Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 23/1/16

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৫১

 

বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল আটক  করেছে কোস্টগার্ড

 

ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :  

 

          আজ বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন ভোলা বেইস ও লক্ষ্মীপুর স্টেশনের পৃথক দু’টি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলা জেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে প্রায় ৪ লাখ মিটার কারেন্টজাল ও লক্ষ্মীপুর জেলার মজু-চৌধুরীর ঘাট এলাকা থেকে প্রায় ৫ লাখ মিটার কারেন্টজাল আটক করে।

 

          আটককৃত অবৈধ কারেন্টজালের মূল্য প্রায়  ৩ কোটি ১৫ লাখ টাকা। আটককৃত কারেন্টজাল মৎস্য কর্মকর্তার উপসি'তিতে পোড়ানো হয়।

 

#

 

মারম্নফ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৫০

 

পদ্মাসেতু ও বিমানবন্দর নির্মিত হলে খুলনা অঞ্চলের অর্থনীতির চাকা আরো গতিশীল হবে

                                                                         -- ড. মসিউর রহমান

 

তেরখাদা (খুলনা), ১০ মাঘ (২৩ জানুয়ারি) :

 

          প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, পদ্মাসেতু, রেললাইন এবং খানজাহান আলী বিমানবন্দর নির্মিত হলে খুলনা অঞ্চলের অর্থনীতির চাকা আরো গতিশীল হবে। দেশের শিড়্গাব্যবস'াকে যুগোপযোগী করতে প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে।

 

          প্রধানমন্ত্রীর উপদেষ্টা আজ খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পানি উন্নয়ন  বোর্ড (পাউবো) এর বাসত্মবায়নাধীন আঠারোবাঁকি নদী পুনঃখনন ও  ভেন্ট ড্রেনেজ কাম ফ্লাসিং সস্নুইস নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উলেস্নখ্য, সেনাবাহিনীর তত্ত্বাবধানে আঠারোবাঁকি নদীর প্রায় ৫০ কিলোমিটার পুনঃখনন করা হবে এবং এতে ব্যয় হবে প্রায় একশ’ ২৫ কোটি ৪০ লাখ টাকা।  ২০১৭ সালের জুন মাসে পুনঃখনন কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।   

 

          উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নদীর নাব্যতা রড়্গায় দেশব্যাপী নদীখনন কর্মসূচি হাতে নিয়েছে। সরকার খুলনা অঞ্চলের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনা বাসত্মবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে। এতে এ অঞ্চলের কৃষি উৎপাদন আরো বৃদ্ধি পাবে, জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে এবং অর্থনৈতিক স্বচ্ছলতা আরো বৃদ্ধি পাবে। সরকারি খাল ও নদীগুলো দখলমুক্ত করতে হবে। যারা অবৈধভাবে দখল করে রেখেছেন তাদের সেগুলো ছেড়ে দিতে হবে।

 

          প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি, শিক্ষা, খাদ্য, স্বাস'্য, যোগাযোগসহ প্রতিটি ড়্গেত্রে উন্নয়নে কাজ করছেন। উপদেষ্টা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

 

          পাউবো’র দড়্গিণ পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী  কে এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এস এম মোসত্মফা রশিদী সুজা, সাবেক সংসদ সদস্য মোলস্ন্যা জালাল উদ্দিন, বাংলাদেশ ডিজেল পস্নান্ট লিমিটেডের ব্যবস'াপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আনসারী, খুলনা জেলা প্রশাসক মো. মোসত্মফা কামাল, প্রকল্প পরিচালক প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, এ আর কে গ্রম্নপের চেয়ারম্যান আতাউর রহমান খান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু বক্তৃতা করেন।

 

#

 

সুলতান/মিজান/জসীম/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৪৮

আওয়ামী লীগ নেতা এমদাদুল হকের মৃত্যুতে জনপ্রশাসনমন্ত্রীর শোক

ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :

    কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদুল হকের মৃত্যুতে জনপ্রশাসনমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

    জনপ্রশাসনমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    উলেস্নখ্য, মুক্তিযোদ্ধা এমদাদুল হক দুরারোগ্য ব্যাধিতে আক্রানত্ম হয়ে ২২ জানুয়ারি কিশোরগঞ্জের নিজবাড়িতে ইনেত্মকাল করেন।

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪৯

আওয়ামী লীগ নেতা শামশুল হকের মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রীর শোক

ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :
    বীর মুক্তিযোদ্ধা ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামশুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক।

    এক শোকবার্তায় মন্ত্রী বলেন, জনাব শামশুল হক একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন নিষ্ঠাবান ব্যক্তিকে হারালো।

    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    উলেস্নখ্য, জনাব শামসুল হক বার্ধক্যজনিত কারণে ২২ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস'ায় মারা যান।
#

মমিনুল/সৈকত/মিজান/মোশারফ/বসির/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৪৭

আওয়ামী লীগ নেতা এম এ আজিজের মৃত্যুতে মন্ত্রীবর্গের শোক 

ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :   

    ঢাকা মহানগর বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স'ানীয় সরকার, পলিস্নউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার  মোশাররফ  হোসেন,  বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান  মেনন, নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স'পতি ইয়াফেস ওসমান এবং ডাক  ও  টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

    আজ পৃথক  শোকবার্তায় তাঁরা মরহুম এম এ আজিজকে একজন সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ হিসেবে উলেস্নখ করেন।

    তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

মিজান/জসীম/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৪৬

এসডিজি অর্জনে এফপিএবিকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে
                                           -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :   

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও এফপিএবি’র  সভাপতি মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)কে  এসডিজি’র লড়্গ্যমাত্রা অর্জনে সরকারের সহায়ক সংস'া হিসেবে দেশের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠানের স্বয়ংসমপূর্ণতা অর্জনের লড়্গ্যে পদড়্গেপ গ্রহণে তিনি সংশিস্নষ্টদের প্রতি আহ্বান জানান। 

    প্রতিমন্ত্রী গতকাল ঢাকায় এফপিএবি’র প্রধান কার্যালয়ে শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে এফপিএবি’র সাধারণসভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।  

    সভায় প্রতিষ্ঠানের ২১টি শাখার ৬৯ জন যুব, মহিলা ও পুরম্নষ কাউন্সিলর উপসি'ত ছিলেন। এফপিএবি’র হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সকল জাতীয় কাউন্সিলর একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। 

    সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তত্ত্বাবধায়ক কমিটির সদস্যসচিব রূপন কানিত্ম শীল অনুষ্ঠানটি পরিচালনা করেন।

#

খায়ের/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৪৫

সামাজিক সচেতনতার মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ঘটাতে হবে
              -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :   

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, সামাজিক সচেতনতার মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ঘটাতে হবে। প্রতিবেশিদের নিয়ে একসাথে এগিয়ে গেলে সমাজে কোনো সমস্যাই থাকবে না।

    প্রতিমন্ত্রী আজ ঢাকার কেরাণীগঞ্জের কুশাইরবাগে এরিস্টোফার্মার উদ্যোগে স'াপিত আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনকালে একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, বুড়িগঙ্গা দূষণরোধে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। পদ্মাসেতুর জন্য এলাকার গুরম্নত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কেরাণীগঞ্জের জন্য ডিটেইলড মাস্টার পস্নান হতে যাচ্ছে। এখানে রেললাইন, বাস-ট্রাক টার্মিনাল, ৮ লেন ও ৪ লেনবিশিষ্ট রাসত্মাঘাট, শানিত্মনগর থেকে ঝিলমিল পর্যনত্ম ফ্লাইওভার, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স'াপিত হবে। এসব উন্নয়ন কেরাণীগঞ্জবাসীর জীবনযাত্রার মান যেমন উন্নত করবে তেমনি তাদের দায়িত্ববোধও বাড়াবে। এ দায়িত্ববোধ থেকে সামর্থ্য অনুযায়ী সামাজিক উন্নয়নের পদক্ষেপ নিতে হবে।   

    আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান এম এ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এরিস্টোফার্মা লিমিটেডের মার্কেটিং এন্ড কমার্শিয়াল ডিরেক্টর মো. মাহবুব হাসান বক্তব্য রাখেন।    

#

আসলাম/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৪৪

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি 
এম এ আজিজের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে স্পিকার বলেন, এম এ আজিজ ছিলেন দেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি ছিলেন গণমানুষের নেতা এবং তিনি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ড়্গতি।
 
স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া এম এ আজিজের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ করেন এবং শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
   
#

হুদা/মিজান/জসীম/বসির/২০১৬/১৭৪৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৪৩

 ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :    

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:

    ‘‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের মহান স¦াধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। বায়ান্নর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তি সনদ ৬ দফা, পরবর্তীকালে ১১ দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথ বেয়ে রক্তাক্ত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স¦াধীনতা।
 
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ঔপনিবেশিক পাকিস্তানি শাসন,  শোষণ ও বঞ্চনা  থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ঐতিহাসিক ৬ দফা  ঘোষণা করেন। এতে স¦াধিকার আন্দোলনের গতি হয় তীব্রতর। পাকিস্তানি শাসকগোষ্ঠী আন্দোলনকে নস্যাৎ করার হীন উদ্দেশ্যে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে বন্দি করে। এ মামলার বিরুদ্ধে  দেশবাসী
ছাত্র-শ্রমিক-কৃষক-জনতা দুর্বার ও স¦তঃস্ফূর্ত গণআন্দোলন গড়ে  তোলেন।

    বঙ্গবন্ধুকে মুক্ত করা এবং পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ১৯৬৯ সালের এ দিনে সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমন-পীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল  বের করেন। মিছিলে পুলিশের গুলি বর্ষণে শহিদ হন নবম  শ্রেণির ছাত্র মতিউর রহমান। জনতার রুদ্ররোষ এবং গণঅভ্যুত্থানের  জোয়ারে  সৈ¦রাচারী আইয়ুব সরকার তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত বঙ্গবন্ধু  শেখ মুজিবসহ সকলকে মুক্তি দিতে বাধ্য হয়। পতন ঘটে আইয়ুব খানের সৈ¦রতন্ত্রের। অপশাসন ও  শোষণের বিরুদ্ধে ঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে।

    সকল  শোষণ, বঞ্চনা ও  বৈষষ্যের অবসান ঘটিয়ে  দেশের মানুষের মুখে হাসি ফোটাতে আমরা নিরসলভাবে কাজ করে যাচ্ছি। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে আমি দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলকে একযোগে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

    আমি শহিদ মতিউরসহ মুক্তি সংগ্রামের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
      বাংলাদেশ চিরজীবী  হোক।’’
#

মিনা/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৪২

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১০ মাঘ (২৩ জানুয়ারি) :    

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী দিয়েছেন :

    ‘‘বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ১৯৬৯ সালের ২৪শে জানুয়ারি একটি ঐতিহাসিক দিন।  এদিনটি গণঅভ্যুত্থান দিবস হিসেবে আমাদের স¦াধিকার আন্দোলনে স্মরণীয় হয়ে আছে। ১৯৬৯ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।  

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ঔপনিবেশিক পাকিস্তানি শাসন, শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ঐতিহাসিক ৬-দফা ঘোষণা করেন। এতে স¦াধিকার আন্দোলনের গতি তীব্রতর হয়। পাকিস্তানিরা এ আন্দোলন নস্যাৎ করতে আগরতলা যড়যন্ত্র মামলা করে। মামলায় বঙ্গবন্ধুসহ অন্য আসামিদের মুক্তি এবং পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি কারফিউ ভঙ্গ করে সাধারণ মানুষ মিছিল বের করেন। মিছিলে পুলিশের গুলিতে শহিদ হন নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান। সংগঠিত হয় গণঅভ্যুত্থান।

    গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও প্রেসিডেন্ট আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর। এই গণঅভ্যুত্থানের পথ ধরে অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স¦াধীনতা ও গণতান্ত্রিক অধিকার। স¦াধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমি সবাইকে ঊনসত্তরের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’

#
মাহমুদুল/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৭০০ ঘণ্টা

 

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon