Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০১৯

তথ্যবিবরণী 24/6/2019

তথ্যবিবরণী                                               নম্বর : ২৩৩৭
 
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বাষির্কী 
আবুল হাসানাত আবদুল্লাহ্’র নেতৃত্বে রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি 
গোপালগঞ্জ, ১০ আষাঢ় (২৪ জুন) :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্’র নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। 
 
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, আওয়ামী লীগ নেত্রী মারুফা আক্তার পপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।
 
#
 
এনায়েত/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৩৩৬
 
সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আলোর বার্তাবাহক
                    --- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা কবি-শিল্পী-সাহিত্যিকগণ সমাজের গুণিজন ও আলোর বার্তাবাহক। প্রতিবারের ন্যায় এবারো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এরূপ ৪৫জন প্রয়াত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মরণে অনুষ্ঠান আয়োজন করছে। ভবিষ্যতে সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, নাট্যকার, অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তিকারসহ সংস্কৃতির সকল শাখার বরেণ্য ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তিপূর্বক এ সংখ্যা একশতে উন্নীত করা হবে।
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত প্রয়াত সাংস্কৃতিক মনীষীদের (বাংলাদেশের কবি, সাহিত্যিক ও শিল্পীদের) স্মরণে মাসব্যাপী ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেট নিয়ে সংস্কৃতিজনদের মধ্যে কিছুটা আক্ষেপ রয়েছে। তাদের ধারণা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট কমেছে কিন্তু প্রকৃতপক্ষে গতবারের মূল বাজেটের চেয়ে এবার বাজেট ৬০ কোটি টাকা বেড়েছে। এবারের বাজেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের জন্য বিশেষ বরাদ্দ থাকবে যা গতবারের বিশেষ বরাদ্দের চেয়ে অনেক বেশি হবে। সব মিলিয়ে এবারের বাজেট গতবারের চেয়ে অনেক বেশি হবে।
প্রতিমন্ত্রী এ সময় সাম্প্রতিক সময়ে প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মরণ করেন এবং তাঁদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন সংগীতজ্ঞ অধ্যাপক ড. আ ব ম নূরুল আনোয়ার, বাংলাদেশ থিয়েটার আর্কাইভের চেয়ারম্যান ও বিশিষ্ট নাট্য অনুবাদক, সমালোচক অধ্যাপক আবদুস সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী জামাল আহমেদ, আলোকচিত্র শিল্পী পাভেল রহমান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং চলচ্চিত্র সংসদ কর্মী ও আলোকচিত্রী মুনিরা মোরশেদ মুন্নী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. বদরুল আনাম ভূঁঞা।
#
ফয়সল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৩৩৫
 
শিক্ষার মানোন্নয়নে পদ্ধতিগত পরিবর্তন আনা হবে 
                                           --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে পদ্ধতিগত পরিবর্তন আনা হবে। যে পদ্ধতিতে সেবা প্রদান সহজ হবে সে পদ্ধতি প্রবর্তন করা হবে। তিনি শিক্ষা ভবনের সকল সেবা কীভাবে সহজে দেয়া যায় তার নতুন পদ্ধতি খুঁজে বের করার তাগিদ দেন।
মন্ত্রী আজ শিক্ষা ভবনের সম্মেলন কক্ষে শিক্ষা সেবা সপ্তাহ ২০১৯ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এ তাগিদ দেন। তিনি বলেন, আমরা শুধু আর্থিক অনিয়মকে দুর্নীতি মনে করি। নিজের কাজ ঠিকভাবে ও যথাসময়ে না করাও দুর্নীতি। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে 
এ সময় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদ।
উপমন্ত্রী বলেন, অধিদপ্তর গতিশীল না হলে মন্ত্রণালয়ের অর্জন ব্যাহত হবে। কর্মপদ্ধতির পরিবর্তন আনা জরুরি। কর্মপদ্ধতি স্থায়ী কোনো বিষয় নয়। কাজের গতিশীলতার জন্য তা পরিবর্তন করতে হবে। 
এর আগে মন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালি শিক্ষা ভবন প্রদক্ষিণ করে।
শিক্ষা সেবা সপ্তাহ  ২৪ জুন থেকে  শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। 
#
খায়ের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                               নম্বর : ২৩৩৪
 
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় উপবন এক্রপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ড. মোমেন আজ এক শোকবার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়ে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহতদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন। এছাড়া আমি যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের সাথে আলাপ করেছি। শীঘ্রই ব্রিজটি চালু হবে এবং আগামী ১ সপ্তাহের মধ্যে নির্মিত নতুন ব্রিজ উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোঃ মাহবুব আলীকে বিমানের অতিরিক্ত ফ্লাইট চালুরও অনুরোধ করেছি’।
#
 
তৌহিদুল/মাহমুদ/মোশারফ/রেজাউল/২০১৯/১৮৪৫ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৩৩৩
 
বাজার তদারকি
১৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা
 
ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে গতকাল চট্টগ্রাম মহানগর, টাঙ্গাইল, দিনাজপুর, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ ও নোয়াখালীতে বাজার তদারকি করা হয়। তদারকিকালে ১৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
দেশব্যাপী ৭টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১৫ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করেন। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
 
ফাহমিনা/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৮২০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                               নম্বর : ২৩৩২
 
বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি
ক্যারিয়ার বিডি লিমিটেডের সাথে বিদ্যুৎ বিভাগের কোনো সম্পর্ক নেই
 
ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :
গত ১৯ মার্চ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘ক্যারিয়ার বিডি লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান ‘প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিভাগে চাকুরি’ শিরোনামে বিভিন্ন পদে ১৯০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার সাথে বিদ্যুৎ বিভাগের কোনো সম্পর্ক নেই । দেশের নিরীহ মানুষকে প্রতারণা করাই এ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্দেশ্য।  
‘ক্যারিয়ার বিডি লিমিটেড’ এর এ হীন প্রচেষ্টার সাথে জড়িতদের সুনির্দিষ্ট তথ্যসহ নিকটস্থ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থায় বা থানায় এবং বিদ্যুৎ বিভাগের ৯৫১৩৩৬৪ নম্বরে অথবা ফংধফসরহ@ঢ়ফ.মড়া.নফ ই-মেইলে জানানোর জন্য বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ দৈনিক ডেইলি স্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পদে ১৭টি শূন্যপদ পূরণকল্পে প্রদত্ত বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। 
 
#
 
আসলাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮০০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                               নম্বর : ২৩৩১
 
নারায়ণগঞ্জের কাচপুরে বিআইডব্লিউটিএ’র অভিযান
২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
 
নারায়ণগঞ্জ, ১০ আষাঢ় (২৪ জুন) :
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে আজ  নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন নারায়ণগঞ্জের  কাচপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে  পাঁচটি এক তলা ভবন, চারটি সেমিপাকা ভবন, ১৮টি টিনের শেড/পাকা ওয়ালসহ মোট ২৭টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ এবং  এক একর তীরভূমি অবমুক্ত করেছে। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করেছে। 
নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৩৩০ 
উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি 
ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :   
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচল এলাকায় সংঘটিত সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস (৭৪০) ট্রেন দুর্ঘটনার কারণ তদন্তে আঞ্চলিক প্রধান এবং বিভাগীয় কর্মকর্তা পর্যায়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আঞ্চলিক প্রধান পর্যায়ের কর্মকর্তারা হলেন চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ার (পূর্ব) মোঃ মিজানুর রহমান (আহ্বায়ক), চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) আ: জলিল, চিফ অপারেটিং সুপারিনটিন্ডেন্ট (সিওপিএস) সুজিত কুমার, চিফ সিগনাল এন্ড টেলিকম অফিসার (পূর্ব) ময়নুল ইসলাম।
এছাড়া বিভাগীয় কর্মকর্তা পর্যায়ের কমিটির সদস্যগণ হলেন মো: ময়নুল ইসলাম, ডিটিও, কমলাপুর, ঢাকা (আহ্বায়ক), শাহ সুফী নূর মোহাম্মদ, ডিএমই (পূর্ব), চট্টগ্রাম, ডা: আ: আহাদ, ডিএমও, কমলাপুর, ঢাকা, আবু হেনা মোস্তফা আলম, ডিএসটিই, কমলাপুর, ঢাকা, আহসান জাবির, ডিইএন-২, ঢাকা।  
উভয় তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উক্ত দুর্ঘটনায় দুপুর পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রেলপথ মন্ত্রণালয় থেকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন। তিনি আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন।
#
শরিফুল/অনসূয়া/পরিক্ষিৎ/আসমা/২০১৯/১৬০০ ঘণ্টা 
 
তথ্যববিরণী                   নম্বর : ২৩২৯ 
উপবন এক্সপ্রেসের দুর্ঘটনায় পরিবেশ মন্ত্রীর শোক   
ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) :   
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেসের দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
এক শোকবার্তায় মন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।  
উল্লেখ্য, সিলেট থেকে ঢাকাগামী ট্রেন উপবন এক্সপ্রেস ২৩ জুন দিবাগত রাত ১২টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় দুর্ঘটনায় পতিত হয়।  
#
কামাল পাশা/অনসূয়া/রবি/জসীম/আসমা/২০১৯/১৫০০ ঘণ্টা 
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon