Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী ২৩ ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৪৩             

পড়ালেখা করে মানুষ হতে হবে
                      -- তথ্যমন্ত্রী
 
চট্টগ্রাম, ৯ পৌষ (২৩ ডিসেম্বর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বক্ষে ধারণ করে সামনে এগুতে হবে। নিজেদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে পড়ালেখা করে মানুষ হিসেবে বেরুতে হবে, দানব হিসেবে নয়।  মন্ত্রী আজ চট্টগ্রামের হালিশহর পি এইচ আমীন একাডেমির ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছে, এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত দেশ গড়ার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পাড়ি জমিয়েছে। এজন্য কাজ করছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশকে দেখতে হলে এ সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ক্ষমতায় থেকে দুর্নীতি ও দলবাজি করা যায় না। দুর্নীতি ও দলবাজি উন্নয়নে বাধা সৃষ্টি করে।
    
#

বশার/সেলিম/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৪২             

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ৯ পৌষ (২৩ ডিসেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যা¤েপ ২ শত ৯৩ জন পুরুষ ও ১ শত ৮০ জন নারী মিলে ৪ শত ৭৩ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৮ শত ২৬ জন পুরুষ ও ৭ শত ৪ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৩০ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭ শত ৩৫ জন পুরুষ ও ৯ শত ৬০ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৯৫ জন, থাইংখালী-১ ক্যাম্পে ৪ শত ৮ জন পুরুষ ও ৩ শত ৫০ জন নারী মিলে ৭ শত ৫৮ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৪ শত ৫ জন পুরুষ, ৪ শত ৪২ জন নারী মিলে ৮ শত ৪৭ জন, বালুখালী ক্যাম্পে ৬ শত ৯৭ জন পুরুষ ও ৬ শত ৩৩ জন নারী মিলে ১ হাজার ৩ শত ৩০ জন, ঊনচিপ্রাং ক্যাম্পে ৫ শত ৮৯ জন পুরুষ ও ৬ শত ১ জন নারী মিলে ১ হাজার ১ শত ৯০ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ৭ হাজার ৮ শত ১৭ জনের জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৮ লাখ ৯৯ হাজার ৮ শত ১১ জনের নিবন্ধন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৮ শত জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট, ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।

#

সাইফুল/সেলিম/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৪১             

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ৯ পৌষ (২৩ ডিসেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

         উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩৬ ট্রাকের মাধ্যমে ৩৮ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৩ হাজার ৮ শত ২০ প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার ৭ শত ৬২ প্যাকেট শিশুখাদ্য, ৩ হাজার ১ শত ৭০ পিস কাপড়চোপড়, ১০ হাজার ৫২ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

#

সাইফুল/সেলিম/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫৪০             

 

মুক্তিযোদ্ধাদের কবরগুলো অভিন্ন নক্শায় সংরক্ষণ করা হবে
 -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সোনাগাজী (ফেনী), ৯ পৌষ (২৩ ডিসেম্বর) :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বধ্যভূমিগুলো এক একটি এক এক রকম নকশায় ও  মুক্তিযোদ্ধাদের  কবরগুলো অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে- যাতে করে পরবর্তী প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।  আজ শনিবার দুপুরে  ফেনী  জেলার সোনাগাজী  উপজেলার আমিরাবাদ বি সি লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং  মুক্তিযোদ্ধাদের সম্মান  নিশ্চিতে  সরকার  বদ্ধ পরিকর। মুক্তিযুদ্ধের বাংলায় স্বাধীনতা বিরোধীদের ঠাঁই  হবে  না বলে তিনি উল্লেখ করেন। স্বাধীনতা বিরোধীরা  যাতে কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য  সকলকে  সজাগ থাকার পরামর্শ দেন মন্ত্রী।

শতবর্ষের উৎসব উদ্যাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা এমপি অধ্যাপিকা পান্না কায়সার, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, মিডিয়া ব্যক্তিত্ব শমী কায়সার। এতে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
 
পরে মন্ত্রী বি সি লাহা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও নবাবপুর বাজারে ‘কায়সার-রায়হান স্মৃতি পাঠাগার’ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

#

মারুফ/সেলিম/শেফায়েত/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                         নম্বর : ৩৫৩৯
 
অপ্রাতিষ্ঠানিক শিল্পখাতের অবদান জোরদারে বৃহৎ প্রকল্প নেবে শিল্প মন্ত্রণালয়
                                   -- শিল্পসচিব
 
ঢাকা, ৯ পৌষ (২৩ ডিসেম্বর) : 
 
জাতীয় অর্থনীতিতে অপ্রাতিষ্ঠানিক শিল্পখাতের অবদান জোরদারে বড় ধরনের প্রকল্প গ্রহণ করবে শিল্প মন্ত্রণালয়। এ প্রকল্পের আওতায় বিভিন্ন শিল্পখাতের আওতাভুক্ত অপ্রাতিষ্ঠানিকখাতের সম্ভাবনা ও সমস্যা নিরূপন করে খাতভিত্তিক দক্ষতা বৃদ্ধি ও শোভন কর্মপরিবেশ (উবপবহঃ ডড়ৎশ) উন্নয়নের উদ্যোগ নেয়া হবে। এর ফলে শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হবে।   
 
জাতীয় পর্যায়ে অপ্রাতিষ্ঠানিকখাতে দক্ষতা উন্নয়নের কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি: গতিশীল উপাদানগুলোর একীভূতকরণ এবং আইএসআইএসসি'র ভূমিকা (ওহভড়ৎসধষ ঊপড়হড়সু ড়ভ ইধহমষধফবংয: ঈড়হংড়ষরফধঃব উুহধসরংসং ধহফ ৎড়ষব ড়ভ ওঝওঝঈ)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ একথা জানান। আন্তর্জাতিক শ্রমসংস্থা (আইএলও) এবং ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস্ কাউন্সিল (এনএসডিসি) যৌথভাবে আজ রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মোট শ্রমশক্তির শতকরা ৮৭ ভাগ অপ্রাতিষ্ঠানিক শিল্পখাতে কর্মরত। এ বিশাল শ্রমশক্তির জন্য প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, শোভন কর্মপরিবেশ, চাকুরি স্থায়িত্ব ও আইনগত স্বীকৃতির সুযোগ খুবই সীমিত। ফলে জাতীয় অর্থনীতিতে তাদের অবদান সঠিকভাবে বিবেচনা করা হয় না। তাদের জন্য খাতভিত্তিক উপযুক্ত প্রশিক্ষণ, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে, শিল্পখাতে উৎপাদনশীলতা কয়েকগুণ বেড়ে যাবে।
 
#
 
জলিল/সেলিম/রেজাউল/২০১৭/১৭২০ ঘণ্টা
Todays handout (2).docx Todays handout (2).docx