Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০১৬

তথ্যবিবরণী 25/05/2016

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৫৮

সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করলেন স্পিকার

ঢাকা, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ): 

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ ঢাকায় গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ডিএনসিসি মেয়র দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে গুলশান, বারিধারা, বনানী, নিকেতন সোসাইটি ও গুলশান ইয়ুথ ক্লাবের সহায়তায় এলওসিসি, ডিএমপি ও ডিএনসিসিসি’র প্রচেষ্টায় উত্তর সিটি কর্পোরেশন এলাকায় উচ্চ ড়্গমতাসম্পন্ন সর্বাধুনিক কন্ট্রোলরম্নমসহ সিসি টিভি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেছেন।

    এ সময় স্পিকার বলেন, ঢাকা সিটি করপোরেশন কর্তৃক গৃহীত সকল কার্যক্রমের মধ্যে সিসিটিভি কার্যক্রম একটি উলেস্নখযোগ্য ও চমকপ্রদ অনন্য কার্যক্রম। 

তিনি বলেন, উচ্চ ড়্গমতাসম্পন্ন সর্বাধুনিক কন্ট্রোলরম্নম থেকে সিসিটিভির মাধ্যমে যে কার্যক্রম মনিটর করা হবে তা শুধু জনগনের নিরাপত্তাই বিধান করবে না বরং এর মাধ্যমে সিটি করপোরেশনের কোথায় কি হচ্ছে, কোথায় যানজট সৃষ্টি হচ্ছে, কোথায় অপরাধ সংঘঠিত হচ্ছে, মালবাহী গাড়ীগুলো সঠিকভাবে বর্জ্য অপসারণ করছে কিনা তা প্রত্যড়্গ করার মাধ্যমে জনসেবা নিশ্চিত করা সম্ভব হবে। 

ড. শিরীন শারমিন চৌধুরী দুই সিটি কর্পোরেশনের মেয়রদের কার্যক্রমের প্রশংসা করে  আরো  বলেন, এ কার্যক্রমের মাধ্যমে একটি অভিনব পার্টনারশিপ কার্যক্রম প্রত্যড়্গ  করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে সরকারি চাকুরীজীবী, সিভিল সোসাইটি, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রয়াসে সার্বিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, মনোরম, তিলোত্তমা ও সবুজ ঢাকা উপহার দেবে বলে তিনি  প্রত্যাশা করেন।  

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, সংসদ সদস্য এ কে এম রহমতুলস্নাহ, ঢাকা দড়্গিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আইজিপি এ কে এম শহিদুল হক, স'ানীয় সরকার বিভাগের সচিব মো. আব্দুল মালেক এবং র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বক্তৃতা করেন।   

#

নুরম্নল/আফরাজ/মোশাররফ/গিয়াস/সেলিম/২০১৬/২১১৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৫৭

বুয়েট ভিসি’র স্মরণসভায় শিড়্গামন্ত্রী

ঢাকা, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ): 

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপাচার্য প্রফেসর ড. খালেদা একরামের মৃত্যুতে এক  শোকসভা আজ ঢাকায় বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ অনুষ্ঠানে বক্তৃতায় বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে ২০ মাসের দায়িত্ব পালনকালে প্রফেসর খালেদা একরাম বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর করাসহ প্রশাসনিক কাজ পরিচালনায় যে দড়্গতার পরিচয়  দেন তা বিশেষভাবে স্মরণ করেন।

    প্রফেসর খালেদা একরাম  দেশের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের  নেতৃত্ব  দেয়ার  ড়্গেত্রে শিড়্গার মানোন্নয়নে যে নতুন ধারার সৃষ্টি করেছেন তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স'পতি ইয়াফেস ওসমান, বুয়েটের প্রাক্তন শিড়্গক প্রফেসর 
ড. জামিলুর  রেজা  চৌধুরীসহ মরহুমার সহকর্মীবৃন্দও বক্তৃতা করেন।

    অনুষ্ঠানে শিড়্গামন্ত্রী প্রফেসর খালেদা একরামের কফিনে পুষ্পসত্মবক অর্পণ করেন।

    শিড়্গাসচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব ড. অরম্নণা বিশ্বাস, মাধ্যমিক ও উচ্চশিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এবং শিড়্গা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী  দেওয়ান  মোহাম্মদ হানজালা উপসি'ত ছিলেন।

    পরে মন্ত্রী মরহুমার জানাজায় শরিক হন।

#

সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৫৫

পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী 

ঢাকা, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ): 

বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আগামী ২৭ মে কলকাতার রেড রোডে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে তিনি আগামীকাল (২৬ মে) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মো. আরিফুল ইসলাম তাঁর সফরসঙ্গী হবেন। 

উলেস্নখ্য, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সদ্য অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভা নির্বাচনে জয়লাভ করে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করছে। এ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা ব্যানার্জী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। কিন' জাপানে ২৬ থেকে ২৯ মে পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় সফরসূচির কারণে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপসি'ত থাকতে না পারায় তাঁর স'লে শিল্পমন্ত্রী এতে যোগ দিচ্ছেন। 

শিল্পমন্ত্রীর ২৭ মে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে। 

#

জলিল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৫৪

হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে আঞ্চলিক হেল্পলাইন স্থাপনের উদ্যোগ

ঢাকা, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ):
    
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশু পাচার শিশু অধিকারের চরম লঙ্ঘন। সরকার শিশু অধিকার রক্ষায় সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে সরকার মানব পাচার আইন পাশ করেছে। তিনি বলেন, শিশু পাচার প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা খুবই জরুরি। আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে শিশু পাচার প্রতিরোধে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে সার্কভূক্ত দেশসমূহের মধ্যে আঞ্চলিক হেল্পলাইন স্থাপনে উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, এই হেল্পলাইন চালুর মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার সহজ হবে।

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে ইন্টারনেশনাল মিসিং চিল্ড্রেন ডে উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি-সেক্টরাল প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের পরিচালক ড. আবুল হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রাহমাতুল মোনায়েম, প্লান ইন্টারনেশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সেনায়েট গেব্রেজিয়াবার (ঝবহধরঃ এবনৎবমুরধনযবৎ) এবং সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজের প্রেসিডেন্ট প্রফেসর ইসরাত শামীম উপস্থিত ছিলেন।

    সেমিনার বক্তারা বলেন, বছরে সারাবিশ্বে প্রায় ৮ মিলিয়ন শিশু হারিয়ে যায়। তার মধ্যে ৮০ হাজার যুক্তরাষ্ট্রে, ২ লাখ দক্ষিণ এশিয়ায়, ১ লাখ ভারতে এবং ২০১০-২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ২১৯০ জন শিশু হারিয়ে গেছে।

#

খায়ের/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা  
 

Handout                                                                                                      Number: 1753

 

Forhad appointed Ambassador to Iraq

 

Dhaka, May 25:

 

The government has appointed A M M Forhad as the next Ambassador of Bangladesh to Iraq.

 

A M M Forhad, a former Joint Secretary to the government was a member of BCS (Administration) cadre. In his distinguished career, Forhad left marks of an efficient civil servant in different government organizations he had worked in. Forhad served as the Member (Finance) to the Ministry of Civil Aviation & Tourism and as the Director (Accommodation) to the Ministry of Works. He also served as the Deputy Commissioner of  Kishorganj District.

 

A M M Forhad completed BA (Hons) and MA in History from the University of Dhaka. In personal life, he is married.

 

#

 

Kamruzzaman/Afraz/Mahmud/Sanjib/Rezaul/2016/1710 hours


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৫২

পায়রা বন্দরের ড্রেজিংয়ের জন্য এমওইউ স্বাক্ষর

ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
    পায়রা সমুদ্র বন্দরের মুল চ্যানেলে ক্যাপিটাল ও রক্ষণাবেক্ষন ড্রেজিংয়ের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানী জান ডি নুল (ঔধহ উব ঘঁষ) -এর মধ্যে আজ এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
    নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মিন্টু রোডের সরকারি বাসভবনে আজ এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
    পায়রা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান এবং জান ডি নুলের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ  ড্যানী ডি হার্ট সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেন।
    নৌপরিবহন মন্ত্রী এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    এ সময় মন্ত্রী বলেন, পায়রা বন্দর প্রকল্পটি সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পের অন্যতম। এ বন্দরের উন্নয়নের ওপর দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল কূটনৈতিক তৎপরতা ও নেতৃত্বে আমরা বিস্তীর্ণ সাগরের ওপর মালিকানা অর্জন করেছি। এখন সময় অফুরান এ সমুদ্রসম্পদ ও সম্ভাবনা কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিকে আরো মজবুত করে তোলা।
    উল্লেখ্য, পায়রা বন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নকল্পে ১৯টি কম্পোন্যান্টের কাজ জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। এর মধ্যে ক্যাপিটাল ড্রেজিং কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কাজটি দ্রুত শুরু করা হলে সংশ্লিষ্ট অন্যান্য কম্পোন্যান্টের কার্যক্রম সম্পাদন করার লক্ষ্যে আগ্রহী দেশ ও প্রতিষ্ঠান পায়রা বন্দরে বিনিয়োগে এগিয়ে আসবে। এছাড়া, পায়রা বন্দরের ড্রেজিং কাজ শুরু হলে সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা জাহাজযোগে জেটিতে আনয়ন করা সম্ভব হবে।
#


জাহাঙ্গীর/আফরাজ/মোশাররফ/গিয়াস/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ১৭৫১

রমজানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সময়সূচি

ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে):
    আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অফিসের সময়সূচি নির্ধারণ করেছেন।
    পবিত্র রমজান মাসে অফিসের সময়সূচি হবে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৮টা হতে বেলা ৩টা পর্যন্ত (দুপুর ১টা ১৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিসহ)। আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
#

আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬৫২ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৫০

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দুঃখকষ্ট লাঘবে সবকিছু করা হবে
                                -- দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

ভোলা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) :
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখকষ্ট লাঘবে প্রয়োজনীয় সবকিছু করা হবে। কোনো লোককে না খেয়ে কষ্ট করতে দেয়া হবে না। ঘরবাড়ি নির্মাণ না হওয়া পর্যন্ত ঘরহারা মানুষেরা সাইক্লোন শেল্টারে থাকবে, সরকারিভাবে তাদের খাদ্যের ব্যবস্থা করা হবে। বিধ্বস্ত সকল রাস্তাঘাট ঘরবাড়ি দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মান করা হবে।
    মন্ত্রী আজ ভোলা জেলার ঘূর্ণিদুর্গত এলাকা পরিদর্শনকালে দুর্গত এলাকার মানুষের উদ্দেশ্যে একথা বলেন।
    মন্ত্রী তজুমুদ্দিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এখানকার অধিকাংশ ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেঙে গেছে। তিনি এ সময় ভেঙে যাওয়া ঘরবাড়ি নির্মাণের জন্য তাৎক্ষণিকভাবে ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ করেন। তজুমুদ্দিন, লালমোহন ও বোরহান উদ্দিন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন। ক্ষতিগ্রস্ত সকলের তালিকা করে গৃহ নির্মাণের ঢেউটিন ও অর্থ সহায়তা পেতে দ্রুত প্রস্তাব পাঠানোর জন্য মন্ত্রী জেলা প্রশাসককে নির্দেশ দেন।
    মন্ত্রী লালমোহন ও সদর উপজেলার দুর্গত এলাকাও পরিদর্শন করেন। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও নগদ অর্থ রয়েছে। ধৈর্যসহকারে শৃঙ্খলা মেনে সেগুলো সংগ্রহ করতে হবে। চাহিদার তুলনায় পর্যাপ্ত সামগ্রী মজুত রয়েছে। দেশের সকল এলাকার দুর্গত মানুষকেই ত্রাণ সহযোগিতা করা হবে। দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পূর্ণ রিপোর্ট প্রেরণের জন্য তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন।
    সংসদ সদস্য আলী আজম মুকুল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, জেলা প্রশাসক সেলিম উদ্দিন, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন এবং তজুমুদ্দিন উপজেলা চেয়ারম্যান মো. জসিম এ সময় উপস্থিত ছিলেন।
#

ফারুক/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ১৭৪৯

মাস্টার্স শেষ পর্ব ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন ২৯ মে শুরু


ঢাকা, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ):
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্র্র্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী  ২৯ মে বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।
    যে সকল শিক্ষার্থী ১ম ও ২য় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পায়নি, ভর্তি বাতিল করেছে, ২য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক উক্ত প্রাথমিক আবেদন ফরম নিশ্চায়ন করা হয়েছে সে সকল শিক্ষার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/
ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ  থেকে জানা যাবে।
 
#

ফয়জুল/মোবাস্বেরা/নুসরাত/রফিকুল/কামাল/২০১৬/১৬০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ১৭৪৮

রমজান মাসে এন ইউ’র সকল পরীক্ষার সময় পরিবর্তন


ঢাকা, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ):
    পবিত্র মাহে রমজান মাসে জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রকাশিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামাী ৭ জুন হতে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা প্রতিদিন সকাল ৯ টায় শুরু হবে।
    আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

#

ফয়জুল/মোবাস্বেরা/নুসরাত/রফিকুল/কামাল/২০১৬/১৫৩১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                    নম্বর :১৭৪৭

বাংলাদেশের শিল্পখাতে দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগে আগ্রহী চীন

ঢাকা, ১১ জ্যৈষ্ঠ (২৫ মে):   
বাংলাদেশের শিল্পখাতে উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চীন বিপুল পরিমাণে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়াং। তিনি বলেন, চীন বাংলাদেশে শিল্পকারখানা স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশ থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য আমদানি করবে। এক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে বলে তিনি মন্তব্য করেন।
চীনা রাষ্ট্রদূত আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আগ্রহের কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুৎখাতে চীনের বিপুল পরিমাণে বিনিয়োগের বিষয়টি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, পাট শিল্পখাতে জামা, জ্যাকেট, মোজা, শাড়ি, টাই, জুতা, নির্মাণ সামগ্রীসহ বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। চীনের উদ্যোক্তারা এসব পণ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশের পাট শিল্পখাতে বিনিয়োগ করতে চায়। এর পাশাপাশি কৃষি যন্ত্রপাতি, কয়লাভিত্তিক বিদ্যুৎ ও সার উৎপাদনেও চীন বিনিয়োগ করবে। বাংলাদেশে শিল্পখাতের ভিত্তি শক্তিশালী করতে চীন সব ধরনের সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী বলেন, চীনা উদ্যোক্তারা পাট শিল্পের পাশাপাশি বাংলাদেশের চিনিকল ও নিউজ প্রিন্ট কাগজকলের আধুনিকায়নে বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে সরকার প্রয়োজন অনুযায়ী জমি বরাদ্দ দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।  
মন্ত্রী বলেন, চীনা উদ্যোক্তারা অর্থনৈতিক অঞ্চলে ভারি শিল্পখাতে বিনিয়োগের পাশাপাশি এর বাইরেও হালকা প্রকৌশল শিল্পখাতে বিনিয়োগ করতে পারে। তিনি বাংলাদেশে গাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এ লক্ষ্যে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চীনের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান যৌথভাবে উদ্যোগ নিতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি বিসিআইসি’র আওতাধীন শিল্পকারখানা প্রতিষ্ঠান বিআইএসএফ এর আধুনিকায়ণ ও পণ্য বৈচিত্র্যকরণের লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শ দেন।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত ১২-১৭ জুন চীনের কুংমিংয়ে অনুষ্ঠিতব্য ৪র্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ২৪তম চীনা কুং মিং আমদানি-রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শিল্প উন্নয়ন সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
#

জলিল/মোবাস্বেরা/নুসরাত/রেজ্জাকুল/রফিকুল/আসমা/২০১৬/১৫৩৮ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৪৬


এলজিআরডি মন্ত্রীর তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ

ঢাকা, ২৫ মে (১১ জ্যৈষ্ঠ):
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ‘ঐরময খবাবষ গরফঃবৎস জবারবি ড়ভ ওংঃধহনঁষ চৎড়মৎধসসব ড়ভ অপঃরড়হ (ওচঙঅ)’ শীর্ষক সম্মেলনে  অংশগ্রহণের জন্য আজ তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্কের আন্টালায় ২৭-২৯ মে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২৭ মে সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।
সম্মেলনে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ) অর্জনের অগ্রগতি, বাধা, সীমাবদ্ধতা, উত্তরণের উপায় ও চলমান অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে। তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের স্বল্পোন্নত (খউঈং) ৪৮টি দেশ ও তাদের উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ অংশগ্রহণ করবে।
স্থানীয় সরকার মন্ত্রী সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হলেন-স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার, মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহিম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ, অতিরিক্ত সচিব মুহম্মদ আলকামা সিদ্দিকী, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মুনির চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সঞ্চিতা হক।
মন্ত্রী আগামী ৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#

শহিদুল/মোবাস্বেরা/নুসরাত/রফিকুল/কামাল/২০১৬/১৩০৫ ঘণ্টা

Handout                                                                                                           Number : 1745

First World Humanitarian Summit held in Istanbul

Dhaka, 25 May :

'Strong leadership role at the highest level is crucial for achieving success
against any odds and building a resilient and inclusive society' said the leader of the Bangladesh delegation Dhirendra Debnath Shambhu, MP, Chairman, Parliamentary Standing Committee on Ministry of Disaster Management and Relief highlighting Prime Minister Sheikh Hasina’s leadership at the first ever World Humanitarian Summit held in Istanbul from 23-24 May 2016.

In support of the Agenda for Humanity, the main conference document elaborated by the UN Secretary General, Bangladesh made specific commitments in the area of gender equality, natural disaster and climate change. Bangladesh has also committed to uphold women’s full participation in the humanitarian field and to speed up reduction of disaster and climate related risks by strengthening preparedness and building capacity.

One of the World’s most vulnerable countries to natural disasters and climate change impacts, Bangladesh also highlighted how it’s national safety net plan dubbed ‘One House One Firm’ is serving dual role of disaster risk reduction and rural infrastructure development, simultaneously. Investing in early warning system, building approximately 4000 cyclone shelters, using ICT to sensitize and send disaster signals to at risk people, maintaining and coordinating the 60 thousand disaster preparedness volunteers and 50 thousand urban volunteers are saving lives, minimizing economic losses and helping speedy recovery as was highlighted by Bangladesh in its national statement.

Drawing upon three years of consultations with some 23,000 people across 150 countries, this multi-stakeholder Summit gathered about 5,000 stakeholders, world leaders, high-level government representatives, nongovernmental organizations, academia, private-sector and aid agencies to rally support for the Agenda for Humanity that called for concrete commitments in five areas: preventing and ending conflict; respecting the rules of war; leaving no one behind on the sustainable development agenda; working more effectively to end need; and investing in humanity.

The Summit is expected to produce a Chair’s Summary and a Secretary General’s Report to the 71st Session of the United Nations General Assembly.

#

Kamruzzaman/Mobassera/Rafiqul/Rezzakul/Asma/2016/1240 hours 

 

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon