Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st August ২০২১

তথ্যবিবরণী ৩১ আগস্ট ২০২১

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৪২০১

 

মমেক হাসপাতালে ৯ হাজার ৭১১ সিলিন্ডারে অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

ময়মনসিংহ, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

 

          ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে আজ ২০২টি-সহ অদ্যাবধি সর্বমোট ৯ হাজার ৭১১ সিলিন্ডারে অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

          মমেক হাসপাতালে আগামীকাল সরবরাহের জন্য অন্যান্য দিনের ন্যায় আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।

 

          উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। 

 

#

 

ফয়সল/সাহেলা/এনায়েত/সঞ্জীব/আব্বাস/২০২১/২২:০৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪২০০

পরিবেশমন্ত্রীকে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংস্থার অভিনন্দন

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) এর নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা।

          জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে প্রতিশ্রুতি বিষয়ক হালনাগাদ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশান (NDC) যথাযথভাবে জমা দেয়ার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করায় গতকাল এক পত্রের মাধ্যমে অভিনন্দন জানায় ইউএনএফসিসিসি।

          ইউএনএফসিসিসি এর নির্বাহী সেক্রেটারি তার অভিনন্দন পত্রে বলেন, কোভিড-১৯ মহামারির মতো চলমান বৈশ্বিক সংকটকালে যথাসময়ে বাংলাদেশের এনডিসি জমাদান নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি এবং বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা বৃদ্ধি করায় তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।  জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত কর্মকাণ্ডের বাস্তবায়ন পদ্ধতি এবং উন্নত অভিযোজনের বিষয়গুলো এনডিসিতে অন্তর্ভুক্তির বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। দাখিলকৃত এনডিসিতে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশের দূরদর্শী কৌশলগত পরিকল্পনা ও জলবায়ু পরিবর্তন রোধ বিষয়ক টেকসই কর্মকাণ্ড অন্তর্ভুক্তিতে সুযোগ্য নেতৃত্ব প্রদানের জন্য তিনি পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানান।

          ইউএনএফসিসিসি'র নির্বাহী সেক্রেটারি প্যাট্রিসিয়া এসপিওনোসা অভিনন্দন পত্রে প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তির সর্বোচ্চ বাস্তবায়ন, আসন্ন জলবায়ু সম্মেলনের সফলতায় একযোগে কাজ করার জন্য ভবিষ্যৎ দিনগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়ক সকল কর্মকাণ্ডে বাংলাদেশেকে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।

#

দীপংকর/সাহেলা/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৪১৯৯

বঙ্গমাতা ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ ও রাজনীতি সচেতন মহীয়সী নারী

                                                  -- ফজিলাতুন নেসা ইন্দিরা

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

          মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে প্রতিটি পদক্ষেপ ও কার্যক্রম বাস্তবায়নে জাতির পিতার নেপথ্য শক্তি, সাহস এবং বিচক্ষণ পরামর্শক। তিনি রাজনীতির সাথে সরাসরি জড়িত না থেকেও বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখেন। বঙ্গমাতা ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ ও রাজনীতি সচেতন এক মহীয়সী নারী। বঙ্গবন্ধুর রাজনৈতিক দার্শনিক ও পথপ্রদর্শক বঙ্গমাতা ছিলেন সংকটে সংগ্রামে জাতির পিতার নির্ভিক সহযাত্রী। 

          প্রতিমন্ত্রী  বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সকল মামলা হয়েছিল তা বঙ্গমাতা নিজেই পরিচালনা করতেন। কঠিন সময়ে সংসার পরিচালনা, সন্তানদের লেখাপড়া ও সকল দায়িত্ব পালন করেছেন ধৈর্য এবং সাহসের সাথে। দল পরিচালনার সাথে কর্মী ও কারাবন্দি নেতাদের পরিবারকে তিনি আর্থিক সহায়তা করতেন।

          আজ ঢাকায় অফিসার্স ক্লাবে অফিসার্স ক্লাবের মহিলা কমিটি আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা অফিসার্স ক্লাবের মহিলা কমিটির সভানেত্রী; সাবেক মহিলা ও শিশু বিষয়ক এবং তথ্য সচিব কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন মহিলা কমিটির সাধারণ সম্পাদক ড. ফেরদৌসী খানসহ অন্য সদস্যবৃন্দ।

          প্রতিমন্ত্রী বলেন, এ বছর থেকে  বঙ্গমাতার জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদ্যাপন করা হচ্ছে। আটটি ক্ষেত্রে প্রদান করা হচ্ছে বঙ্গমাতা পদক। যার মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গমাতার সংগ্রামী জীবন, আত্মত্যাগ, সাহসিকতা, দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধে তাঁর অপরিসীম অবদান এবং স্বাধীনতা সংগ্রামের অজানা তথ্য জানতে পারবে।

#

আলমগীর/সাহেলা/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৪১৯৮

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চাকরিজীবী কল্যাণ সমিতির উদ্যোগে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

          অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর।

          বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মোঃ ইমরুল চৌধুরী ও অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) সাবিহা পারভীন। স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চাকরিজীবী কল্যাণ সমিতির সভাপতি ও মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।

          প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, মানুষের নিকট স্বর্গ বা জান্নাতের পরে সবচেয়ে প্রিয় নিজ স্বদেশ বা মাতৃভূমি। সেই মাতৃভূমি বাংলাদেশকে আজীবন সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে যে মহান মানুষ স্বাধীনতা এনে দিয়েছেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে মহান লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে জাতির পিতা এদেশকে মুক্ত করেছেন, স্বাধীনতা এনে দিয়েছেন, সে চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।

          অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চাকরিজীবী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

#

ফয়সল/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৪০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৪১৯৭

সাপ্তাহিক ‘অগ্রদূত’ পত্রিকার ৫০ বছর পূর্তিতে

প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

রৌমারী (কুড়িগ্রাম), ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

          প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, রৌমারী মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চলখ্যাত একটি এলাকা। রৌমারীতে বিভিন্ন জেলা থেকে ৬৫ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে সারাদেশে মুক্তিযুদ্ধে আংশগ্রহণ করেছেন। কিন্তু এখন জাতীয়ভাবে রৌমারীকে মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়নি। স্থানীয় জনগণের আজকের প্রাণের দাবি রৌমারীকে মুক্তাঞ্চল এবং জেলা হিসেবে ঘোষণা দেওয়া হউক।

          আজ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীনতার মুক্তাঞ্চলখ্যাত রৌমারী থেকে প্রকাশিত হাতে লেখা সাপ্তাহিক পত্রিকা ‘অগ্রদূত’র ৫০ বছর পূর্তি ও প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। উত্তরবঙ্গ যাদুঘর কুড়িগ্রামের রৌমারী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ প্রদর্শনীর আয়োজন করে।

          প্রতিমন্ত্রী বলেন, এ প্রদর্শনীর ফলে রৌমারীর সাধারণ জনগণসহ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চলখ্যাত রৌমারীর গৌরব গাঁথা ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তিনি আরো বলেন, ১৯৭১সালের ৩১ আগস্ট রৌমারী থেকে প্রথম প্রকাশিত হয় ‘অগ্রদূত’ নামের হাতে লেখা এই সাপ্তাহিক পত্রিকাটি। স্টেনসিল কাগজে, হাতে লেখে এবং সাইক্লোস্টাইল করে নিয়মিত প্রকাশিত হতো পত্রিকাটি। পত্রিকাটির স্লোগান  দেওয়া হয় ‘স্বাধীন বাংলার মুক্ত অঞ্চলের সাপ্তাহিক মুখপাত্র’। এতে যুদ্ধকালীন নানা সংবাদ, মতামত, সাহিত্য ছাড়াও মুক্তিযুদ্ধে ব্রহ্মপুত্র ও অন্যান্য নদীর ভূমিকা ভাস্বর দলিল এ সংবাদপত্রটি। রৌমারীর প্রয়াত শিক্ষাবিদ, রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুল হক পত্রিকাটির সম্পাদনা করেন।

          প্রতিমন্ত্রী  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত ভ্রাম্যমাণ প্রদর্শনী উদ্বোধন শেষে  বিভিন্ন  স্টল ঘুরে দেখেন। এর আগে তিনি  ‘একাত্তরের অগ্রদূত’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন।

#

রবীন্দ্রনাথ/সাহেলা/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৪১৯৬

 

রাষ্ট্রপতির সাথে মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

 

          রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ বঙ্গভবনে মরক্কোতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শাহদৎ হোসেন সাক্ষাৎ করেন।

 

          সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি আশা করেন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মরক্কোর সাথে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

 

          নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিকনির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।

 

          রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

#

 

ইমরানুল/সাহেলা/এনায়েত/সঞ্জীব/আব্বাস/২০২১/২০:১৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪১৯৫

 

মির্জা ফখরুল নিজে জিয়ার লাশ দেখেছিলেন কি না -প্রশ্ন তথ্যমন্ত্রীর

 

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

 

          বিএনপিনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে জিয়াউর রহমানের লাশ দেখেছিলেন কি না - প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। 

 

          আজ রাজধানীতে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ প্রশ্ন রাখেন।

 

          বিএনপি এখন চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের অস্তিত্ব প্রমাণে উঠে পড়ে লেগেছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহ্‌মুদ বলেন, 'মির্জা ফখরুল সাহেবকে আমি সম্মান করলেও ক্রমাগত মিথ্যা বলার কারণে জনগণ তাকে মিথ্যা ফখরুল বলছে। তিনি যে বারবার জিয়ার লাশের কথা বলছেন, আমার প্রশ্ন, তিনি কবরে জিয়ার লাশ নিজে দেখেছেন কি না! এ যেন স্কুল শিক্ষার্থীদের মিছিল হচ্ছে ধানমন্ডিতে আর উত্তরায় বসে 'নওশাবা' কাল্পনিক বক্তব্য দিচ্ছে।' 

 

          ড. হাছান বলেন, 'আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনার শুরু থেকে জনগণের পাশে দাঁড়িয়েছে, অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, আক্রান্ত হয়েছেন। অপরদিকে বিএনপি নেতারা করোনার প্রথম দফায় ত্রাণ বিতরণের ফটোসেশন করেছেন, দ্বিতীয় দফায় সেটিও করেননি।'

 

          আওয়ামী লীগের  ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেষে সমবেত সাহায্য প্রার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

#

আকরাম/সাহেলা/এনায়েত/সঞ্জীব/আব্বাস/২০২১/১৯:২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৪১৯৪

কুষ্টিয়ায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

           কোভিড-১৯ এর চলমান সংক্রমণের মধ্যেও কুষ্টিয়া জেলায় অসহায়, কর্মহীন ও বিভিন্ন শ্রেণির প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

          কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ এ কর্মসূচির আওতায় ২০টি উপকারভোগী পরিবারের মধ্যে নগদ ২০ হাজার টাকা, ১০০ উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১ মেট্রিকটন চাল এবং ৩৩৩ হেল্পলাইনে ফোন করার পর ২০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

#

দীপংকর/সাহেলা/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০২১/২০০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৪১৯৩

বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াসহ সকল খলনায়কের মরণোত্তর বিচার করতে হবে

                                                                                                       -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

          জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে সামরিক শাসক জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিলেন। এ হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততার স¦পক্ষে বিভিন্ন তথ্য এবং দালিলিক প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

          আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ, হুদা পাশাসহ অনেকের বিচার হয়েছে, অনেকের রায় কার্যকর করা হয়েছে। আবার অনেকে এখনো বিদেশে পলাতক। তাদের বিচারের রায় কার্যকর করা যায়নি। আমরা বারবার দাবি করেছি তাদেরকে বিদেশ থেকে নিয়ে এসে রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করতে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে কুশীলব ছিল খুনি জিয়াউর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের খলনায়ক জিয়াসহ সকল কুশীলবদের মরণোত্তর বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

          প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলব জিয়াউর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে অথচ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে একে একে সমস্ত মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছেন। জিয়া এদেশের স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। সাড়ে ১২ হাজার মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী ও দালালদের মুক্ত করে দিয়েছিলেন।

          অনুষ্ঠানে সংসদ সদস্য শামসুন্নাহার এমপি, কাউন্সিলর আব্দুল আলিম, কাউন্সিলর জাবেদ আলী জবে, মাওলানা আকতার হোসেন গাজীপুরী, হায়দার আলী, ইয়াসিন আলী, মোসলেম উদ্দিন, কানন মোল্লা, মশিউর রহমান সরকার বাবুসহ গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#

আরিফ/সাহেলা/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০২১/১৯৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৪১৯২

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

 

            স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬১৮ জন। 

 

          গত ২৪ ঘণ্টায় ৮৬ জন-সহ এ পর্যন্ত ২৬ হাজার ১৯৫ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

 

#

 

ফেরদৌস/সাহেলা/সঞ্জীব/আব্বাস/২০২১/১৯:২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৪১৯১

বঙ্গবন্ধু মানুষের অধিকারের কথা বলে জেল খেটেছেন

                                                          -- গণপূর্ত প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

          গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল খেটেছেন মানুষের অধিকারের কথা বলে।

          আজ রাজধানীর পূর্ত ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গণপূর্ত অধিদপ্তর আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে শাসকগোষ্ঠীর রোষানলে পড়েছেন এবং তাদের অত্যাচার, নির্যাতন ও জেল-জুলুম সহ্য করেছেন। কিন্তু অত্যাচার নির্যাতন সহ্য করেও নিজের আদর্শ থেকে কখনো পিছপা হননি।

          প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫৫ বছরের জীবনে দীর্ঘসময় কারাগারে বন্দি ছিলেন। কিন্তু এর একটি দিনও তিনি ব্যক্তিগত কোনো অপরাধের জন্য জেল খাটেননি। তিনি জেল খেটেছেন সাধারণ মানুষের অধিকারের কথা বলে, তিনি জেল খেটেছেন অসহায়, দরিদ্র,  লাঞ্ছিত ও বঞ্চিত মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে চেয়ে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন যেমন নমনীয় সহনশীল, আন্তরিকতাপূর্ণ ছিল, রাজনৈতিক জীবন তেমনি আপোষহীন, দৃঢ় ও সংগ্রামী ছিল। আদর্শের ক্ষেত্রে কখনো তিনি আপোষ করেননি কিংবা বিন্দুমাত্র ছাড় দেননি। তার এই আপোষহীন মনোভাব বাংলাদেশের স্বাধীনতাকে অবশ্যম্ভাবী করে তুলেছিল।

          গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদ উল্লা খন্দকার।

          অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী গণপূর্ত অধিদপ্তর কর্তৃক প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক ম্যাগাজিন ‘ভ্রমণ’ এর মোড়ক উন্মোচন করেন।

#

রেজাউল/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/১৯২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪১৯০

মৎস্যখাত বৈদেশিক মুদ্রা অর্জনে সম্ভাবনাময় একটি খাত

                                                                            -- রাষ্ট্রপতি

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

          রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসাবে আজ বঙ্গভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

          রাষ্ট্রপতি রুই, কাতলা, মৃগেল, কালি বাউস, পাবদা, গুলশা, সুবর্ণ রুই, গলদা চিংড়ি, মহাশোলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

          এসময় রাষ্ট্রপতি বলেন, মৎস্যখাত দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

          রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#

ইমরানুল/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪১৮৯

মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না

                  -- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুর, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

          সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, মুক্তিযোদ্ধার রক্ত  কখনো অন্যায়ের কাছে মাথানত করবে না, কখনো বেইমানি করবে না। এই রক্ত বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, এই রক্ত সতের কোটি বাঙালির কথা বলে, এই কণ্ঠস্বরকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

          আজ জেলার সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সরিষাবাড়ি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বর্ধিত সভার সময় নির্ধারণ করা হয়েছে।

          প্রতিমন্ত্রী বলেন, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই স্বাধীনতা বিরোধীরা দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা একের পর এক নানা ষড়যন্ত্রে চালিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা. মুরাদ।

          সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান।

#

গিয়াস/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪১৮৮

 শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন

                                  -- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাকা, ১৬ ভাদ্র (৩১ আগস্ট) :

          মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। ধর্মের ভিত্তিতে কাউকে অধিক সুযোগ-সুবিধা দেওয়া বা বঞ্চিত করা হবে না। শেখ হাসিনা বাংলাদেশে সকল ধর্ম, সকল শ্রেণি, সকল বর্ণের মানুষের জন্য সমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। তিনি মনে করেন এটা বাঙালিদের রাষ্ট্র। রাষ্ট্রীয়ভাবে সবাই সমঅধিকারসম্পন্ন নাগরিক হিসেবে তার অধিকার ভোগ করবেন।

          আজ পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা ও প্রার্থনা রাজধানীর সচিবালয়ের নিজ দপ্তর কক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          এ সময় মন্ত্রী বলেন, মানুষের কল্যাণে ও দেশের সেবায় অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে জাতি  যাতে সম্মিলিতভাবে কাজ করতে পারে, অন্যদের অনুপ্রাণিত করতে পারে সে লক্ষ্য নিয়ে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোন ধর্মই খারাপ কোন কিছু বহন করে না। সকল ধর্ম-মতের মানুষদের ভালো চিন্তা-চেতনার সম্মিলিত প্রচেষ্টা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করছে।

          মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হয়। সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনার সরকার প্রতিষ্ঠিত করে। শেখ হাসিনা যতদিন আছেন, আওয়ামী লীগ যতদিন আছে ততদিন সব ধর্মাবলম্বীদের একই অধিকার থাকবে। সরকার চায় বাংলাদেশ হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য শান্তির ও নিরাপদ আশ্রয়স্থল।

          প্রত্যেক ধর্মের মৌলিক সত্তা একই উল্লেখ করে শ ম রেজাউল করিম আরো যোগ করেন, মত ও পথ ভিন্ন হলেও আমাদের সবার বিশ্বাসের জায়গা এক। মৌলিক জায়গায় কোন পার্থক্য নেই। সবার ব্রত হওয়া উচিত মানুষের কল্যাণ ও দেশের উন্নয়ন।

#

ইফতেখার/সাহেলা/সঞ্জীব/জয়নুল/২০২১/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                      &n

2021-08-31-16-19-8a73079c0cd3f80b8f207499076c711c.doc 2021-08-31-16-19-8a73079c0cd3f80b8f207499076c711c.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon