Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ০৮/১০/১৫

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৯২৫

কৃষি মন্ত্রণালয়ের সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :

    কৃষি মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর উপস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ দপ্তরপ্রধানদের সাথে পৃথক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। 

চুক্তিস¦াক্ষর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, সরকারের রূপকল্প যথাযথভাবে বাস্তবায়নের স্বার্থে এদেশের প্রতিষ্ঠানসমূহের জন্য সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় সরকারি  কর্মচারীদের দক্ষতা, দায়বদ্ধতা বৃদ্ধির মাধ্যমে অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। 

তিনি আরো বলেন, কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সরকারি কার্যক্রম সম্পাদনে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা এবং সমন্বয় গড়ে উঠবে। এর ফলে সরকারের নতুন চ্যালেঞ্জ তথা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কৃষি মন্ত্রণালয় যোগ্য অংশীদারীত্বের প্রমাণ দিতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

#

বিবেকানন্দ/মিজান/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৫/২১৫০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯২৪

বিদেশি জাহাজে কর্মরত বাংলাদেশি অফিসার ও নাবিকদের বিষয়ে সেমিনার

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :
গতকাল গাজীপুরের পূবাইলে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমিতে (আই এম এ) বিদেশি জাহাজে কর্মরত বাংলাদেশি অফিসার ও নাবিকদের জন্য এক  সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ৬০ জন  অফিসার অংশ নেয়।
সেমিনারে জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের কয়েকজন জাহাজশিল্প সংশ্লিষ্ট নাগরিকও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জাপানের ইউনিক্স লাইন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কোজি ইয়ামাদা (কঙঔও ণঅগঅউঅ), দক্ষিণ কোরিয়ার সিউংহা টিএমএস’র মেরিন ডিরেক্টর  শিন (ঝঐওঘ), কিম গুয়াংসিওক (কওগ এডঅঘএঝঊঙক), কিম জিনইয়ং (কওগ ঔওঘণঙঘএ) এবং সিঙ্গাপুরের মোহসাইন বিন আসমুনি (গঙঐঝঅওঘ ইওঘ অঝগটঘও)। 
নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সচিবের সাথে আলোচনায় বিদেশি নাগরিকগণ জানান, বাংলাদেশে  তাঁরা সম্পূর্ণ নিরাপদবোধ করছেন। তাঁরা ভবিষ্যতে বাংলাদেশ  থেকে আরো বেশি সংখ্যক কর্মকর্তা নিয়োগের আশ্বাস দেন। 
#
জাহাঙ্গীর/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১১৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৯২৩
তথ্য মন্ত্রণালয়ের সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :
    তথ্য মন্ত্রণালয়  তাঁর অধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা জোরদার করতে সরকার প্রবর্তিত সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় এ চুক্তি স্বাক্ষরিত হলো। 
    আজ বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিতিতে তথ্যসচিব মরতুজা আহমদ দপ্তরপ্রধানদের সাথে পৃথক পৃথক চুক্তিস্বাক্ষর করেন। এর আগে মন্ত্রণালয়ের পক্ষে তথ্যসচিব মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছিলেন। তারই ধারাবাহিকতায়  পরবর্তী ধাপ হিসেবে এ চুক্তিস্বাক্ষর হলো। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ চুক্তি স্বাক্ষরকে মন্ত্রণালয়ের অগ্রযাত্রায় নতুন যুগের সূচনা হিসেবে অভিহিত করে বলেন, এর মাধ্যমে প্রত্যেক সংস্থার দক্ষতা, জনমুখিতা ও জবাবদিহিতা মূল্যায়িত হবে। তিনি প্রত্যেক সংস্থাকে চুক্তির শতভাগ পূরণের জন্য সচেষ্ট হবার তাগিদ দেন।
    মন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জনগণ সরকারের সার্বিক ছবি দেখে। সকল মন্ত্রণালয়ের কাজ জনগণের সামনে তুলে ধরার সুবিশাল দায়িত্ব পালনে মন্ত্রণালয়ের প্রত্যেকের যতœবান হওয়া আবশ্যক। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা, তথ্যপ্রযুক্তির বিকাশ এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে মুক্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশিত পথে দৃঢ়তার সঙ্গে আত্মনিয়োগ করতে হবে।
    তথ্যসচিব মরতুজা আহমদ তাঁর বক্তব্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পটভূমি বর্ণনা করে বলেন, সরকারি সংস্থাগুলোর কার্যক্রমকে পদ্ধতিনির্ভর থেকে ফলাফলনির্ভর করে তোলার জন্যই এ উদ্যোগ। সুশাসন ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে এ চুক্তি অত্যন্ত কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন। 
    অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রধানগণ এবং প্রেস কাউন্সিলের সচিব অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ বেতার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রধানগণ শীঘ্রই কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করবেন।
#
আকরাম/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা     
 

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৯২২

ভূমি মন্ত্রণালয়ের সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :

বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিস¦াক্ষর অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রধান অতিথি এবং মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সরকারের কর্মকা- গতিশীল ও জনগণের কল্যাণমূলক কাজ আরো সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এ চুক্তি স¦াক্ষরিত হলো। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. এম এ রব হাওলাদার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল এবং মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর প্রধানদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ভূমিমন্ত্রী বলেন, গণমানুষের ভোগান্তি দূর করে সেবাকে মানুষের দ্বারে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সুসমন্বিত, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কর্মপরিকল্পনার মাধ্যমে এগোতে হবে। মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সে¦চ্ছায় সরকারের উন্নয়নমূলক কাজে অংশ নেয়ার আহ্বান জানান।

#

রেজুয়ান/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/২০৪০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ২৯২১
মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাবীরাই ভর্তির সুযোগ পেয়েছে
                                                  -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারকে বিব্র্রত করার জন্যই ভিত্তিহীন দাবি নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের আন্দোলন করা হচ্ছে। তিনি বলেন, পরিসংখ্যান বলছে সবচাইতে মেধাবী ছাত্রছাত্রীরাই সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তাদের অনেকেই কৃষক বা স্কুল শিক্ষকের সন্তান। কেউ পিতৃহীন, ঢাকায় মেসে থেকে পড়াশুনা করেছে। এরা অধিকাংশই দেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে আসা। যারা আন্দোলন করছে তারা দেশের দরিদ্র ও মেধাবীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পরীক্ষা ভালো না দিয়ে পাশ করার সুযোগ নেই। অকৃতকার্য ছাত্রছাত্রীদের কথা শোনারও সুযোগ নেই। 
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে দেশের সকল সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতাল পরিচালকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। 
মোহাম্মদ নাসিম বলেন, রাজপথে আন্দোলন করে কোনো অযৌক্তিক দাবি আদায় করা যায় না। বর্তমান সরকার নির্বাচিত সরকার। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। যুক্তির বাইরে কখনো যাওয়া যাবে না। 
তিনি বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও সরবরাহ প্রক্রিয়ার কোনো ত্রুটি আছে কিনা তা দেখতে আমি নিজে স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছি। প্রক্রিয়ার প্রতিটি বিষয় সম্পর্কে আমি ধারণা নিয়েছি। এ প্রক্রিয়ায় কোনোভাবে একটি প্রশ্নপত্রও বাইরে যাবার সুয়োগ নেই। পরীক্ষায় দায়িত্ব পালনকারী মন্ত্রণালয়ের কর্মকর্তা, কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, এমনকি প্রশ্নের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসন থেকে এ যাবৎ কোনো অভিযোগ কখনোই ওঠেনি। 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষার দিন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে অবস্থানরত কয়েক শত অভিভাবক এবং সাংবাদিকদের সাথে প্রায় একঘণ্টা কথা বলেছি। তখনো কেউ প্রশ্ন ফাঁসের বিষয়ে আমার কাছে ন্যূনতম কোনো অভিযোগ করেনি। সর্বোচ্চ কঠোরতা ও নিñিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শতভাগ সুুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কোনো শিক্ষক বা শিক্ষার্থী যাতে কোনোভাবেই ক্লাস ব্যাহত করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের পরিচালকদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন,  সরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রায় শেষ হয়ে গেছে, বেসরকারি মেডিকেলে ভর্তির প্রক্রিয়াও শুরুর পথে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ভাগ্য অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া উচিত হবে না। কোনো অজুহাত দেখিয়ে স্বার্থান্বেষী মহলের প্ররোচণায় মেডিকেলের ক্লাস ব্যাহত হতে দেবেন না। সরকার সব রকম সহযোগিতা করবে। কিন্তু কারো গাফিলতি সহ্য করা হবে না।  
    সভায় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য হাজি মো. সেলিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ দেশের সকল সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকরা বক্তব্য রাখেন।
#
পরীক্ষিৎ/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯২০
বাজার তদারকি
২৩ প্রতিষ্ঠানকে এক লাখ ৬ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ঢাকা, গাজীপুর, ঠাকুরগাঁও ও নোয়াখালীতে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৩টি প্রতিষ্ঠানকে এক লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর ধানম-ি এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে চট্টলা ফার্মেসি এন্ড ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ফ্রাংকিস ফাস্ট  ফুডকে ৫ হাজার টাকা, গুড ফুডকে ৫ হাজার টাকা, টেক আউট স্টোরকে ৫ হাজার টাকা এবং পরিমাপে কারচুপির অপরাধে মায়ের দোয়া স্টোরকে এক হাজার টাকা ও জালালের ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে গাজীপুরের পোড়াবাড়ী, হোতাপাড়া ও মাস্টারবাড়ি এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা, ঠাকুরগাঁও সদর উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫’শ টাকা এবং নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
#
মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯২৫ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৯১৯

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :

         জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি  এ বি এম ফজলে করিম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
  
কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, মো. মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান এবং ইয়াসিন আলী বৈঠকে অংশগ্রহণ করেন। 

        বৈঠকে সংসদীয় দলের চীন সফরের ওপর রিপোর্ট পেশ এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ক্রয় পদ্ধতি ও বর্তমান সংসদের সময়ে বিসিকসহ যে সকল প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

        কমিটি উত্তরবঙ্গের মানুষের ট্রেন সেবা ত্বরান্বিত করতে ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং গতি বাড়াতে সুপারিশ করে। এছাড়া, বিভিন্ন রেলস্টেশন পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ এবং রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্যিক ভবন নির্মাণের সুপারিশ করে। 

কমিটি খুলনায় রেলওয়ের নিয়ন্ত্রণাধীন জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং খুলনা অঞ্চলে ট্রেনের টিকিট সংখ্যা বৃদ্ধি করতে সুপারিশ করে।

    মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

সাব্বির/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৯১৮

অনূর্ধ্ব-১৪ দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে অনূর্ধ্ব-১৪ দাবা (বালক) প্রতিযোগিতা আজ ঢাকায় শুরু হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বাংলাদেশ দাবা ফেডারেশন হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

    শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন ।

#

শফিকুল/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৭৪০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৯১৭

স্পিকার দেশে ফিরেছেন

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আজ ঢাকা ফিরেছেন। 

সফরকালে স্পিকার যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে সাসটেইনেবল  ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) সামিটের ‘‘ট্যাকলিং ইনইকুয়ালিটি, এমপাওয়ারিং ওমেন এন্ড গার্লস এন্ড লিভিং নো ওয়ান বিহাইন্ড-ঞধপশষরহম রহবয়ঁধষরঃু, বসঢ়ড়বিৎরহম ড়িসবহ ধহফ মরৎষং ধহফ ষবধারহম হড় ড়হব নবযরহফ’’ শীর্ষক ইন্টারেকটিভ ডায়লগে প্যানেল স্পিকার হিসেবে বক্তৃতা করেন। এছাড়া, স্পিকার জাতিসংঘের অন্যান্য সেশনগুলোতে অংশগ্রহণ করেন। 

যুক্তরাষ্ট্র সফর শেষে স্পিকার যুক্তরাজ্যের লন্ডনে সিপিএ নির্বাহী কমিটি এবং  জেনারেল এসেম্বলি মিটিংয়ে অংশগ্রহণ করেন। যুক্তরাজ্য সফরকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ স্পিকারের সফরসঙ্গী ছিলেন।

#

নুরুল/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯১৬

পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকার পোস্তগোলায় সরকারি আধুনিক ময়দা মিলের উদ্বোধন করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মিল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের উদ্বোধন করেন। 
    ১৯৫২ সালে রাজধানীর পোস্তগোলায় ময়দার মিলটি স্থাপন করা হয়েছিল। নব্বইয়ের দশকে মিলটি অকার্যকর হয়ে যায়। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের আমলে মিলটি আধুনিকায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
    পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১২ সালে মিল আধুনিকায়ন প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটির অনুমোদিত ব্যয় ১৩৪ দশমিক ৭৪ কোটি টাকা। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে। 
    সুইজারল্যান্ড থেকে আমদানিকৃত প্রযুক্তির স্বয়ংক্রিয় মিলটি চালু হলে প্রতিদিন ২০০ মেট্রিক টন আটা ও ময়দা উৎপাদিত হবে, যা প্রতিযোগিতামূলক বাজারে আটা ও ময়দার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। আটা ও ময়দা মিলের পাশাপাশি ১০ হাজার টন গম ধারণক্ষমতার একটি স্টিল সাইলো নির্মাণ করা হয়েছে।
#
সুমন মেহেদী/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯১৫ 

সংস্কৃতিমন্ত্রী যুক্তরাজ্য ও জার্মানি সফরে যাচ্ছেন 

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :
    যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠেয় ‘তৃতীয় বঙ্গবন্ধু বইমেলা’ এবং জার্মানিতে অনুষ্ঠেয় ‘ফ্রাঙ্কফুট বইমেলা’তে যোগদানের জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দেশ দুটি সফরে যাচ্ছেন। তিনি ৯-১৯ অক্টোবর ২০১৫ সময়ে দেশ দু’টি সফরে থাকবেন।
    যুক্তরাজ্যস্থ ‘ঊঁৎড়ঢ়বধহ ঈড়ষষবমব ড়ভ খধ’ি ২০১৩ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর প্রকাশিত গ্রন্থাবলী ও অন্যান্য প্রকাশনার একক বইমেলার আয়োজন করে আসছে। এর ধারাবাহিকতায় এ বছরের অক্টোবর মাসের ১১ ও ১৩ তারিখ অক্সফোর্ড হাউজ, বেথনালগ্রিন, লন্ডনে ‘তৃতীয় বঙ্গবন্ধু বইমেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের বইমেলায় ব্রিটেনের শিক্ষাবিদ, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রবাসী বাঙালি বিশেষ করে তরুণ প্রজন্ম সম্পৃক্ত থাকবেন।
    অন্যদিকে ১৪-১৮ অক্টোবর ২০১৫ পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বইমেলা ‘ফ্র্াঙ্কফুট বইমেলা’। এবারই প্রথম বাংলাদেশ নামে এ মেলায় একটি স্টল থাকবে। এ স্টলটি পরিচালনার দায়িত্ব পালন করবে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। এ বইমেলায় বাংলাদেশ স্টলের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী।
    সফর শেষে তিনি ১৯ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
 
কুতুবুদ-দ্বীন/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯১৪

বাউবি’র এইচএসসি পরীক্ষা ৯ অক্টোবর থেকে শুরু 

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :

    বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০১৪, শুক্রবার ৯ অক্টোবর থেকে শুরু হবে। এইচএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে সর্বমোট ১ লাখ ৭২ হাজার ৮ শত ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। ১ম বর্ষে ৯১ হাজার ৩ শত ২৮ জন এবং ২য় বর্ষে ৮১ হাজার ৪ শত ৭৭ জন অংশ নিচ্ছে। 
    সারাদেশে ৩৮২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর শনিবার এ পরীক্ষা শেষ হবে।
#

কাসেম/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা 

Handout                                                                                                                    Number : 2912

Maritime ports have been advised to hoist local cautionary signal no. three

Dhaka, 8 October :

            A low pressure has formed over Northwest Bay and adjoining area. Under its influence deep convection is taking place over North Bay. Squally weahter may affect North Bay, adjoining coastal area of Bangladesh and the Maritime Ports.

            Maritime ports Of Chittagong, Cox’s Bazar, Mongla and Payra have been advised to hoist local cautionary signal no.three (R) three.

            All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice.

#

 

Handout                                                                                                                     Number : 2913

Heavy to very heavy rainfall is likely to occur

Dhaka, 8 October :

                       Under the influence of the low pressure area over North Bay and adjoining area, heavy to  very heavy rainfall is likely to occur at places over Barisal and Chittagong divisions during next 24 hrs commencing 9 AM today of 8 October 2015.

            Due to very heavy rainfall landslide may occur at places over the hilly regions of Chittagong division. 

#

Rahman/Shukla/Mizan/Asma/2015/1520 hours  

 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৯১১

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :
    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এ মন্ত্রণালয় ও অধীনস্থ ১৭টি দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের জন্য ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ স্বাক্ষর হয়েছে। মন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তিতে তার প্রতিনিধি হিসেবে মন্ত্রণালয়ের পক্ষে ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ এবং দপ্তর ও সংস্থার পক্ষে এর প্রধানগণ স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীশ কুমার সরকার, নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক একরাম আহমেদ, গ্রন্থাগার ও আর্কাইভস্ অধিদপ্তরের পরিচালক ওদুদুল বারী চৌধুরী, বাংলা একাডেমির সচিব মো. আনোয়ার হোসেন, লোক ও কারুশিল্প ফাউ-েশনের পরিচালক রবীন্দ্র গোপসহ অন্যান্য দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। 
    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, আজ এ মন্ত্রণালয়ের সাথে এর দপ্তর বা সংস্থাসমূহের যে বার্ষিক কর্মসম্পদন চুক্তি স্বাক্ষরিত হলো তা একটি তাৎপর্যময় ঘটনা। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়নে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও দক্ষতা বাড়াতেও এ চুক্তি সাহায্য করবে। ফলে মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পরিপূর্ণভাবে অর্জিত হবে এবং প্রদেয় সেবার মান বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন। 
    মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সব সূচকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দিন বদলের সনদ অনুযায়ী বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। এ উন্নয়নের যাত্রাকে আরো বেগবান করার লক্ষ্যে সরকার কর্তৃক কাজের ক্ষেত্রে কিছু লক্ষ্যমাত্রা ও কৌশল নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বার্ষিক কর্মসম্পদন চুক্তির প্রবর্তন করা হয়েছে। এটি সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে একটি অঙ্গীকার, যার মাধ্যমে তারা সততা, দায়িত্বশীলতা, সৃজনশীলতা ও শ্রমের বিনিময়ে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 
    উল্লেখ্য, সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও গতিশীলতা আনয়নের জন্য সরকার বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রবর্তন করেছে। মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম পদ্ধতি নির্ভর থেকে ফলাফল নির্ভর করা এ চুক্তির উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও একই সঙ্গে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও এ চুক্তির অন্যতম লক্ষ্য। 
#
কুতুবুদ-দ্বীন/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫০৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২৯১০

১০ অক্টোবর মীনা দিবস উদ্যাপন করা হবে

ঢাকা, ২৩ আশ্বিন (৮ অক্টোবর) :
    বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে উদ্যাপিত হবে ‘মীনা দিবস’। দেশে বিদ্যমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্যবিবাহ, পরিবারে অসম খাদ্য বন্টন, শিশুশ্রম রোধ ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা ও কার্যকরী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে ‘মীনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘কন্যাশিশু বিয়ে দিয়ে করো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল’।
    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ১০ অক্টোবর শনিবার আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনের লেভেল-২ এ মীনা দিবসের অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণাশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের সচিব মেছবা উল আলম এবং ইউনিসেফের বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিনিধি এডওয়ার্ড বেগবিদার। 
    দ্বিতীয় পর্বে মীনা কার্টুন প্রদর্শনী ছাড়াও মীনা বিষয়ক আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্য ও সংগীত শিল্পী মমতাজ বেগম, তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও সালমা খাতুন। 
    তৃতীয় পর্বে উপস্থিত শিশুদের অংশগ্রহণে মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রয়েছে পাপেট ও মাপেট শো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 
    অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর। 
    জনপ্রিয় কার্টুন ‘মীনা’ নামের বালিকা চরিত্রটি মেয়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার। ১৯৯১ সালে একজন ১০ বছর বয়সী বালিকা হিসেবে মীনা চরিত্রের সৃষ্টি। সমাজের কুসংস্কার, ধর্মান্ধতা, বিভেদ ও বৈষম্য দূর করে সমৃদ্ধ জাতি গঠনের বার্তাসমূহ বিনোদনমূলক কার্টুন চরিত্র মীনার মাধ্যমে উপস্থাপন করা হয়। মীনা চরিত্রটি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল তথা দক্ষিণ এশিয়ার মেয়ে শিশুদের প্রতিনিধিত্বকারী একটি বালিকা চরিত্র। ইতোমধ্যে অনেক বিষয়ে মীনা কার্টুন পর্ব ও মীনা বই তৈরি করা হয়েছে। 
        প্রতি বছরের মতো এ বছরও মীনা দিবস উদ্যাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি, মীনা বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।   
#
রবীন্দ্রনাথ/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 

 

Handout                                                                                                                    Number : 2909

 

First meeting of the Special Political and

Decolonization Committee of the UN was held on 7 October

New York, 8 October :

            First meeting of the Special Political and Decolonization Committee of the UN during the 70th session of the General Assembly was held on 7 October at the UN.

            Bangladesh along with other UN members and observers attended the meeting.

            The Committee is also known as the Fourth Committee. It is one of the six main committees of the UN that act as facilitators to the Assembly to harmonize the various approaches of the member states raised during the general debate and prepare draft resolutions and decisions for consideration at the plenary meeting of the Assembly.

            The Fourth Committee oversees a variety of subjects including decolonization, Palestinian refugees and human rights, peacekeeping, mine action, outer space, public information, atomic radiation and University of Peace.

            The meeting has decided to complete its work by 17 November 2015. During the period,  it would convene 27 meetings to consider the issues on its agenda.

            During the meetings, the member countries would deliver statements and participate in interactive dialogue and general debate and take action on proposals on decolonization items, assistance in mine action, University of Peace, International Cooperation in the peaceful uses of outer space, comprehensive review of the whole question of peacekeeping operations in all their aspects, effects of atomic radiation, comprehensive review of special political missions, UN Relief and Works Agency for Palestine Refugees in the Near East, report of the Special Committee to Investigate Israeli Practices Affecting the Human Rights of the Palestinian People and other Arabs of the occupied territories and revitalization of the work of the General Assembly.

            The Committee would also adopt a provisional agenda item for the Committee’s next session in 2016.

#

 

Shukla/Mizan/Asma/2015/1200 hours 

Todays handout (10).doc Todays handout (10).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon