Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২১

তথ্যবিবরণী 10/1/2021

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ১৫৬

কোভিড-১৯ (করোনা ভাইরাসসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২৭ পৌষ (১১ জানুয়ারি) :

 ‌           স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৪৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন।

          গত ২৪ ঘণ্টায় ২২ জন-সহ এ পর্যন্ত ৭ হাজার ৮০৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন।

#

হাবিবুর/রোকসানা/মোশারফ/রেজাউল/২০২১/১৮১৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৫৫

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৭ পৌষ (১১ জানুয়ারি) :

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বিষয়টি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :

          মূলবার্তা : 

          “কোভিড-১৯ মহামারির প্রেক্ষিতে সরকারি কর্মকর্তাদের ২০২০ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন ফর্ম (এসিআর) দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।”

          জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

#

আব্দুল্লাহ/রোকসানা/খালিদ/মোশারফ/রেজাউল/২০২০/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                      নম্বর :  ১৫০

চিকিৎসা ফলোআপ শেষে আজ দেশে ফিরেছেন অর্থমন্ত্রী

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

            অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ চিকিৎসা ফলোআপ শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছেন।

            বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করেছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেছেন। আগামীকাল থেকে তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন  বলে আশা ব্যক্ত করেন।

#

গাজী তৌহিদুল/নাইচ/মোশারফ/জয়নুল/২০২১/২২২০ঘণ্টা

Handout                                                                                                                    Number: 149

 

State Minister for Foreign Affairs receives

newly appointed Secretary General of BIMSTEC

 

Dhaka, 10 January:

 

            The State Minister for Foreign Affairs, Md. Shahriar Alam received the newly appointed Secretary General of BIMSTEC Tenzin Lekphell while the Secretary General paid his courtesy call on him at his office today.

            The State Minister expressed his satisfaction on his appointment as the third Secretary General of BIMSTEC nominated by Bhutan, the first country to recognize Bangladesh as an independent country. The State Minister Shahriar Alam expressed hope that the Secretary General will be able to play a pivotal role as a bridge among Member States for thriving hard to achieving the goals through early conclusion and implementation of necessary agreements, MoUs and other required legal documents in these sectors to ensure overall development and well being of the peoples of BIMSTEC region. 

            During the call on, he stated that BIMSTEC region has huge prospects for economic cooperation since much of the potentials are still remaining unexplored and unexploited. He emphasized on the importance of making all entities of BIMSTEC process fully functional and operational.  He added that BIMSTEC process needs concerted and quicker efforts and more intense engagements amongst the member states for bringing out the best possible results for the mutual benefits of the peoples of the region. He stated that it is imperative to forge more realistic partnership and shared endeavours to prosper together through exploitation of the full potentials of this region.

            Shahriar Alam stated that Bangladesh, as the BIMSTEC lead country for Trade, Investment and Development, is strongly committed to strengthen BIMSTEC Cooperation in this important field. He added that as a founding member of BIMSTEC, Bangladesh government is pledge bound to deepening relations with BIMSTEC member states in all aspects and to strengthen the BIMSTEC Secretariat in all possible means as well. Bangladesh has already taken necessary steps to build a new premise for the Secretariat, he further added.

            The new Secretary General of BIMSTEC expressed his deep pleasure to commence his work in Bangladesh as the Secretary General of BIMSTEC. He mentioned that he is enjoying the warm hospitality here and passing time with good colleagues. He thanked the State Minister for giving the opportunity to meet with him. He expressed his strong conviction to work for strengthening BIMSTEC by enhancing the level of cooperation amongst the member states.  

            The State Minister Md. Shahriar Alam wished the new BIMSTEC Secretary General all the success and assured him all sorts of support from the Government of Bangladesh during his tenure in Bangladesh. 

 

#

Tohidul/Roksana/Sahela/Sanjib/Abbas/2021/2142 Hours

 

 

তথ্যবিবরণী                                                                                                                                     নম্বর : ১৪৮

কলকাতায় সাড়ম্বরে উদ্যাপিত হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

কলকাতা, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

            কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে সাড়ম্বরে উদযাপিত হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাংলাদেশ উপ-হাইকমিশনের ‘বাংলাদেশ গ্যালারি’-তে উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে এ ঐতিহাসিক দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার যুদ্ধকালীন প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক বিকচ চৌধুরী এবং ভিডিও বার্তার মাধ্যমে স্মৃতিচারণ করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ও বিশিষ্ট সাংবাদিক পঙ্কজ সাহা।

            বিকচ চৌধুরী তাঁর আলোচনায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রতিষ্ঠান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলেছে তাঁর আদর্শের ওপর ভিত্তি করে। বিকচ চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে মুক্তির যে নির্দেশনা দিয়েছিলেন সে মোতাবেকই মুক্তিযুদ্ধ চলেছিলো এবং বাঙালি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে।

            বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ও বিশিষ্ট সাংবাদিক পঙ্কজ সাহা ভিডিও বার্তার মাধ্যমে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকতাবাসীর আগ্রহ ছিল প্রবল। তাই ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সময় কলকাতার বিমানবন্দরে বিপুল জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছিল বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য। কিন্তু বঙ্গবন্ধু বার্তা পাঠান তিনি তাঁর দেশের মাটিতে পা রাখবেন প্রথম এবং অতিসত্বর তিনি কলকাতা আসবেন। বঙ্গবন্ধু সে কথা রেখেছিলেন। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে (গড়ের মাঠে) বিশাল জনসমুদ্রে আবেগঘন বক্তব্য প্রদান করেছিলেন।

            এরপর কবিতা পাঠের অনুষ্ঠান শুরু হলে কবিতা আবৃত্তি করেন কলকাতার বিশিষ্ট আবৃত্তিকার স্বপ্না দে এবং রজত বন্দোপাধ্যায়। বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী শতাব্দী রায় সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।

#

মোফাকখারুল/নাইচ/সঞ্জীব/জয়নুল/২০২১/২১৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                        নম্বর : ১৪৭ 

বঙ্গবন্ধুর মহানায়ক হয়ে ওঠার পেছনে রয়েছে

 তাঁর আজন্ম ত্যাগ-তিতীক্ষা ও সংগ্রামের ইতিহাস

                               -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

            সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে মহানায়ক বা মহামানব হয়ে ওঠেননি, এর পেছনে রয়েছে তাঁর আজন্ম ত্যাগ-তিতীক্ষা ও সংগ্রামের ইতিহাস। মাত্র ৫৫ বছরের স্বল্প জীবনে দীর্ঘ ১৩ বছর (৪৬৮২ দিন) কারাবরণ করেছেন। যার শুরু হয়েছিল বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবিতে ১৯৪৮ সালের ১১ মার্চ কারাবরণের মধ্য দিয়ে। আর পরিসমাপ্তি ঘটেছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন স্বদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে যার পূর্বে পাকিস্তানের বিভিন্ন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাঁকে একটানা ২৯০ দিন কারাবরণ করতে হয়েছিল।

            প্রতিমন্ত্রী আজ রাতে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

            মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানে বঙ্গবন্ধুর কারাবাসের দিনগুলোকে দুঃসহ, নির্মম, নিদারুণ যন্ত্রণা ও কষ্টের ছিল উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, অসীম দেশপ্রেম, ধৈর্য, সাহস, শৌর্য, বীর্যের অধিকারী ছিলেন বলে বঙ্গবন্ধুর পক্ষে তা সহ্য করা সম্ভবপর হয়েছিল। সেখানে তীব্র গরম ও শারীরিক কষ্টের সঙ্গে ছিল মানসিক যন্ত্রণা। ছিল না বিদ্যুৎ, থাকা, খাওয়া, ঘুমানো, বাথরুমের সুব্যবস্থা। তার ওপর ছিল কথা বলতে না পারা, বুঝতে না পারার কষ্ট। কেননা, কারারক্ষীরা ছিল পাঞ্জাবি। উর্দুও কেউ বলত না। বাংলাদেশে কি ঘটছে তার কিছুও তিনি জানতেন না বা তাঁকে জানানো হতো না। মোদ্দাকথা, পশ্চিম পাকিস্তানে মৃত্যুযন্ত্রণা তুল্য এক নিদারুণ কষ্টদায়ক কারাবাসের অভিজ্ঞতা হয়েছিল তাঁর।

            বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোঃ নওসাদ হোসেন।

            অনুষ্ঠানে কবি কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত, নৃত্যালেখ্য ও নৃত্যনাট্য পরিবেশিত হয়।

#

ফয়সল/নাইচ/মোশারফ/জয়নুল/২০২১/২১৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                         নম্বর : ১৪৬

সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর মৃত্যুতে শ্রম প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

            সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং যশোর-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের নেতা খালেদুর রহমান টিটোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

            প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

            খালেদুর রহমান টিটো ১৯৯০ সালে এরশাদ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। আজ দুপুরে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন।

#

আকতারুল/রোকসানা/সাহেলা/মোশারফ/জয়নুল/২০২১/২১৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                        নম্বর : ১৪৫

যুব উন্নয়ন অধিদপ্তরে মুজিব কর্নার ও

যুব ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

            রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় যুব ভবনে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে।  আজ  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মুজিব কর্নারের শুভ উদ্বোধন  করেন। এ সময়ে প্রতিমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন।

            মুজিব কর্নারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বঙ্গবন্ধুর স্বহস্তে লেখা পত্রের প্রতিলিপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা কয়েকটি গ্রন্থ, বঙ্গবন্ধুর আত্মজীবনী, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে বঙ্গবন্ধুর অংশগ্রহণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, মুক্তিযুদ্ধের সকল দলিলের ডিজিটাল সংগ্রহ  ইত্যাদি স্থান পেয়েছে।

            উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরে আগত যুবকদের বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ধারনা দেয়ার ক্ষেত্রে এ কর্নার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

            অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন। এ সময়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও যুব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আরিফ/রোকসানা/সাহেলা/মোশারফ/জয়নুল/২০২১/২১১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                       নম্বর : ১৪৪

বঙ্গবন্ধু জীবন উৎসর্গ করে স্বাধীন দেশ উপহার দিয়েছেন

                               -- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবান, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

            সোনার বাংলা গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর নিজের জীবন উৎসর্গ করে দেশের মানুষের জন্য স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তাঁর অবদান জাতি কোনোদিনও ভুলতে পারবে না।  ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পূর্ণতা পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে।

            আজ বান্দরবানে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

            মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত চেষ্টা অব্যাহত থাকলে বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

            বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যসা প্রু, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

#

নাছির/রোকসানা/সাহেলা/মোশারফ/জয়নুল/২০২১/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                       নম্বর : ১৪৩

আরো ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

            আজ বেসরকারি পর্যায়ে আরো ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে সক্ষমতা ভেদে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চাল বরাদ্দ দেয়া হয়েছে। শর্ত মানলে আমদানিতে শুল্ক সুবিধা পাবেন বেসরকারি আমদানিকারকরা।

            খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে বেসরকারি পর্যায়ে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। সেই ধারাবাহিকতায় খাদ্য মন্ত্রণালয় কর্তৃক গত ২৭ ডিসেম্বর, ২০২০ তারিখে বেসরকারিভাবে চাল আমদানির জন্য বৈধ আমদানিকারকগণকে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ১০ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়।

            ইতোপূবে বেসরকারি পর্যায়ে আমদানির জন্য গত ৩ জানুয়ারি ২০২১ তারিখে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন, ৪ জানুয়ারি ২০২১ তারিখে ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন এবং ৫ জানুয়ারি ২০২১ তারিখে ৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ৬৫ হাজার মেট্রিক টন, ৬ জানুয়ারি,২০২১ তারিখে ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ১ লাখ ৭৪ হাজার ৫০০ মেট্রিক টন এবং আজ ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আরো ১ লাখ ৭১ হাজার ৫শত মেট্রিক টন সর্বমোট ১৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ৬ লাখ ৭৬ হাজার মেট্রিক টন চাল বেসরকারি পর্যায়ে আমদানির জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ প্রদান করে আমদানির অনুমতি প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। এখন শুল্ক সুবিধায় আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দেবে।

            বরাদ্দ পত্র ইস্যুর ৭ দিনের মধ্যে এলসি খুলে এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়। ৫ হাজার মেট্রিক টন বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীগণকে এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং সর্বমোট ২০ দিনের মধ্যে সমুদয় চাল এবং ১০-১৫ হাজার মেট্রিক টন বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীগণকে এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং সর্বমোট ৩০ দিনের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে মর্মে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

#

মেহেদী/রোকসানা/সাহেলা/মনির/মোশারফ/জয়নুল/২০২১/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                       নম্বর : ১৪২

রাষ্ট্রপতির সাথে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

            আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যদ্বয় ও কোষাধ্যক্ষ এসময় উপস্থিত ছিলেন।

            সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করোনা মহামারিকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে গৃহীত কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। উপাচার্য জানান শতবর্ষপূর্তি উপলক্ষে তিনশত মৌলিক গবেষণা প্রকাশিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শত বছরের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে একটি সেন্টেনারি মনুমেন্ট স্থাপন করা হবে। তিনি আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের ভোগান্তি লাঘবে এবার প্রতিটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি করোনাকালে বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। উপাচার্য জানান, করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সময় কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপাচার্য ১লা জুলাই ২০২১ তারিখে শতবর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

            রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষার সূতিকাগার। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে অনন্য ভূমিকা। রাষ্ট্রপতি করোনা মহামারির জন্য যে সেশনজটের সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে এখন থেকেই একটি রোডম্যাপ প্রণয়নের নির্দেশনা দেন। এ লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্ট্যান্ডার্ড অপারেটিং পলিসি (এসওপি) প্রণয়নেরও পরামর্শ দেন।

            রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

#

ইমরানুল/রোকসানা/নাইচ/মনির/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৪০ঘণ্টা

Handout                                                                                                                              Number : 141

Five abducted Bangladeshi rescued from Yemen

Dhaka, 10 January :

Five Bangladeshi nationals who were arrested by the Houti Coast Guard on 14 February 2020 have been rescued and repatriated from Yemen. The rescued Bangladeshis are-Mohammed Yousuf, Mohammad Alauddin, Mohammed Alamgir, Mohammed Rahim Uddin, Mohammed Abu Tayub. They were sailing from Oman to Saudi Arabia by a ship. The ship fell in a storm and sank near Al Salaif Port of Hodeida in Yemen on 12 February 2020. All of the crews were arrested by Houthi Coast Guard including 5 Bangladeshi nationals.

The Ministry of Foreign Affairs, Dhaka coordinated with Bangladesh Embassy in Muscat, Kuwait and Amman and IOM (International Organization for Migration) to rescue the abducted Bangladeshi nationals. With the help of IOM, they were taken to Aden from Saana. There were also Indian and Egyptian nationals among the rescued persons.  Two other Bangladeshi nationals (Jamal Uddin and Rafiqul), detained in Aden, were also repatriated.

Earlier, the Bangladesh Embassy in Kuwait issued Travel Permits in favor of the seven Bangladeshi Nationals. Among them, five reached Dhaka today and other two arrived Dhaka on 30 December 2020. The IOM coordinated with the Ministry of Foreign Affairs, Dhaka to repatriate the seven Bangladeshi Nationals from Aden.

#

Tohidul/Roksana/Sahela/Monir/Mosharaf/Joynal/2021/2020Hours

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ১৪০

 দেশবিরোধী অনলাইন ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

                                                                -- টেলিযোগাযোগ মন্ত্রী

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বিপজ্জনক পর্যায়ে দাঁড়িয়েছে। মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে  ঐক্যবদ্ধভাবে এই তথ্য সন্ত্রাস মোকাবিলায় কাজ করতে হবে। সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

          মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওয়েবিনারে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শ্যামলী নাসরিন চৌধুরী, কাজী মকুল, আনিস মনির, অমি রহমান পিয়াল, লিনা পারভিন বক্তৃতা করেন।

          মন্ত্রী  দেশ ও জাতির বিরুদ্ধে  অপপ্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা তুলে ধরে বলেন, ক্ষতিকর যে কোন ওয়েবসাইট বন্ধ করার সক্ষমতা সরকারের আছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের কনটেন্ট বন্ধ করা যায় না। এ ব্যাপারে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও তারা খুব বেশি একটা সাড়া দিচ্ছে না। দেশ ও জাতির প্রয়োজনে সরকার একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

#

শেফায়েত/রোকসানা/সাহেলা/মনির/সঞ্জীব/জয়নুল/২০২১/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ১৩৯

বঙ্গবন্ধুর খুনি মোসলেহ উদ্দিন খানসহ  ৫২ জন অমুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল

ঢাকা, ২৬ পৌষ (১০ জানুয়ারি) :

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জন অমুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

          গত ১৯ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর ৭০তম সভায় মোসলেহ উদ্দিনসহ ৫২ জন অমুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করা হয়। সেই সুপারিশের প্রেক্ষিতে তাদের সনদ বাতিল করে গেজেট প্রকাশ করা হলো।

          সনদ বাতিল হওয়া অন্যদের মধ্যে রয়েছেন- নরসিংদী সদরের আবুল ফজল (গেজেট-৩৭৫২, সনদ-ম-১৮৫১৫), মো. জয়নাল (গেজেট-৩৭৫৯, সনদ-ম-১৮৫১৪), কিশোরগঞ্জের করিমগঞ্জের মৃত গোলাম মোস্তফা (গেজেট-১৮৩২), মৃত মো. মুখলেছুর রহমান (গেজেট-১৪২৪), নাসিরুল ইসলাম খান (গেজেট-৩৫৭৯) ও কিশোরগঞ্জ সদরের মো. আজিজুল হক (ননী) (গেজেট-৩৩০৩), গাজীপুরের কালীগঞ্জের আবদুল কাদের (সেনা গেজেট-১৭৭১৭, সনদ-৭৪৮৫৫), মো. আলতাফ হোসেন (গেজেট-১৫২৮), কুমিল্লা চৌদ্দগ্রামের মো. ওয়াহিদুর রহমান (গেজেট-৫৯৫৬) ও মরহুম মো. আবদুল মালেক (গেজেট-৬৮৯৬), কক্সবাজার উখিয়ার রুহুল আমিন (গেজেট-২৪৪), ফরিদপুরের সদরপুর উপজেলার ডা. এ গাফফার মিয়া যুদ্ধাহত (লাল মুক্তিবার্তা নং-১০৮০৬০০৫৪)।

          বগুড়ার সারিয়াকান্দির মো. সামাদ আলী (গেজেট-২৯৮২, সনদ-১৯৯৯৮৫), নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁদ মোহাম্মদ (গেজেট-৬৭২), মো. ওসমান আলী (গেজেট-৭২৭), মো. জাকির হোসেন (গেজেট-৭২৮), আ. কাদের মোল্লা (গেজেট-৬৮২), আ. রহমান (গেজেট-৭০১), আ. জব্বার (গেজেট-৭০৩), সরদার মো. বয়েত রেজা (গেজেট-৭১৩, সনদ-৭২৬৪৪), মো. শামসুল হক (গেজেট-৬৪১), মৃত সিরাজুল ইসলাম (গেজেট-৬৮৩), মো. আ. গফুর খান (গেজেট-৬৮৪), মো. শফি উদ্দিন (গেজেট-৭১২), মো. নাজিম উদ্দিন (গেজেট-৬৭৫), মো. আ. রব (গেজেট-৫৬৪), মো. জামাত আলী (গেজেট-৬৫৯), মো. আ. সামাদ (গেজেট-৬৮৫), মো. আফজাল হোসেন (গেজেট-৬৮৮), মো. আ. আউয়াল (গেজেট-৫৪৮), মো. রফিকুল ইসলাম (গেজেট-৬৮৬), মৃত আনছার আলী (গেজেট-৬৯৩), মৃত নুরুল ইসলামের (গেজেট-৬৯৬) মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়েছে।

          এছাড়া পাবনা সদরের মো. নাসির উদ্দিন (গেজেট-৩২৫), পাবনার ঈশ্বরদীর মো. তরিকুল ইসলাম (গেজেট-১০৪৬), টাঙ্গাইলের ঘাটাইলের মো. আবদুল বাছেদ করিম (গেজেট-৬০৬) ও সখিপুরের মো. আ. বছির মিয়া (গেজেট-৪১৩৬), নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মৃত ইলিয়াস মিয়া (গেজেট-১৫৩৯), তোফাজ্জল হোসেন (গেজেট-৮৯২), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মো. শহীদুল্লাহ সরদার (গেজেট-২৭৯), মৃত আলী আকবর (গেজেট-৪৭৫), মনিরুল ইসলাম (গেজেট-৪৭৩), রহমত উল্লাহ (লাল মুক্তিবার্তা নং-০১৪০২০১৬৯), আবদুল মাজেদ (গেজেট-৩৫৫), বরিশালের উজিরপুরের মোঃ বেলায়েত আলী বিশ্বাস (গেজেট-৪৬৯০), মোঃ আবদুল হাকিম মোল্লা (গেজেট-৫০৩১), এছাহাক মুন্সি (গেজেট-৫০২৩), আবদুল মাজেদ আলী হাওলাদার (গেজেট-৪৯৭৪), মৃত মো. আ. রহিম (গেজেট-৫৩৫২), হারুন অর রশিদ (গেজেট-৫১৬১) এবং আ. রহমান সরদারের (গেজেট-৫৪১০) মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে।

#

 

মারুফ/রোকসানা/সাহেলা/মনির/সঞ্জীব/জয়নুল/২০২১/১৯২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                         &nb

2021-01-11-19-15-9000028f447bc3f6acfbea80aadcb3f5.docx 2021-01-11-19-15-9000028f447bc3f6acfbea80aadcb3f5.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon