Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 11/3/2019

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৯৭১ 
 
কৃষিমন্ত্রীর শ্বশুরের মৃত্যুতে কৃষি সচিবের শোক
 
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) : 
 
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের শ্বশুর মোহাম্মদ শামসুদ্দিন (সাবেক যুগ্মসচিব) এর মৃত্যুতে কৃষিসচিব মোঃ নাসিরুজ্জামান গভীর শোকপ্রকাশ করেছেন।
 
এক শোকবার্তায় সচিব বলেন, মোহাম্মদ শামসুদ্দিন কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬৩ সালে ঢাকা মহকুমার (দক্ষিণ) এর এসডিও পদে এবং ১৯৭৩-৭৪ সালে বৃহত্তর বরিশাল জেলার জেলা প্রশাসক ছিলেন।  
 
সচিব মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
 
এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা মরহুমের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
 
#
গিয়াস/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/২৩১০ ঘন্টা 
 
তথ্যবিবরণী                                                                            নম্বর :   ৯৭০
 
পায়রা বন্দর অর্থনৈতিক শান্তি দেবে 
---নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) : 
 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,  পায়রা বন্দর অর্থনৈতিক শান্তি দেবে। মাস্টার প্ল্যান চূড়ান্ত করার আগে বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক, পরিবেশগত এবং ভূ-রূপকীয় বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। সেক্ষেত্রে সমীক্ষা রিপোর্ট ও অংশীজনদের মতামত গুরুত্ব  বহন করবে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর অংশীজনরা তাদের সুচিন্তিত মতামত দিয়ে  পায়রা বন্দরের মাস্টার প্ল্যান তৈরিতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে পায়রা বন্দরের মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক অংশীজনদের এক কর্মশালায় এসব কথা বলেন। পায়রা বন্দর কর্তৃপক্ষ, বুয়েটের বিআরটিসি এবং নেদারল্যান্ডসের রয়েল Royal HaskoningDHV যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
 
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পায়রা বন্দরের উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলগত পরিকল্পনা ও ডিটেইল মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। নেদারল্যান্ডসের Royal HaskoningDHV সহ বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয়ের (বুয়েট)  গবেষণা, পরীক্ষা এবং পরামর্শক ব্যুরো (বিআরটিসি) পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।  তিনি বলেন, মাস্টার প্ল্যান প্রণীত হলে বন্দরের অধিগ্রহণের জন্য নির্ধারিত প্রায় ৬৫০০ একর জমিতে টপোগ্রাফি ও অন্যান্য সার্ভের মাধ্যমে ল্যান্ডইউজ প্ল্যানসহ টার্মিনাল ও সকল স্থাপনার অবস্থান মাস্টারপ্ল্যানে চিহ্নিত হবে। ফলে পায়রা বন্দরের উন্নয়নের জন্য গৃহীত মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাসমূহ  মাস্টার প্ল্যান রিপোর্টের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত, বুয়েটে’র অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, Royal HaskoningDHV এর ডাইরেক্টর এরিক স্মিথ এবং পায়রা বন্দরের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম। 
#
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/২২২৩ ঘন্টা 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৬৯
 
সংখ্যালঘু কমিশন গঠনের দাবি পূরণ হবে
                            --- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) :
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপনের আশ্বাস দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এটি কেবল সময়ের ব্যাপার। এ দাবি পূরণ হবেই। 
গতকাল (রোববার) ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে মুক্তিযুদ্ধের চেতনা : সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে কিন্তু সংখ্যালঘু কমিশন গঠনের দাবি ওঠেনি। পঁচাত্তরের পর দীর্ঘ সময় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হওয়ায় তাদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ থেকে এ দাবি উঠেছে। তিনি বলেন, দীর্ঘ একুশটি বছর তারা বিচার পাওয়ার জন্য বিচার বিভাগের কাছেও যেতে পারেনি। তবে আমাদের এখন অনেক উন্নয়ন হয়েছে। মানবাধিকারের ক্ষেত্রে উন্নয়নের জন্যও এ কমিশন গঠনের দাবি উঠেছে। আদালতে বিচারাধীন সংখ্যালঘুদের মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে জন্য প্রোসিকিউশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলবেন বলেও তিনি জানান। 
পরে সাংবদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ অধিবেশনে বৈষম্য বিরোধী আইন উপস্থাপনের লক্ষ্যে আইন মন্ত্রণালয় কাজ করছে। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচার সংক্রান্ত আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, আইনটি খুব শিগগিরই মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপন করা হবে।
বিচারপতি শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক মুনতাসীর মামুন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির বক্তৃতা করেন।
#
 
রেজাউল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৬৮

১২ মে’র মধ্যে সব টিভির সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে
                       ---তথ্যমন্ত্রী
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) :
বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল আগামী ১২ মে’র মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অভ্ টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদেরকে এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের এক বছর পূর্তি হবে। ১২ মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ টেলিভিশনগুলোকে তিন মাস বিনামূল্যে সেবা দেবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘১২ মে নাগাদ বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি সকল টিভি’র ডাটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে গাজীপুরে সজীব ওয়াজেদ ভূ-উপগ্রহ কেন্দ্রে নিয়ে যাবে, সেখান থেকে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক করবে, সেজন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে টেলিভিশনগুলো কী দরে স্যাটেলাইট ব্যবহার করবে তা নির্ধারণ করবে এবং বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি বিটিভি’র মাধ্যমে কেব্ল অপারেটরদের প্রয়োজনীয় সংখ্যক ‘এল এন বি (লো নয়েজ ব্লক)’ যন্ত্র সরবরাহ করবে বলেও জানান তথ্যমন্ত্রী।
একই সাথে তথ্যমন্ত্রী জানান, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী কেব্ল অপারেটরদের বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ক্রমানুসারে প্রথম দিকে রাখার কথা। আজকেও পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সব কেব্ল অপারেটরদের স্মরণ করিয়ে দেবো যে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোকে তারা প্রথমে রাখবে। প্রথমে সরকারি চ্যানেল, এরপর সম্প্রচারের তারিখ অনুযায়ী বেসরকারি চ্যানেলগুলো থাকবে, পরে বিদেশি চ্যানেলগুলো থাকবে।’
বিদেশি টিভিতে বিজ্ঞাপন প্রচারের বিষয়ে বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দ-নীয় অপরাধ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে কেব্ল অপারেটরদের স্মরণ করিয়েছি। আবার নোটিশ জারি করব। ১ এপ্রিলের পর থেকে কেউ যদি এই আইন ভঙ্গ করে, সরকারের এ নির্দেশনা পালন না করে, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থায় যাব।’
অ্যাটকোর জ্যেষ্ঠ সহ-সভাপতি ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু তথ্যমন্ত্রীর বক্তব্যের সাথে একত্মতা প্রকাশ করে বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলইটে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সম্মিলিতভাবে একটি বা দু’টি বান্ডিলে অথবা একই বান্ডিলে পে-চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। কেব্ল অপারেটররা যে সাবস্ক্রিপশন দর্শকদের কাছ থেকে নেয় তার অত্যন্ত যৌক্তিক একটা অংশ আমরা আমাদেরকে দেওয়ার জন্য আবেদন করব।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্যসচিব আবদুল মালেক, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদহসহ অ্যাটকোর সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/ ঘণ্টা

Handout                                                                                                             Number : 967

 

Foreign Minister condoles airplane crash in Ethiopia

 

Dhaka, 11 March:

 

Foreign Minister Dr. A K Abdul Momen has expressed his heartfelt condolence and deepest grief to the bereaved families of the incident of the airplane crash in Ethiopia that has caused death of 157 people from different countries including Ethiopia.

 

In his message, Dr. A K Abdul Momen prayed for the salvation of the departed souls.

 

Foreign Minister also conveyed his condolence to the other nations, whose nationals were also killed during the crash along with the Ethiopian people.

 

 

 #

Tohidul/Mahmud/Sanjib/Abbas/2019/1854 Hours

Handout                                                                                                           Number : 966

South Korean Ambassador calls on Shahriar Alam

Dhaka , 11 March :

            South Korea has turned out to be an important development partner of Bangladesh and Bangladesh seeks expansion of scope of activities of Korean Economic Development Cooperation Fund (EDCF). This was stated by State Minister Md. Shahriar Alam while he met Ambassador of South Korea Hu Kang Ilat at his office today.

            South Korean Ambassador highly praised the technical skill of young professionals in Bangladesh who are presently working in assembly plant and research centre of South Korea’s electronic giant Samsung.

            Md. Shahriar Alam recalled the pioneering role of South Korean companies to develop textile and garments industries in Bangladesh. He said, Korean success in transforming South Korea within a generation has inspired Bangladesh to steer the nation on a development path. Ambassador Hu Kang Ilat praised rapid industrialization and development of Bangladesh under the able leadership of Prime Minister Sheikh Hasina, which gives a bright future of Bangladesh.

            Ambassador expressed confidence that Bangladesh will graduate from LDC by 2024. While mentioning Employment Permit System (EPS) of South Korea as a model in recruitment of foreign workers, Shahriar Alam requested Ambassador to increase the intake of Bangladesh nationals for recruitment under EPS.

#

Tohidul/Mahmud/Sanjib/Joynul/2019/1830hours

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৬৫
 
সেশেলসে কর্মী প্রেরণ 
বাংলাদেশ ও সেশেলস প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) :
আজ ঢাকায় ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সেশেলসে জনশক্তি প্রেরণের বিষয়ে বাংলাদেশ ও সেশেলস প্রতিনিধিদলের এক সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সুষ্ঠু, নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল প্রক্রিয়ায় কর্মী প্রেরণ এবং সেশেলস-এর সকল খাতে বাংলাদেশের কর্মীদের নিরাপদ কর্মসংস্থানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কর্মী প্রেরণের বিষয়ে কাঠামোগত ব্যবস্থাপনার আওতায় একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। প্রতিনিধিগণ আশা প্রকাশ করে বলেন, সেশেলস-এ বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হলে দুই দেশই লাভবান হবে। 
আলোচনার এক পর্যায়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ সভায় উপস্থিত হয়ে নিরাপদ ও নিয়মতান্ত্রিক শ্রম অভিবাসনের প্রয়োজনে করণীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে বলে সেশেলস প্রতিনিধিদের অবহিত করেন। 
প্রতিনিধিদলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফজলুল করিম, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) মোঃ তরিকুল ইসলাম, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ রফিকুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ মোশাররফ হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন এবং মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মোঃ অহিদুল ইসলাম। 
সেশেলস প্রতিনিধিদলে ছিলেন সেশেলস সরকারের এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি জুল্স বাকের (ঔঁষবং ইধশবৎ), ফরেন অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি ড. মেরিনা কনফেই (উৎ. গধৎরহধ ঈড়হভধরঃ), প্রধান ইমিগ্রেশন কর্মকর্তা মিশেল এলিজাবেথ (গরপযবষ ঊষরুধনবঃয), ফরেন ডিপার্টমেন্টের দ্বিতীয় সচিব (ইন্টারন্যাশনাল ল’ এন্ড হিউম্যান রাইটস ইউনিট) তেরেসা লরেনসিন (ঞবৎবংধ খধঁৎবহপরহব) এবং বাংলাদেশে নিযুক্ত সেশেলসের কনসাল মোঃ আমিরুজ্জামান।
#
 
রাশেদুজ্জামান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৯৬৪
 
অস্ট্রেলিয়ায় চামড়াজাত পণ্যের রপ্তানি বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) :
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ক্রমেই বাড়ছে। ২০০৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩৪৩ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমানে বেড়ে ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি চামড়াজাত পণ্য রপ্তানির বিশাল সুযোগ রয়েছে, যা বিলিয়ন ডলারে এগিয়ে নেয়া সম্ভব। 
আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এক প্রতিনিধিদল এ তথ্য জানান। ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ওবায়দুর রহমান, সহসভাপতি নেসার মাকসুদ খান, মহাসচিব শাকিল আহমেদ খান, পরিচালনা পর্ষদের সদস্য মহীউদ্দিন আহমেদ মাহিন উপস্থিত ছিলেন।  
বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, শিল্পখাতে বিনিয়োগ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সফর বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
এ সময় চেম্বারের নেতারা বলেন, বাংলাদেশ বর্তমানে অস্ট্রেলিয়ায় তৈরিপোশাক, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক ইত্যাদি রপ্তানি করছে। প্রতিবছর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের তৈরিপোশাক রপ্তানি হচ্ছে। নির্ধারিত কমপ্লায়েন্স অনুসরণ করলে অস্ট্রেলিয়ায় চামড়াজাত পণ্যের রপ্তানিও বৃদ্ধির সুযোগ রয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার প্রসারে চেম্বারের পক্ষ থেকে একক পণ্য প্রদর্শনীর আয়োজন করা হবে বলে তারা শিল্পমন্ত্রীকে অবহিত করেন। 
শিল্পমন্ত্রী অস্ট্রেলিয়াকে বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক ও উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের জাহাজ নির্মাণখাতে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার উদ্যোক্তারা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তিনি বাংলাদেশের চিনি শিল্পখাতে বিনিয়োগে অস্ট্রেলিয়ার উদ্যোক্তাদের উৎসাহিত করতে চেম্বার নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। 
শিল্পমন্ত্রী বাংলাদেশে গুণগতমানের চামড়াজাত পণ্য তৈরি ও মূল্য সংযোজনের লক্ষ্যে অস্ট্রেলিয়াকে বিনিয়োগে আগ্রহী করতে চেম্বার নেতাদের পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশে রাসায়নিক সার, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, আইটি, ওষুধ ও চামড়া শিল্পখাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। উদীয়মান এসব শিল্পখাতেও অস্ট্রেলিয়ার উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারে। অস্ট্রেলিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেয়া হবে বলে তিনি জানান।
#
 
জলিল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/জয়নুল/২০১৯/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                     নম্বর : ৯৬৩ 
 
টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২৭ ফাল্গুন (১১ মার্চ) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে আগামী ১৭ মার্চ ২০১৯ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি এবং জেলা ও উপজেলার সকল দপ্তর/সংস্থার সমন্বয়ে এ দিবসটি পালন করা হবে।
 
মূল বার্তা:                                                                      
“সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দেশের সকল জেলা ও উপজেলায় ১৭ মার্চ ২০১৯ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।” 
 
#
অনসূয়া/শামীম/২০১৯/১৬১৩ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৬২
 
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাঁটতে পারছেন
সিঙ্গাপুর, ১১ মার্চ ২০১৯ :
 
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরো উন্নতি হয়েছে। তিনি সীমিত পর্যায়ে হাঁটাচলা করছেন। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় কাদেরকে আগামীকাল সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।
 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ সকালে এ তথ্য জানান। ডা. রিজভী বলেন, আজ সকালে মন্ত্রী সিঙ্গাপুরে অবস্থানরত পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
 
এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের অবহিত করেন। 
 
#
 
নাছের/অনসূয়া/রবি/জসীম/সুবর্ণা/কুতুব/২০১৯/১৪২৫ ঘণ্টা
Todays handout (12).docx Todays handout (12).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon