Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী 13 September


তথ্যবিবরণী                                                                         নম্বর-২৯২০        

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

ঢাকা, ২৯শে ভাদ্র (১৩ই সেপ্টেম্বর) :

    জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ সকাল সাড়ে সাতটায় ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
    
    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু), সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সর্বস্তরের জনগণ ঈদের জামাতে শরিক হন।

    নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ইহসানুল হক ইমামতি করেন।
=০=
এমাদুল/পরীক্ষিৎ/বিবেকানন্দ/রবি/সঞ্জীব/বিপু/২০১৬/১৯.৫০ ঘন্টা
 
তথ্যবিবরণী                                                                         নম্বর-২৯১৯        

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আযহা উদ্যাপিত

খুলনা, ২৯শে ভাদ্র (১৩ই সেপ্টেম্বর) :

    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশের মতো খুলনায় পবিত্র     ঈদুল আযহা উদ্যাপিত হয়েছে।

    দিবসটি উদ্যাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।

    খুলনা মহানগরীতে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায়। এ বিশাল জামাতে ইমামতি করেন এ মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ সালেহ।

    সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান এবং খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি¬¬¬ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নগরীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয় একই মসজিদে সকাল ন’টায় এবং তৃতীয় প্রধান জামাত সকাল ১০টায়।

    এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

    দিবসটি উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, জেলখানা, শিশু সদন, ভবঘুরে কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

    ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ বেতার, খুলনা বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।
=০=
সুলতান/পরীক্ষিৎ/বিবেকান্দ/রবি/সঞ্জীব/মনোজিৎ/২০১৬/১৭.২৫ ঘন্টা
 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২৯১৮

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আযহা উদ্যাপিত
রাজশাহী, ২৯শে ভাদ্র (১৩ই সেপ্টেম্বর) :  
    যথাযোগ্য মর্যাদা ও আনন্দ মুখর পরিবেশে রাজশাহীতে পবিত্র ঈদুল আযহা ২০১৬ উদযাপন করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী বিশ^বিদ্যালয় পৃথক কর্মসূচি পালন করে।
    আজ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঈদের পূর্বের দিন ও ঈদের দিন মহানগর এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপসূহে জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা ব্যানার দ্বারা সজ্জিত করা হয়।
    মহানগর শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আট ঘটিকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে একই সময়ে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
    সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশের মানুষের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
    এদিন সুবিধামত সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশু পল্লী, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
#
ফারুক/পরীক্ষিৎ/বিবেকানন্দ/রবি/সঞ্জীব/বিপু/২০১৬/১৮০০ ঘণ্টা  

 

Handout 12 Septembar 2016_for mail.docx Handout 12 Septembar 2016_for mail.docx