Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুলাই ২০১৬

তথ্যবিবরণী 14 July 2016

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২২৩
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা বহির্ভূত কাজ করলে কঠোর ব্যবস্থা
                                                                   -- ভূমিমন্ত্রী

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা বহির্ভূত কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছেন। মন্ত্রী বলেন, শিক্ষা নিয়ে অবৈধ বাণিজ্য কোনভাবেই বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের জন্য সরকারের সকল সহায়তা, সুস্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ নিশ্চিত করতে হবে। ছাত্রছাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কোন দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিলসহ ভূমি অধিগ্রহণ কার্যক্রমও বাতিল করা হবে।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১০৮তম সভায় ঢাকা জেলার ওয়ারী উচ্চ বিদ্যালয়ের জন্য ১৪ শতাংশ ভূমি অধিগ্রহণ মঞ্জুর করার সময় ভূমিমন্ত্রী সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন।
ভূমি অধিগ্রহণে কোন প্রকার জনরোষের সৃষ্টি যাতে না হয় সেদিকে বিশেষ সতর্কতার সাথে খেয়াল রাখা এবং প্রত্যাশী সংস্থার অধিগ্রহণকৃত জায়গায় গৃহীত প্রকল্প যথাযথভাবে দ্রুত বাস্তবায়িত হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত ভূমিতে ধর্মীয় উপাসনালয়, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, আবাদি ফসলি জমি বা জনবসতি অঞ্চলে অধিক বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন জায়গা অধিগ্রহণ মুক্ত রাখতে হবে।
#
রেজুয়ান/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২২২

জনগণের কাছে দ্রম্নত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে 
                                           -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ দ্রম্নত জনগণের কাছে পৌঁছে দেয়া হবে। সরকারের লড়্গ্যমাত্রা ছিল ২০২১ সালের মধ্যে সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়া, এখন এর সাথে যুক্ত হয়েছে মানসম্পন্ন বিদ্যুৎ ও সাশ্রয়ী মূল্য। বিদ্যুতের ফ্রিকোয়েন্সি এক রাখা ও ভোল্টেজ আপ-ডাউন না করা এর মূল লড়্গ্য।    

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে ‘জবষরধনরষরঃু ঝঃঁফু ড়ভ ইধহমষধফবংয চড়বিৎ এৎরফ ঝুংঃবস’-এর ওপর চূড়ানত্ম প্রতিবেদন উপস'াপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। তিনি এ সময় কাজের উপযুক্ত পরিবেশ তৈরি ও অভ্যনত্মরীণ নিরাপত্তা বিধানের জন্য সংশিস্নষ্টদের আনত্মরিক হয়ে কাজ করার নির্দেশনা দেন। 

    প্রতিবদেনটি প্রস'ত করেছে পাওয়ার সেলের সহায়তায় ইরানের মনেনকো (গড়হবহপড়) পরামর্শ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল মেকানিজমের ওপর বিশেষ গুরম্নত্ব দিয়েছে। 

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন। 

#

আসলাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২২১
চার বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
                                               -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
    সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবিলা, গণতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    আজ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট (গধৎপরধ ঝঃবঢ়যবহং ইষড়ড়স ইবৎহরপধঃ) এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
    তিনি বলেন, আজকে সারা বিশ্ব যখন জঙ্গিবাদের উৎপাত দ্বারা আক্রান্ত তখন গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে কারণেই সাইবার অপরাধ ও সন্ত্রাস দমন, গণতন্ত্রকে রক্ষা ও টেকসই উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ নিয়েও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে।
    মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ রাজনৈতিক ও আর্থসামাজিক বিষয়ে ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবিলা, গণতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়ন - চারটি বিষয়েই বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে ও একসঙ্গে কাজ করবে বলে আমরা একমত হয়েছি।
    এ সময় মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আমরা গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আলোচনা করেছি। পৃথিবীর যে কোনো দেশেই গণমাধ্যমের উন্নয়নের সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা কীভাবে সহযোগিতা দিতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২২০
এ বছর রপ্তানির লড়্গ্যমাত্রা ৩৭ বিলিয়ন মার্কিন ডলার 
                                         -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৬-২০১৭ অর্থবছরে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লড়্গ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছর এ লড়্গ্যমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বছর শেষে অর্জিত হয়েছে ৩৪ দশমিক ২৪১ বিলিয়ন মার্কিন ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। রপ্তানি ড়্গেত্রে বাংলাদেশের জন্য এটি একটি মাইলফলক। মন্ত্রী বলেন, সরকার ২০২১ সালে বাংলাদেশের রপ্তানি আয় নির্ধারণ করেছে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। চলমান রপ্তানি বৃদ্ধির হার অব্যাহত থাকলে এ লড়্গ্যমাত্রা অর্জন করা কঠিন হবে না। 

    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকড়্গে ২০১৬-২০১৭ অর্থবছরের রপ্তানি লড়্গ্যমাত্রা নির্ধারণ সংক্রানত্ম সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন। 

    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরিপোশাক। দেশের মোট রপ্তানির প্রায় ৮২ ভাগ তৈরিপোশাক খাতের। সরকার শুধু তৈরিপোশাকের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে নানামুখী পদড়্গেপ গ্রহণ করেছে। এখন তৈরিপোশাকের পাশাপাশি গতবছর  চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, ক্যাপ, ফার্নিচারে উলেস্নখযোগ্য হারে প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া কৃষিজাত পণ্য, কেমিক্যাল প্রোডাক্টস রপ্তানির হারও বৃদ্ধি পেয়েছে। সরকার দেশের ঔষধ, আইসিটি, জাহাজসহ নতুন নতুন পণ্য রপ্তানি বৃদ্ধির বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রপ্তানির ড়্গেত্রে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্পের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আগামী কোরবানির ঈদের আগেই নতুন চামড়া শিল্পনগরীতে সকল কারখানা স'ানানত্মরিত হবে। এখানে দেশের চামড়া শিল্পের নতুন যুগের সূচনা হবে। বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এ সুযোগকে কাজে লাগাবে সরকার।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুলস্নাহ আল মামুন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিকেএমইএ’র সভাপতি ও সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তর ও সংস'ার সংশিস্নষ্ট কর্মকর্তাগণ সভায় উপসি'ত ছিলেন।

#

বকসী/মাহমুদ/গিয়াস/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২১৯
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সহায়তা কামনা মৎস্যমন্ত্রীর

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
    মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলায় ইতালি ও জাপানের নাগরিক হত্যায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করে বলেছেন, ইতালি বাংলাদেশের আস্থাভাজন ও বন্ধুপ্রতীম একটি দেশ এবং এই অনাকাক্সিক্ষত ঘটনা সত্ত্বেও দু’দেশের সম্পর্ক অটুট থাকবে।
    আজ সচিবালয়ে ইতালিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান শিকদারের সাথে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
    মন্ত্রী ইতালির সাথে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদখাত নিয়ে ব্যাপকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে  এ ব্যাপারে রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন। তিনি দেশের দুধের ঘাটতি পূরণসহ মৎস্য ও মাংস রপ্তানির ক্ষেত্রে ইতালি কী ভূমিকা রাখতে পারে, তাও খতিয়ে দেখা এবং ইতালি সরকারের সাথে আলোচনার জন্য আহ্বান জানান।
    রাষ্ট্রদূত সোবাহান শিকদার দেশের স্বার্থরক্ষায় সম্ভাব্য সবকিছু করতে চেষ্টা করবেন বলে মন্ত্রীকে আশ্বাস দেন।  
    মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।   
#
শাহ আলম/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২১৮

যুব ও ক্রীড়া কর্মকা-ের মাধ্যমে যুবদের বিপথগামী রোধ সম্ভব

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই) :

দেশের যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্রীড়া কর্মকা-ের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে যুব সমাজকে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকা-ে ঝুঁকে পড়ার প্রবণতা থেকে রক্ষা করা সম্ভব।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এ মতামত ব্যক্ত করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ড. বীরেন শিকদার সভায় সভাপতিত্ব করেন। যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদসহ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 সভায় যুবদেরকে যুব ও ক্রীড়া কর্মকা-ে সম্পৃক্তকরণের লক্ষ্যে দেশের যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম বৃদ্ধি ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর কার্যক্রমকে আরো সক্রিয় করার ওপর গুরুত্ব দেয়া হয়। এছাড়া উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেয়া হয়।  

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের চলমান সংকট নিরসনে অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য যুব ও ক্রীড়া কর্মকা-ে আরো গতিশীলতা আনয়ন ও যুব সমাজকে যুব প্রশিক্ষণ ও ক্রীড়া কর্মকা-ে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। তিনি যুব প্রশিক্ষণ কার্যক্রমে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।

#


শফিকুল/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২১৭
আগামীকাল বিশ্ব যুব দক্ষতা দিবস

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):
    জাতিসংঘের অন্যান্য সদস্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল বিশ্ব যুব দক্ষতা দিবস-২০১৬ পালন করা হবে।
    যুবকদের বেকারত্ব থেকে মুক্তি ও আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে দক্ষতা অর্জন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দক্ষতা অর্জনের মাধ্যমে একজন বেকার যুবক একটি শোভন কাজ খুব সহজে পেতে পারে। দক্ষতা অর্জনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ২০১৪ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত মোতাবেক গত বছর থেকে বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে প্রথমবারের মতো বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয়।
    বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালন উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) আগামীকাল বিকেল সাড়ে তিনটায় তেজগাঁয়ে এনএসডিসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭১৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২২১৬
নদীতীর দখলদারদের আর ছাড় দেয়া হবেনা
                                  --টাস্কফোর্স

ঢাকা, ৩০শে আষাঢ় (১৪ই জুলাই):
নদীর সীমানা পিলার সঠিক স্থানে স্থাপন করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জরিপ কার্যক্রম এবং ফতুল্লায় খাল দখল করে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে। ট্যানারি শিল্প সাভারে দ্রুত স্থানান্তরের লক্ষ্যে টাস্কফোর্সের সদস্যগণ ৩ আগস্ট সাভারস্থ চামড়া শিল্পনগরী পরিদর্শন করবেন।
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য নদনদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্স এর ৩২তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, নদীতীরের অবৈধ দখলদারদের আর ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল ও জরিমানা করা হবে। যে সমস্ত শিল্পপ্রতিষ্ঠানে এ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপন করা হয়নি, সেগুলোতে ইটিপি স্থাপন ও সকল কারখানায় ইটিপি চালু রাখতে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সভায় জানানো হয় যে, আদি বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে কমিটির রিপোর্ট হাইকোর্টে দাখিল করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। শ্যামপুরে একটি ‘ইকোপার্ক’ নির্মাণ করা হয়েছে। ঢাকার চারপাশে কাঁচপুর, টঙ্গি ও আশুলিয়ায় আরো তিনটি ইকোপার্ক নির্মাণ করা হবে। নদীতীর রক্ষায় ২০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হয়েছে, সরকারের বর্তমান মেয়াদে আরো ৫০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হবে।
 সভায় জানানো হয় যে, নদীতীর অবৈধ দখলরোধে ঢাকার চারপাশে ৪ হাজার ৬৩টি এবং নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে ৫ হাজার ১১টি ‘সীমানা চিহ্নিতকরণ পিলার’ স্থাপন করা হয়েছে। পাবনা জেলার চাটমোহরে বড়াল নদীর মথুরা-দোহারপাড়ায় নির্মিত আড়াআড়ি বাঁধটি সম্পূর্ণরূপে অপসারণ করার ফলে বড়াল নদীর সাথে চলনবিলের আংশিক সংযোগ স্থাপন করা হয়েছে। অন্যান্য বাঁধ অপসারণের কাজ চলমান রয়েছে।
সভায় জানানো হয় যে, সাভারে চামড়া শিল্প নগরীর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে বিদ্যুৎ সংযোগ পাওয়া গেছে। এ পর্যন্ত ১০২ টি ট্যানারি শিল্পের মালিক গ্যাসের জন্য আবেদন করেছে। ১শ ৩৭টি ট্যানারিতে পানির মিটারের পিট এবং ৩০ টিতে ওয়েট-ব্লু মেশিন স্থাপন করা হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংসদ সদস্য বেগম সানজিদা খানম, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট সংস্থা প্রধান ও জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।                                                                                                                                 
#
জাহাঙ্গীর/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৬০০ ঘণ্টা

Handout                                                                                               Number : 2215

P.M shocked at deadly train crash in Italy

Dhaka, 14 July:

            Prime Minister Sheikh Hasina on 13 July expressed her deep shock at the deadly train crash of Italy.

            The full text of her message is given as below:

            'I am deeply saddened to learn about the death of twenty three people and injury of scores in a train crash, which unfortunately happened between the coastal towns of Bari and Barletta, Italy. I offer my most sincere condolences on behalf of my Government, People and on my own behalf to all the family members of the victims.

            May Almighty give them courage and fortitude to bear their loss and overcome the grief and trauma, which have suddenly befallen on them.

            Please accept, Excellency, the assurances of my highest considerations.' 

#

Kamruzzaman/Mobassera/Khadiza/Rezzakul/Shamim/2016/1514 hours

   
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২১৪  

ইউটিলিটি বিলে দুর্নীতিবিরোধী স্লোগান ব্যবহারের নির্দেশ

ঢাকা, ৩০শে আষাঢ় (১৪ই জুলাই) :
    
    ইউটিলিটি সার্ভিস প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান ওয়াসা, ডেসকো, পল্লি বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, তিতাস গ্যাসসহ অন্যান্য কোম্পানির বিলে ও বিভিন্ন সরকারি স্ট্যাম্পে এবং সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রদেয় হোল্ডিং ট্যাক্সের রশিদে দুর্নীতিবিরোধী স্লোগান মুদ্রণ ও সিলমোহর ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, এতে করে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরো বেগবান হবে। এটি গণসচেতনতা বৃদ্ধি ও দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনেও সহায়ক হবে।
    মন্ত্রিপরিষদ বিভাগ ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ শীর্ষক একটি স্লোগান ব্যবহারেরও পরামর্শ রেখেছে।     
#

মাহ্ফুজা/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৪৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২১৩

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩০শে আষাঢ় (১৪ই জুলাই) :
    জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, শওকত আলী এবং মো. তাজুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।
    সভায় জাতীয় সংসদে উত্থাপিত পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০১৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি পরীক্ষা করে কিছু সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর খসড়া চূড়ান্ত করা হয় এবং জাতীয় সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
    বৈঠকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, সিপিটিইউ’র মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#


নীলুফার/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২২১২

উন্নয়ন সূচকের অগ্রগতির প্রশংসায় জাপান ও বিশ্বব্যাংক  


ঢাকা, ৩০শে আষাঢ় (১৪ই জুলাই) :

    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে ১৩ জুলাই তাঁর দপ্তরে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানবি সাক্ষাৎ করেন। পরে পরিকল্পনামন্ত্রীর সাথে বাংলাদেশে বিশ^ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর কিমিও ফান সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশ^ব্যাংক প্রতিনিধি বাংলাদেশের উচ্চমাত্রার প্রবৃদ্ধি অর্জনসহ বিভিন্ন উন্নয়ন সূচকের অভাবনীয় অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
    জাপানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশ ও জাপান বন্ধুপ্রতীম দু’টি দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করেন। তিনি বলেন, জাপান বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। তিনি বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের যোগাযোগ এবং বিদ্যুৎখাতসহ বিভিন্ন অবকাঠামো  উন্নয়নে জাপানি উদ্যোক্তাদের আরো এগিয়ে আসার আহ্বান জানান।
    পরিকল্পনামন্ত্রী ঢাকার গুলশানে সাম্প্রতিক জঙ্গি হামলায় নিহত জাপানের নাগরিকদের জন্য গভীর শোকপ্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।    রাষ্ট্রদূত বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং জাপানি সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
    পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান অগ্রগতির অগ্রযাত্রা আরো গতিশীল করার মাধ্যমে উন্নত জাতি হিসেবে বিশ^ মানচিত্রে স্থান করে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে।
#

শেফায়েত/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা

Todays handout (11).doc Todays handout (11).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon