Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুলাই ২০১৫

তথ্যবিবরণী 13/07/2015

তথ্যবিবরণী                                                   নম্বর : ১৯৬৮

বর্তমান সরকার বিদ্যুৎ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছে
                                      ---মৎস্য প্রতিমন্ত্রী
    
ডুমুরিয়া (খুলনা), ২৯ আষাঢ় (১৩ জুলাই) ঃ

    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ উন্নয়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী তিন বছরের মধ্যে ডুমুরিয়া উপজেলার প্রতিটি পরিবারকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
প্রতিমন্ত্রী আজ ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নের কদমতলা দক্ষিণপাড়া গ্রামে নতুন বিদ্যুৎলাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পল্ল¬ী বিদ্যুৎ সমিতির আওতায় কদমতলা দক্ষিণপাড়া  গ্রামে ২৫ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৫৯৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে ৭৬ টি পরিবারের মধ্যে বিদ্যুৎ প্রদান করা হয়।

    প্রতিমন্ত্রী বলেন, সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ মুহুর্তে দেশে বিদ্যুতের ঘাটতি নেই। তিনি আরো বলেন, দেশে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে । ইতোমধ্যে বাংলাদেশ নি¤œ মধ্যমআয়ের দেশে পরিণত হয়েছে, ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
    
শোভনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা পল¬øী বিদ্যুৎ সমিতির সহসভাপতি শেখ আবুল কালাম মহিউদ্দিন এবং ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শৈলেন্দনাথ পাল বক্তৃতা করেন ।
#

সুলতান/মিজান/রফিকুল/আব্বাস/২০১৫/২১৫৭ ঘণ্টা

 

Handout                                                                          Number : 1967

 

Major General Humayun Kabir

new High Commissioner to Kenya

 

Dhaka, 13 July:

 

          The Government has decided to appoint Major General Abul Kalam Mohammad Humayun Kabir as the next High Commissioner
to Kenya.

          Major General Abul Kalam Mohammad Humayun Kabir joined Bangladesh Army on 21 December 1980. In his long illustrated career, he had served as the Chairman of Sena Kalyan Sangstha, Military Secretary to the President, Vice Chancellor of Bangladesh University of Professionals, Chief of Doctrine at Army Training and Doctrine Command, General Staff Officer First Grade and also as the Chief of Operations of BANBAT 1, UN Mission in the Mozambique. He has immense fascination for reading, doing research and playing golf.

          Major General Abul Kalam Mohammad Humayun Kabir is married and blessed with two children.

#

Arafat/Mizan/Zasim/Abbas/2015/1801 Hours

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও জেলা কার্যালয় ঢাকা, খুলনা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, সিলেট, মৌলভীবাজার ও মুন্সিগঞ্জে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫১টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর ধানম-ি এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে আম্বালা ইনকে ৬০ হাজার টাকা ও পিজা হাটকে ৫০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে কেএফসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোহাম্মদপুর এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে হোটেল গ্রীন এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকাসহ অন্যান্য অপরাধে আরো ৩টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি প্রভৃতি অপরাধে খুলনা সদরে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা, যশোর সদরে ৭টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার ৫শ’ টাকা, রাজশাহীর তানোর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, নীলফামারীর জলঢাকা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, কুড়িগ্রাম সদরে ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা, সিলেট সদরে ৩টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৯টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।  
#

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৬৬

জাতীয় সংসদভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই) :
    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকাল ৮ টায় বাংলাদেশ জাতীয় সংসদভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন।
#
মঞ্জুর/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                         নম্বর : ১৯৬৪ 
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
    সিয়াম সাধনার মাস রমজান-এর এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এই রাতে মানবজাতির পথনির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখশান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়।
    পবিত্র এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্যলাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফিরাত।
    এই পবিত্র রজনিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করছি।
                          জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                          বাংলাদেশ চিরজীবী  হোক।”


#

নুরএলাহি/শাহআলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩৩০ ঘণ্টা   

 

 


 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                         নম্বর : ১৯৬৩
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই) : 

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “মহিমান্বিত রজনি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
    ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনি। পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়। তাই মুসলিম উম্মাহ’র নিকট শবেকদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক। আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এই রাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্যলাভের জন্য সারারাত ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত আমাদের ওপর বর্ষিত হোক। লাইলাতুল কদরের পবিত্রতা ও তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে পড়–ক-এ কামনা করি।  
    লাইলাতুল কদর জাতির অব্যাহত কল্যাণ ও সমৃদ্ধিসহ সকলের জীবনকে শান্তিময় ও পরিপূর্ণ করুক-এই প্রার্থনা করি। 
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”


#

আজাদ/শাহআলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩৩০ ঘণ্টা 

 


 তথ্যবিবরণী                                                                                                                                                                                                                         নম্বর : ১৯৬২

অত্যাধুনিক জাহাজ ‘মধুমতি’র আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল 

ঢাকা, ২৯ আষাঢ় (১৩ জুলাই) :


    ঢাকা-বরিশাল নৌপথে স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক যাত্রী পরিবহণে আসছে অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (১৪ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এমভি মধুমতি উদ্বোধন করার সম্মতি প্রদান করেছেন। প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বিলাসবহুল এ জাহাজের যাত্রী ধারণক্ষমতা ৭৫০ জন।  
    এটি নির্মাণে ব্যয় হয়েছে ২৬ কোটি ৫৯ লাখ টাকা। দ্বিতলবিশিষ্ট জাহাজের দৈর্ঘ্য ৭৫.৫০ মিটার এবং প্রস্থ ১২.৫০ মিটার। জাহাজে ভিআইপি ফ্যামিলি স্যুট ৪টি (গোলাপ, শাপলা, টিউলিপ ও পদ্ম) প্রথমশ্রেণির সিঙ্গেল ফ্যামিলি স্যুট (ডাবল বেডের কাপড়) ১৮টি, প্রথমশ্রেণির সিঙ্গেল কেবিন ৪টি, প্রথমশ্রেণির ডাবল কেবিন ৩৪টি এবং দ্বিতীয়শ্রেণির চেয়ার সিট ৪২টি। ডেকে প্রায় সাড়ে পাঁচশত যাত্রীর জায়গা হবে। 
    বাংলাদেশের একটি বেসরকারি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে। 


#

জাহাঙ্গীর/শাহআলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১২৩০ ঘণ্টা  

Todays handout (6).doc Todays handout (6).doc