Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মে ২০২৪

তথ্যবিবরণী ১ মে ২০২৪

তথ্যববিরণী                                                                                                     নম্বর : ৪৪৮০

দেশের সকল মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ

                                                                --- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী

নিউইয়র্ক, ১৮ বৈশাখ (১ মে ):

          জাতিসংঘ সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশনে প্রদত্ত ভাষণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী  ডা. রোকেয়া সুলতানা বলেন- ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জনসংখ্যা ও উন্নয়ন কর্মসূচি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের (International Conference on Population and Development Programme of Action-ICPD PoA) লক্ষ্য অর্জনের মাধ্যমে সারা দেশের সকল মা ও শিশুর স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’। ২৯ এপ্রিল শুরু হওয়া জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশন আগামী ৩ মে শেষ হবে। ICPD PoA বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং decade of action চলাকালে এজেন্ডা ২০৩০ অর্জন মূল্যায়ন ও টেকসই উন্নয়নে ICPD PoA এর ভূমিকা হলো এই বছরের জনসংখ্যা ও উন্নয়ন কমিশন অধিবেশনের থিম।

          প্রদত্ত বক্তব্যে প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং কৈশোর স্বাস্থ্য কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপ ও কর্মসূচি তুলে ধরেন। এসময় তিনি বলেন ‘আমাদের দেশের প্রতিটি মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার  জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে ৫৫০০টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করেছি এবং ২৪/৭ পরিষেবা প্রদানের জন্য আমরা প্রতিটি কেন্দ্রে ৪ জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা করছি’। প্রতিমন্ত্রী বাংলাদেশে জাতীয় কৈশোর স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র (২০১৭-২০৩০) একটি জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, আমাদের জনসংখ্যার ২০ শতাংশ যুবক-যুবতি যারা প্রতি বছর রিপ্রডাক্টিভ বয়সসীমায় প্রবেশ করে। আমরা বাল্যবিবাহ এবং নারী ও কন্যা শিশুদের বিরুদ্ধে সংহিসতা রোধে কাজ করে যাচ্ছি। ৬ষ্ঠ থেকে ১২তম শ্রেণিতে অধ্যয়নরত প্রায় ৫ মিলিয়ন মেয়েকে সরকার বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি অবহিত করেন। প্রতিমন্ত্রী মাতৃমৃত্যু ও জন্মহার হ্রাস, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ স্বাস্থ্য তথ্য ব্যবস্থার ডিজিটালাইজেশন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ স্বাস্থ্য খাতে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরেন। প্রতিমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতার ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধিরও আহ্বান জানান।

          মূল অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত ইউএনএফপিএ-এর মাতৃমৃত্যু বিষয়ক সিগনেচার সাইড ইভেন্টে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী, সেখানে তিনি দেশের প্রতিটি প্রান্তে পর্যাপ্ত ও প্রশিক্ষিত ধাত্রী নিয়োগের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাসে বাংলাদেশের সাফল্য বর্ণনা করেন। এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকা, ইউএনএফপিএ এবং পিপিডি আয়োজিত আইসিপিডি কর্মসূচি বাস্তবায়নে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুরুত্ব বিষয়ক আরেকটি সাইড ইভেন্টে অংশ গ্রহণ করেন। এই সকল আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের ভাইস মিনিস্টার ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন; ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং নেদারল্যান্ডসের ভাইস মিনিস্টার কর্তৃক আয়োজিত আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে যোগ দেন।

          উল্লেখ্য, ICPD PoA-এর ৩০তম বার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে বাংলাদেশ আগামী ১৫-১৬ মে ঢাকায় Demographic Diversity and Sustainable Development বিষয়ে একটি গ্লোবাল ডায়ালগের আয়োজন করছে।

#

নিউইয়র্ক/সায়েম/শফি/রফিকুল/জয়নুল/২০২৪/২১৪৫ঘণ্টা

 

তথ্যববিরণী                                                                                                     নম্বর : ৪৪৭৯

শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার কারিগর

                                                                 --- শিল্পমন্ত্রী

নরসিংদী (মনোহরদী), ১৮ বৈশাখ (১মে):

          শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে আমরা ক্রমান্বয়ে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আর স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম উপাদান হলো স্মার্ট নাগরিক। শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার অন্যতম কারিগর।

          মন্ত্রী আজ নরসিংদীর মনোহরদী উপজেলার পাঁচকান্দি ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই তাদের প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। তিনি বলেন, পিতা-মাতা আমাদের প্রতিপালন করেন ঠিকই কিন্তু শিক্ষকরাই সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। এজন্য শিক্ষকদের এ বিষয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

          নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ থেকে শুরু করে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে। শিল্পমন্ত্রী বলেন, মনোহরদী ও বেলাবোতে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি নতুন ভবন নির্মাণ করে দিয়েছি। যেগুলো বাকি রয়েছে সেগুলোতে পর্যায়ক্রমে নতুন ভবন নির্মাণ করা হবে।

          সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচকান্দি ডিগ্রি কলেজের সভাপতি শিল্পপতি আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কাশেম ভূইয়া, গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

#

ফয়সল/সায়েম/শফি/রফিকুল/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ৪৪৭৮

ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে

                                                                                                            - পরিবেশমন্ত্রী

ঢাকা, ১৮ বৈশাখ (১ মে):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে শুধু কার্বন নিঃসরণ কমানোই নয়, পানির ব্যবহার কমানোর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পথও সুগম হবে। কার্বন নিঃসরণ কমাতে পারলে আন্তর্জাতিক কার্বন ক্রেডিটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব হবে।

আজ রাজধানীর পরীবাগে তাঁর বাসভবনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফেডারেশন অভ্‌ চেম্বার অভ্‌ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সিসকোর প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সিসকো দেশের বরেন্দ্র অঞ্চলে প্রায় এক লাখ হেক্টর জমিতে সমন্বয়ের মাধ্যমে পাইলট প্রকল্প শুরুর কথা জানিয়েছে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সহযোগিতায় পানির সংকট নিরসন করা গেলে এবং কার্বন নিঃসরণ কমাতে পারলে তাদের এই উদ্যোগকে সমর্থন করা হবে। তাদেরকে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব প্রেরণ করতে বলা হয়েছে।

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূগর্ভস্থ পানি হ্রাস এবং ডিকার্বনাইজেশনের প্রভাবের মতো সমস্যাগুলো মোকাবিলা করার সময় উৎপাদনশীলতা বাড়াতে কার্বন-হ্রাসকারী স্মার্ট কৃষি কৌশল বাস্তবায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততার এবং কৃষকদের গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি সবুজ, আরো টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর বাংলাদেশের আবাসিক মিশনের প্রধান অর্থনীতিবিদ তাকাশি ইয়ামানো, ফেডারেশন অভ্‌ বাংলাদেশ চেম্বারস অভ্‌ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেব নাথ এবং সিসকোর ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসের টেক লিড অভ্‌ বাংলাদেশ দীনেশ পাল সিং প্রমুখ।

#

দীপংকর/সায়েম/শফি/রফিকুল/শামীম/২০২৪/১৮৪৫ঘণ্টা

Handout                                                                                                            Number : 4477  

Govt. to enhance eco-tech in rice cultivation to cut greenhouse gases emission

                                                                                           - Environment Minister

 

Dhaka, 1 May :  

Environment, Forest, and Climate Change Minister Saber Hossain Chowdhury unveiled plans to boost the adoption of eco-friendly technologies in rice cultivation, aimed at curbing greenhouse gas emissions. Embracing such technologies not only mitigates carbon footprints but also optimizes resource utilization, potentially unlocking opportunities for international carbon crediting.

Minister Saber Hossain Chowdhury shared these insights during a meeting with a coalition comprising the Asian Development Bank, the Federation of Chambers of Commerce and Industries, and Cisco, convened at his residence in Paribaug, the heart of the capital.
Acknowledging the efforts of the Asian Development Bank and Cisco in launching a pilot project in the Barendra region, the minister emphasized the significance of modern technology in resolving water scarcity and slashing carbon emissions. He expressed readiness to endorse initiatives that address these critical issues, urging stakeholders to submit proposals through the Ministry of Agriculture.

Highlighting the pivotal role of the private sector and farmers, Minister Chowdhury underscored the imperative of implementing carbon-reducing smart agricultural practices to bolster productivity and yield positive outcomes while grappling with challenges like dwindling groundwater levels and the imperative of decarbonization. He reiterated Bangladesh's commitment to spearheading environmentally conscious initiatives, setting a precedent for a sustainable future.

The meeting convened luminaries such as Takashi Yamano, Principal Economist of the Asian Development Bank Bangladesh Resident Mission; Dr. Joshoda Jibon Deb Nath, Vice President of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) and Dinesh Pal Singh, Tech Lead of the Digital Transformation Office at Cisco.

Discussions centered on exploring cutting-edge technologies, fostering sustainable methodologies, and forging strategic alliances to effect tangible reductions in carbon emissions and fortify climate resilience. The delegation commended Bangladesh's proactive stance and pledged unwavering support in advancing environmental sustainability endeavors.

#

Dipankar/Sayem/Shafi/Rafiqul/Shamim/2024/1835hours

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৪৪৭৬

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে স্মার্ট শ্রমিক এবং শ্রমব্যবস্থা গড়ে তোলা হবে

                                                                              -- আইসিটি তিমন্ত্রী

ঢাকা, ১৮ বৈশাখ (১ মে)ː

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও প্রযুক্তিশক্তিকে কাজে লাগিয়ে দেশে স্মার্ট শ্রমিক এবং শ্রমব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি বলেন, বর্তমানে দেশে স্মার্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই একজন রিকশাচালকের সন্তান রিকশাচালক হবে এমন ধারণা ভুল।

প্রতিমন্ত্রী আজ সিংড়া উপজেলা শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত “মহান মে দিবস ২০২৪” উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু বাংলার কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শ্রমিক ভাইবোনদেরকে সম্মান ও মর্যাদার জীবন উপহার দেওয়ার চেষ্টা করেছেন।

পলক আরো বলেন, ২০০৯ সালের মে মাস থেকে মে দিবসকে স্মরণীয় করতে এবং প্রতিবছর সিংড়ার কিছু শ্রমিককে মালিকে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেখান থেকেই প্রতিবছরই আমরা শ্রমিকদেরকে রিকশা, ভ্যান, সেলাই মেশিনের মতো উপকরণগুলো দেওয়া শুরু করি। যাতে শুধু শ্রমিক দিবসের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের জীবনে প্রকৃতপক্ষেই পরিবর্তন আনতে পারি। সিংড়াতে শ্রম-মেধা-যোগ্যতা-দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের মূল্যায়নের পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে পরপর চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আপনাদের এই ঋণ শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও পরিশোধ করা সম্ভব নয়। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে নিজ এলাকার ভোটারদের সেবা করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নাটোর জেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ ওহিদুর রহমান শেখ, সিংড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন।

#

নাজির/সায়েম/শফি/রফিকুল/শামীম/২০২৪/১৭৩০ঘণ্টা

 

 

Handout                                                                                                               Number : 4473  

Bangladesh to reinforce global climate resilience advocacy in COP29

                                                                           - Environment Minister

 

Dhaka, 1 May :  

Minister of Environment, Forest and Climate Change, Saber Hossain Chowdhury said, participation of Bangladesh in COP29 is expected to reinforce its proactive advocacy for environmental sustainability and climate resilience globally. As preparations for COP29 intensify, Bangladesh stands poised to engage actively with the international community, advancing shared goals of environmental stewardship and sustainable development.

Environment Minister said this while presenting the official invitation letter of COP29 from the President of Azerbaijan to the Honourable Prime Minister Sheikh Hasina at Ganabhaban, the Prime Minister's official residence today. Honourable Prime Minister Sheikh Hasina expressed gratitude for the invitation and reaffirmed Bangladesh's commitment to actively participate in the COP29 deliberations.

Minister Saber Hossain Chowdhury said the role of Bangladesh in international forums like COP29 is crucial aiming to contribute to climate change mitigation and adaptation efforts. He highlighted COP29 as a pivotal platform for advancing climate agendas, fostering partnerships, and catalyzing tangible actions to combat climate change.


#

Dipankar/Sayem/Rafiqul/Shamim/2024/1625 hours

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৪৭২

আগামী বছর হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে

                                                                   - ধর্মমন্ত্রী

জামালপুর, বৈশাখ ১৮ (১ মে):

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, এ দেশের হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কীভাবে সহজ করা যায়, কীভাবে হজযাত্রীদের আরেকটু বেশি কমফোর্ট দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।

আজ জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও গত বছরের তুলনায় এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে। সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।

হজযাত্রী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জীবনের প্রতিটিক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। আপনারা যাতে সহি-শুদ্ধভাবে হজব্রত পালন করতে পারেন সেজন্যই মূলত আজকের এই প্রশিক্ষণ। আপনারা যদি প্রশিক্ষণের প্রতি মনযোগী হতে পারেন তাহলে হজের নিয়ম-কানুন, হুকুম-আহকাম, ধারাবাহিক আনুষ্ঠানিকতা- সবকিছুই আয়ত্তে আনতে পারবেন।

হজযাত্রীদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, নিজেদের গ্রুপের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ সম্পর্ক তৈরি করে নিবেন। গ্রুপের গাইড ও প্রত্যেক সদস্যের মোবাইল নম্বর সংগ্রহে রাখবেন। শুধু প্রয়োজনীয় কাপড়-চোপড় ও অন্যান্য উপকরণ সাথে নেবেন। নিষিদ্ধ কোনো দ্রব্যাদি বহন করবেন না। কোনোভাবেই দলছুট হবেন না। খাবার-দাবার গ্রহণে অবশ্যই পরিমিতি বোধ থাকতে হবে। সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কোন সমস্যা অথবা অন্য কোন বিষয়ে অভিযোগ বা পরামর্শ থাকলে প্রশাসনিক দলের সদস্যদেরকে জানানোর জন্য পরামর্শ দেন।

জামালপুর হাজী ফাউন্ডেশনের আয়োজনে এ বছর জামালপুর থেকে হজে গমনেচ্ছু ব্যক্তিরা এ কর্মশালায় অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান সানা প্রমুখ বক্তব্য রাখেন।

#

সিদ্দিক/সায়েম/রফিকুল/শামীম/২০২৪/১৬২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৪৭১

খুলনায় মহান মে দিবস পালিত

শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি

                                          -খুলনা সিটি মেয়র

খুলনা, বৈশাখ ১৮ (১ মে):

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। ‘মালিক-শ্রমিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খুলনায় মহান মে দিবস-২০২৪ পালিত হয়।

মেয়র আজ খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর আয়োজিত মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তালুকদার আব্দুল খালেক বলেছেন, সকল সেক্টরে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সারাজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে পহেলা মে সরকারি ছুটি ঘোষণা করেন এবং দেশের অনেক মিল-কলকারখানা জাতীয়করণ করেন। সরকার শ্রমিকদের কল্যাণ ও তাদের স্বার্থ সংরক্ষণে শ্রম আইন প্রণয়ন করেছে। কর্মক্ষেত্রে যাতে কোন ধরণের অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে মালিক-শ্রমিক উভয়কে সচেতন থাকতে হবে। বর্তমানে খুলনা অঞ্চলে কোন শ্রমিক অসন্তোষ নেই। সততা ও নিষ্ঠার সাথে সকলকে দেশের উন্নয়নে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে মেয়র সকলের প্রতি আহ্বান জানান।

মেয়র খুলনা জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত ২৫জন সুবিধাভোগীর মাঝে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ হাসানুজ্জামান, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আয়েফীন ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানসহ বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান বক্তৃতা করেন।

#

সুলতান/সিরাজ/সাজ্জাদ/কলি/শামীম/২০২৪/১৫৫৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৪৪৭০

বরিশালে মহান মে দিবস উদ্‌যাপন

বরিশাল, ১৮ বৈশাখ (১ মে):

‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বরিশালে মহান মে দিবস-২০২৪ উদ্‌যাপন করা হয়। বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শেষে বরিশাল আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

          সভায় বিভাগীয় কমিশনার বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগপোযোগী ও আধুনিকায়ন করে সরকার ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮’ প্রণয়ন করেছে। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এখন দেশে শ্রমিক বান্ধব কর্মপরিবেশ বিরাজমান।

জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোঃ ওসমান গনি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভূইয়া, অতিরিক্ত ডিআইজি মোঃ ফারুক উল হক, বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক নবীন কুমার হাওলাদার, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান হাওলাদার বক্তৃতা করেন।

#

বশার/সিরাজ/সাজ্জাদ/শামীম/২০২৪/১৫৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৪৪৬৯

 

ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক

                                                                                           -স্বাস্থ্যমন্ত্রী

 ঢাকা, ১৮ বৈশাখ (মে) ː

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, ভুল চিকিৎসা বলার অধিকার কারও নাই। বাংলাদেশে একমাত্র ভুল চিকিৎসা বলার অধিকার রাখে বাংলাদেশ মেডিক্যাল ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা ন্যক্কারজনক। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, আক্রমণ মেনে নেয়া যায় না৷

মন্ত্রী আজ ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এ অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং ২য় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাঃ সামন্ত লাল সেন বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের চিকিৎসকদের মেধা ও দক্ষতা বিশ্বের যেকোন দেশের চিকিৎসকদের চেয়ে কম না৷ জোড়া মাথার জমজ শিশু রোকেয়া-রাবেয়ার অপারেশনে আমাদের দেশের নিউরোসার্জনরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। প্রথম যখন ঢাকা মেডিকেল কলেজে বাচ্চা দুটির এন্ড্রোভাস্কুলার সেপারেশন হয়, সেই রাতে আমি নিজের চোখে দেখেছি আমাদের এনেস্থেটিক এবং নিউরোসার্জনদের ইচ্ছা, দক্ষতা এবং সামর্থ্য। যা আমাকে বিস্মিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রী তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে আমরা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে দেশের মানুষ চিকিৎসক সমাজকে সম্মান করবে। সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মনোযোগ দিয়ে রোগীদের সেবা দিলে মানুষ সুনাম করবে। মেধাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ সেবা দিতে হবে। সরকার সকল ডাক্তারদের সুরক্ষা দিবে৷

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স এর প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসাইন সভাপতিত্ব করেন।

#

পবন/সিরাজ/সাজ্জাদ/শামীম/২০২৪/১৪৫৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৪৪৬৮

বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন

                                    -খাদ্যমন্ত্রী

 

 নওগাঁ, ১৮ বৈশাখ (১ মে)ː

 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন। দুঃখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। 

          মন্ত্রী আজ নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলা শাখা আয়োজিত মহান মে দিবস-২০২৪ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ভাষণে বলেছিলেন, ‘বিশ্ব আজ দুভাগে বিভক্ত, একদিকে শোষক, আর অন্যদিকে শোষিত। আমি শোষিতের পক্ষে।’ ভাষণের মাধ্যমে বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষ বঙ্গবন্ধুকে হৃদয়ে স্থান দিয়েছিল। বঙ্গবন্ধু জানতেন শোষিত নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিা না হলে সমাজে সাম্যতা আসবে না। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার বাংলার মাটি যদি থাকে, মানুষ যদি থাকে, একদিন এই বিধ্বস্ত বাংলাকেই আমি সুজলা, সুফলা, শস্য-শ্যামল বাংলায় রূপান্তরিত করব।’ বাংলাদেশ এখন খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। শ্রমিকরা জাতীয় অর্থনীতির চাকা সচল রাখে। তাই শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। উন্নত কর্মপরিবেশ শ্রমিকের কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করে। তাই শোভন কর্মপরিবেশ তৈরিতে বিনিয়োগ করতে হবে। 

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং অব্যাহত থাকবে। শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শ্রমিকদের কল্যাণে মালিকদের সাথে কথা বলে তাদের মজুরি বৃদ্ধি করেছেন। দেশের ভেতরে ও বাইরে কর্মরত শ্রমিকদের কঠোর পরিশ্রমে দেশ অনেক এগিয়েছে।

অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

#

কামাল/সিরাজ/সায়েম/রফিকুল/সাজ্জাদ/শামীম/২০২৪/১৪৪৭ ঘণ্টা

 

Handout                                                                                 Number : 4467

OIC Islamic Summit preparatory meetings in Banjul

Dhaka, 1 May :

The preparatory meetings of the 15th Session of the OIC Islamic Summit in Banjul, The Gambia, on yesterday, under the theme ‘Enhancing Unity and Solidarity through dialogue for sustainable development’. The two-day-long Senior Officials Meeting is being led by Ambassador Masud Bin Momen, Foreign Secretary of Bangladesh.

The Ambassador of Bangladesh to the Kingdom of Saudi Arabia & Permanent Representative of Bangladesh to the OIC, Dr. Javed Patwary, High Commissioner of Bangladesh to Nigeria and Non-Resident High Commissioner of Bangladesh to The Gambia, Masudur Rahman, Director General (International Organizations), Ministry of Foreign Affairs, Wahida Ahmed, are participating at the Senior Officials Meeting.

The Senior Officials Meeting is finalizing the ‘Draft Resolution on the issue of Palestine and Al-Quds Ash-Sharif”, “Draft Final Communique”, and “Banjul Draft Declaration” to be adopted by the Preparatory Meeting of the Foreign Ministers. The discussions are dominated by issues related to Palestine in view of the recent atrocities in Gaza. The Senior Officials Meeting will also discuss economic, humanitarian, social, cultural, and issues concerning women and youth that have an impact on the Muslim Ummah.

2024-05-01-15-53-3410aa0b68b36d3fc817cb7359775fec.docx 2024-05-01-15-53-3410aa0b68b36d3fc817cb7359775fec.docx