Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 13/01/2015

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১০৮  
   
ক্রিকেটার সাকিব ও সালমাকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    টেস্ট ও টি-টুয়েন্টি’র পর এবার ওয়ান-ডে অলরাউন্ডার র‌্যাংকিংয়েও শীর্ষে অবস্থান করায় ক্রিকেটার সাকিব আল হাসানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
    ক্রীড়া প্রতিমন্ত্রী এক অভিনন্দনবার্তায় বলেন, আইসিসি’র র‌্যাংকিং অনুযায়ী ওয়ান-ডে র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়েছেন।
    একইসাথে টি-টুয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠায় বাংলাদেশ মহিলাদলের অধিনায়ক সালমা খাতুনকেও আন্তরিক অভিনন্দন জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
    তিনি তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
#


শফিকুল/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১০৭
   
ডিপিডিটি এবং বিশ্ব মেধাসম্পদ সংস্থার মধ্যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট স্বাক্ষর

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
বাংলাদেশের মেধাসম্পদের উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডওচঙ) সহায়তায় টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (ঞওঝঈ) স্থাপন করা হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তরে (ডিপিডিটি) এটি স্থাপন করা হবে। এলক্ষ্যে আজ শিল্প মন্ত্রণালয়ে ডিপিডিটি এবং বিশ্ব মেধাসম্পদ সংস্থা’র মধ্যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (ঝখঅ) স্বাক্ষরিত হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে ডিপিডিটি’র রেজিস্ট্রার মোঃ সানোয়ার হোসেন এবং বিশ্ব মেধাসম্পদ সংস্থার পক্ষে পরিচালক কিফলে সেনক্রু (করভষব ঝযবহশড়ৎ) চুুক্তিতে স্বাক্ষর করেন। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ এগ্রিমেন্ট স¦াক্ষর অনুষ্ঠানে বিশ্ব মেধাসম্পদ সংস্থার মহাপরিচালক ড. ফ্রান্সিস গ্যারি (উৎ. ঋৎধহপরং এঁৎৎু), শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরে ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার’ সহায়তা করবে। এটি স্থানীয় প্রযুক্তিবিদ ও গবেষকদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নতুন তথ্যের ভা-ার হিসেবে কাজ করবে। এখান থেকে সেবাগ্রহীতারা অন-সাইট ও দূরশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ পাবে। এছাড়া, উদ্ভাবন বিষয়ক সচেতনতা সৃষ্টিতেও এ সেন্টার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এর আগে বিশ্ব মেধাসম্পদ সংস্থার মহাপরিচালক শিল্পমন্ত্রীর সাথে তাঁর দপ্তরে বৈঠক করেন। বৈঠকে তাঁরা বাংলাদেশের মেধাসম্পদের উন্নয়নে বিশ্ব মেধাসম্পদ সংস্থার সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় শিল্পমন্ত্রী বাংলাদেশের মেধাসম্পদ নীতি ও কৌশল প্রণয়নে সহায়তার জন্য বিশ্ব মেধাসম্পদ সংস্থার মহাপরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ব মেধাসম্পদ সংস্থার সহায়তায় বাংলাদেশের জন্য ইতোমধ্যে একটি খসড়া মেধাসম্পদ নীতি ও কৌশল (উৎধভঃ ওচ চড়ষরপু ধহফ ঝঃৎধঃবমু ভড়ৎ ইধহমষধফবংয) প্রণয়ন করা হয়েছে। তিনি এটি চূড়ান্ত করতে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। একইসাথে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের মেধাসম্পদ বিষয়ক প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং ডিপিডিটিতে মেধাসম্পদ সংস্থা উদ্ভাবিত প্রযুক্তি সরবরাহ করতে তিনি মহাপরিচালকের সহায়তা কামনা করেন।
ফ্রান্সিস গ্যারি মেধাসম্পদের উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের মেধাসম্পদের উন্নয়নে বিশ্ব মেধাসম্পদ সংস্থার সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠানের জনবলের জন্য প্রশিক্ষণ সুবিধা বাড়াবে। তিনি বাংলাদেশের মেধাসম্পদ নীতি ও কৌশল দ্রুত চূড়ান্ত করা হবে বলে শিল্পমন্ত্রীকে আশ্বস্ত করেন।
 শিল্পসচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, বিশ্ব মেধাসম্পদ সংস্থার পরিচালকসহ শিল্প ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
#


জলিল/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১০৬
   
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রিসেল (ঔড়যধহ ঋৎরংবষষ) সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
    সুইডেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও সুইডেনের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানিখাতে সুইডেন সহযোগিতা করতে আগ্রহী। তিনি উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলার পাওয়ারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া ব্যবসাবাণিজ্যের উন্নয়নে বিশেষ করে তৈরিপোশাক খাতে সুইডেন বাংলাদেশের সাথে কাজ করতে চায়।   
    প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক করে ২০২১ সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। পেট্রোলিয়াম ইনস্টিটিউটে গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম নিয়ে গবেষণা কার্যক্রমে দক্ষতা ও পেশাদারিত্ব আনতে তিনি সুইডেনের সহযোগিতা চান। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি হতে শতকরা ৫ ভাগ বিদ্যুৎ এ বৎসরের মধ্যে উৎপাদনের জন্য প্রয়োজন প্রযুক্তিগত সহযোগিতা ডেনমার্ক এক্ষেত্রে এগিয়ে এসেছে। এক্ষেত্রে দেশের সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

#

আসলাম/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১০৫  

দু’টি লঞ্চের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    সোমবার রাতে চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা হতে বরিশাল অভিমুখী যাত্রীবাহী নৌযান এমভি পারাবত-৯ এবং বরিশাল হতে ঢাকা অভিমুখী এমভি সুন্দরবন-৮ এর মধ্যে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় সুন্দরবন-৮ নৌযানের তিনজন যাত্রী মৃত্যুবরণ করে। দুর্ঘটনার বিষয় তদন্ত করতে সমুদ্র পরিবহণ অধিদপ্তর চার সদস্যের একটি তদন্তকমিটি গঠন করেছে।
    কমিটির আহ্বায়ক হলেন সমুদ্র পরিবহণ অধিদপ্তরের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মোঃ শাহারিয়ার হোসেন। সদস্যরা হলেন সমুদ্র পরিবহণ অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাঈনউদ্দিন হাসান, বিআইডব্লিউটি’র চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক (বন্দর ও পরিবহণ) মোঃ মোবারক হোসেন এবং সমুদ্র পরিবহণ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয়ের পরিদর্শক মোঃ হাবিবুর রহমান।
    তদন্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রতিবেদন পেশ করবে।      
লঞ্চ দু’টির সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ  এবং মাস্টারদের সনদ স্থগিত
    গতরাতে দু’টি যাত্রীবাহী নৌযান পারাবত-৯ ও সুন্দরবন-৮ এর মধ্যে সংঘর্ষের ঘটনায় নৌযান দু’টির সার্ভে ও রেজিস্ট্রেশন সনদ স্থগিত করা হয়েছে। এছাড়া, এমভি পারাবত-৯ এর মাস্টার মোঃ শেখ কামরুজ্জামান ও মোঃ শামিম মোল্লা এবং এমভি সুন্দরবন-৮ এর মাস্টার মোঃ ইদ্রিস মোল্লা ও মজিবুর রহমানের সনদ স্থগিত করা হয়েছে।

#
জাহাঙ্গীর/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১০৪
   
নারী-শিশু-কিশোর উন্নয়নে অধিকতর কাজ করতে বিবিসি’র প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    নারী, শিশু, কিশোর-কিশোরীদের উন্নয়ন এবং পরিবেশ পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ কৃষি বিষয়ে উদ্ভাবনমুখী অধিকতর কাজ করতে বিবিসি মিডিয়া একশনের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    আজ বিবিসি মিডিয়া একশন বাংলাদেশের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর রিচার্ড লেস (জরপযধৎফ খধপব) এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলের সাথে বৈঠকে তথ্যমন্ত্রী এ আহ্বান জানান। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, যুগ্মসচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ ও গৌতম কুমার ঘোষসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বলেন, বন্যা, লবণাক্ততা ও  খরাবান্ধব বীজ উদ্ভাবন দেশের কৃষিক্ষেত্রকে পরিবেশ পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা দিয়েছে। এ আবিষ্কারকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিবিসি সহায়ক ভূমিকা পালন করতে পারে।
    শিশুদের জন্য নির্মিত ‘মীনা’ কার্টুনের পাশাপাশি গর্ভবতী মায়ের যতœ, মা ও শিশুর বিশেষ পুষ্টি বিষয়ে ‘মীনার মা’ নামে নতুন কার্টুন চিত্র, কিশোর বয়সের ভাবনা ও প্রতিবন্ধকতা বিষয়ে ভিডিও-ক্লিপ এবং আকর্ষণীয় সংগীত নির্মাণের ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।
    তথ্যমন্ত্রী বলেন, উপকূল সবুজায়ন, সুন্দরবনের ওপর ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলা, বঙ্গোপসাগরে জেলেজীবন, পরিবেশ পরিবর্তনবান্ধব বীজ ও সারের ব্যবহার নিয়ে সরকারের তৎপরতায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধিতে গণমাধ্যম হিসেবে বিবিসি মিডিয়া একশনের আরো কাজের সুযোগ রয়েছে।
    রিচার্ড লেস বাংলাদেশ টেলিভিশন ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংস্থার চলমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।
    বিবিসি মিডিয়া একশনের  ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ফয়সাল আহমেদ, গভর্নেন্স প্রজেক্ট এর প্রধান ফাইয়াজ উদ্দিন আহমদ এবং মিডিয়া ম্যানেজার প্রিন্স ইদি আমিন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
#


আকরাম/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১০৩

আজিমপুর গার্লস কলেজে শুরু হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
    রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
    আজ ঢাকা জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ডিজিটাল বাংলাদেশ এবং রূপকল্প-২০২১ বাস্তবায়নে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
    ঢাকা জেলা তথ্য অফিস ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের কর্মসূচি ও সাফল্যের বিষয়ে জনগণকে অবহিত করতে মেলায় চলচ্চিত্র প্রদর্শনী ও লোক সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।
    মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ডিজিটাল সেবা নিয়ে স্টল সাজিয়েছে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ মেলায় অংশগ্রহণ করছে।
    ১৫ জানুয়ারি  এ মেলা শেষ হবে।
#
তৈয়ব/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১০২
   
গাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নৌমন্ত্রীর

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
              
          নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আন্দোলনের নামে গাড়িভাঙচুর, জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।   

    মন্ত্রী আজ ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২০ দলীয় জোটের অবরোধের সময় পেট্রোলবোমা হামলায় আহতদের দেখতে গিয়ে এ আহ্বান জানান।    
        
        এসময় শাজাহান খান বলেন, হরতাল অবরোধের নামে এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম ইতিহাসের নির্মম ঘটনা। এসব মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।   
          
      মন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

       উল্লেখ্য, ঢাকা বার্ন ইউনিটে ট্রাক ড্রাইভার পিয়ার মিয়া, সিএনজি চালক মোঃ সাইফুল, কাভার্ড ভ্যান (হলার) চালক মোঃ সেলিম, বাসযাত্রী শফিকুল আলম এবং রিকশাচালক অমূল্য বর্মন গুরুতর আহত  হয়ে চিকিৎসাধীন রয়েছে।

    অন্যান্যের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, বার্ন ইউনিটের অধ্যাপক মোঃ আবুল কালাম এবং ডাঃ মোঃ হেদায়েত আলী খান এসময় উপস্থিত ছিলেন।  

        মন্ত্রী কাভার্ড ভ্যানচালককে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

#

জাহাঙ্গীর/ফায়জুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭১০ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১০১
   
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :

দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি টিপু মুন্শি এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন ও যানবাহন সমস্যা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের চাহিদার বিপরীতে জনবল স্বল্পতা নিরসন এবং মাদকের ভয়াবহতা রোধে সর্বাধিক প্রচার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আইন অমান্য করে রাস্তায় যানবাহন চলাচল এবং ভিআইপি হর্ন ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পদক্ষেপের সুপারিশ করা হয়।

কমিটি গাড়িতে অবৈধভাবে সংসদ সদস্যের স্টিকার ব্যবহারকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

কমিটি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও নাশকতা রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা বৃদ্ধির পরামর্শ প্রদান করে। এছাড়া পুলিশবাহিনীকে আরো দক্ষ করে গড়ে তুলতে এ বাহিনীর জনবল বৃদ্ধি, প্রয়োজনীয় সরঞ্জাম ও যানবাহন ক্রয়ের সুপারিশ করে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

শিবলী/ফায়জুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১০০
   
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :

দশম জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ১২তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শওকত আলী এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য মোঃ আব্দুল কুদ্দুস, আব্দুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

দু’বছর আগে সমাপ্ত জলবায়ু ফান্ডের আওতায় শরীয়তপুর জেলার চ-ীপুর লঞ্চঘাট হতে ওয়াপদা লঞ্চঘাট পর্যন্ত প্রকল্পের কাজের বিপরীতে ঠিকাদারের পাওনা টাকা দ্রুত পরিশোধের জন্য জলবায়ু ট্রাস্টি বোর্ডকে ব্যবস্থা গ্রহণের জন্য  বৈঠকে সুপারিশ করা হয়।

কমিটি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বোর্ডের সাথে সমন্বয় করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা অনুযায়ী পরিচালনা ও নিষ্পন্ন করার সুপারিশ করা হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

নীলুফার/ফায়জুল/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৬৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৯৯


জাতীয় বিশ^বিদ্যালয়ের ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আজ ১৩ জানুয়ারি ২০১৫ তারিখ প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২৭ (সাতাশ) টি অনার্স বিষয়ে সারাদেশে ২০৫ (দুইশত পাঁচ) টি কলেজের ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পরীক্ষার্থী মোট ১৪০ (একশত চল্লিশ) টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
    উল্লেখ্য, বিগত ১১ নভেম্বর ২০১৪ তারিখে লিখিত এবং ২৪ ডিসেম্বর ২০১৪ তারিখে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। যে সব শিক্ষার্থী ২০১২ সালের ৩য় বর্ষে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সংশোধিত ফল আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফল িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় ওয়েবসাইট থেকে জানা যাবে।
    এছাড়া যে কোন  মোবাইল থেকে  ঝগঝ  করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে গবংংধমব অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>য৪ <ংঢ়ধপব> জড়ষষ  লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করতে হবে।
#
 
ফয়জুল/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/জাহাঙ্গীর/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা
 


 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৮   
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী   

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :    

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
    একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলা, দেশে সুষম ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অপরিহার্য। এ লক্ষ্য অর্জনে আমাদের সরকার দেশের শিক্ষাখাত বিশেষ করে প্রাথমিক শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী প্রায় শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা হয়েছে। সমাপনী পরীক্ষায় প্রায় শতভাগ উত্তীর্ণ হচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জিত হয়েছে এবং তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ২০১৪ সালে কন্যা শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্ত করে লিঙ্গ সমতা আনার স্বীকৃতিস্বরূপ আমরা ইউনেস্কো ‘শান্তিবৃক্ষ’ পুরস্কারে ভূষিত হয়েছি। এ সাফল্য সুসংহত করার পাশাপাশি সকল পর্যায়ের শিক্ষার্থীদের বিশেষ করে দারিদ্র্যপীড়িত, অনগ্রসর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
    ইতোমধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। বিনামূল্যে রঙিন পাঠ্যপুস্তক প্রদান, বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের পৃথক টয়লেট নির্মাণ অব্যাহত রয়েছে। এছাড়া বঞ্চিত শিশুদের উপবৃত্তির আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি মিড’ডে মিল ও উন্নতমানের বিস্কুট সরবরাহ, শিশুদের নেতৃত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে স্টুডেন্টস কাউন্সিল গঠন, শিক্ষা ব্যবস্থাপনায় অভিভাবক ও স্থানীয় জনগণের অধিকতর সম্পৃক্তকরণ এবং পাঠ্যপুস্তক সহজলভ্য করার জন্য ই-বুক চালু করার কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।      
    আমি আশা করি, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা শিক্ষাখাতে সরকারের ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়ন করে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে তুলে ধরতে পারব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা ও সাম্প্রদায়িকতামুক্ত স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণ করতে সক্ষম হব।  
    আমি ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।    
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”   
#

নুরএলাহি/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/জাহাঙ্গীর/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১১৪০ ঘণ্টা   
         
   
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৭
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :  

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।
    সভ্যতার বিকাশে টেকসই উন্নয়নের বিশ্বজনীন অগ্রযাত্রায় সহযাত্রী হতে সরকার তথ্যপ্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘রূপকল্প-২০২১’ ঘোষণা করেছে। এ রূপকল্প বাস্তবায়নে সুশিক্ষিত, দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনশক্তির একান্ত প্রয়োজন। একটি আধুনিক বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর জাতি বিনির্মাণে শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে সরকার ২০১৫ সালের মধ্যে সবার জন্য সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারবদ্ধ হয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।  
    প্রাথমিক শিক্ষা হলো পরবর্তী শিক্ষার ভিত্তি। সরকার দেশব্যাপী প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি ও উপস্থিতির হার বৃদ্ধি, অবকাঠামোগত সুবিধা সৃষ্টি, বছরের শুরুতেই ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান, শূন্যপদে শিক্ষক নিয়োগ, সংযোগ ঘণ্টা বৃদ্ধি, স্কুল ফিডিং কার্যক্রমসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। আমি মনে করি এসব কার্যক্রম প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের পাশাপাশি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আমি মনে করি। আমি সবার জন্য শিক্ষার লক্ষ্যসমূহ অর্জন এবং ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাই।   
    আমি ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।    
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#

আজাদ/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/জাহাঙ্গীর/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৬

জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী
স¦ামী বিবেকানন্দ ছিলেন মানবতাবাদী দার্শনিক

ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স¦ামী বিবেকানন্দ ছিলেন একজন মানবতাবাদী দার্শনিক। তিনি বলেন, বিবেকানন্দ দেখিয়েছে হাজার বছরের পুরাতন ভারতীয় সংস্কৃতির মূলসুর হলো মানবধর্ম।
    মন্ত্রী আজ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স¦ামী বিবেকানন্দের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    পরিষদের সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল।
    মন্ত্রী বলেন, অস্থিতিশীল বিশ্বে যখন মানুষে মানুষে বিবাদ তখন শান্তির ললিত বাণী শোনাতে এবং সত্য প্রতিষ্ঠার ব্রতে যারা জীবন উৎসর্গ করেছেন স¦ামী বিবেকানন্দ তাঁদের মধ্যে অন্যতম। স¦ামী বিবেকানন্দ ঐক্য ও সার্বজনীন চেতনায় বিশ্বাসী ছিলেন। অত্যাচারিত, অবহেলিত, রিক্ত ও নিঃস¦ মানুষকে তিনি গভীর ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়েছিলেন।
    মন্ত্রী স¦ামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
#
শহিদুল/সাইফুল্লাহ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৫

বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভারত। দু’দেশের বাণিজ্য ব্যবধান কমাতে এবং বাণিজ্যের পরিমাণ বাড়াতে উভয়দেশ আগ্রহী। দু’দেশ চলমান বাণিজ্যের ক্ষেত্রে বাধাসমূহ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ এর সাক্ষাতের পর সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটান ও নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে পরিবহণ খুবই গুরুত্বপূর্ণ। ভারত এক্ষেত্রে চাহিদা মোতাবেক সকল সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী বলেন, ভারতের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারত সহযোগিতা প্রদানে আগ্রহী। দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে আরো পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে বিএসটিআই-এর পরীক্ষার মান উন্নত করা হয়েছে, যা ভারতের কাছে গ্রহণযোগ্য হয়েছে। ফলে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানিতে জটিলতা কমেছে।
    বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশে বর্ডারহাট চালু করা হয়েছে। কোন ধরনের শুল্ক ছাড়াই বর্ডারহাটে উভয় দেশের পণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে। আগামীকাল ফেনী জেলাধীন  ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ছয়ঘরিয়ার মধ্যবর্তী স্থানের সীমান্তে (ভারতের দক্ষিণ ত্রিপুরার  শ্রীনগর সীমান্তে)  ভারতের সাথে সমঝোতা স্মারক মোতাবেক তৃতীয় বর্ডারহাট- এর উদ্বোধন করা হচ্ছে।
    এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon