Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মে ২০১৫

তথ্যবিবরণী 23/05/2015

Handout                                                                                       Number : 1488

BD-India Dialogue Concluded

New Delhi, May 23 :

          The two-day Bangladesh-India Friendship Dialogue concluded today in New Delhi with the announcement of Delhi Declaration with a view to looking forward the bilateral relations between the two countries in a positive direction.

          The dialogue, which has the theme “Bangladesh-India relations: Bilateralism and Beyond” took place in four sessions with ministers, diplomats, teachers, experts addressed the sessions.

          The speakers included Indian Minister for Railway Suresh Prabhu, Indian Minister for Minority affairs Dr. Nazma Heptullah,  State Minister for Foreign Affairs from Bangladesh Md. Shahriar Alam, Indian State Minister for Home Affairs Kiren Rijiju, Indian National Security Adviser Ajit Doval, Bangladesh High Commissioner to India Syed Muazzem Ali,  Indian Foreign Secretary Dr. S. Joyshankar, Economist Prof.  M. Kholiquzzaman of PKSF, Syed Monjurul Islam of Dhaka University, Security Analyst Major General (Retd) Abdur Rashid, President of Bangladesh Federal Union of Journalists and CEO of Baishakhi Television Monjurul Ahmed Bulbul, Indian Security Expert Lt. General (Retd) Afsar Karim, former BSF Chief ML Kumawat,  Ambassador Mohammad Zamir, General Secretary of Awami Swechcha Sebak League  Pankaj Debnath, MP, Professor Dr. Aynun Nishat and Abdul Wadud Dara , MP.

          The speakers pointed out different areas of cooperation between the two countries and stressed the need for immediate implementation of understandings in the interest of the people of two countries.

#

Enamul/Saifullah/Sanjib/Rezaul/2015/2120 hours

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৪৮৭

বুড়িগঙ্গায় গোলটেবিল আলোচনায় তথ্যমন্ত্রী
গাফিলতির কারণে লঞ্চডুবি হত্যাকা-ের শামিল

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :
    অধিক মুনাফার লোভ, আইনভঙ্গ ও আইন প্রয়োগে গাফিলতির কারণে লঞ্চডুবিকে মানুষ হত্যার শামিল বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    মন্ত্রী আজ ঢাকার বুড়িগঙ্গা নদীতে ‘আজরা’ মোটর লঞ্চে নদী ও নিরাপত্তার সংগঠন ‘নোঙর’ আয়োজিত ‘নৌনিরাপত্তা ও বাংলাদেশের গণমাধ্যম’ গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস যেহেতু এখন সকলের কাছে পৌঁছে, তাই নৌদুর্ঘটনা প্রকৃত অর্থে মনুষ্যসৃষ্ট দুর্যোগ, উপযুক্ত ব্যবস্থা নিলে যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। নৌনিরাপত্তা নিশ্চিত করতে নৌযানের সঠিক নির্মাণ, চালকের দক্ষতা, আবহাওয়া সংকেতানুসরণ, নদীপথের নাব্যতা নির্ণয় করে যাত্রাপথ নির্ধারণ এবং যাত্রী পরিবহণে নিয়ম-কানুন মেনে চলার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন হাসানুল হক ইনু।
    নোঙর এর চেয়ারম্যান সুমন শামসের সঞ্চালনায় ভাসমান গোলটেবিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস অংশ নেন ।
    অতিথিবৃন্দসহ চ্যানেল আই এর বার্তা সম্পাদক মীর মাশরুর জামান, চ্যানেল ২৪ এর বার্তা সম্পাদক রাহুল রাহা, দৈনিক কালের কন্ঠের বিশেষ আলোকচিত্র সাংবাদিক ফিরোজ চৌধুরী তাঁদের আলোচনায় নৌদুর্ঘটনা বিষয়ে দেশব্যাপী ব্যাপক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ‘নোঙর’ প্রস্তাবিত ‘২৩ মে জাতীয় নৌনিরাপত্তা দিবস’কে অকুণ্ঠ সমর্থন দেন। তথ্যমন্ত্রী বিষয়টি নৌপরিবহণ মন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলে উত্থাপন করবেন বলে তাৎক্ষণিকভাবে জানান।
    নৌচলাচল সংক্রান্ত আইনসমূহের প্রয়োজনীয় হালনাগাদ করা ও আইনের সঠিক প্রয়োগকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে উল্লেখ করে একইসাথে দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে জনগণকে আরো সচেতন করতে গণমাধ্যমকে বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানান তথ্যমন্ত্রী।
    আলোচকবৃন্দ নদীবিধৌত বাংলাদেশে নৌনিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ নিয়ে প্রাণহানি রোধের বলিষ্ঠ দাবি তোলেন। রাহুল রাহা এবং ফিরোজ চৌধুরী ২০০৪ সালের ২৩ মে মেঘনায় এমভি লাইটিং সান লঞ্চটি ডুবে প্রায় চারশ’ লোকের প্রাণহানির দুর্ঘটনা স্মরণ করে বলেন, দুর্ঘটনার চারদিন পর শেষ উদ্ধারকৃত লাশটি ছিল সুমন শামসের (বর্তমান নোঙর প্রধান) মায়ের।
    বৈঠকের পূর্বে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানববন্ধন ও র‌্যালিসহ ২৩ মে’কে জাতীয় নৌনিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে গণসাক্ষরে অংশ নিয়ে আমন্ত্রিত  অতিথিবৃন্দ নোঙরের দাবির সাথে একাত্মতা জানান।
    গোলটেবিল থেকে উত্তরবঙ্গ সফররত নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি আগামী ১৫ থেকে ২১ জুন নৌনিরাপত্তা সপ্তাহ পালনের উদ্যোগের কথা তথ্যমন্ত্রীকে জানান।

#

আকরাম/সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা

 

Handout                                                                                                                  Number: 1486

Nahid Meets Chinese Vice Education Minister

Qingdao (China), May 23 :

            The Chinese Vice Minister for Education Zhanyuan Du has assured to increase China's support to train the teacher and management staff of the ICT, technical and vocational education and confirmed to provide scholarship to more Bangladeshi students.

            The assurance came as Bangladesh Education Minister Nurul Islam Nahid meet him in Qingdao today.

            Bangladesh Education Minister called for more cooperation from China in developing ICT in Education of Bangladesh with a special emphasis on technical education.

 

            Mr. Nahid also thanked the Chinese Government for increasing the amount of scholarship recently for the Bangladeshi students studying in China. He also sought support from the Chinese government in recognizing the International Mother Language Institute as a UNESCO category 2 Institute, which is expected to be examined and adopted in the upcoming 198 Executive Board and 38 General Conference of UNESCO in October and November, 2015 respectively.

            At present Bangladesh Education Minister is leading a Bangladesh delegation in the 'International Conference on ICT and Post-2015 Education', jointly organized by UNESCO and the Government of China in Qingdao, China.

#

 

Subodh/Saifullah/Zashim/Rezaul/2015/2022 hours

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৮৫

বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের সুদের হার পুনর্নির্ধারণ
পূর্বে ক্রয়ক্রত সঞ্চয়পত্রের মুনাফা অপরিবর্তিত

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :

    জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত ৫ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, ৩ বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব এর বিদ্যমান সুদের হার পুনর্নির্ধারণ করেছে সরকার।

    অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারী করে।

    প্রজ্ঞাপনে বলা হয়, পরিবার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি) এর সুদের হার বিদ্যমান ১৩.৪৫% থেকে কমিয়ে ১১.৫২%; পেনশনার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি) ১৩.১৯% থেকে কমিয়ে ১১.৭৬%; ডাকঘর সঞ্চয়পত্র (৩ বছর মেয়াদি) ১৩.২৪% থেকে কমিয়ে ১১.২৮%; বাংলাদেশ সঞ্চয়পত্র ১৩.১৯% থেকে কমিয়ে ১১.২৮% এবং ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র (৩ বছর মেয়াদি) ১২.৫৯% থেকে কমিয়ে ১১.০৪% পুনর্নির্ধারণ করা হয়েছে।

    হিসাবের সুবিধার্থে মাসিক/৩ মাস/৩ বছর (মেয়াদান্তে)/৫ বছর (মেয়াদান্তে) মেয়াদি স্কিমের মুনাফার পরিমাণ ৫ গুণিতক সংখ্যায় নির্ধারণ হবে।

    ডাকঘর সঞ্চয়পত্র ব্যাংক (সাধারণ হিসাব) স্কিমের সুদের হার বর্তমানে কম থাকায় এবং ওয়েজ আর্নারদের দেশে অর্থ প্রেরণ উৎসাহিত করার জন্য ৫ বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম সমন্বয়পূর্বক বর্তমান সুদের হারের সমান যথাক্রমে ৭.৫% এবং ১২% নির্ধারণ করা হয়েছে।

    সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তৃক ইস্যুকৃত কর্তনের বিধান বহাল এবং সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম প্রদানের বর্তমান বিধান বিলুপ্ত করা হয়েছে।

    জারীকৃত এই আদেশ প্রজ্ঞাপন প্রকাশের তারিখ হতে কার্যকর হবে। প্রজ্ঞাপন জারীর তারিখের পূর্বে ক্রয়কৃত সকল সঞ্চয় স্কিমসমূহের ক্ষেত্রে ক্রয়কালীন সময়ের বিদ্যমান হারে মুনাফা প্রযোজ্য হবে।

#

সাইফুল্লাহ/জসীম/রেজাউল/২০১৫/১৯৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৪৮৪

চীনের শিক্ষা বিষয়ক ভাইস মিনিস্টারের সাথে নাহিদের  বৈঠক
কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের আশ্বাস
                                 
কিংদাও (চীন), মে ২৩:

    চীন বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষক ও প্রশাসনিক স্টাফদেরকে আইসিটি প্রশিক্ষণ দেবে। এছাড়া উচ্চশিক্ষায় বাংলাদেশের অধিকসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে চীন।

    আজ চীনের কিংদাওয়ে এক বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুরোধের  প্রেক্ষিতে চীনের শিক্ষা বিষয়ক ভাইস মিনিস্টার ঝানিউয়ান দু (তযধহুঁধহ উঁ) এসব সহযোগিতার বিষয় নিশ্চিত করেছেন।

    বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষাসহ বিভিন্নখাতে অব্যাহত সহায়তার জন্য চীন সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো ক্যাটাগরি ২ প্রতিষ্ঠানে স্বীকৃতি প্রদানে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৯৮তম বোর্ড সভা এবং ইউনেস্কো’র ৩৮তম জেনারেল কনফারেন্সে জোরালো সমর্থন দেয়ার জন্য চীন সরকারের প্রতি অনুরোধ জানান।

    শিক্ষামন্ত্রী বর্তমানে চীনের কিংদাওয়ে ইউনেস্কো আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আইসিটি এন্ড পোস্ট-২০১৫ এডুকেশন শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন।

    তিনি ২৭ মে ঢাকা ফিরবেন বলে আশা করা যায়।

#

সুবোধ/সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৮৩

মাদকবিরোধী আলোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :

     ‘মাদক প্রতিরোধে আমাদের অভিযাত্রা’ শীর্ষক গণসচেতনতামূলক এক আলোচনা অনুষ্ঠান গতকাল ঢাকায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সাহিত্য, সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ি যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান, কবি আসাদ চৌধুরী এবং সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ির সভাপতি হাসান মাহমুদ বক্তব্য রাখেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বাংলাদেশে মাদকদ্রব্য উৎপাদন না হলেও এক শ্রেণির সমাজবিরোধী চক্র চোরাচালানের মাধ্যমে মাদক বাংলাদেশে অনুপ্রবেশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে সরকার সম্পূর্ণ সজাগ রয়েছে। এ লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশের ভূখ-কে কোনোভাবেই মাদকদ্রব্যের চোরাচালানের জন্য ব্যবহারের সুযোগ দেয়া হবে না বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাঁর বক্তৃতায় মাদকবিরোধী জনমত সৃষ্টিতে গণমাধ্যমের সহায়তার আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মের মধ্যে মাদকের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সমাজের বিবেকবান সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

#

আলী/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৪৮২

নিউজ ব্রডকাস্টার্সদের অনুষ্ঠানে স্পিকার
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে টেকসই রূপদানের জন্য নিউজকাস্টারসহ গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

স্পিকার গতকাল ঢাকার গুলশান ক্লাবে নিউজ ব্রডকাস্টার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ ‘এনবিএ’ এর আয়োজনে ‘এনবিএ গালা নাইট-২০১৫’ এ প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম এবং এনবিএ সভাপতি মোঃ মনিরুল ইসলাম বক্তৃৃতা করেন।

স্পিকার বলেন, অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে আমরা অবস্থান করছি। বর্তমান সময়ে তথ্য হচ্ছে শক্তি। এ শক্তিকে আমরা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি। তিনি বাংলাদেশকে আগামীদিনের উন্নত ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়তে নিউজ ব্রডকাস্টার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।  

#

হুদা/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮২৮ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৮১

যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতির মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

                                 
ঢাকা, ৯ জ্যৈষ্ঠ (২৩ মে) :

    যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের যশোর জেলা প্রতিনিধি এস কে এম জমির আহমেদ তুনের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
    ইসমাত আরা সাদেক আজ এক শোকবার্তায় বলেন, এস কে এম জমির আহমেদ ছিলেন যশোরের সুশীল সমাজ ও  গণমাধ্যমসহ যশোরবাসীর কাছে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
 
    প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

তৌহিদুল/সাইফুল্লাহ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭০৫ ঘণ্টা

 

Todays handout (6).doc Todays handout (6).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon