Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী ২৫ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫৮৩

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে
            ---প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে উন্নত দেশের সারিতে দাঁড় করাবে।
    মন্ত্রী আজ ঢাকায় বেইলি স্কয়ারে বেইলি প্রিপারেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে একথা বলেন।
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বেইলি স্কয়ারে বেইলি প্রিপারেটরি স্কুলের সভাপতি শেখ আতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ ও সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোঃ এমদাদুল হক বক্তৃতা করেন।
    মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে বাজেটে ৫৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স¦চ্ছতার সাথে শিক্ষক নিয়োগসহ উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করছে। শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে মিড-ডে মিল, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও নতুন নতুন অবকাঠামো নির্মাণ করছে।
    মন্ত্রী পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#

রবীন্দ্রনাথ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০২৩ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫৮২

নির্বাচন কমিশনের অধীনেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে
                                    ---বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্ধারিত সময়েই বর্তমান সরকারের অধীনে নবগঠিত নির্বাচন কমিশন নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে। বিএনপিসহ সকল রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন আর সংলাপের দাবি না করে বিএনপির উচিত হবে, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা। মন্ত্রী বলেন, নির্বাচন প্রতিহত করার সক্ষমতা বিএনপির নেই। ১৯৯৬ সালের নির্বাচন টিকেনি কিন্তু ২০১৪ সালের নির্বাচন টিকেছে। বি  শ^বাসী এ নির্বাচন গ্রহণ করেছে। বিএনপি এ নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।  নির্বাচন প্রতিহতের নামে মানুষ হত্যা করা রাজনীতি হতে পারে না। আন্দোলন গণমুখী না হলে, সে আন্দোলন সফল হয় না।
    মন্ত্রী আজ ঢাকায় এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই’ শীর্ষক ছায়া সংসদের বির্তক প্রতিযোতিায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করবে। ২০০৫ সালে ৫টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনের নির্বাচনে জয় লাভ করেও জাতীয় নির্বাচনে অংশ নেয়নি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সংলাপে অংশ না নিয়ে ভুল করেছে। সরকার ইতোমধ্যে প্রমাণ করেছে বর্তমান সরকারের অধীনেই নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
    ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করে বলেন, আমরা ১৫ ফেব্রুয়ারি এবং ৫ জানুয়ারির মতো নির্বাচন চাই না। আমরা চাই আগামী জাতীয় নির্বাচন যাতে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। ভোটাররা যাতে নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা চাই গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন যাতে একই তালে চলে।
    উল্লেখ্য, প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্ ফ্যাশন এন্ড টেকনোলজি ও বিরোধী দল হিসেবে শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্কে বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্ ফ্যাশন এন্ড টেকনোলজি জয়লাভ করে।
#

বকসী/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫৮১
স্কিলস কম্পিটিশন ২০১৬-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস্ এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) আয়োজিত স্কিলস কম্পিটিশন ২০১৬ এর  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    আজ ঢাকায় ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-তে দিনব্যাপী অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশনের চূড়ান্ত পর্যায়ে ৫১টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে তিনটি প্রকল্পকে পুরস্কৃত করা হয়।
    ‘লাইফ সিকিউরিটি রোবট’ প্রকল্পের জন্য প্রথম স্থান লাভ করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের তিনজন প্রতিযোগী মোঃ কৌশিক পাটওয়ারী, মোঃ ফয়সাল উদ্দিন ও সজন মজুমদার। ‘ওয়াটার বেইজড গ্যাস পাওয়ার প্ল্যান্ট’ প্রকল্পের জন্য ২য় স্থান লাভ করে ন্যাশনাল সায়েন্স রিসার্চ এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহীর তিনজন প্রতিযোগী  রাজিবুল আউয়াল, মোঃ নাজমুল হুদা ও মোঃ রায়হান আলী। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন মডেল ইনস্টিটিউট অভ্ সায়েন্স এন্ড টেকনোলজি, গাজীপুরের মোঃ নাদিম। তার প্রকল্পের নাম ‘ডিজিটাল সিকিউরিটি সিস্টেম’।
    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে বলেন, মোট শিক্ষার্থীর শতকরা ৬৫ ভাগ কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। দেশকে উন্নত দেশে রূপান্তর করতে এর কোনো বিকল্প নেই।
    কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মোঃ মুখলেসুর রহমান এবং আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অভ্ টেকনোলজির টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন বিভাগের প্রধান ড. চে কুম ক্লিমেন্ট।
#

আফরাজুর/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯১৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                    নম্বর : ৫৮০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ
পেকুয়া উপজেলার টেটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে

ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) :
    আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টেটং সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা বিভাগের যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। স¦াস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
    দিনের অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।  
#

রবীন্দ্র/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৪৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৭৯

দুধ ও মাংসের ঘাটতি পূরণ করা সম্ভব
                            -- খাদ্যমন্ত্রী
ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) : 
    খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম বলেছেন, মেধাবী ও উন্নত জাতি গঠনে পর্যাপ্ত পরিমাণ দুধ ও মাংসের সরবরাহের কোন বিকল্প নেই। আর এ সত্য উপলব্ধি করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে অস্ট্রেলিয়া থেকে ১৭৩টি উন্নত জাতের গাভী এনেছিলেন। যাতে দুধ ও মাংসের সরবরাহ ঠিক রেখে উন্নত, মেধাবী জাতি গঠন নিশ্চিত করা যায়। 
    আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
    মন্ত্রী বলেন, দুধ ও মাংস আমাদের অপরিহার্য খাদ্য। মেধা বিকাশে এ খাদ্যের কোন বিকল্প নেই। প্রজেনির (উন্নত জাতের বাছুর উৎপাদন) মাধ্যমে এ শিল্পকে উন্নত করে দুধ ও মাংসের উভয় চাহিদা পূরণ করা সম্ভব। যা আর্থসামাজিক উন্নয়নে এবং মেধাবী জাতি গঠনে সহায়তা করবে। 
    তিনি বলেন, দীর্ঘদিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল। তারা বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপের ধারাবাহিকতা রক্ষা করে নাই। যদি ধারাবাহিকতা রক্ষা করা যেত তাহলে আজ দুধ ও মাংসের চাহিদার ঘাটতি থাকতো না। খাদ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা আবার স্বপ্ন দেখা শুরু করেছি। দেশের প্রতিটি সেক্টর তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। 
    মন্ত্রী বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তা দিতে আজ আমরা সক্ষম। নিরাপদ খাদ্যের অধিকার মানুষের সাংবিধানিক অধিকার। আর সে অধিকারই আমরা নিশ্চিত করছি। এ লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৪৮০টি সংস্থা এবং ১৮টি মন্ত্রণালয় নিয়ে আমাদের কাজ। খুব শীঘ্রই আমরা জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারব। 
#
সুমন/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৭৮

বর্তমানে নারীর ক্ষমতায়নে স্বর্ণযুগ
                                                                 -- ত্রাণ মন্ত্রী

মতলব উত্তর (চাঁদপুর), ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) : 
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, বর্তমান সরকারের শাসনামল নারীর ক্ষমতায়নের স্বর্ণযুগ হিসেবে বাংলাদেশের ইতিহাসে লিখিত থাকবে। নারীরা নিজেদের যোগ্যতার মাধ্যমেই এ অধিকার অর্জন করেছেন।
    তিনি আজ মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নের জন্য নারীদের গণজাগরন সৃষ্টি করতে হবে। লেখাপড়ার মাধ্যমে নিজেদের অধিকার, দায়িত্ববোধ ও সমাজে তাদের অংশগ্রহণ জোরদার করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ক্ষমতার সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে নারী স্পিকার, নারী কূটনীতিক, নারী নির্বাচন কমিশনার, মন্ত্রণালয়ে নারী সচিব, একাধিক নারী মন্ত্রী হয়েছেন। এ হিসেবে এ সময়কালকে নারীর ক্ষমতায়নের স্বর্ণযুগ হিসেবে তিনি অভিহিত করেন।

#

ফারুক/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮০৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫৭৭

পরিবেশবান্ধব উন্নত বাংলাদেশ গড়তে সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে
                                                          -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি):
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব উন্নত বাংলাদেশ গড়তে সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তি আমাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করবে।
    প্রতিমন্ত্রী আজ শিশু একাডেমিতে ঢাকা বিভাগীয় ‘ডিজিটাল উদ্ভাবনী ও ব্র্যান্ডিং মেলা-২০১৭’ উদ্বোাধনকালে এসব কথা বলেন। 
    তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী কাজে আকৃষ্ট করার উদ্যোগ নিতে হবে। উদ্ভাবনী এবং আইটি স্টার্ট-আপ উদ্যোগকে সম্প্রসারণ করতে ওউঊঅ (ওহহড়াধঃরড়হ উবংরমহ ্ ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ় অপধফবসু) প্রকল্পে বিশেষ অনুদান রাখা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে পারষ্পরিক ঈড়হহবপঃরারঃু বাড়ানোর যে কর্মসুচি আমরা নিয়েছি তা নির্ধারিত সময়েই বাস্তবায়ন করে উন্নত বাংলাদেশ গড়বো। এ সময় তিনি ‘ঝড়ষাব–অ-ঞযড়হ’  প্রতিযোগিতার মাধ্যমে তরুণ উদ্ভাবকদের খোঁজার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ যুগের ছেলে-মেয়েরা খুবই মেধাবী; একটু যতœ নিলেই সোনার মানুষ হিসেবে বেড়ে উঠবে।
    তিন দিনব্যাপী এ মেলায় ঢাকা বিভাগের ১৩টি জেলার দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান ৫০টি স্টলের মাধ্যমে উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরবেন। ১৭ জন তরুণ উদ্ভাবক নাগরিক জীবনের নানাবিধ সমস্যার সহজ সমাধান তাদের উদ্ভাবনীর মাধ্যমে দেখাবে। মেলাটি ২৫-২৭ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত চলবে।
    ঢাকা বিভাগের কমিশনার হেলালুদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা বক্তব্য রাখেন।

#

আসলাম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮০৮ ঘণ্টা

Handout                                                                                                            Number : 576

EU Head of Missions visited historical palace

Dhaka, February 25:

            Yesterday morning, the EU Heads of Missions visited Rajbari, the heritage building and the temple inside the premises. They were highly impressed to see the relics of the historical palace. Foreign Minister A H Mahmood Ali accompanied the delegation.


            Afterwards, they visited Chirirbandar upazilla, dam on river Atrai and met with a group of Santals, who interacted with the Ambassadors to share how happy they are after receiving electricity in their village under the Government of Prime Minister Sheikh Hasina and with the Foreign Minister as their MP. They also performed traditional dance before the delegation. The delegation also visited Atrai Dam and an innovative aquaculture project.

#

Khaleda/Salim/Sanjib/Rezaul/2017/1750  hours

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৫৭৫

শিক্ষা হবে দক্ষতামুখী কারিগরিই হবে শিক্ষার অগ্রাধিকার
                                                  --শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৩ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি): 
    শিক্ষা হবে দক্ষতামুখী। দক্ষতাবিহীন সনদভিত্তিক শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির জন্য বোঝা তৈরি করে। যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণই জাতির অর্থনৈতিক মুক্তির পথ। কারিগরিই হবে শিক্ষার অগ্রাধিকার। সরকার পর্যায়ক্রমে শিক্ষাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেবে।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ আইডিইবি মিলনায়তনে স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)” আয়োজিত ‘জাতীয় স্কিলস্ কম্পিটিশন- ২০১৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মোঃ আলমগীর, স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট-এর প্রকল্প পরিচালক এ বি এম আজাদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন। 
    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা বাংলাদেশের অগ্রাধিকার খাত, কারিগরি শিক্ষা হলো অগ্রাধিকারের অগ্রাধিকার। সরকার ইতোমধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার শতকরা ১ ভাগ থেকে ১৪ ভাগের উপরে উন্নীত করেছে। এ হার আগামী ২০২০ সালের মধ্যে শতকরা ২০ ভাগ এবং ২০৩০ সালের মধ্যে  শতকরা ৩০ ভাগে নিয়ে যাওয়ার লক্ষ্যে জোর উদ্যোগ নেয়া হয়েছে। চূড়ান্ত পর্যায়ে এ হারকে শতকরা ৬৫ ভাগের ঊর্ধ্বে তুলতে হবে। এখাতের অগ্রগতি তরান্বিত করার লক্ষ্যে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করেছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা, কোর্স-কারিকুলাম যুগোপযোগী করা, যন্ত্রপাতি-ল্যাব-ওয়ার্কশপ বাড়ানো, নতুন নতুন প্রকল্প গ্রহণ করাসহ নানা উদ্যোগ নেয়া হচ্ছে।
    মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধার মধ্যে আছে। একশ’ বছরের অধিক সময় পর কোনো দেশ এ সুবিধা পায়। বর্তমানে বাংলাদেশে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা ১০ কোটি ৫৬ লাখ। শতকরা হারে তা ৬৬ ভাগ। ২০৩০ সালে এই হার শতকরা ৭০ ভাগে উন্নীত হবে। এ এক বিশাল সুযোগ। এ সুযোগকে কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক কারিগরি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। তা না হলে এরাই হয়ে উঠবে দেশের জন্য বড় বোঝা। তিনি কারিগরি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনতিবিলম্বে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। তিনি সাধারণ স্কুল-কলেজ ও মাদ্রাসাসমূহেও কারিগরি শাখা খোলার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।
    উল্লেখ্য, দেশে তৃতীয়বারের মতো স্কিলস্ কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে। গতবছর অক্টোবর মাসে দেশের ১৬২টি সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় দেড় লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। সেখান থেকে উঠে এসেছিল নতুন ৮০০ প্রকল্প। ডিসেম্বরে অনুষ্ঠিত হয় আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। সেখান থেকে জাতীয় পর্যায়ে এসেছে ৫১টি প্রদর্শনী প্রকল্প। আজ নির্বাচিত হবে টপ তিন প্রকল্প। এই সর্বোত্তম তিন প্রকল্প জাতীয় প্রযুক্তিতে অবদান রাখবে। 
    ‘জাতীয় স্কিলস কম্পিটিশন ২০১৬’-এর উদ্বোধন উপলক্ষে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে আজ জাতীয় যাদুঘর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি কাকরাইলস্থ আইডিইবি-তে গিয়ে শেষ হয়। র‌্যালিতে ঢাকাস্থ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 
    মন্ত্রী পরে আইডিইবি’র ৫ম তলায় স্কিলস কম্পিটিশনের স্টলগুলো পরিদর্শন করেন।

#

সুবোধ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon