Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুন ২০১৬

তথ্যবিবরণী 05.06.2016

Handout                                                                                                               Number : 1885

BIMSTEC Day observed

Dhaka, June 5 :

            The Secretariat of the Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) hosted a reception at the Secretariat at Gulshan in Dhaka today to mark the Nineteenth Anniversary of the establishment of BIMSTEC.

            State Minister for Foreign Affairs Md. Shahriar Alam graced the occasion as Chief Guest while the Speaker of the Parliament of Sri Lanka Karu Jayasuriya was present as Guest of Honour. Among others, Ambassadors and High Commissioners of the BIMSTEC Member States and beyond as well as representatives from the Diplomatic Corps, international community and friends of BIMSTEC including members of print and electronic media joined the reception.

            To commemorate the BIMSTEC Day, the Chief Guest, Guest of Honour, Secretary General of BIMSTEC and the representatives from the BIMSTEC Member States lighted the Traditional Oil Lamps. The web version of the BIMSTEC Newsletter was re-launched during the reception.

            BIMSTEC is an inter-governmental organization comprising of Seven Member States, which came into being on 6 June 1997 in Bangkok, Thailand. Its membership includes five countries from South Asia comprising of Bangladesh, Bhutan, India, Nepal and Sri Lanka and two from South East Asia namely, Myanmar and Thailand.

            BIMSTEC constitutes as a bridge between South and South East Asia and represents a reinforcement of relations among the Seven Member States. BIMSTEC has also established a platform for intra-regional cooperation between SAARC and ASEAN members.

            BIMSTEC is a Member-driven cooperative organization with a Lead Country designated for each area of cooperation. It has fourteen specific area-based cooperation (i.e., Trade and Investment, Technology, Energy, Transport and Communication, Tourism, Fisheries, Agriculture, Climate Change, Environment and Disaster Management, Cultural, Public Health, People-to-People Contact, Poverty Alleviation, Counter-Terrorism and Transnational Crime), where the organization is now more matured and poised to pave the solid foundation for pragmatic and sustainable cooperation among the Member States.

            The BIMSTEC’s Permanent Secretariat was inaugurated by Prime Minister of Bangladesh Sheikh Hasina on 13 September 2014 in Dhaka.

#

Khaleda/Afraz/Mosharraf/Joynul /2016/2220hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৮৪

বাংলাদেশের ত্রাণসামগ্রীর দ্বিতীয় চালান শ্রীলঙ্কায় হস্তান্তরিত

কলম্বো, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
    শ্রীলংকার সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে কবলিত মানুষের সাহায্যে বাংলাদেশ থেকে প্রেরিত ত্রাণসামগ্রীর দ্বিতীয় চালান রোববার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বঙ্গবন্ধু’ যোগে কলম্বো সমুদ্রবন্দরে পৌঁছেছে।
    আজ ‘বিএনএস বঙ্গবন্ধু’তে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান বাংলাদেশ সরকারের পক্ষে এই ত্রাণসামগ্রী শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এস এস মিয়ানাওয়ালার কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে শ্রীলংকা নৌবাহিনীর পশ্চিম অঞ্চলের অধিনায়ক রিয়ার এডমিরাল জয়ন্ত ডে সিলভা, বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর আসলাম পারভেজ, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর সাকিব সাদাকাত, ‘বিএনএস বঙ্গবন্ধু’র ক্যাপ্টেন জাহাঙ্গির আদিল সামদানি এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব তার বক্তব্যে ত্রাণসামগ্রী প্রেরণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে দ্বিতীয় ধাপে প্রেরিত এ ত্রাণসামগ্রী শ্রীলংকার বন্যার্ত মানুষের মধ্যমেয়াদি পুনর্বাসনের জন্য অত্যন্ত কার্যকর হবে।
    বাংলাদেশের হাইকমিশনার বলেন, সাম্প্রতিক প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বন্ধুপ্রতিম শ্রীলংকার জনগণের সহায়তায় বাংলাদেশ সরকারের প্রেরিত ত্রাণসামগ্রী হস্তান্তর করতে পেরে আমি গর্বিত। তিনি বলেন, এ ত্রাণ প্রেরণ দু’দেশের মধ্যে বিরাজমান আন্তরিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতারই এক নিদর্শন।
    ত্রাণসামগ্রীর এই দ্বিতীয় চালানে রয়েছে পানি, পানি বিশুদ্ধকারী কিট, তাঁবু, মশারি, বিদ্যুৎ জেনারেটর, পোশাক-পরিচ্ছদ ও রেইন কোট। এ ছাড়া চালানে চার্জার লাইট, শিশুখাদ্য, ওষুধ, ব্যক্তিগত পরিচ্ছন্ন সামগ্রী, চালের  মতো নতুন সামগ্রী ও বন্যার্তদের পরিবর্তিত চাহিদা মোতাবেক প্রেরণ করা হয়েছে।
    প্রথম চালানের ৯ টন ও দ্বিতীয় চালানের ১১০ টনসহ মোট ১১৯ টন ত্রাণসামগ্রী বাংলাদেশ থেকে শ্রীলংকায় প্রেরণ করা হলো, যার আনুমানিক মূল্য ১১ কোটি টাকা।
#
আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২২০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৮৩

উন্নয়নের ছোঁয়া সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে   
                                          -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নয়নের ছোঁয়া সাধারণ মানুষের কাছে পৌছে দিতে হবে। সম্ভাবনাময় বাংলাদেশের সকল সম্ভাবনা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্ধারিত সময়েই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। সে বাংলাদেশে সবাই শিক্ষিত হবে-দারিদ্র্যসীমার নিচে কেউ বাস করবে না।
    প্রতিমন্ত্রী আজ ঢাকার মাদারটেকে ৩২/৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।      
    প্রতিমন্ত্রী বলেন, দেশের শহরগুলোতে আন্ডার গ্রাউন্ড ক্যাবল বসানোর উদ্যোগ নেয়া হয়েছে, আর ঝুলন্ত তার থাকবে না। তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আমরা জনগণের ঘরে ঘরে পৌঁছে দেবো।  
    অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্দিনান্দ ভন উইহে (উৎ. ঋবৎফরহধহফ ঠড়হ ডবুযব), কেটিডাব্লিউ ডেভলপমেন্টের ম্যানেজমেন্ট কমিটির সদস্য রোলান্ড সিলার (জড়ষধহফ ঝরষষবৎ) এ সময় উপস্থিত ছিলেন।
#

আসলাম/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৮২

শেখ হাসিনার বিশেষ উদ্যোগ বিষয়ে কেরাণীগঞ্জে মতবিনিময়সভা

ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
    আজ ঢাকার কেরাণীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি তার বক্তৃতায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিষয়ে সরকারের অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
    শাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা জেলা তথ্য অফিস আয়োজিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেরাণীগঞ্জের ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ঢাকা জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. তৈয়ব আলী ও উপজেলা শিক্ষা অফিসার মাজেদা সুলতানা বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন।
    সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে মতবিনিময়ে অংশগ্রহণ করেন। নারীদের  অংশগ্রহণও ছিল লক্ষণীয়।
    প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ হলো- একটি বাড়ি একটি খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।
    মতবিনিময় শেষে স্থানীয় উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ উদ্বোধন এবং হাইজেনিক উপকরণ বিতরণ করা হয়।
#

তৈয়ব/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                    নম্বর :  ১৮৮১

নিষ্ঠার সাথে জনগণের সেবায় আত্মনিয়োগ করুন
                 ----তথ্য সচিব
ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :

    সততা ও নিষ্ঠার সাথে জনগণকে সর্বোত্তম সেবাদানের লক্ষ্যে কাজে নিয়োজিত হবার জন্য তথ্য ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তথ্য সচিব মরতুজা আহমদ।

    আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ৩৪তম বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধনকালে তথ্য সচিব বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সুশীল সেবক হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের একাগ্রতা, নিষ্ঠা ও সততার সাথে জনসেবাদানের কোন বিকল্প নেই। উল্লেখ্য, তথ্য সচিবের উদ্যোগে প্রথমবারের মতো চাকুরিতে যোগদানের শুরুতে ক্যাডার কর্মকর্তাদের এ পরিচিতিমূলক প্রশিক্ষণের সূচনা হলো।

    নিজের কর্মজগৎকে চেনাজানার জন্য এ প্রশিক্ষণকে গুরুত্ববহ উল্লেখ করে মরতুজা আহমদ বলেন, তথ্য মন্ত্রণালয় জনগণের সাথে সরকারের সেতুবন্ধ রচনা করে এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত  করে জনগণকে তথ্যসমৃদ্ধ করার দায়িত্ব পালন করে। গণমাধ্যমকে প্রয়োজনীয় সহায়তা দেয়া এ লক্ষ্য অর্জনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তথ্য সচিব বলেন,  তথ্য ক্যাডারের কর্মকর্তাদের এ কাজে দক্ষতা ও দ্রুততা অর্জন করতে হবে।

    তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব রোকসানা মালেক, সরাফ উদ্দিন আহমদ ও শাহজাদী আঞ্জুমান আরা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খান, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক(বার্তা) মো. নাসির উদ্দিনসহ তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ৪৬জন নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

#

আকরাম/আফরাজ/সেলিম/সঞ্জীব/আবব্াস/২০১৬/১৯৩৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৮০

রমজানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা সকাল ৯টা থেকে আরম্ভ

ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :

    পবিত্র রমজান মাসে জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রকাশিত সময়সূচিতে পরীক্ষা শুরুর সময় যাই উল্লেখ থাকুক না কেন আগামী ৭ জুন হতে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হবে।

মাস্টার্স শেষ পর্বে ভর্তির মেধা তালিকা

 

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্র্ব (নিয়মিত) কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা আজ ৫ জুন থেকে যেকোন মোবাইলে এসএমসের মাধ্যমে হঁ<ংঢ়ধপব>ধঃসভ<ংঢ়ধপব> জড়ষষ  লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ থেকে পাওয়া যাবে।

এম ফিল প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এম ফিল প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকার ৬ জুনের পরিবর্তে ৯ জুন সকাল ১০টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের ঐ দিন সকাল ১০টার মধ্যে গাজীপুর ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।
#

ফয়জুল/আফরাজ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৭৯

আইনমন্ত্রীর সাথে বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
    আজ ঢাকায় সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
    এ সময় প্রতিনিধিদল বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান অবস্থা আইনমন্ত্রীকে অবহিত করেন এবং মন্ত্রীর নিকট নি¤œবর্ণিত দাবিদাওয়া উপস্থাপন করেন : বার কাউন্সিল ভবনের বর্তমান জায়গাসহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের পতিত জমি হতে ১০০ শতাংশ জমি বাংলাদেশ বার কাউন্সিলের নামে চিরস্থায়ী ইজারা প্রদান, বাংলাদেশ বার কাউন্সিল ভবনের বর্তমান জায়গায় সরকারি অর্থায়নে ১৫ তলাবিশিষ্ট ভবন নির্মাণ, বাংলাদেশ বার কাউন্সিলের নাম সরকারের বিধিবদ্ধ সংস্থার তালিকায় অন্তর্ভুক্তিকরণ, বাংলাদেশ বার কাউন্সিল বেনাভোলেন্ট ফান্ডে ৫০ কোটি টাকার অনুদান প্রদান, রাষ্ট্রের ওয়ারেন্ট অভ্ প্রিসিডেন্সে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অবস্থান নির্ধারণ এবং বাংলাদেশ বার কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতাদি সরকারের রাজস্ব খাত হতে প্রদান।
    প্রতিনিধিদলের দাবিদাওয়া মন্ত্রী মনোযোগের সাথে শুনেন এবং তা যথাস্থানে উপস্থাপনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
    এ সময় অন্যান্যের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এডভোকেট শ ম রেজাউল করিম এবং এডভোকেট মো. নজিবুল্লাহ হিরু উপস্থিত ছিলেন।
#
রেজাউল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৭৮

পর্যটন কেবল বিনোদন নয়, এটি এখন শিল্প
                                -- পর্যটনমন্ত্রী
ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন এখন আর শুধু বিনোদন নয়, এটি এখন বিশ্বব্যাপী অন্যতম শিল্পের মর্যাদা পেয়েছে। ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিলের সমীক্ষায় দেখা গেছে, ২০১৫ সালে পর্যটন খাতে ৭.২ ট্রিলিয়ন ডলার এসেছে, যা গ্লোবাল জিডিপি’র ৯.৮ শতাংশ। আগামী একযুগ বিশ্ব অর্থনীতিতে ট্যুরিজম খাতে চার শতাংশ হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। বাংলাদেশে এখন পর্যন্ত জিডিপিতে পর্যটন খাতে অবদান ২ দশমিক ৪ ভাগ, ২০১৮ সাল নাগাদ এটিকে ৪ শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সরকার ২০১৬ কে পর্যটন বর্ষ ঘোষণা করেছে।
    মন্ত্রী আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ট্যুরিজম এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত ‘পর্যটন শিল্পের বিকাশে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    তিনি  বলেন,  বছরের শুরুতে পর্যটন নগরী কক্সবাজারে সাড়ম্বরে ‘মেগা বিচ কার্নিভাল’ উদযাপন করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী  সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দোহাজারি থেকে কক্সবাজার হয়ে গুনধুম পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শুরু হচ্ছে। কক্সবাজার মেরিন ড্রাইভ স্থাপনের কাজ শুরু হচ্ছে। এ ছাড়া লেবুখালি ব্রিজ নির্মিত হওয়ায় পটুয়াখালী থেকে কুয়াকাটা আর কোন ফেরি থাকবে না। এর ফলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। সমুদ্রবন্দর মংলায় একটি থ্রি স্টার হোটেল নির্মণ করা হচ্ছে। পাশাপাশি বৃহত্তর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটন সম্ভাবনায় রূপ দিতে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
    সংগঠনের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে বৈঠকে আলোচনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আখতারুজ্জামান খান কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আফজাল হোসেন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান মাহবুব পারভেজ এবং গাজী টিভির চিফ রিপোর্টার ও ডিআরইউয়ের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
#
তুহিন/আফরাজ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৭৭

সমুদ্রে সম্পদ আহরণে জিএসবিকে তৎপর হতে হবে  
                                     -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমুদ্রে সম্পদ আহরণে জিওলজিক্যাল সার্ভে অভ্ বাংলাদেশ (জিএসবি)’র আরো তৎপর হওয়া প্রয়োজন। জিএসবি’র সংগৃহীত তথ্য এবং আবিস্কার আমাদের জাতীয় অগ্রগতিতে বিশেষ অবদান রাখছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।   
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় জিএসবি অডিটোরিয়ামে ‘জিওইনফরমেশন ফর আরবান ডেভলপমেন্ট, বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, এওঝ ফধঃধনধংব তৈরি করতে আজকের এই সেমিনার গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, বাজেট এখন কোন সমস্যা নয়, সমস্যা দক্ষ জনশক্তি। যারা স্বপ্ন দেখতে এবং বাস্তবায়ন করতে পারে এরূপ কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন।
    সেমিনারে অন্যান্যের মাঝে জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী, ঢাকায় জার্মান দূতাবাসের প্রথম সচিব রসুইদা এমেলস (জড়ংরিঃযধ অসবষং) ও জিএসবি’র মহাপরিচালক ড. মো. নেহাল উদ্দিন বক্তব্য রাখেন।
#
আসলাম/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৭৬

সকল মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ্ পড়ার আহ্বান

ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
পবিত্র রমজান মাসে খতম তারাবিহ্ পড়ার সময় সারাদেশে সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
পবিত্র রমজান মাসে দেশের প্রায় সকল মসজিদে খতম তারাবিহ্তে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোন কোন মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতম করা সম্ভব। এর আগে বিষয়টি নিয়ে দেশবরেণ্য আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও খতিব-ইমামগণের সাথে আলোচনা হলে তারাও এ পদ্ধতিতে খতম তারাবিহ্ পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন এবং সে মোতাবেক অধিকাংশ মসজিদে এ পদ্ধতি অনুসরণ করা হয়।
এ অবস্থায় দেশের সকল মসজিদে খতম তারাবিহ্তে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশন মসজিদের ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, তারাবিহ্ নামাজ ২০ রাকাত, যা রাসুলুল্লাহ্ (সা.) ও সাহাবীগণ আমল করেছেন। ইসলামের প্রথম যুগ থেকে ওলামা ও ফকীহ্গণ তা অনুসরণ করে আসছেন এবং মসজিদুল হারাম ও মসজিদুন নববীসহ সারাবিশ্বের মুসলমানগণ এভাবেই তা পালন করে আসছেন। সে সাথে তারাবীহ্তে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে উচ্চারণ স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়।
#
নিজাম/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৮৭৫
চ্যালেঞ্জ মোকাবিলা করে যারা এগুতে পারে তারাই বীর
                                           ---পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যারা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগুতে পারবে তারাই বীর। এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য জাতির পিতা আজীবন কাজ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে সে কাজটি তিনি শেষ করে যেতে পারেননি। কিন্তু তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দক্ষতার সাথে তা বাস্তবায়ন করছেন। বাংলাদেশের অগ্রগতি বিশ^ অর্থনীতিতে সম্মানের জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে ।  

    মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলনকেন্দ্রে বিসিএস ৩৪তম ব্যাচে ইকোনমিক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইকোনমিক ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ২০জন কর্মকর্তা এ ওরিয়েন্টেশনে অংশ নেন ।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শাসমুল আলম, খোরশেদ আলম চৌধুরী, সামসুদ্দিন আজাদ চৌধুরী এবং আবদুল মান্নান অনুষ্ঠানে বক্তৃতা করেন ।

    পরিকল্পনামন্ত্রী বলেন, আমি পরিবর্তনে বিশ^াস করি, পরিবর্তন হচ্ছে উন্নয়ন। দেশ পরিচালনার জন্য লক্ষ মানুষের প্রয়োজন হয় না, প্রয়োজন দক্ষ একজন মানুষের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১, ২০৩০ এবং ২০৪১ সালে আমরা কতটুকু যাব তা স্থির করে দিয়েছেন। খেলার মাঠে ক্যাপ্টেন যেভাবে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অগ্রগতির অগ্রযাত্রায় বাংলাদেশ এখন এক বিস্ময়।

    মন্ত্রী নবাগত কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণের কারিগর তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা যা পারিনি, তোমাদেরকেই তা এগিয়ে নিতে হবে।
#
শেফায়েত/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮২২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৭৪

বিদ্যালয়ে ওয়াশ সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের

ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মাধ্যমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে ওয়াশ সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
    ডেপুটি স্পিকার বলেন, সরকার শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স¦াস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে স্কুল কর্তৃৃপক্ষকে আরো বেশি মনোযোগী হতে হবে।
    সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে ওয়াশ সুবিধা নিশ্চিতকল্পে বাজেট বরাদ্দ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
    ককাসের সভাপতি সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী রোজী, কামরুন্নাহার চৌধুরী, ব্র্যাকসহ অন্যান্য এনজিও প্রতিনিধি প্রমুখ।  
    ডেপুটি স্পিকার বলেন, এখন পাকা ভবনবিহীন বিদ্যালয় বাংলাদেশে নেই বললেই চলে। যেখানে পাকা  ভবন রয়েছে সেখানে অবশ্যই ওয়াশরুম রয়েছে। সঠিক তত্ত্বাবধান ও পরিচর্যার অভাবে সেগুলো বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যদিও পর্যাপ্ত ওয়াশ রুম নেই, কিন্তু যেগুলো আছে সেগুলোও সচেতনতার অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ছাত্রছাত্রীদের ওয়াশ সুবিধা নিশ্চিত করতে  এসব ওয়াশরুমগুলো পরিচ্ছন্ন রাখার  দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের। সরকার অবশ্যই আর্থিক সুবিধা প্রদান করবে কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করতে  সকলকে সচেতন হতে হবে ।
    এসময় তিনি সরকারের পাশাপাশি দেশের এনজিওগুলোকে স্কুলে পর্যাপ্ত ওয়াশ ব্যবস্থা নিশ্চিতকল্পে এবং সেগুলোকে স্বাস্থ্যসম্মত রাখতে করণীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। পাশাপাশি দায়িত্বের সাথে ওয়াশরুম ব্যবহার করতে সকল ছাত্রছাত্রীদের যতœবান হবার আহ্বান জানান।
#
স¦পন/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৭৩

ডেপুটি স্পিকারের সাথে শ্রীলংকার স্পিকারের সাক্ষাৎ

ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন):
    ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে আজ তার কার্যালয়ে শ্রীলংকার স্পিকার কারু জয়সুরিয়ার (কধৎঁ ঔধুধংঁৎরুধ) নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের সাথে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
    ডেপুটি স্পিকার শ্রীলংকার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যাবলী এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেন। আগামী ৯ জুন শ্রীলংকা-বাংলাদেশ পার্লামেন্টারি এসোসিয়েশনের যে যাত্রা শুরু হতে যাচ্ছে  তার সফলতা কামনা করে ডেপুটি স্পিকার বলেন, এটি একটি মহৎ উদ্যোগ যা ভবিষ্যতে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি আরো মজবুত করবে এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    এসময় শ্রীলংকার স্পিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উৎপাদনমুখী কর্মকা- ও কূটনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন। বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ’র চেয়ারপার্সন এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
    সিপিএ ও আইপিইউ নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করার জন্য শ্রীলংকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি স্পিকার। স¦াধীন দেশ হিসেবে শ্রীলংকা কর্তৃক বাংলাদেশকে সমর্থনও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
    শ্রীলংকার স্পিকার কারু জয়সুরিয়া বলেন, আমি প্রথমবারেরর মতো বাংলাদেশ সফরে এসে বুঝতে পারছি বাংলাদেশ খুব সুন্দর একটি দেশ এবং বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ। বাংলাদেশের সাথে শ্রীলংকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন দিন দিন আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
    এরপর তিনি শ্রীলংকার পার্লামেন্ট সম্পর্কে ডেপুটি স্পিকারকে অবহিত করেন। বাংলাদেশ পার্লামেন্টের কমিটি ব্যবস্থার প্রশংসা করেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এ ধরনের কমিটি ব্যবস্থা অন্যতম ভূমিকা রাখতে সক্ষম বলে মন্তব্য করেন স্পিকার কারু।
    বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত যশোজা গুনাসেকেরা (ণধংড়লধ এঁহধংবশবৎধ), সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব  ড. আব্দুর রব হাওলাদার এবং সংসদ সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রীলংকা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
#
স¦পন/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৭২

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন) :
    ১৪৩৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ৬ জুন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭     ও ৯৫৫৮৩৩৭।        
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
#
নিজাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৮৭১

রমজানে পানি সরবরাহ ঠিক রাখতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ

ঢাকা, ২২ জ্যৈষ্ঠ (৫ জুন):
পুরো রমজান মাস জুড়ে ঢাকাসহ সারাদেশে পানি সরবরাহ ঠিক রাখতে ওয়াসাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিশেষ করে ঢাকা ওয়াসাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। রমজান মাসে যেন মানুষ পানির জন্য কষ্ট না কর

Todays handout (10).doc Todays handout (10).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon