Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২২ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২১৩২

 

তথ্য উপদেষ্টার সাথে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ

 

ঢাকা, ৭ পৌষ (২২ ডিসেম্বর):

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। আজ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, রাহাত ফাতেহ আলী খান একজন গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নন, তিনি উপমহাদেশ তথা সারাবিশ্বের সংগীতাঙ্গনের সম্পদ। বাংলাদেশে তাঁর অনেক গুণগ্রাহী রয়েছে। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল। 

সাক্ষাৎকালে রাহাত ফাতেহ আলী খান বাংলাদেশের সংগীত নিয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশে আমন্ত্রণের জন্য তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। 

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন। 

#

মামুন/মেহেদী/পবন/সঞ্জীব/শামীম/২০২৪/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২১৩১

 

পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ

পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে

                                       ---পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ৭ পৌষ (২২ ডিসেম্বর):

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবে।

 

আজ বাংলাদেশ সচিবালয়ে ‘চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ ও প্লাস্টিক দূষণ রোধ’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি জানান, পাহাড় কাটা বন্ধে পাহাড়ে সাইনবোর্ড লাগানো হবে এবং টহল বাড়ানো হবে। পাহাড় মালিকদের চিঠি দিয়ে পাহাড় না কাটতে সতর্ক করা হবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

উপদেষ্টা আরো বলেন, পলিথিন উৎপাদনকারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। প্যাকেজিং পণ্যে বারকোড ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। বাজার ও সুপারশপে মোবাইল কোর্ট পরিচালনা এবং পলিথিন ভর্তি ট্রাক আটকানোর ওপর জোর দেন তিনি।

 

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা বক্তব্য রাখেন।

 

সভায় চট্টগ্রাম বিভাগের সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অনলাইনে অংশ নেন। তাঁরা নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

 

#

 

দীপংকর/মেহেদী/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮৩৫ ঘণ্টা

Handout                                                                                                       Number: 2130 

 

Joint operations will be strengthened against

hill cutting, air pollution, and banned polythene
                                         - Environment Advisor

 

Dhaka, 22 December:

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, and Climate Change, stated that district administrations, city corporations, and the Department of Environment will strengthen joint mobile courts to combat hill cutting, air pollution, and the use of banned polythene.

She made these remarks as the chief guest at a discussion meeting on "Preventing the Use of Banned Polythene in Chattogram and Reducing Plastic Pollution" held at the Bangladesh Secretariat today.

The Advisor emphasized installing warning signboards on hills, increasing patrols, and issuing letters to hill owners to prevent hill cutting. She warned that strict legal actions would be taken against those violating the law.

She further added that a list of polythene manufacturers would be prepared to initiate legal actions against them. She highlighted the necessity of mandatory barcodes on packaging and urged for mobile court operations in markets and supermarkets. She also stressed the importance of intercepting trucks carrying polythene.

The meeting was addressed by Dr. Shahadat Hossain, Mayor of Chattogram City Corporation, Dr. Farhina Ahmed, Secretary of the Ministry of Environment, Forest, and Climate Change, Md. Nazrul Islam, Secretary of the Local Government Division, the Chairman of Chattogram Development Authority, and other officials.

       Representatives from government and non-government organizations, environmental groups, business leaders, and media professionals of Chattogram were attended virtually in the meeting. They called for stricter enforcement of laws and increased awareness to stop the use of banned polythene.



#

Dipankar/Mehedi/Paban/Sanjib/Shamim/2024/1820hour

 

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর: ২১২৯
সম্ভাবনাময় বাংলাদেশকে তুলে ধরে ইয়াঙ্গুনে বিজয় দিবস পালিত

মিয়ানমার (ইয়াঙ্গুন), ২২ ডিসেম্বর:

          মিয়ানমারের ইয়াঙ্গুনে গতকাল মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষ্যে কূটনৈতিক সম্প্রদায়, মিয়ানমারের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

          রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ, যারা বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তাঁদেরকেও স্মরণ করেন। রাষ্ট্রদূত ড. হোসেন বলেন যে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয় অর্জিত হয়েছে ২৩ বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে, এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মাধ্যমে। তিনি দেশ গঠনে প্রবাসীদের ভূমিকার কথা এবং তাঁদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।

          অনুষ্ঠানে সেদেশের কূটনৈতিক মিশনসমূহের প্রধানগণ, অন্যান্য কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মিয়ানমারের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

          উল্লেখ্য, এর আগে ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় উৎসব অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং দু’টি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এছাড়া, অনুষ্ঠানে ইয়াঙ্গুনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড কালচারের শিক্ষার্থীরা মিয়ানমারের ঐতিহ্যবাহী নৃত্য ও যন্ত্রসংগীত হার্প এবং দূতাবাস পরিবারের শিশুরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।  

#

মিশন মিয়ানমার/ফাতেমা/সাঈদা/আলী/আসমা/২০২৪/১৫৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২১২৮

এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে 

ঢাকা, ৭ পৌষ (২২ ডিসেম্বর):  

অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

এ উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, এদিন মরহুমের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।    

#

মেহেদী/ফাতেমা/আলী/মানসুরা/২০২৪/১৩৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                           নম্বর : ৫৩

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ৭ পৌষ (২২ ডিসেম্বর):  

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :        

মূলবার্তা:

‘অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে- মন্ত্রিপরিষদ বিভাগ।’

#

মেহেদী/ফাতেমা/আলী/মানসুরা/২০২৪/১৪৩৫ ঘণ্টা

2024-12-22-15-03-c2fccf01167ad5d2622bf24da73fa1e3.docx