Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 17 January 2017

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৭৫

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে খেলাফত মজলিস ও
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর আলোচনা

ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):
    খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আজ পৃথকভাবে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে নির্বাচন কমিশন গঠন সংক্রানত্ম আলোচনায় অংশগ্রহণ করে।
    রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানান এবং নির্বাচন কমিশন গঠন সংক্রানত্ম আলোচনায় অংশ নিয়ে গঠনমূলক প্রসত্মাব উত্থাপনের জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, আলোচনা বা সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কমাতে পারে। এজন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার উদ্যোগ নিতে হবে।
    খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য তারা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তারা নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগের প্রশংসা করেন। এ সময় তারা নির্বাচন কমিশন গঠনে ৭ দফা প্রসত্মাব পেশ করেন। এছাড়া নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের প্রসত্মাব করেন এবং আইন প্রণয়ন না হওয়া পর্যনত্ম ৫ সদস্যের একটি বাছাই কমিটি গঠনের প্রসত্মাব করেন। বাছাই কমিটিতে আলেম সমাজের একজন প্রতিনিধি রাখারও প্রসত্মাব করেন। এছাড়া তারা নির্বাচন কমিশনের স্বাধীনতাসহ নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার প্রসত্মাব করেন। তারা আশা প্রকাশ করেন, আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে ও জনগণের আস'া অর্জনে সহায়ক হবে।
    জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নির্বাহী সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আলোচনায় আমন্ত্রণ জানানোর তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এসময় তারা নির্বাচন কমিশন গঠনে ২ দফা প্রসত্মাব পেশ করেন। তারা বলেন, দেশ ও জাতির একটি গুরম্নত্বপূর্ণ সময়ে নির্বাচন কমিশন গঠনে  রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগ জনমনে আশার সঞ্চার করেছে। নির্বাচন কমিশন যত নিরপেক্ষ হবে ততই জাতির নিকট আস'াভাজন হবে। তারা একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে একটি সুষ্পষ্ট আইন প্রণয়নের প্রসত্মাব করেন। তারা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতিকে নিয়োগের প্রসত্মাব করেন। নির্বাচন কমিশনার নিয়োগেও তারা বিভিন্ন প্রসত্মাব তুলে ধরেন।
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়-য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এসব আলোচনার সময় উপসি'ত ছিলেন।
#
হাসান/মাহমুদ/আলী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৪

ডিজিটাল ইকোনমির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
                                    -- প্রতিমন্ত্রী পলক

দাভোস (সুইজারল্যান্ড) ১৭ জানুয়ারি :  
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল ইকোনমির পথে এগিয়ে যাচ্ছে। 
আজ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভার ‘ডিজিটাল ইকোনমি এন্ড সোসাইটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নানা ধরণের প্রশিক্ষণ ও উদ্যোক্তাদের জন্য গৃহীত কার্যক্রম এবং দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী এ সময় বলেন, ডিজিটাল ইনক্লুশন প্রক্রিয়ায় আমরা সমাজের সকল অংশের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করছি, গড়ে তুলছি একটি যুগোপযোগী স্টার্ট-আপ কালচার। ফলে, আমাদের উদ্যোক্তা ও উদ্ভাবকগণ ৪র্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে সক্ষম।
অনলাইন ট্যাক্স রিটার্ন, অনলাইন টেন্ডারিং, অনলাইন ও মোবাইল ব্যাংকিং, ইউটিলিটি বিলসহ প্রায় সকল সরকারি সেবার বিল অনলাইনে প্রদানের মাধ্যমে বর্তমানে ৬৯ শতাংশ সরকারি লেনদেন অনলাইনেই পরিশোধ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ডিজিটাল ইকোনমির যথাযথ প্রয়োগ ও প্রতিফলনের অন্যতম উদাহরণ বাংলাদেশ। আগামী দিনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এই ডিজিটাল ইকোনমির সর্বোৎকৃষ্ট উদাহরণ হবে।
উক্ত আলোচনায় আরো অংশ নেন শ্রীলংকার টেলিকমিউনিকেশন এন্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী হারিন ফার্নান্দো (ঐধৎরহ ঋবৎহধহফড়), পাকিস্তানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আনুশা রহমান খান (অহঁংযধ জধযসধহ কযধহ), ইন্টারনেট ম্যাটারস(ওহঃবৎহবঃ গধঃঃবৎ) এর লিন সেন্ট আমুর(খুহহ ঝঃ. অসড়ঁৎ), ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ডিজিটাল ইকোনমি এন্ড সোসাইটির নির্বাহী চেয়ারম্যানের সিনিয়র উপদেষ্টা ফাডি ছেহাডি(ঋধফর ঈযবযধফব) প্রমুখ।  
প্রসঙ্গত গত বছরের ১২ মার্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহ্মেদ পলককে ইয়ং গ্লোবাল লিডার মনোনীত করে। 
#

নাছের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৭৩

ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে ওয়েবসাইট উদ্বোধন

ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):


    আগামী ৫-৭ ফেব্রম্নয়ারি ঢাকায় ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন (ঊ-৯ গরহরংঃবৎরধষ গববঃরহম ড়হ ঊফঁপধঃরড়হ-২০৩০) আয়োজনের প্রস'তি পর্যালোচনার জন্য এক সভা আজ ঢাকায় পলাশীস' বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী এবং বিএনসিইউ চেয়ারম্যান নুরম্নল ইসলাম নাহিদ সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং বিএনসিইউর সচিব মো. মনজুর হোসেন উপসি'ত ছিলেন ।  

    সম্মেলন আয়োজনের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিটি ও উপকমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা শেষে শিড়্গামন্ত্রী ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে একটি বিশেষ ওয়েবসাইট উদ্বোধন করেন। ওয়েবসাইটটি হচ্ছে িি.িব৯-ফযধশধ.পড়স. এ ওয়েবসাইটে ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

    উলেস্নখ্য,  প্রতিটি সদস্যরাষ্ট্র পর্যায়ক্রমে ই-নাইন এর চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকে। প্রথা অনুযায়ী ই-নাইন এর চেয়ারম্যান হিসেবে উক্ত সদস্যরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন করে থাকে। ই-নাইন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যনত্ম এরূপ ১০টি সম্মেলন আয়োজিত হয়েছে।

    আসন্ন ঊ-৯ গরহরংঃবৎরধষ গববঃরহম ড়হ ঊফঁপধঃরড়হ-২০৩০ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ পরবর্তী দু’বছর ই-নাইন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। বর্তমানে বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (ঝউএ) বাসত্মবায়নের পটভূমিতে ই-নাইন ফোরামের সদস্যরাষ্ট্রসমূহের শিক্ষা বিষয়ক (ঝউএ৪) লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণের প্রয়াসে আসন্ন ই-নাইন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর মধ্য থেকে জনবহুল ৯টি দেশ নিয়ে গঠিত ফোরাম হচ্ছে ই-নাইন। এর সদস্যরাষ্ট্রসমূহ হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিশর, ভারত, পাকিসত্মান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া। সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেস্কোর সবার জন্য শিক্ষা (ঊফঁপধঃরড়হ ভড়ৎ অষষ) কর্মসূচিকে এগিয়ে নেয়া এবং দ্রম্নততার সাথে সামষ্টিক সাফল্য অর্জনের লক্ষ্যে ১৯৯৩ সালে ভারতের নয়াদিলস্নীতে ই-নাইন ফোরাম গঠন করা হয়।

#

আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৭২

দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):

জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৪তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটির সদস্য তালুকদার আব্দুল খালেক, মমতাজ বেগম, আবদুর রহমান বদি এবং মো. শফিকুল ইসলাম শিমুল বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সুষম উন্নয়নের লড়্গ্যে পশ্চাৎপদ, অনুন্নত এলাকা চিহ্নিত করে প্রকল্প গ্রহণের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে ব্রিজ, কালভার্ট বরাদ্দ প্রদানের সুপারিশ করা হয়।

কমিটি মন্ত্রণালয়ের সকল গ্রেডের কর্মচারীদের দায়িত্ব ও কর্ম নিবিড় তদারকির সুপারিশ করে।

বৈঠকে দেশে বসবাসরত ড়্গুদ্র নৃ-গোষ্ঠীর জন্য পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার, রাঙ্গামাটি জেলায় বিশেষ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি বন্যা ঝুঁকি ব্যবস'াপনা, বজ্রপাতে করণীয়, ভূমিকম্পের ড়্গেত্রে প্রসুত্মতি ও সচেতনতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় মোকাবিলা ও অগ্নিকা- জাতীয়ভাবে প্রতিরোধে উন্নয়ন প্রকল্প বাসত্মবায়নের সুপারিশ করে।

বৈঠকে দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম ১টি করে ফায়ার স্টেশন স'াপনের কাজ দ্রম্নত বাসত্মবায়নের সুপারিশ করা হয়। এছাড়া জনসাধারণকে অগ্নি প্রতিরোধ প্রশিড়্গণ প্রদান ও জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করার সুপারিশ করা হয়।

কমিটি দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রণালয় গৃহীত সকল কার্যক্রমের সফলতা সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য বুলেটিন প্রকাশের সুপারিশ করে। এ ছাড়া দুর্যোগপূর্ণ এলাকায় পরীড়্গামূলকভাবে ইন্স্যুরেন্স চালু করারও সুপারিশ করে।

বৈঠকে দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্‌ কামালসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপসি'ত ছিলেন।

#

হালিম/মাহমুদ/আলী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭১

বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

#

রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৭০

পাটপণ্যের ওপর ভারতের এন্টি ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক
                                                      -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের এন্টি ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক। ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য রপ্তানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিচ্ছে। অথচ পাটপণ্য রপ্তানির ওপর এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। অনেক পণ্য রপ্তানির ড়্গেত্রে সাড়ে বারো শতাংশ হারে কাউন্টার ভেলিং শুল্ক নিচ্ছে। ফলে বাংলাদেশের পণ্যের ভারতে রপ্তানি বাধাগ্রসত্ম হচ্ছে। বিষয়টি নিয়ে ভারতের সাথে আবারো আলোচনা করা হবে।

    তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কড়্গে ঢাকা চেম্বার অভ্‌ কমার্স অ্যান্ড  ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট আবুল কাশেম খানের নেতৃত্বে আগত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা বিব্রত হন, ড়্গতিগ্রসত্ম হন এমন কোন পদড়্গেপ সরকার গ্রহণ করবে না। চাহিদা মোতাবেক সরকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুলস্নাহ আল মামুন, ডিসিসিআই’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কামরম্নল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট হোসেইন এ সিকদার, সেক্রেটারি জেনারেল এ এইচ এম রেজাউল কবীরসহ পর্ষদের পরিচালকবৃন্দ এ সময় উপসি'ত ছিলেন।
    
#

বকসী/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৯ 

পাওয়ার অভ্ অ্যাটর্নি আইন ও বিধিমালার অস্পষ্টতা দূর করা হবে
    -- আইনমন্ত্রী
ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পাওয়ার অভ্ অ্যাটর্নি আইন, ২০১২ এবং পাওয়ার অভ্ অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এর যে সমস্ত অনুচ্ছেদে অস্পষ্টতা রয়েছে তা শিগগিরই দূর করা হবে। একইসাথে নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর যে সমস্ত বিধি ও উপবিধিতে অস্পষ্টতা রয়েছে তাও দূর করা হবে।
আজ ঢাকায় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে আইনমন্ত্রী তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি চট্টগ্রাম জেলা জজশিপের শূন্য পদগুলো এক সপ্তাহের মধ্যে পূরণ করা হবে বলে জানান।
বৈঠকে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম-সচিব এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ও বিকাশ কুমার সাহাসহ আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ”ট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#

রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর : ১৬৮

জাতীয় শুদ্ধাচার কৌশল লোগো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকা, ৪ মাঘ (১৭ জানুয়ারি) :

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর কারিগরি সহায়তাপুষ্ট মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় শুদ্ধাচার সহায়তা প্রকল্পের আওতায় NIS (National Integrity Strategy) আজ লোগো প্রতিযোগিতা-২০১৫ এর পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ১৩ জন প্রতিযোগী ৩৫টি লোগো-ডিজাইন দাখিল করেন। 
মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ একটি লোগো-ডিজাইন চূড়ান্তভাবে অনুমোদন করে। বুয়েট স্থাপত্য বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. মোস্তাসিম বিল্লাহ চূড়ান্তভাবে অনুমোদিত এনআইএস লোগো’র মূল নকশাকার হিসেবে বিজয়ী হয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিজয়ীর হাতে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন। 
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, জাইকা বাংলাদেশ অফিস প্রধান টাকাটোশী নিশিকাতা, এনআইএস সার্পোট প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট ও প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, প্রকল্প পরিচালক ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ, টিম লিডার আটশুশি টকুরাসহ মন্ত্রিপরিষদ বিভাগ ও জাইকার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।    
#

মিজানুর/অনসূয়া/সাহেলা/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৩০০ ঘণ্টা

Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon