Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী 27/10/15

Handout                                                                                                                    Number : 3129

BD Ambassador assures Japanese MPs of security of Foreign nationals

Tokyo, Japan, October 27 :

Bangladesh Ambassador to Japan Masud Bin Momen assured Japanese Diet members and business leaders of top security measures taken by the Government of Bangladesh for all foreign nationals including Japanese living in Bangladesh. He also urged Japanese MPs and business leaders for their continued engagement and frequent visit to Bangladesh to boost up existing bilateral relations.

Ambassador Masud was speaking at a dinner hosted by the Embassy of Bangladesh in Tokyo in honor of the members of the Japan-Bangladesh Parliamentary Friendship League (JBPFL) in city’s New Otani hotel today. About a dozen of Diet members as well as 20 top-level Japanese business leaders from Mitsubishi, Toshiba, Toray, Marubeni, Obayashi, Itochu etc. and high level government officials were present on the occasion.

Deputy Prime Minister and Finance Minister of Japan and the President of Japan-Bangladesh Parliamentary Friendship League Taro Aso, MP attended the event as Chief Guest. The Parliamentary League was reconstituted last year with 65 members. The event began with welcome remarks by Secretary General of the League Ichiro Tsukada, MP.

In his remarks, Ambassador Masud Bin Momen congratulated Japan on its election as a
non-permanent member of UN Security Council and mentioned that as a peace loving nation and genuine development partner, Japan always enjoys special respect from the people around the world including Bangladesh. He urged the members of the Parliamentary League to convey to the Japanese Government not to be deterred by the recent isolated and heinous act of killing of a Japanese national in Bangladesh and keep the momentum of our decade long economic engagement. ‘In Bangladesh’s march towards prosperity as envisioned by Prime Minister Sheikh Hasina, Japan will remain an important partner’, he noted. 

Deputy Prime Minister Taro Aso in his remarks appreciated the launching of 'Comprehensive Partnership' between the two countries last year and pledged for continued Japanese support and cooperation for Bangladesh.

During the event, Ambassador Masud Bin Momen handed over Japanese translation of Bangabandhu’s Unfinished Memoirs to Deputy Prime Minister Taro Aso and other attendees.

Senior officials of Japanese Foreign Ministry and the Ministry of Economy, Trade and Industry briefed the Diet members and businessmen about recent developments in bilateral relations between Bangladesh and Japan.

 Bangladesh Embassy also organized an IT promotion event yesterday at city’s Shinagawa Prince Hotel. Bangladesh Ambassador inaugurated the matchmaking B2B event in presence of BASIS President Shameem Ahsan and Senior Director of JETRO Takashi Suzuki. About 24 Japanese IT companies and 12 Bangladeshi IT companies participated the B2B event.

#

Kamruzzaman/Afraz/Mizan/Mosharraf/Sanjib/Zoynul/2015/2110hours

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১২৮
দেশের শত্রু পরাজিত করে সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :

    দেশের শত্রু পরাজিত করে সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    আজ রাজধানীর রমনায় ইনস্টিটিউট অভ্ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি উদ্বোধনকালে দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নেতাকর্মীদের বলেন, দেশের শত্রুকে পরাজিত করে সমাজতন্ত্রের পথে এগিয়ে চলুন। শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত জাদুকরী উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সমাজতন্ত্রের বিকল্প নেই।

    তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জন্ম নেয়া জাসদ মুক্তিযুদ্ধের দল, গণমানুষের দল, কর্মীদের দল, সমাজতন্ত্রের দল। সামরিক-সাম্প্রদায়িক-জঙ্গিবাদীরা বারবার দেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নেয়ার চেষ্টা করেছে, জাসদ রুখে দাঁড়িয়েছে। সেইসাথে বাংলাদেশকে উন্নয়নের পথে  নেয়ার সংগ্রামে ঐক্যের পথ বেছে নিয়েছে।
 
    মন্ত্রী এসময় সিরাজুল আলম খান, মেজর জলিল, মার্শাল মনি, নূর আলম জিকু, কর্নেল তাহেরসহ জাসদের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার পথ চলতে বহু নেতাকর্মীকে চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে, কিন্তু জাসদ তার পথ থেকে বিচ্যুত হয়নি।

    প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও জাসদ মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক মীর হোসেন আখতারের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বিশিষ্ট জাসদ নেতা নূরুল আখতার, খালিদ, করিম সিকদার, আফরোজা হক রীনা, শফিউদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুবজোট সভাপতি রোকনুজ্জামান, নুরুন্নবী, এড মহিবুর রহমান মিহির, সামছুল ইসলাম সুমন এবং আসিফুর রহমান বাবু বক্তব্য রাখেন।
#

আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১২৭

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :

          জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি

ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।

          কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মো. আব্দুল ওয়াদুদ, টিপু মুন্‌শি, ফরহাদ হোসেন, মোসত্মাফিজুর রহমান চৌধুরী এবং আখতার জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ কয়েনেজ (সংশোধনী) বিল, ২০১৫ এর ওপর আলোচনা হয়। বিলটি পরীড়্গানিরীড়্গা করে প্রয়োজনীয় সংশোধনী সাপেড়্গে সংসদে পাশ করার সুপারিশ করা হয়।

এছাড়া উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল, ২০১৫ এর ওপর আলোচনা হয়। মোবাইল ফোন ব্যবহারকারীগণ যে সকল সেবা গ্রহণ করেন তার মূল্যের ওপর শতকরা এক ভাগ সারচার্জ আরোপ করা হলে বছরে প্রায় ১৪০ কোটি টাকা সারচার্জ আদায় করা সম্ভব হবে যা শিড়্গা ও স্বাস'্য উন্নয়নে ব্যয় করা যায়। তবে উক্ত অর্থ শিড়্গা ও স্বাস'্যখাতের একটি নির্দিষ্ট সমস্যা সমাধানে বিশেষ করে শিড়্গা প্রতিষ্ঠানে স্বাস'্যসম্মত টয়লেট নির্মাণের মতো কাজে ব্যবহার করার সুপারিশ করা হয়।

বৈঠকে স'ায়ী কমিটি গঠিত ১নং সাবকমিটি হতে প্রাপ্ত প্রতিবেদনের ওপর আলোচনা ও সিদ্ধানেত্মর ওপর বিসত্মারিত আলোচনা হয়। সাবকমিটির সুপারিশ অনুযায়ী বিমা উন্নয়ন কর্তৃপড়্গের কার্যক্রম আরো কার্যকর করতে অতিসত্বর জনবল নিয়োগ এবং তাদের প্রশিড়্গণের ব্যবস'া করার পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বহির্বিশ্বে বাংলাদেশ দূতাবাসগুলোতে গুরম্নত্ব অনুযায়ী ট্যাক্স লিয়াজো অফিস স'াপন এবং মানি লন্ডারিং সংক্রানত্ম ২৭ ধরনের অপরাধ তদনেত্ম সংশিস্নষ্ট মন্ত্রণালয়কে কর্তৃত্ব প্রদান করার সুপারিশ করেছে সাবকমিটি। কমিটি এ সমসত্ম সুপারিশসমূহ বিবেচনা করে সংশিস্নষ্ট দপ্তরকে কার্যকর ব্যবস'া গ্রহণের সুপারিশ করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

হালিম/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১২৬

তাসখন্দে জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী মেলায় বাংলাদেশ দূতাবাসের অংশগ্রহণ

 

তাসখন্দ, ২৭ অক্টোবর :

          জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত মেলায় তাসখন্দে অবসি' বাংলাদেশ দূতাবাস অংশগ্রহণ করেছে তাসখন্দ শহরের কধসড়ষড়ঃ চধষধপব ড়ভ ণড়ঁঃয ঈৎবধঃরারঃু  ভবনে আয়োজিত ‘‘এষড়নধষ ঠরষষধমব - ঋড়ড়ফ ধহফ ঈঁষঃঁৎধষ ঊীযরনরঃরড়হচ শীর্ষক মেলায় দূতাবাস অংশ নেয় জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলড়্গে উজবেকিসত্মানে অবসি' জাতিসংঘের আবাসিক মিশন উজবেক সরকারের যৌথ উদ্যোগে কর্মসূচি পালন করা হয়

 

          বাংলাদেশ দূতাবাস কর্তৃক 'াপিত স্টলে আনত্মর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সফলতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ড়্গেত্রে আনত্মর্জাতিক পুরস্কার পদক প্রাপ্তি, জাতিসংঘ শানিত্মরড়্গা মিশনে বাংলাদেশের সাফল্য, অর্থনৈতিক অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে বিসত্মারিত তথ্য তুলে ধরা হয় এছাড়াও বাংলাদেশের লোকজ শিল্প বাদ্যযন্ত্র প্রদর্শন এবং বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় প্রায় পাঁচ শতাধিক অতিথি বাংলাদেশের স্টল পরিদর্শন করেন আতিথিয়েতা গ্রহণ করেন

 

          মেলায় উজবেক সরকারের উপপ্রধানমন্ত্রী, উচ্চ পদস' কর্মকর্তা, জাতিসংঘ মিশনের আবাসিক প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাগণ উপসি' ছিলেন বর্ণিল অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়

#

নৃপেন্দ্র/আফরাজ/মোশাররফ/জয়নুল/২০১৫/১৭১৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১২৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

 

ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :

 

জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির এক বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এবং এ বি এম রম্নহুল আমিন হাওলাদার অংশগ্রহণ করেন।

 

বৈঠকে পাওয়ার গ্রিড কোম্পানি অভ্‌ বাংলাদেশ (পিজিসিবি) গৃহীত প্রকল্পসমূহের বাসত্মবায়ন এবং বিদ্যুৎখাতে প্রিপেইড মিটার স'াপনের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। 

 

কমিটি আরো নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ লাইন বৃদ্ধির জন্য সুপারিশ করে।

 

বৈঠকে নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহীত প্রকল্পসমূহ বাসত্মবায়ন এবং পিডিবি ও আরইবিকে ইজিবাইকের (টমটম) চার্জ দেয়ার অবৈধ পন'া রোধ করার সুপারিশ করে। 

 

কমিটি নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে সারাদেশে প্রিপ্রেইড মিটার স'াপনের দ্রম্নত ব্যবস'া গ্রহণের  সুপারিশ করে। বিদ্যুৎ বিষয়ক রাষ্ট্রীয় সকল প্রোগ্রামে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির সদস্যদেরকে অনত্মর্ভুক্ত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস'া গ্রহণের সুপারিশ করে।

 

বৈঠকে হাইওয়ের পাশের সরকারি জায়গার মধ্য দিয়ে বিদ্যুৎ লাইন নেয়ার জন্যও সুপারিশ করা হয়। 

 

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পিডিবি ও আরইবি এর  চেয়ারম্যান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপসি'ত ছিলেন।

 

#

 

হালিম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩১২৪

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ করা হবে 
                                              -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গোপালপুর (টাঙ্গাইল), ১২ কার্তিক (২৭ অক্টোবর) :
    মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
    মন্ত্রী আজ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
      মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভূমিকার পাশাপাশি  যুদ্ধাপরাধীদের ঘৃণ্য তৎপরতা পাঠ্যপুস্তকে অর্šÍভুক্ত করা হবে। বর্তমান পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের ভূমিকা লিপিবদ্ধ রয়েছে। কিন্তু এতে নতুন প্রজন্ম জানতে পারছে না কি ঘৃণ্য তৎপরতা যুদ্ধাপরাধীদের ছিল, কত বর্বরতা তারা চালিয়েছিল। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ উদ্যোগ নেয়া হবে।
    তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য দশ হাজার আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রতিটি জেলা, উপজেলায় মুক্তিযোদ্ধা আবাসনপল্লি তৈরি করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের কবরসমূহ একই ডিজাইনে পাকা করা হবে যাতে শত বছর পরেও বোঝা যায় এগুলো বীর মুক্তিযোদ্ধার কবর।
    মন্ত্রী বলেন, বিদেশি নাগরিক হত্যা গভীর ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের  মুখোশ উন্মোচিত হতে শুরু করেছে ।  ষড়যন্ত্রকারীরা একাত্তরে  পরাজিত হয়েছে। এবারও পরাজিত হবে।
    গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলার সভাপতিত্বে¡ সভায় স্থানীয়  সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান,  ‘সকল জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প’-এর পরিচালক মাহমুদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মমিন মুজিবুল হক সমাজি, গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার এবং টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটিসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। 
    পরে মন্ত্রী  ভূয়াপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও উদ্বোধন করেন।
    উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায়  এক কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে গোপালপুর উপজেলা এবং দু’কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভূয়াপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  নির্মাণ করা হয়েছে। 
#
মারুফ/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১২৩
বাজার তদারকি
২৬ প্রতিষ্ঠানকে এক লাখ ২১ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় নাটোর, সিরাজগঞ্জ, মাদারিপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, দিনাজপুর ও রংপুরে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৬টি প্রতিষ্ঠানকে এক লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা, সিরাজগঞ্জের সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা, মাদারিপুরের রাজৈর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা, চাঁদপুরের কচুয়া উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, দিনাজপুরের সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা এবং রংপুর সদর উপজেলা ও গংগাচড়ায় ৫টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫শ’ টাকা  জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, ক্যাব, স্যানিটারি ইন্সপেক্টর ও চেম্বার অভ্ কমার্স এসব তদারকি কার্যে সহায়তা করে। এসময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন

ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে আজ নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। এর ফলে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিশ্ববিদ্যালয়ের সেবাগ্রহীতাগণ একইস্থান থেকে বিভিন্ন বিষয়ে সেবালাভ করতে সক্ষম হবেন। 

নতুন এ সেন্টারের উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, সারাদেশের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ও  তথ্যপ্রযুক্তির মহাসড়ক ধরে দ্রুত এগিয়ে চলছে। এ সেন্টার প্রতিষ্ঠার ফলে বিশ্ববিদ্যালয়ের সেবাদান ব্যবস্থা আরো  স্বচ্ছ ও গতিশীল হবে। এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আইটিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আরো একধাপ অগ্রগতি হলো। 

উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো.  নোমান উর রশীদ বক্তব্য রাখেন।

#

ফয়জুল/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১২১

শ্রীলংকার রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
শীঘ্রই শ্রীলংকার সাথে এফটিএ স্বাক্ষর 
ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ শীঘ্রই শ্রীলংকার সাথে বাণিজ্য সহযোগিতা চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষর করবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দু’দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য রপ্তানির ওপর শুল্ক হার সাড়ে ১৩ ভাগ থেকে কমিয়ে ৫ ভাগে নিয়ে  আসার প্রস্তাব করেছে বাংলাদেশ। মন্ত্রী বলেন, শ্রীলংকার সাথে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে সমস্যাসমূহ চিহ্নিত করা হয়েছে। সমস্যাগুলো সমাধানের জন্য আলোচনা চলছে। বাণিজ্য বৃদ্ধির জন্য যোগাযোগ স্থাপন খুবই জরুরি। এ মুহুর্তে সপ্তাহের প্রতিদিন শ্রীলংকার উড়োজাহাজ বাংলাদেশে আসছে, বাংলাদেশও শ্রীলংকার সাথে আকাশপথে যোগাযোগ স্থাপন করবে। একই সাথে নৌযোগাযোগ স্থাপন করা হবে। শ্রীলংকা বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ।  আলাপ-আলোচনার মাধ্যমে দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করা হবে। 
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে নবনিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত ইয়াসোজা গানাসিকারা (ণধংড়লধ এঁহধংবশবৎধ) এর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন।
    মন্ত্রী বলেন, শ্রীলংকার বাজারে বাংলাদেশে উৎপাদিত মাছ এবং ঔষধের প্রচুর চাহিদা রয়েছে। গত অর্থবছরে বাংলাদেশ শ্রীলংকায় রপ্তানি করেছে ২৬ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করা হয়েছে ৬৬ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে ৩৯ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানিক্ষেত্রে বাধাসমূহ দূর হলে শ্রীলংকার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি থাকবে না। রপ্তানি বৃদ্ধির জন্য বাধাসমূহ দূর করতে দু’দেশ একমত হয়েছে।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। 
    মন্ত্রী আরো বলেন, জাতীয় সংসদ নিয়ে টিআইবি’র প্রতিবেদন পক্ষপাতিত্ব ও উদ্দেশ্যমূলক। বর্তমান জাতীয় সংসদে কোরাম সংকটের অভিযোগ সত্য নয়। টিআইবি বাংলাদেশের উন্নয়নের কোনো প্রতিবেদন প্রকাশ করে না অথচ বিশে^র বড় বড় গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উন্নয়ন এবং সম্ভাবনার কথা বলে। 
    বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় এসময় উপস্থিত ছিলেন। 
#
বকসী/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩১২০

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ 
মোবাইল সিম কার্ড নিবন্ধন নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি আহ্বান 

ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :
পুনরায় মোবাইল সিমকার্ড নিবন্ধন নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সিম নিবন্ধিত কিনা বা সঠিকভাবে নিবন্ধন করা হয়েছে কিনা গ্রাহকরা তা ঘরে বসেই যাচাই করে নিতে পারবেন। 
    গ্রাহকরা নিজস¦ মোবাইল থেকে এসএমএস (ঝগঝ) করে অথবা মোবাইল অপারেটরের ওয়েবসাইটে গিয়ে সিম নিবন্ধনের সঠিকতা যাচাই করতে পারবেন। ২০১২ সালের পর কেনা সিমের ক্ষেত্রে গ্রাহকরা নিজেরাই উদ্যোগী হয়ে তথ্য পাঠিয়ে নিবন্ধনের সঠিকতা যাচাই করতে পারবেন। 
    সিম নিবন্ধনের সঠিকতা যাচাইয়ের পদ্ধতি হলো- গ্রামীন ফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকের গ্রাহকরা মোবাইলের এসএমএস (ঝগঝ) অপশনে গিয়ে ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ, পূর্ণনাম লিখে ১৬০০ নম্বরে পাঠিয়ে দিবেন। সিটিসেলের গ্রাহকরা মোবাইলের এসএমএস  অপশনে গিয়ে ইংরেজিতে- ট লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ, পূর্ণনাম লিখে ১৬০০ নম্বরে পাঠিয়ে দিবেন। ফিরতি এসএমএসে “ণড়ঁৎ ৎবয়ঁবংঃ যধং নববহ ধপপবঢ়ঃবফ, ঞযধহশ ুড়ঁ ভড়ৎ ঃযব রহভড়ৎসধঃরড়হ” লেখা আসবে। এসএমএস পাঠানোর জন্য মোবাইল অপারেটরেরা কোনো টাকা কাটবে না । 
    ২০১২ সালের আগে কেনা মোবাইল সিমের বিপরীতে বিভিন্ন  তথ্য (জাতীয় পরিচয় পত্রের

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon