Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী ১২ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৪৪০

একুশে পদক ২০১৭

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
    সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতস¦রূপ দেশের সতের জন বিশিষ্ট নাগরিককে ২০১৭ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
    তারা হলেন : ভাষা আন্দোলনে ভাষাসৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন, শিল্পকলায় (সংগীত) সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম,  শিল্পকলায় (চলচ্চিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্য) সৈয়দ আবদুল্লাহ খালিদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের,  সাংবাদিকতায় আবুল মোমেন, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক ডা. মাহমুদ হাসান,  ভাষা ও সাহিত্যে (মরণোত্তর) কবি ওমর আলী, ভাষা ও সাহিত্যে সুকুমার বড়–য়া, সাংবাদিকতায় স¦দেশ রায় এবং শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা।
    আগামী ২০ ফেব্রুয়ারি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে
২০১৭ সালের একুশে পদক প্রদান করবেন।

#
ছানিয়া/সেলিম/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০১৭/২২০৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৪৩৮

জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুরাই বেশি ক্ষতির শিকার হয়
   -- মহিলা ও শিশু বিষয়ক সচিব   

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেছেন, জলবায়ু পরিবর্তনে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করার জন্য “জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলায় নারী ও শিশুর সামাজিক সুরক্ষাকরণ” নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। 
তিনি আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাল্টিপারপাস হলে “জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলায় নারী ও শিশুর সামাজিক সুরক্ষাকরণ” নামক প্রকল্পের কার্যক্রমের ওপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর হোসেন এনডিসি’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুধীর কুমার ঘোষ, বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরুল আলমসহ প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নাছিমা বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ত পানি বেড়ে গেছে। ফলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ সবচেয়ে বড় সমস্যা। এই অবস্থায় বিশেষ করে বয়ঃসন্ধিকালের মেয়েদের স্বাস্থ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। জলবায়ু পরিবর্তনের শিকার নারীদের সুপেয় পানি সরবরাহের জন্য এই প্রকল্পের মাধ্যমে ৪০টি নলকূপ বসানো হবে। সুপেয় পানি সরবরাহের জন্য প্রকল্প অনুযায়ী বরিশালের মুলাদী ও মেহেন্দীগঞ্জ এবং পটুয়াখালীর বাউফল ও মির্জাগঞ্জ উপজেলায় ৪০টি গভীর নলকূপ স্থাপন করা হবে এবং উঁচু স্থানে টয়লেট স্থাপন করা হবে।

#
খায়ের/সেলিম/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                    নম্বর : ৪৩৭

পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়নি
                                                       -- আইনমন্ত্রী

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির মিথ্যা অভিযোগের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদেরকে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কানাডার আদালত পদ্মাসেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির মামলায় যে রায় দিয়েছে তাতে প্রমাণিত হয় এতে কোন দুর্নীতি হয়নি। 
আজ রাজধানীর মিরপুরে মার্কস মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণ বিধিমালার খসড়া গেজেটে প্রকাশ করার প্রয়োজন নেই মর্মে রাষ্ট্রপতি ইতঃপূর্বে সিদ্ধান্ত দিয়েছেন। খসড়াটির যেখানে যেখানে রাষ্ট্রপতির ক্ষমতার অসামঞ্জস্যতা দেখা দিয়েছে সেগুলো পরিবর্তন ও পরিবর্ধন করার ব্যাপারে প্রধান বিচারপতির সাথে আলোচনা হয়েছে এবং তা পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে। খসড়াটিতে যেসব পরিবর্তন বা পরিবর্ধন করা হয়েছে সেগুলো পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে তিনি বলেন, বিচার বিভাগের সাথে সরকার কখনোই দ্বিমুখী থাকতে চায় না। মাঝে মাঝে অনেক কিছুর বা অনেক শব্দের ব্যাখ্যার প্রয়োজন হয়ে যায় যাতে কোন সময় ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়। বিচার বিভাগের সাথে সরকার বিপরীত পথে হাঁটছে না বলেও তিনি জানান।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব। এটা যে কেবল সরকারি আইন করে প্রতিরোধ করা যাবে তা নয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য সামাজিকভাবে সচেতন হতে হবে। চালকদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে এবং সরকারের পক্ষ থেকে চালক-হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। 
#
রেজাউল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                  নম্বর : ৪৩৬

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার আন্তরিক
                                                      -- বীর বাহাদুর উ শৈ সিং

বান্দরবান, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী গতকাল বান্দরবান পার্বত্য জেলার চেমীর মুখ খালের ওপর ব্রিজ ও চেমীর মুখ জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী আরো বলেন, অনুন্নত ও পশ্চাৎপদ পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্তকরণে তথ্যপ্রযুক্তি ও কারিগরী শিক্ষার বিকল্প নেই। এজন্য এ অঞ্চলে আধুনিক শিক্ষা প্রসারে শিক্ষকদের অভিভাবকের দায়িত্ব পালনেও সচেষ্ট হতে হবে। বিভিন্ন স্তরে শিক্ষা প্রসারেও বর্তমান সরকার নানামুখী প্রকল্প গ্রহণ করেছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রেেকৗশলী মো. আব্দুল আজিজসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত চেমীর মুখ খালের উপর ব্রিজ এবং ২৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে চেমীর মুখ জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে।
#
জুলফিকার/সেলিম/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                  নম্বর : ৪৩৫


বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
    -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের নূন্যতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশিদিন চলতে পারবে না। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি এবং যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। 
মন্ত্রী আজ ঢাকার বসুন্ধরায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
মন্ত্রী বলেন, দারিদ্র্য দূরীকরণ এখনও আমাদের একটি বড় চ্যালেঞ্জ। দারিদ্র্য দূরীকরণে শিক্ষার কোনো বিকল্প নেই। উন্নত দেশ নির্মাণের জন্য পর্যাপ্ত সংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ নাগরিক সৃষ্টি করতে হবে। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন। দেশের বাস্তবতা এবং জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে অনুরোধ জানান। 
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ব্রাক-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি রাশেদ চৌধুরী বক্তৃতা করেন। 

#
আফরাজুর/সেলিম/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ৪৩৪

ডেপুটি স্পিকারের সাথে যুক্তরাষ্ট্রের হৃদরোগ বিশেষজ্ঞের সাক্ষাৎ

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
       ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে তার কার্যালয়ে আজ জাতীয় সংসদ ভবনে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ড. বার্ক এলিজাবেথ এবং ড. গ্রেমিট্স সাক্ষাৎ করেন। এসময় দেশের বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর ডা. বদরুল আলম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আফজাল হোসেন ও অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাক্ষৎকালে ডেপুটি স্পিকার সরকারের চিকিৎসাক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কমিউনিটি ক্লিনিক চালু করেছে। এছাড়াও এমডিজি অর্জনেও স্বাস্থ্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চিকিৎসাক্ষেত্রে উৎকর্ষ সাধন করতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিমিয়ের ওপর গুরুত্বারোপ করেন যুক্তরাষ্ট্রের এই চিকিৎসকদ্বয়।
সাক্ষাৎশেষে সংসদ ভবন ঘুরে দেখেন যুক্তরাষ্ট্রের এই হৃদরোগ বিশেষজ্ঞগণ।
#
  স¦পন/সেলিম/আলী/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                              নম্বর : ৪৩৩

স¦াস্থ্যমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষৎ


ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :    
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক।
    আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার (গরশধবষ ঐবসহরঃর ডরহঃযবৎ)
    বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, এদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে চায় ডেনমার্ক। তিনি বাংলাদেশের গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের প্রশংসা করে এদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, দারিদ্র্যবিমোচন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রের অর্জনেও সন্তোষ    প্রকাশ করেন।
     ডেনমার্ককে বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী আগামীতে বাংলাদেশের জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে ভূমিকা রাখার জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ নি¤œ-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। নারীর ক্ষমতায়নে তৃতীয় বিশে^র দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নের ভূমিকা পালন করেছেন।
কমিউনিটি ক্লিনিকের অগ্রগতি পর্যালোচনা
    কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে আরো গতিশীল ও দক্ষ করার জন্য আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সচিবালয়ে কমিউনিটি ক্লিনিকের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এই আহ্বান জানান।
    তিনি বলেন, এমডিজি ৪ ও ৫ অর্জনে বাংলাদেশের সাফল্যের নেপথ্যে কমিউনিটি ক্লিনিকের অবদান ব্যাপক। বিশেষ করে গ্রামের মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে এই ক্লিনিকগুলো যথেষ্ট ভূমিকা পালন করেছে। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সমস্যা সমাধানে আন্তরিক। সরকার সিএইচসিপিদের ইন্টারনেট সমৃদ্ধ ল্যাপটপ প্রদান করেছে যাতে গ্রামের স্বাস্থ্য তথ্য প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত করার সুযোগ হয়।  
    সভায় জানানো হয়, সারা দেশের গ্রাম পর্যায়ে ১৩ হাজার ৩৬৯টি ক্লিনিকের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫৮ কোটি রোগী সেবা লাভ করেছেন যাদের মধ্যে ৮০ শতাংশই নারী ও শিশু। প্রতিদিন প্রায় ৩৮ জন একটি ক্লিনিক থেকে সেবা নিচ্ছেন। এসব ক্লিনিকে আসা প্রায় ৯৫ লাখ রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।
উন্নয়ন প্রকল্প নির্ধারিত মেয়াদের মধ্যে সম্পন্ন করার নির্দেশ
    মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্ধারিত মেয়াদের মধ্যে সম্পূর্ণ শেষ করার নির্দেশ দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সরকারের অর্থ ও সময় অপচয় বন্ধ করতে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নির্মাণ কাজসহ যেকোনো উন্নয়নের কাজ শেষ করতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে অপচয় রোধ করতে হলে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় প্রার্থনা করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। 
    তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে একথা বলেন। 
এসময় স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
  পরীক্ষিৎ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৪৩২

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, মোঃ আব্দুল হাই, রণজিৎ কুমার রায় এবং মমতাজ বেগম এডভোকেট  বৈঠকে অংশগ্রহণ করেন।
        বৈঠকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিল, ২০১৭ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তী বৈঠকে বিলটি নিয়ে আরো পুঙ্খানুঙ্খভাবে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
 বৈঠকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।   
#
  সাব্বির/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৪৩১  

ষড়যন্ত্রকারীদের ক্ষমা চাওয়া উচিৎ

                    -তোফায়েল আহমেদ

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পদ্মাসেতু নির্মাণ নিয়ে দুর্নীতি ষড়যন্ত্রের নামে এ সরকারের ওপর কলংকের বোঝা চাপানোর চেষ্টা করা হয়েছিল, তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। তিনি বলেছিলেন, পদ্মাসেতু নির্মাণে কোন দুর্নীতি হয়নি, আজ তা প্রমানিত হলো। মন্ত্রী আরো বলেন, ষড়যন্ত্রকারীদের এখন ক্ষমা চাওয়া উচিত। 
মন্ত্রী আজ ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে জনতা ব্যাংক লি. আয়োজিত বার্ষিক সম্মেলন-২০১৭-এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন। আমাদের দেশের কিছু মানুষ টকশোয় তাদের সাথে সুর মিলিয়েছিলেন। আদালতের রায়ের মাধ্যমে তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। 
তোফায়েল আহমেদ বলেন, সবকিছু নিয়ে রাজনীতি করা ঠিক নয়। ব্যাংকিং খাত একটি সংবেদনশীল খাত। তালিকা করে খেলাপি ঋণ আদায় করতে হবে এবং নতুন করে যাতে কোন ঋণ খেলাপি তৈরি না হয়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে যাতে কোন ধরনের দুর্নীতি না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। মন্ত্রী বলেন, সুদের হার কমিয়ে ব্যাংকিং কার্যক্রম বৃদ্ধি করে অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাটা এখন ব্যাংকিং খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ উজ জামান এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
#
লতিফ/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১৬২১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৪৩০ 

এফটিএ স্বাক্ষরের মাধ্যমে শ্রীলংকায় রপ্তানি বৃদ্ধি করা হবে

                                                            -বানিজ্যমন্ত্রী

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

বাংলাদেশ ও শ্রীলংকা এফটিএ স্বাক্ষর করতে একমত হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। শ্রীলংকায় বাংলাদেশের কাগজ, ঔষধ ও আলু রপ্তানি বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে শুল্ক জটিলতা একটা বড় বাধা। আলোচনার মাধ্যমে এ জটিলতা দূর করা হচ্ছে। 
বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত ণধংড়লধ এঁহধংবশবৎধ এর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আশাকরি অল্প সময়ের মধ্যে শুল্ক জটিলতা দূর হবে। গত অর্থবছরে বাংলাদেশ শ্রীলংকায় ৩০ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করা হয়েছে ৪৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাণিজ্য বৃদ্ধির জন্য উভয় দেশ একমত, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এফটিএ স্বাক্ষরের মাধ্যমে শ্রীলংকায় বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি করা সম্ভব হবে। 
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম এবং যুগ্মসচিব মুনির চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
#
লতিফ/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৫২১ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৪২৯   

বেগম কামরুন নাহার প্রধান তথ্য অফিসার

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি ) :   

বেগম কামরুন নাহার আজ প্রধান তথ্য অফিসার হিসেবে তথ্য অধিদফতরে যোগদান করেন।
তিনি বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ছিলেন। চাকুরি জীবনে গত ৩১ বছর ধরে তিনি সরকারের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দুই সন্তানের জননী। 
উল্লেখ্য কর্মজীবন শেষ করায় আজ তথ্য অধিদফতরে সদ্য সাবেক প্রধান তথ্য অফিসার 
ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা ও বেগম কামরুন নাহারকে প্রথম নারী প্রধান তথ্য অফিসার হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
#
অনসূয়া/দীপংকর/শামীম/২০১৭/১৫০০ ঘণ্টা 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                            নম্বর: ৪২৮ 
বিশ্ব বেতার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্ব বেতার দিবস-২০১৭ উদ্যাপিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের বেতার শ্রোতা, সম্প্রচারকর্মী, শিল্পী, কলা-কুশলীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 
দিবসটির এ বছরের মূল প্রতিপাদ্য ‘তুমিই বেতার’ (জধফরড় রং ণড়ঁ) খুবই প্রাসঙ্গিক হয়েছে বলে আমি মনে করি।
সারাবিশ্বে বেতার এখনও অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। বেতারের রয়েছে পৃথিবীর দুর্গম স্থানে পৌঁছানোর শক্তি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গর্বিত উত্তরাধিকার বাংলাদেশ বেতার দেশের বৃহত্তম এবং অন্যতম শক্তিশালী গণমাধ্যম। বাংলাদেশ বেতার সূচনালগ্ন থেকে দেশ, সমাজ ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাঙালি জাতিকে মহান মুক্তযুদ্ধে উদ্বুদ্ধ ও অংশগ্রহণে উৎসাহিত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বলিষ্ঠ অবদান সর্বজনবিদিত।
আওয়ামী লীগ সরকার জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছে। জাতীয় তথ্য বাতায়ন এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র চালু করে আমরা তথ্যসেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে গেছি। আমরা দেশে সর্বপ্রথম জাতীয় সম্প্রচার নীতিমালাসহ তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছি। বেসরকারিখাতে ৪৪ টি টেলিভিশন, ২২টি এফএম রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারের উন্নয়নমূলক কর্মকা- সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়নমূলক কর্মকা-ে অংশগ্রহণে গণমানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে বেতার শক্তিশালী হাতিয়ার। এছাড়াও জরুরি প্রয়োজনে যোগাযোগ সম্পাদন করা এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বেতার ভূমিকা অনন্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও নতুন প্রযুক্তি বেতারকে আরো সম্ভাবনাময় করে তুলছে।
আমি আশা করি, বাংলাদেশ বেতারের প্রতিটি কর্মী মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। 
আমি বিশ্ব বেতার দিবস-২০১৭ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

#

নজরুল/অনসূয়া/দীপংকর/রফিকুল/শামীম/২০১৭/১৪২৬ ঘণ্টা
 
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                  নম্বর : ৪২৭  
বিশ্ব বেতার দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
‘বিশ্ব বেতার দিবস ২০১৭’ উপলক্ষে আমি বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা, কর্মচারী ও কলাকূশলীসহ বেতার শ্রোতা ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ব বেতার দিবস-২০১৭ এর মূল প্রতিপাদ্য ‘তুমিই বেতার’ (জধফরড় রং ণড়ঁ) খুবই যথার্থ ও প্রাসঙ্গিক হয়েছে বলে আমি মনে করি।   
ভিজ্যুয়াল মিডিয়ার আধিপত্যের যুগে বেতার এখনও দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে। বাংলাদেশ বেতার এ দেশের সুপ্রাচীন, বৃহত্তম ও শক্তিশালী গণমাধ্যম। আমাদের মহান মুক্তিযুদ্ধে গণমানুষের আশা-আকাক্সক্ষা পূরণে বেতারের অবদান অপরিসীম। যুগের চাহিদাকে ধারণ করে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে। একইসাথে মানবপাচার প্রতিরোধ, মাতৃভাষার প্রমিত ব্যবহার, খাদ্যে ভেজাল প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনমত সৃষ্টিতেও উল্লেখযোগ্য অবদান রাখছে। শুদ্ধ ও পরিশীলিত সংস্কৃতি চর্চা ও বিকাশে পূর্বের ন্যায় বাংলাদেশ বেতার আগামী দিনগুলোতেও অনবদ্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, নতুন ও আকর্ষণীয় এবং সমসাময়িক বিষয়ের ওপর অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বেতারের সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।    
আমি ‘বিশ্ব বেতার দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।
#
হাসান/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৪২৪ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon