Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ৭ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৭৪

সকল ধর্মকে সম্মানের মাধ্যমে অসামপ্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব
                          -- তথ্যমন্ত্রী

ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :  

    সকল ধর্মের প্রতি সম্মান ও জঙ্গিদের ধ্বংসের মাধ্যমে অসামপ্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব,  বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আঙিনায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৯ম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনার সরকারের অসামপ্রদায়িক নীতির ফলে স্বাধীনতার চেতনায় সংবিধানে পুনঃস'াপিত চার মূলনীতির কথা উলেস্নখ করে তিনি একথা বলেন। সারাদেশ থেকে আগত তিন হাজারেরও বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে জমায়েত হন।

    ‘এদেশের মাটি ও চার হাজার বছরের ইতিহাস সকল ধর্মের সহাবস'ান ও সামপ্রদায়িক সমপ্রীতির ইতিহাস’ উলেস্নখ করে মন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র ও উৎসব সবার। মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা ভাঙা মানুষের হৃদয় ভাঙার সমান। জঙ্গি ও তাদের লালনকারীদের ধর্মীয় সমপ্রীতির সবচেয়ে বড় শত্রম্ন বলে বর্ণনা করে তিনি বলেন, এই মাটিতে জঙ্গিদের কোনো জায়গা নেই।

    অধ্যাপক রেহমান সোবহান সম্মেলনের উদ্বোধন করেন। এর পর বিশিষ্ট রাজনীতিক জি এম কাদের,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিম-লীর তিন সদস্য মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, উশাতন তালুকদার এমপি ও হিউবার্ট গোমেজ, পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।

#

আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

 

 

Todays handout.docx Todays handout.docx