Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 13/9/15

 

Handout                                                                                          Number: 2586

 

Online media can play an important

role in realizing Digital Bangladesh

                              -- Shahriar Alam

 

Dhaka, September 13:

          State Minister for Foreign Affairs Md. Shahriar Alam said that online media can play an important role in the realization of Digital Bangladesh, one of the nation’s dreams under the visionary leadership of Prime Minister Shiekh Hasina.

 

          He said this while speaking as the chief guest at a seminar titled ‘Role of Online Media in Business Development’ held to mark the 6th founding anniversary of Bangladesh Business Journalists Society (BBJS) at the Institute of Diploma Engineers Bangladesh in Dhaka today.

          Online media has immense potential for the development of business within the country and expansion of our trade globally. However, mushrooming of unaccounted number of online media and irresponsible behavior in the name of journalism is a problem and the biggest challenge for the advancement of this media itself, he added.

          In order to explore the full potential of online media the government has finalised the draft of the Online Media Operation Policy. A sub-committee formed by the Information Ministry led by ICT specialist Mustafa Jabbar has submitted the draft to the ministry after consulting with the stakeholders, the state minister observed.

          Among others, eminent IT expert Mustafa Jabbar and President of Bangladesh Association of Software & Information Services Shameem Ahsan, were present in the program.

#

 

Khaleda/Afraz/Zashim/Zoynul/2015/2210hours
Handout                                                                                                                 Number: 2585

 

One Bangladeshi hajj pilgrim died in Makkah crane collapse

Dhaka, September 13:

One Bangladeshi hajj pilgrim namely Abul Kashem (Sufi), son of Mohammad Anu Miah, Village-Kanchongonj, Post- West Elahbad, Chandanaish, Chittagong was killed at the incident of toppling over of a huge crane at the Grand Mosque in Makkah in the evening of 11 September 2015 (Innalilahi wa innailahi raajiun). His mortal remains are presently preserved in Al Moaisim mortuary in Makkah.

Another 40 Bangladeshis got injured during the incident. 39 of them were released from the hospitals after primary treatments. Only one person, Nizam Uddin from Chanddnaish of Chittagong, is still under treatment in a hospital in Makkah. 

Officials of Bangladesh Consulate General in Jeddah and Bangladesh Hajj Mission in Makkah are in constant contact with the relatives and concerned Hajj agencies of the victims as well as with concerned Saudi authorities.

Md. Jahirul Islam, Consul (Hajj), Bangladesh Hajj Office, Makkah (mobile number +966(0)504321527) and Md. Altaf Hossain, First Secretary (Labour), Bangladesh Consulate General, Jeddah (mobile number +966(0) 534455716) may be contacted directly for any help or update in this regard.

#

Arafat/Afraz/Mosharraf/Zoynul/2015/2130 hours

Handout                                                                                                                  Number: 2584

 

Foreign Minister condoles loss of lives

in Madhya Pradesh to his counterpart

 

Dhaka, September 13:

            Foreign Minister A H Mahmood Ali condoles deaths at the district of Jhabua in Madhya Pradesh to External Affairs Minister of India Smt. Sushma Swaraj.

            The full text of FM's message is as follows:

"Excellency,

            We are shocked and dismayed to learn about the loss of lives and the casualties due to the devastating explosion at the district of Jhabua in Madhya Pradesh. On behalf of the Government and the people of Bangladesh and on my own behalf, I would like to offer to you and through you to the Government and the people of India our deepest condolences and heartfelt sympathies for this tragic incident. We stand beside you in this trying time.

            We pray for salvation and eternal peace of the departed souls. May their families have the strength to bear this irreparable loss with courage and fortitude."

#

Arafat/Afraz/Mosharraf/Mosharaf/Rezaul/2015/2000 hours

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৮৩

বাজার তদারকি
২৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় শরীয়তপুর, কক্সবাজার, কুড়িগ্রাম, হবিগঞ্জ, রাজশাহী, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় প্রভৃতি অপরাধে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, কক্সবাজারের সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা, কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা, হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ২টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা, নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা এবং চাঁপাইনবাবগঞ্জ সদরে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা  জরিমানা করা হয়।   
#
আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৮২

জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা
ক্রীড়া উন্নয়নে বাজেট বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
জাতীয় ক্রীড়া পরিষদের বর্তমান বাজেট অত্যন্ত অপ্রতুল উল্লেখ করে ক্রীড়া উন্নয়নে বাজেট আরো বৃদ্ধি করার  ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণ খাতে বাজেট বৃদ্ধি করার ওপর মতামত ব্যক্ত করা হয়।

আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় প্রস্তাবিত বার্ষিক বাজেট অনুমোদনকালে এ আলোচনা করা হয়। 

সভায় ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় ক্রীড়া পরিষদের জন্য ১৬৯ কোটি ৭৬ লাখ ৮১ হাজার টাকার বার্ষিক বাজেট অনুমোদন করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে ৫২ কোটি ৫৯ লাখ ৮১ হাজার এবং উন্নয়ন প্রকল্প খাতে ১১৭ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সভায় জানানো হয়, সরকারের ক্রীড়া উন্নয়ন কর্মসূচির আওতায় বর্তমান অর্থবছরে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন খাতে ৫০ কোটি ও প্রশিক্ষণ খাতে ২০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এর সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী সভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ বাদল রায় জাতীয় ক্রীড়া পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সভায় উপস্থাপন করেন।

    সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

#

শফিকুল/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৫/১৮৩৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৫৮১
জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  বৈঠক  আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
 
কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু এবং সফুরা বেগম অংশগ্রহণ করেন। 

 বৈঠকে মামলার জট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয় । এছাড়া ঝঁঢ়ৎবসব ঈড়ঁৎঃ ঔঁফমবং (খবধাব, চবহংরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৫, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০১৫ এবং বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৫ এর ওপর আলোচনা করা হয়। 

    বৈঠকে জানানো হয়, বিচার কাজের আধুনিক প্রযুক্তির ব্যবহার তথা বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে ইতোমধ্যে ঔটঝঞ প্রকল্পের আওতায় পরিচালিত প্রকল্প জেলাসমূহে আদালতের দৈনন্দিন কার্যতালিকা প্রতিদিন অনলাইনে আপগ্রেড করা হচ্ছে। অন্য জেলাগুলোতেও একই পদ্ধতি গ্রহণ করার বিষয়টি বিবেচনাধীন আছে। এর ফলে সহজে ও সুলভে দ্রুত বিচার প্রাপ্তির প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। 

    এসময় আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

#
শিবলী/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৭০২ ঘণ্টা  

 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৮০

একবছরের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করতে হবে
                                                -- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
    সকলকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে একবছরের মধ্যে বাস্তবসম্মত ও যুগোপযোগী ঢাকা স্ট্রাকচার প্ল্যান প্রণয়ন করতে হবে। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কোন সংস্থাকে যেন প্রতিবন্ধকতার মুখোমুখী না হতে হয়। যে কোন পরিকল্পনা বাস্তবসম্মত না হলে জনগণের ভোগান্তি বাড়ে। 
    আজ ঢাকায় রাজউক মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা স্ট্রাকচার প্ল্যানের খসড়ার (২০১৬-২০৩৫) ওপর দু’দিনব্যাপী সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন। 
    এর আগে ১৯৫৯ সালে ৩০ বর্গকিলোমিটার আয়তন নিয়ে ১৯৬০-১৯৮০ সাল মেয়াদি এবং ১৯৯৫ সালে ১৫২৮ বর্গকিলোমিটার আয়তনের ১৯৯৫-২০১৫ মেয়াদি ঢাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়। এবারে ১৬২৪ বর্গকিলোমিটার আয়তন ধরে ২০১৬-২০৩৫ মেয়াদি ঢাকা মহানগরীর পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। 
    পূর্তমন্ত্রী বলেন, রাজউক যেসব আবাসিক এলাকা গড়ে তোলে সেখানে পর্যাপ্ত জলাধার ও উন্মুক্ত স্থান রাখা হয়। পূর্বাচলে প্রায় ৪৮ কিলোমিটার লেক রাখা হয়েছে। পানির স্বাভাবিক প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সে দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বেসরকারি আবাসন গড়ে তোলার সময় জলাধার রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি মন্ত্রী অনুরোধ জানান। 
    তিনি বলেন, ঢাকা শহরের ৫৪টি খালের মধ্যে ঢাকা ওয়াসা ২৬টি খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। খালগুলো উন্মুক্ত রাখা হলে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হয়। ফলে বৃষ্টি হলে এসব খাল দিয়ে পানি নামতে পারে না। এ বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা শুধু সরকারি বা সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। জনগণকেও দায়িত্ব পালন করতে হবে। 
    রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং রাজউকের নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম। 
    দিনব্যাপী সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশবিদ, নাগরিক সমাজের বিশিষ্টজনরা অংশগ্রহণ করছেন।

#

কিবরিয়া/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৫/১৬৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৭৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের 
প্রথমবর্ষ অনার্র্স (বিশেষ) পরীক্ষা ১৯ সেপ্টেম্বর শুরু

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্র্র্স প্রথমবর্ষ (বিশেষ) পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে। এ পরীক্ষায় শুধু অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ৪৭৩টি অনার্স কলেজের ১৭৬টি কেন্দ্রের মাধ্যমে ৩০টি বিষয়ে ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। 
    পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে।
ডিগ্রি (পাস) প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন শুরু

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি (পাস) বিএ, বিএসএস, বিবিএস প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় প্রাইভেট প্রার্থী হিসেবে অংশগ্রহণেচ্ছুদের আবেদন অনলাইনে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত করা যাবে।
    এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁনফ.রহভড়/ফবমৎবব-ঢ়ধংং –এ পাওয়া যাবে।
#

ফয়জুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৭৫৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫৭৮

রেলসম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে
                                                    - ভূমি মন্ত্রী

ঈশ্বরদী, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, রেলসম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি তেলচুরি, লোহাচুরি ও রেলসম্পদ ধ্বংসকারীদের কঠোরভাবে দমন করা হবে বলে হুশিয়ার করে দেন।  
১২ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদী লোকোশেড রেলওয়ে শ্রমিক লীগ অফিস প্রাঙ্গণে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ, ঈশ্বরদী শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন। 
ভূমি মন্ত্রী শরীফ বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে রেলওয়ের ঐতিহ্য-গৌরবকে এরা ধ্বংস করে দিয়েছিল। তিনি আরও বলেন, রেল ইজারা প্রথা বন্ধ হবে। দেশের সম্পদ রেলকে রক্ষা করতে হবে। রেলের উন্নয়ন হলে এর শ্রমিক কর্মচারিদেরও উন্নয়ন হবে। তিনি বলেন, রেল ব্যবস্থাপনা আধুনিকায়ন ও রেলের দুরবস্থা দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, সরকার রেললাইন সম্প্রসারণ, রেল ব্যবস্থার আধুনিকায়ন ও রেল শ্রমিকদের সুসংহতকরণে আন্তরিক। ২০৪১ সালের মধ্যে ইউরোপের গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মান, জাপান এসব দেশের মতো বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি সরকারের এ  রূপকল্প বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি আবু তালেবের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ বক্তব্য রাখেন।
#

রেজুয়ান/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা


 
  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫৭৭ 

ঈদের ৩ দিন আগে ও পরে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে
                                                           - ওবায়দুল কাদের

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :

    আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ঈদের আগে ৩ দিন ও ঈদের পরে ৩ দিনসহ মোট ৭ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
    মন্ত্রী আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ২য় ও ৩য় ধাপের পুনর্বাসন কর্মপরিকল্পনা বিষয়ক একদিনের কর্মশালা উদ্বোধনশেষে একথা জানান।
    মন্ত্রী এ সময় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং ন্যাম ভবন থেকে জাতীয় সংসদ ভবন পর্যন্ত দু’টি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
    কর্মশালায় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌসসহ সেতু বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
#
 
ওয়ালিদ/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা

Todays handout (8).doc Todays handout (8).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon