Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 06/01/2016

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৫৬

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সৌদি আরবের পাশে থাকবে
                                        -- ডেপুটি স্পিকার

ঢাকা, ২৩ পৌষ (৬ জানুয়ারি) :
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে আজ জাতীয় সংসদভবনে সৌদি আরবের জেদ্দা আল কাজী লি আনকিহা ও ইমাম ইয়াহিয়া আল মিহ্ওয়ারি এবং ফউজ সউদ ম্যাজিস্ট্রেট আল হুজাইরী বাংলাদেশ সফর করছেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন প্রকৃত মুসলমান ছিলেন। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম মসজিদ প্রতিষ্ঠা করেন, বিশ্ব ইজতেমার জন্য জায়গা বরাদ্দ ও ইজতেমা আয়োজনের ব্যবস্থা করেন। এছাড়াও আলজিয়ার্সে ইসলামিক সামিটে অংশগ্রহণ করে বাঙালি মুসলমানদের বিশ্ব মুসলিমের কাছে পরিচিত করেন। বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় ইসলাম প্রচার, প্রসার ও ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত রাখতে ছিলেন নিবেদিতপ্রাণ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যাও একজন খাঁটি মুসলমান। তিনি ইসলামের প্রচার ও প্রসারে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করে যাচ্ছেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তাঁরই সৃষ্টি। তিনি আরো বলেন, বাংলাদেশ কখনও জঙ্গিবাদ সমর্থন করে না। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সবসময় সৌদি আরবের পাশে আছে।
সংসদ সদস্য ড. আবু রেজা মো. নেজাম উদ্দিন নাদভি, মহানগর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি জেদ্দা শাখার সদস্য হাফেজ মাসুম আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. সৈয়দ শাহ্ ইমরান এসময় উপস্থিত ছিলেন।
#

স¦পন/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৫৫

মিল্কভিটার আধুনিকায়নে ৬ প্রকল্প বাস্তবায়ন চলছে

ঢাকা, ২৩ পৌষ (৬ জানুয়ারি) :
পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের অধীন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) ২০১৫ সালে ১০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ ও আধুনিকায়নে ১০৪ কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পে গো-খাদ্য, গুঁড়ো দুধ, গবাদি পশুর ওষুধ উৎপাদন কারখানা ও মহিষ কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন কাজ চলছে। এছাড়া বর্তমান সরকারের সময়ে প্রায় ১০৮ কোটি টাকা ব্যয়ে ১৩টি নতুন দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং আরো ১৪টি স্থাপনে কাজ চলছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে মিল্কভিটার কার্যক্রম সংক্রান্ত এক পর্যালোচনাসভায় এসব তথ্য জানা যায়। এসময় পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মিল্কভিটার তরল দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল বা মানের ঘাটতি থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের রেহাই দেয়া হবে না। সিস্টেম  লসের নামে প্রতিদিন ২ হাজার লিটার তরল দুধ নষ্ট করা চলবে না, যদিও কিছু দিন আগে লস ছিল ৮ থেকে ৯ হাজার লিটার। তিনি বলেন, দেশের যেসব স্থানে দুধের প্রাপ্যতা সন্তোষজনক শুধু সেসব এলাকায় প্রকল্প নিতে হবে। তিনি বলেন, সম্মিলিতভাবে মিল্কভিটাকে এগিয়ে নিয়ে দেশের দুগ্ধ চাহিদা মেটাতে হবে।
#

আহসান/আফরাজ/জসীম/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৫৪

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত


ঢাকা, ২৩ পৌষ (৬ জানুয়ারি) :
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটি সদস্য মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও জনগণের কাছে সঠিক তথ্য সরবরাহকরণের লক্ষ্যে ভূমি রেকর্ড ও মৌজার নকশা নতুন সফ্টওয়্যারের মাধ্যমে কম্পিউটারাইজড করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে। এছাড়া এ কার্যক্রমের মেয়াদ বাড়ানোরও সুপারিশ করা হয়।
বৈঠকে দেশের ৩টি জেলায় ডিজিটাল ভূমি রেকর্ড ও জরিপ সম্পর্কিত সমাপ্ত পাইলট প্রকল্পের মধ্যে সিরাজগঞ্জ জেলার প্রকল্পটি কমিটি কর্তৃক পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মৌমিতা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৫০

৪১ প্রতিষ্ঠানকে কাঁচা পাট রপ্তানির অনুমোদন

ঢাকা, ২৩ পৌষ (৬ জানুয়ারি) :
    ৪১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রপ্তানির অনুমোদন দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে গত বছরের ৩ নভেম্বরের আগে ইস্যু করা ২৫১টি এলসির (লেটার অভ্ ক্রেডিট) বিপরীতে প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পাবে।
    গত ১৫ ডিসেম্বর কাঁচা পাট বিশেষ চারটি প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যাবে বলে প্রজ্ঞাপন জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বয়ংক্রিয় স্ক্যানিং, মেশিন কাট জুট (১০ থেকে ১২০ মিলিমিটার), জুট সিলভার ও জুট টো প্রক্রিয়ায় কাঁচা পাট রপ্তানি নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত বলে গণ্য হবে। তা যথানিয়মে রপ্তানি করা যাবে।
    উল্লেখ্য, ২ ডিসেম্বর পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা মোতাবেক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। এর আগে ৩ নভেম্বর এক মাসের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশনা জারি করে মন্ত্রণালয়।
#

সৈকত/আফরাজ/জসীম/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৯

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে
বাংলাদেশ সচিবালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ২৩ পৌষ (৬ জানুয়ারি) :
    পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে আজ বাদ জোহর বাংলাদেশ সচিবালয় জামে মসজিদে মহানবী (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
    এসময় মন্ত্রী বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন বিশ্বনবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে। আজকের অশান্ত পৃথিবীর বাস্তবতায় মহানবী (সা.) এর শান্তির আদর্শ আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে।
    মহানবী (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর আরো আলোচনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর পেশ ইমাম মাওলানা মো. এহসানুল হক। মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
    দোয়া মাহফিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানসহ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও বহু সংখ্যক মুসুল্লি অংশগ্রহণ করেন।
#

আনোয়ার/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৮

শিশুদের সুনাগরিক হিসেবে বেড়ে ওঠায় সংস্কৃতি চর্চার ভূমিকা অপরিসীম
                                                                  -- স্পিকার

ঢাকা, ২৩ পৌষ (৬ জানুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশুদের সার্বিক বিকাশ ও সুনাগরিক হিসেবে বেড়ে ওঠায় সংস্কৃতি চর্চার ভূমিকা অপরিসীম। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিশুদের সুকুমার বৃত্তি ও মানবিক গুণাবলির বিকাশ ঘটে। তাই আগামী দিনের সুনাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলতে তাদেরকে আরো বেশি সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে।
স্পিকার আজ ঢাকায় শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের মৌসুমী প্রতিযোগিতা-২০১৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
স্পিকার বলেন, বর্তমান সরকার শিশুদের সার্বিক কল্যাণে কাজ করে চলেছে। শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষাসহ সকলক্ষেত্রে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। স্পিকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তিসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, দেশাত্ববোধ ও সুষ্ঠু জাতি গঠনের মানসিকতা নিয়ে শিশুরা যেন বেড়ে উঠতে পারে সেজন্য অভিভাবক ও শিক্ষকদেরকে যথাযথ গুরুত্ব দিতে হবে। এছাড়া তিনি পড়ালেখার পাশাপাশি শিশুদের  প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের  ওপরও গুরুত্ব দেন।
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#

শিবলী/আফরাজ/জসীম/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা

 

Todays Handout.doc Todays Handout.doc