid prayed for eternal peace of the departed soul and conveyed profound sympathy to the bereaved family.

 

#

Saifullah/Ahsan/Afraz/Mosharaf/Abbas/2015/1845 Hours

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩২৫১ 
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২নং সাব-কমিটির তৃতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 

কমিটির আহ্বায়ক এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এবং সিমিন হোসেন (রিমি) অংশগ্রহণ করেন। 

বৈঠকে বিটিভির সার্বিক উন্নয়নের জন্য বিদ্যমান জনবল, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। 

কমিটি বিটিভির অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনবল বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া সংশোধনের সুপারিশ করে। 

বৈঠকে মানসম্মত অনুষ্ঠান তৈরির মাধ্যমে বিটিভিকে সকলের কাছে গ্রহণযোগ্য টিভি চ্যানেলে পরিণত করার জন্য সবধরণের ব্যবস্থা গ্রহণ এবং জেলা পর্যায়ে বিটিভির নিজস্ব প্রতিনিধি নিয়োগ প্রদানের বিষয়ে সুপারিশ করা হয়। 

বৈঠকে বিটিভি মহাপরিচালকসহ তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৮০২ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৫০ 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ইউনেস্কো স¦ীকৃতি অর্জনের কৃতিত্ব দেশের জনগণের
                                      --শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তাঁর ইউনেস্কোর সহসভাপতির পদ লাভ এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ইউনেস্কোর ক্যাটাগরি ২ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকার প্রতি বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি। তিনি বলেন, এ কৃতিত্ব শিক্ষা পরিবারের, এ কৃতিত্ব পুরো দেশবাসীর।

    শিক্ষামন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউনেস্কোর সহসভাপতি নির্বাচিত হওয়ায় এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ইউনেস্কোর ২ ক্যাটাগরি প্রতিষ্ঠানে উন্নীত হওয়া উপলক্ষে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে, ১৯৫ সদস্যদেশের জাতিসংঘ সংস্থা ইউনেস্কো তারই স্বীকৃতি দিয়েছে। দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে নিবেদিতপ্রাণে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

    শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ইউনেস্কোর ক্যাটাগরি ২ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ - রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত রাষ্ট্রভাষা বাংলা ও মহান ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস সারাবিশ্বে নতুন করে তুলে ধরবে। এ স্বীকৃতি মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রম আরো জোরদার করবে বলেও তিনি উল্লেখ করেন। জনাব নাহিদ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবসকে সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বপালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানগণ বক্তৃতা করেন।

    অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রীকে মন্ত্রণালয়, অধীনস্থ অধিদপ্তর ও সংস্থাসমূহের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
#

সাইফুল্লাহ/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৭৫০ ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২৪৯ 
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে হাসপাতাল স্থাপনে আগ্রহী

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল স্থাপনে আগ্রহী। চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে হাসপাতালটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার।

আজ বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাইদ বিন হাজার আল শেহি (উৎ. ঝধববফ নরহ ঐধলধৎ অষ ঝযবযর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করতে এসে একথা জানান। 

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও আরব আমিরাত সরকার যৌথভাবে এ হাসপাতাল পরিচালনা করবে। ইতোমধ্যে আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি প্রতিনিধিদল এসে রাঙ্গুনিয়াতে স্থান পরিদর্শন করে গেছে। তিনি এসময় হাসপাতাল নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এছাড়া বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করেন রাষ্ট্রদূত।

স্বাস্থ্যমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের এক বিশ্বস্ত বন্ধু হিসাবে উল্লেখ করে চট্টগ্রামে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে অভিহিত করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল হলে এদেশের জনগণ যেমন উপকৃত হবে, তেমনি সংযুক্ত আরব আমিরাতের জন্যও তা লাভজনক হবে। মন্ত্রী বাংলাদেশের চিকিৎসক ও নার্সদেরকে আরব আমিরাতে পেশাগত সুযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অনেক চিকিৎসক ও নার্স বিভিন্ন দেশে চিকিৎসাসেবা দিয়ে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। আরব আমিরাতেও এদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগ দিলে পেশাগত উৎকর্ষ সাধনের সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রী এসময় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানির কথা তুলে ধরে আরব আমিরাতেও বাংলাদেশ থেকে ঔষধ রপ্তানির সুযোগ সৃষ্টির জন্য আহ্বান জানান। 

উল্লেখ্য, আরব আমিরাতের গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে বাংলাদেশের গাজীপুরে একটি ঔষধ শিল্প প্রতিষ্ঠান কাজ করছে। 
#

পরীক্ষিৎ/আফরাজ/জসীম/মোশারফ/আব্বাস/২০১৫/১৭৩০ ঘণ্টা 

 


 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩২৪৮ 

অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম শুরু

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 


    দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে।
    এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (িি.িঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ) পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদফতরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে। 
    দাখিলকৃত তথ্যাদি যাচাই-বাছাই সাপেক্ষে তথ্য অধিদফতর অনলাইন পত্রিকাটির রেজিস্ট্রেশন প্রদান করবে।
    এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদফতরের প্রটোকল শাখায় (ফোন নম্বর : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫ নম্বরে) যোগাযোগ করা যেতে পারে। 
    বর্তমানে চলমান সকল অনলাইন পত্রিকাসমূহকেও একই প্রক্রিয়ায় নির্ধারিত ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণপূর্বক ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
#


অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৪৫

আসমা কিবরিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক 

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

    সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সহধর্মিণী আসমা কিবরিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোকপ্রকাশ করেছেন।
    প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন সমাজসেবী ও গুণী চিত্রশিল্পীকে হারালো। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
#

নুরএলাহি/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৪৬ 


আসমা কিবরিয়ার মৃত্যুতে বিমানমন্ত্রীর শোক


ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
    মন্ত্রী আজ এক শোকবাণীতে বলেন, আসমা কিবরিয়া কেবল একজন প্রথিতযশা চিত্রশিল্পীই ছিলেন না, তিনি শাহ এএমএস কিবরিয়ার সহধর্মিণী হিসেবে তাঁর সকল কাজের প্রেরণা যুগিয়েছেন। তাঁর মৃত্যুতে যে শুণ্যতা সৃষ্টি  হয়েছে তা পূরণ হবার নয়। 
    মন্ত্রী মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
#
শেফায়েত/অনসূয়া/আলম/খাদীজা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৪৭ 

আসমা কিবরিয়ার মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক


    
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

    সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়ার মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গভীর শোকপ্রকাশ করেছেন।
    প্রতিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়া ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনায় সমুজ্জ্বল।  তাঁর অবদান জাতি সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে। 
    প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
#

তৌহিদুল/অনসূয়া/আলম/খাদীজা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৪৪

 

চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে স্পিকারের শোক 

 

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 


সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েল্থ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবাণীতে স্পিকার বলেন, আসমা কিবরিয়া ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী এবং একজন প্রতিভাবান চিত্রশিল্পী। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী চিত্রশিল্পীকে হারালো। 
স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 
#

শিবলী/অনসূয়া/আলম/খাদীজা/আসমা/২০১৫/১২৪৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৪৩ 

 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৪ নভেম্বর

 

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 
    
    আগামী ১৪ নভেম্বর-২০১৫ শনিবার দেশব্যাপী “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” পালিত হবে। 
    এদিন সারাদেশে ৬-১১ বয়সি শিশুদের ১টি নীলরঙের এবং ১২-৫৯ মাস বয়সিদের ১টি লালরঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
    শিশুদের জন্য অতিপ্রয়োজনীয় উক্ত ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্যমন্ত্রণালয় অভিভাবকদের আহ্বান জানিয়েছেন। 
#

আখতার/অনসূয়া/আলম/খাদীজা/আসমা/২০১৫/১১৪৫ ঘণ্টা 

 


                                         
 


তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৪১

শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী


ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) : 

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“আজ শহিদ নূর হোসেন দিবস। এ দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী শহিদ নূর হোসেনকে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। 
এ দেশের মানুষ জন্মগতভাবে গণতন্ত্রপ্রিয়। কিন্তু আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ কখনো মসৃণ ছিল না। স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আপনজনদের নৃশংসভাবে হত্যার মধ্যদিয়ে এ দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা রুদ্ধ হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলার জনগণ আন্দোলন করে। এরই ধারাবাহিকতায় ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক’ এই স্লোগান শরীরে ধারণ করে সাহসী নূর হোসেন ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মিছিলের পুরোভাগে থাকা এই অকুতোভয় যোদ্ধা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বুকের তাজা রক্ত দিয়ে গেছেন।
শহিদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। তাঁর আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এদেশের গণতন্ত্র বিপন্ন হবে না। বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণ বিকাশই হবে শহিদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানোর উৎকৃষ্ট উদ্যোগ। 
আমি শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১১৪৫ ঘণ্টা 

 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৪২
শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী 

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :  

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১০ নভেম্বর একটি অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।
    ১৯৮৭ সালের নভেম্বর মাস। স্বৈরাচারবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। নূর হোসেন তাঁর বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তিপাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান উৎকীর্ণ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫-দলীয় ঐক্যজোটের মিছিলে যোগ দিয়েছিলেন।
    মিছিলটি যখন জিরো পয়েন্টে পৌঁছে, তখন স্বৈরাচার সরকারের নির্দেশে মিছিল লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। বুলেট নূর হোসেনের বুক ঝাঁঝরা করে দেয়। তাঁর এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলকে বেগবান করে।
    গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে বাবুল, ফাত্তাহসহ অগণিত গণতন্ত্রকামী মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফিরে পায় ভোট ও ভাতের অধিকার।
    আমি নূর হোসেন, বাবুল, ফাত্তাহসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নুরএলাহি/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১১৪৫ ঘণ্টা 

 

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon