Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২৬ নভেম্বর ২০১৬

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬৩১

সুপরিকল্পিত যোগাযোগ ব্যবস'ার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব 
                                                     -- এলজিআরডি প্রতিমন্ত্রী

রংপুর, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর):

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সুপরিকল্পিত যোগাযোগ ব্যবস'ার মাধ্যমে দেশের অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। 

তিনি আজ রংপুর জেলার গংগাচড়ার বুড়িরহাট হতে মহিপুর বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন জাতীয় পার্টির নেতা মো. সামসুল আলম ও মো. মতিয়ার রহমান সহ স'ানীয় নেতৃবৃন্দ। 

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সুসম উন্নয়ন নীতিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিগত ৩ বছরে গংগাচড়া উপজেলার শিড়্গা, স্বাস'্য, কৃষি, যোগাযোগ ও ভৌতঅবকাঠামো খাতে রেকর্ড পরিমাণ উন্নয়ন সম্পন্ন করা হয়েছে। এতে করে উপজেলার দারিদ্র্যবিমোচন ও কর্মসংস'ান সৃষ্টির পাশাপাশি স'ানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। তিনি এ অগ্রযাত্রাকে ধরে রাখতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বসত্মরের জনগণকে ঐক্যবদ্ধভাবে স্ব স্ব দায়িত্ব পালনের আহ্বান জানান। 

    এর আগে প্রতিমন্ত্রী রাজবলস্নভ দাখিল মাদ্রাসা চত্ত্বরে বন্যা আশ্রায়ন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 

#

আহসান/নবী/সেলিমুজ্জামান/২০১৬/২২৩৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬৩০

ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর):

    কিউবার সাবেক প্রেসিডেন্ট ও ঐতিহাসিক কমিউনিস্ট বিপস্নবের নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
 
    আজ ৯০ বছর বয়সে ক্যাস্ত্রোর মৃত্যুসংবাদে মালয়েশিয়া সফররত ইনু কুয়ালালামপুর থেকে পাঠানো শোকবার্তায় বলেন, 'নিপীড়িত মানুষের বিপস্নবে ক্যাস্ট্রোর নেতৃত্ব চিরঞ্জীব হয়ে রয়েছে।'

    এসময় মন্ত্রী ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে ফিদেল ক্যাস্ত্রোর অবদান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আনত্মরিক সম্পর্কের কথা স্মরণ করেন।

    আগামীকাল কুয়ালালামপুরের ফেডারেল সিনেমা হলে বাংলাদেশী চলচ্চিত্র 'শিকারী'র বাণিজ্যিক প্রদর্শনী উদ্বোধন করে সন্ধ্যায় তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

#

আকরাম/নবী/সেলিমুজ্জামান/২০১৬/২২১০ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৩৬২৯

দড়্গিণ এশিয়ার ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকদের পারস্পরিক অভিজ্ঞতা 
বিনিময়ের মাধ্যমে মানবকল্যাণে কাজ করতে স্পিকারের আহ্বান

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর):

    জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, চিকিৎসা একটি মহান পেশা যা মানব কল্যাণে গুরম্নত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি ইএনটিকে একটি বিশেষায়িত  ড়্গেত্র হিসেবে উলেস্নখ করে এ  পেশার সঙ্গে জড়িতদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।

    তিনি আজ ঢাকায় কৃষিবিদ মিলনায়তনে  ঝড়পরবঃু ড়ভ ঙঃড়ষধৎুহমড়ষড়মরংঃ ্‌ ঐবধফ ঘবপশ ঝঁৎমবড়হং ড়ভ ইধহমষধফবংয  আয়োজিত ১০ঃয ঝঅঅজঈ ঊঘঞ ঈড়হমৎবংং-২০১৬  উপলড়্গে নাক, কান ও গলা বিশেষজ্ঞদের আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।

    স্পিকার বলেন,  ঝঅঅজঈ ঊঘঞ পস্নাটফর্মটিটি এ অঞ্চলের বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। এ সেক্টরে কর্মরত চিকিৎসককৃন্দ মানবতার জন্য তাদের সমৃদ্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইএনটি চিকিৎসাকে সামনের দিকে এগিয়ে নিতে সড়্গম হবে।

    স্পিকার বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে দড়্গিণ এশিয়া অঞ্চলের প্রখ্যাত বিশেষজ্ঞদের সম্মাননা প্রদান তাদের কর্মের তুলনায় ড়্গুদ্র হলেও এটি একটি অনন্য স্বীকৃতি। এ সেক্টরে কর্মরত চিকিৎসকগণ বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মানসম্মত জীবন যাপনে কাজ করে যাচ্ছেন।

    স্বাস'্যড়্গেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস'্যখাতের উন্নয়নে বিশেষ গুরম্নত্ব দিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস'্যসেবা  পৌঁছে দিতে ১২ হাজার কমিউনিটি ক্লিনিক স'াপন করেছেন। এছাড়াও বহু চিকিৎসক, নার্স ও স্বাস'্যকর্মী নিয়োগ, মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের মাধ্যমে স্বাস'্যখাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। ফলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার হ্রাস পেয়েছে।

    তিনি আরো বলেন, দড়্গিণ এশিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি সংসদ সদস্য, সাংস্কৃতিক কর্মী,  পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দ শব্দ  ও পরিবেশ দূষণ ও কমিউনিকেবল ডিজিসের বিরম্নদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ প্রতিষ্ঠানকে একটি অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে পারে।

    ঝড়পরবঃু ড়ভ ঙঃড়ষধৎুহমড়ষড়মরংঃ ্‌ ঐবধফ ঘবপশ ঝঁৎমবড়হং ড়ভ ইধহমষধফবংয এর সভাপতি প্রফেসর ডা. কামরম্নল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের প্রফেসর ডা. অরম্নন কুমার আগরওয়াল, শ্রীলংকার ডিএসসি পেরেইরা এবং প্রফেসর ডা. এ এইচ এম জহুরম্নল হক বক্তৃতা করেন।

    স্পিকার বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসককে এড়্গেত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন।
#

হুদা/নবী/সেলিমুজ্জামান/২০১৬/২২০১ ঘণ্টা 

Handout                                                                                                          Number :  3628

 

Inu mourns death of Fidel Castro

 

Dhaka, 26 November:

 

            Information Minister Hasanul Haq Inu expressed deep sorrow over the death of the former president and leader of the Communist revolution of Cuba Fidel Castro died aged 90 on Saturday, his brother Raul has announced.


            Socialist leader Inu, who is also the President of Jatiya Samajtantrik Dal-Jasod in his condolences sent from Kuala Lumpur on Saturday said, 'Castro's legendary leadership in revolution for the oppressed will live forever'.


            The minister remembered Fidel Castro's contributions to the country's struggle for freedom in 1971 and his cordial relationship with  Bangabandhu Sheikh Mujibur Rahman. 

           

#

 

Akram/Selim/Sanjib/Selimuzzaman/2016/18.20 Hrs

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৬২৭

ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর):
    কিউবার বিপ্লবী নেতা ও  সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
    আজ এক শোকবার্তায়  স্পিকার বলেন, ফিদেল ক্যাস্ট্রো ছিলেন তাঁর দেশের জনগণের এক অকৃত্রিম বন্ধু ও বিপ্লবী জননেতা। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিসংগ্রামের একজন অন্যতম সমর্থক ও এক অকৃত্রিম বন্ধু। জনগণের কল্যাণে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তাঁর এ বিখ্যাত উক্তি তাঁকে বাংলাদেশের জনগণের অন্তরে চিরস্থায়ী করে রেখেছে। তাঁর মৃত্যু বিশ্বের একজন বিপ্লবী নেতার মৃত্যু।
    স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    পৃথক শোকবার্তায় কিউবার বিপ্লবী নেতা ও  সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইফ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

#

হুদা/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৩৬২৬

ডা. শামসুল আলম খান মিলনের শাহাদতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর):

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. শামসুল আলম খান মিলনের শাহাদতবার্ষিকী উপলড়্গে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    ‘‘নব্বই-এর  স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. শামসুল আলম খান মিলন-এর ২৬তম শাহাদতবার্ষিকীতে আমি তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

    বাংলাদেশ  মেডিকেল এসোসিয়েশনের তৎকালীন যুগ্মমহাসচিব ও ঢাকা  মেডিকেল কলেজের শিড়্গক ডা. মিলন ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঘাতকদের গুলিতে শহিদ হন।

    গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যুবলীগ  নেতা নূর হোসেন, নূরম্নল হুদাসহ আরো অনেকে আত্মাহুতি দিয়েছেন। অবশেষে স্বৈরশাসকের পদত্যাগের মধ্যদিয়ে  দেশে গণতন্ত্র পুনরম্নদ্ধার হয়। ভাত ও  ভোটের অধিকার ফিরে পায় জনগণ।

    আমি ডা. শামসুল আলম খান মিলনসহ স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

     জয় বাংলা, জয় বঙ্গবন্ধু 
    বাংলাদেশ চিরজীবী হোক।”

#

নজরম্নল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭০১ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬২৫

ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর):

    কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ফিদেল ক্যাস্ট্রো ছিলেন একজন মহান মানবতাবাদী নেতা। তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক ছিল। মন্ত্রী ফিদেল ক্যাস্ট্রোর সাথে তাঁর ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, ক্যাস্ট্রো ছিলেন মহান হৃদয়ের অধিকারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।
    মন্ত্রী ক্যাস্ট্রোর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর রাজনৈতিক সহকর্মী ও কিউবার জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
#

আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৬৪৮ ঘণ্টা

 

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon