Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০১৬

তথ্যবিবরণী ১২ জুলাই ২০১৬

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২২০১
রামপালে থারমাল পাওয়ার প্রজেক্ট বাস্তবায়নে বিএইচইএল
এর সাথে বিআইএফপিসিএল এর ইপিসি (টার্নকী) চুক্তি স¦াক্ষর

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
    বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) ভারত হেভি ইলেকট্রিক্যালস্ লিমিটেড (বিএইচইএল), ভারত এর সাথে বাগেরহাটের রামপাল উপজেলায় ২ঢ৬৬০ মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রজেক্ট বাস্তবায়নে মূল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ইপিসি (টার্নকী) চুক্তি স¦াক্ষর করেছে।
    আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে প্রযুক্তিগত ও আর্থিক মূল্যায়নে সবচেয়ে উপযুক্ত বিবেচিত হওয়ায় বিআইএফপিসিএল ভারতীয় কোম্পানি বিএইচএলকে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য নির্বাচন করে। এ বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের সার্বিক তথা বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ১ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এ চুক্তির অর্থায়ন করবে ভারতীয় এক্সিম ব্যাংক। ২০১৯-২০ অর্থবছরে এ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
    অত্যাধুনিক যন্ত্রপাতির সমন¦য়ে পরিবেশগত নিয়ম কানুন অনুসরণ করে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পটিকে পরিবেশবান্ধব করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া পরিবেশের সুরক্ষায় এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিআইএফপিসিএল সে¦চ্ছায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
    চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক - ই- ইলাহি চৌধুরী, বীরবিক্রম, বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, ভারতীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব প্রদীপ কুমার পূজারী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতের এনটিপিসি’র  চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গুরদীপ সিং, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর চেয়ারম্যান  মো. শামসুল হাসান মিঞা, বিএইচইএল’র প্রতিনিধি প্রেম পাল যাদভ এবং বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক উজ্জ¦ল কান্তি ভট্টাচার্য।
    বাংলাদেশে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশের বিপিডিবি এবং ভারতের এনটিপিসি’র সমান অংশীদারিত্বের (৫০ দশমিক ৫০) ভিত্তিতে বিআইএফপিসিএল কোম্পানি হিসেবে বাংলাদেশে নিবন্ধিত হয়। মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রজেক্ট বিআইএফপিসিএল কর্তৃক বাস্তবায়িত প্রথম প্রকল্প যা বাংলাদেশ সরকার অগ্রাধিকারভূক্ত প্রকল্প হিসেবে চিহিৃত করেছে। এ প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে ভারত ও বাংলাদেশের সহযোগিতার সফল দৃষ্টান্ত।
#
আফরাজ/মোশারফ/নবী/জয়নুল/সেলিম/২০১৬/২২২০ ঘণ্টা

 

Handout                                                                                             Number : 2200

 

Thai Ambassador meets Foreign Minister

 

Dhaka, July 12 :

 

            The newly appointed Ambassador of Thailand to Bangladesh Panpimon Suwannapongse paid a courtesy call on Foreign Minister A. H. Mahmood Ali at the Ministry of Foreign Affairs in Dhaka today.

 

            The Foreign Minister congratulated her for being appointed Ambassador to Bangladesh. 

 

            The Ambassador expressed condolences for the victims of the terrorist attack on 1 July at the Holy Artisan Café in Gulshan. She also mentioned that the Prime Minister of Thailand did earlier send a message of condolence to Prime Minister Sheikh Hasina condemning the terrorist attack.

 

            The Foreign Minister informed the Ambassador that appropriate security arrangement has been put in place for diplomats and foreigners. Referring to the terror attack in Sholakia on the day of Eid-ul-Fitr, the Minister  stated that because of preparedness and quick  measures taken by the Law Enforcing Agencies,  large scale casualtiy had been avoided. He stressed on the need for greater awareness against the menace of terrorism.

 

            The Ambassador informed the Minister that Thai investors are interested in investing in the power sector and a delegation of potential investors would visit Bangladesh in near future. She also informed about Thailand's desire to expand cooperation in the Health Care Sector. The possibility of starting negotiation for a Free Trade Agreement (FTA) between Bangladesh and Thailand was also discussed during the meeting.

 

#

 

Khaleda/Afraz/Mahmud/Mosharaf/Selim/2016/2045 Hrs

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ২১৯৯

শেখ হাসিনার নেতৃত্বেই জঙ্গিবাদ সমস্যার সমাধান হবে 
                                -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী

কালীগঞ্জ (গাজীপুর), ২৮ আষাঢ় (১২ জুলাই):

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিগত দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে। ইনশালস্নাহ্‌ দেশে জঙ্গিবাদ সমস্যার সামাধানও হবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই।

    প্রতিমন্ত্রী আজ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের কার্যালয় প্রাঙ্গণে ১৪ দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে অসি'তিশীল করার চেষ্টা ব্যর্থ হয়েছে। এবারও সফল হবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যারা তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করতে জানে এবং দেশকে অসি'তিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধের ড়্গমতা রাখে।       

    কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ১৪ দলের নেতৃবৃন্দ এ সময় উপসি'ত ছিলেন। 

#

খায়ের/আফরাজ/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৬/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ২১৯৮

কমিউনিটি বেতার ‘সারাবেলা’ উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী 

গাইবান্ধা, ২৮ আষাঢ় (১২ জুলাই):

    দেশের সম্প্রচার জগতে ১৭তম কমিউনিটি বেতার হিসেবে আজ গাইবান্ধায় ‘রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম’ উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

    গাইবান্ধা শহরের প্রানেত্ম বেসরকারি সংস'া এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠান এসকেএস ইন-এ রেডিও সারাবেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকা-ের ধারাবাহিকতা বজায় রাখতে এবং তৃণমূল জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে কমিউনিটি রেডিও উলেস্নখযোগ্য ভূমিকা পালন করতে পারে। প্রানিত্মক জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে এসে দেশকে এগিয়ে নিতেই সরকার বেসরকারি সংগঠনের সহায়তায় দেশব্যাপী কমিউনিটি বেতার প্রতিষ্ঠার সিদ্ধানত্ম নিয়েছে।

    এনিয়ে ২০১১ সাল থেকে এ পর্যনত্ম বেসরকারি উদ্যোগে স'াপিত কমিউনিটি বেতারের সংখ্যা দাঁড়ালো ১৭টি।

    তথ্যমন্ত্রী বলেন, এসকেএস ফাউন্ডেশনের পরিচালনায় নবযাত্রাকৃত রেডিও সারাবেলা চরবাসী ও নদী ভাঙনে ক্ষতিগ্রসত্মদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরবে, তাদের সমস্যা সমাধানের মাধ্যমে জীবনমানের পরিবর্তনে ভূমিকা রাখবে। সেইসাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরম্নদ্ধে গণসচেতনতা সৃষ্টিতেও এ বেতার স্টেশন কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

    তিনি বলেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ প্রকল্প বাসত্মবায়নেও কমিউনিটি বেতার সহায়ক হবে।

    এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাশেল আহমেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এম আবদুস সামাদ, পুলিশ সুপার এম আশরাফুল ইসলাম, পলিস্ন কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালক ড. তাপস কুমার এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান উপসি'ত ছিলেন। এছাড়া জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা এবং এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।
    
#

আকরাম/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৮৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৯৭
মুক্তিযোদ্ধা হত্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ক্ষোভ

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
    জামালপুরের মুক্তিযোদ্ধা আব্দুল বারী হত্যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন ।
    আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, যাদের বীরত্বে স্বাধীন বাংলাদেশ হয়েছে সেসব বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা কোনভাবেই সহ্য করা হবে না। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
#
মারুফ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৯৬
প্রতারককে থানায় সোপর্দ করতে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই):
    শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের কথা বলে একটি প্রতারক চক্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে দেশের বিভিন্ন স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নিকট হতে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ে স্বাভাবিক নিয়মে সম্পন্ন বিভিন্ন কাজকে নিজেদের কৃতিত্ব হিসেবে জাহির করে এসব প্রতারক নানা কৌশলে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছে বলে উত্থাপিত অভিযোগ থেকে দেখা যাচ্ছে। এসব প্রতারককে পাকড়াও করে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
    শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন প্রভৃতি শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন কাজ, যা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিক নিয়মে সম্পন্ন হয়। এ ধরনের সরকারি কাজের জন্য অর্থ আদায়ের কোনো বিধান নেই। মন্ত্রণালয়ের কর্মকর্তা বা কর্মচারীগণ কোনো কাজের জন্যই কখনো অর্থ দাবি করতে পারেন না। শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীন দপ্তরে কর্মরত কেউ এ ধরনের কাজের জন্য অর্থ দাবি বা গ্রহণ করেছেন এমন কিছু প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
    শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজের জন্য কাউকে কোনো টাকা না দেয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ।
#
সাইফুল্লাহ/মোবাস্বেরা/খাদীজা/কামাল/২০১৬/১৬০৫ ঘণ্টা
   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৯৫  

জঙ্গি প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ প্রবাসী কল্যাণ মন্ত্রীর


ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, কোমলমতি তরুণদের বিপথগামী করার মাধ্যমে জঙ্গিরা এ দেশকে অকার্যকর বানাতে চায়। কিন্তু অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী এ দেশের জনগণ জঙ্গিদের প্রতিরোধ করবেই।  
    মন্ত্রী বলেন, জঙ্গি প্রতিরোধের জন্য প্রয়োজন জনসচেতনতা। প্রত্যেক পিতামাতাকে সচেতন হতে হবে। তাদের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। নিখোঁজ সন্তানদের পিতামাতার উচিত থানায় ডায়েরি করা। তিনি জঙ্গি প্রতিরোধে প্রত্যেককে যার যার কর্মস্থল, পাড়াপ্রতিবেশী, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, সম্প্রতি ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়াতে সংঘটিত জঙ্গি হামলার মতো ঘটনা আর যাতে না হতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
    মন্ত্রী আজ ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক এবং মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  
#

জাহাঙ্গীর/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২১৯৪

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি

ঢাকা, ২৮ আষাঢ়(১২ জুলাই):
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। বন্ধ হয় দীর্ঘ দুই যুগের সশস্ত্র সংগ্রাম। সূচিত হয় উন্নয়ন ও অগ্রগতির শুভ সূচনা। এ চুক্তির শর্ত মোতাবেক ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। চলতি বছরের ১৫ জুলাই এ মন্ত্রণালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ব্রাক, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, মানুষের জন্য ফাউন্ডেশন, কারিতাস, পদক্ষেপ ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব- এর অংশীদারিত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই বিকাল ৪.৩০ টায় রাজধানীর ধানম-ির দৃক গ্যালারিতে  পার্বত্য চট্টগ্রামের মানুষ ও প্রকৃতি বিষয়ে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের নবীন-প্রবীন আলোকচিত্রীদের নিয়ে এ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। চিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীতে প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এবং ১০০টি ছবি প্রাথমিকভাবে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে। এ ছবিগুলোর মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন পূর্বক যথাক্রমে ৫০ হাজার, ৩৫ হাজার এবং ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। ১৬-১৯ জুলাই এ আলোকচিত্র প্রদর্শনী  প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
        তাছাড়া ১৬ জুলাই, সকাল ১০.৩০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
        উভয় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এ মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
#
জুলফিকার/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১৫২২ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৯৩

জঙ্গি ও দুষ্কৃতকারীদের বিষয়ে তথ্য দাতাকে পুরস্কৃত করা হবে
                                                - প্রতিমন্ত্রী রাঙ্গা

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
সম্ভাব্য যেকোনো জঙ্গি অপতৎপরতা রোধে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ বার্তাদানের নির্দেশনা দেয়া হয়েছে। এ বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব দায়িত্ব পালনের পাশাপাশি জঙ্গি ও দুষ্কৃতকারীদের বিষয়ে তথ্য দাতাকে পুরস্কৃত করা হবে।
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা আজ বাংলাদেশ সচিবালয়ে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। যেকোন সামাজিক ও ধর্মীয় উৎসব নিজে নিজে ভোগের নেশায় পালন না করে ত্যাগের মনোভাব নিয়ে পাড়াপ্রতিবেশী ও আত্মীয়স্বজনকে অংশীদার এবং তাদের সার্বিক সহায়তা দিলে উৎসবগুলো ফলপ্রসূ হবে। তিনি পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের ২০১৫-১৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সার্বিক অগ্রগতির হার শতকরা ৯৯ দশমিক ১৮ ভাগ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সচিব ড. প্রশান্ত কুমার রায় একটি বাড়ি একটি খামার সহ চলমান বিভিন্ন প্রকল্পগুলো আরো নিবিড় তদারকি ও কাজের গুণগতমান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রতিটি কর্মকা-ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত রাখার ওপর গুরত্বারোপ করেন।
#
আহসান/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৯২

জঙ্গি প্রতিরোধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
প্রথমবারের মতো ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করলেন আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৮ আষাঢ়(১২ জুলাই):
    ১১ জুলাই কেন্দ্রীয় শহিদ মিনারে জঙ্গিবাদ, নৈরাজ্য, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উক্ত সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশকালে তার নিজের ফেইসবুক পেজে দেশে প্রথমবারের মতো কোনো সমাবেশের ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করেন ।
    এ সময় প্রতিমন্ত্রী একটি লাইভ ভিডিও বার্তাও দেন। ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের তরুণ সমাজকে জঙ্গি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।
     তিনি আরো বলেন, বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যতবারই আঘাত এসেছে ততবারই বাঙালি তরুণরা প্রতিঘাতে ও প্রতি উত্তরে জবাব দিয়েছে। ৫২-তে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে ও ৭১-এ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের তরুণ প্রজন্মই। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সমুন্নত রাখার সংগ্রামে বরাবরই এগিয়ে এসেছে অকুতোভয় তরুণ প্রজন্ম।

#
আবু নাছের/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১৩২৫ ঘণ্টা   

Todays handout (7).doc Todays handout (7).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon