Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ August ২০১৭

তথ্যবিবরণী ২০ আগস্ট ২০১৭

Handout                                                                                         Number : 2180

Inu condoles demise of Khan Tipu Sultan

Dhaka, August 20 :

Information Minister Hasanul Haq Inu expressed deep condolences on demise of former Member of Parliament, Khan Tipu Sultan. Freedom Fighter and three times MP from Jessore-5, Sultan breathed his last on Saturday night in a hospital of the capital at the age of 67.

Inu offered prayers for the departed soul and expressed deep Sympathy with member’s of the bereaved family.

#

Mir Akram/Selim/Mosharaf/Joynul/2017/2050hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৯

স্বল্প সময়ে বঙ্গবন্ধু যে অগ্রগতি করেছিলেন তা বিরল
              --- বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা 

ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম বলেছেন, অতি স্বল্প সময়ে বঙ্গবন্ধু যে অগ্রগতি করেছিলেন তা বিরল। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে শরণার্থী, খাদ্য, বস্ত্র ইত্যাদি হাজারো সমস্যা মোকাবিলা করে অতি দ্রুত সময়ে পুনর্গঠন করেছিলেন। পাকিস্তানি দোসররা বাংলাদেশের অগ্রগতি সহ্য করতে না পেরে এবং পরাজয়ের বদলায় হন্যে হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রগতি ব্যাহত করেছিল। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা আজ বিদ্যুৎ বভনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস-২০১৭ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। তিনি বলেন, আজকের এ অগ্রগতিতে বিদ্যুৎ পরিবারের রয়েছে অসীম অবদান। বিদ্যুৎ খাত নিরাপদ ও নিজেদের নিরাপত্তার বিষয়ে তাদের আরো সজাগ ও সচেতন হওয়া প্রয়োজন। 
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা; দৃঢ়-দীপ্ত প্রত্যয়ে কাজ করার প্রতিনিয়ত উৎসাহ বঙ্গবন্ধুর নৃশংস হত্যার মাধ্যমে যারা দেশকে পিছিয়ে দিয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শই দেশের জন্য কাজ করার প্রেরণা যোগায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালিদের জন্য ভালোবাসা, আত্মত্যাগ স্মরণ রেখে সোনার বাংলা গড়ার কাজে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।  
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মো. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, পিডিবির সিবিএ প্রেসিডেন্ট জহিরুল ইসলাম চৌধুরী ও পিডিবির সিবিএ সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া বক্তব্য রাখেন। 
#
আসলাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা

থ্যবিবরণী                                                                                                   নম্বর : ২১৭৮

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে
                      -- পরিবেশ ও বন মন্ত্রী

ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):
    পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সত্যিকারের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আজ ঢাকার মতিঝিলে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল্ ইসলাম জ্যাকব ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমেদ।   
    মন্ত্রী বলেন, পাকিস্তানিরা আমাদের দাবিয়ে রেখেছিল। তারা আমাদের ভেড়ার সাথে তুলনা করত। বঙ্গবন্ধু দেখিয়ে দিলেন আমরা বাঘের জাতি, আমরা বীরের জাতি। বঙ্গবন্ধু পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু ১৫ই আগস্ট এলে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি, আর সারা বছর ভুলে থাকি, এটা ঠিক নয়। আমাদের প্রত্যেকটি কাজে বঙ্গবন্ধুর আদর্শকে মাথায় রাখতে হবে।
    পাকিস্তানিদের সাথে আমরা যুদ্ধ করেছিলাম এজন্য যে, পাকিস্তান ছিল একটি বৈষম্যমূলক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা। সেই বৈষম্যের বিরুদ্ধে ছিল বঙ্গবন্ধুর যুদ্ধ। তাঁর অকাল প্রয়াণে আমরা সেই ব্যবস্থা এখনো ভাঙতে পারিনি। কারণ বৈষম্য এখনো আছে। মোটাসোটা লোকরা পরিবেশ দূষণ করছে। এখনো তারা সুবিধাভোগী। এসব বৈষম্য দূর করতে হবে। তাদের শরীরে হাত দেয়ার ক্ষমতা মনে হয় কারো নেই। আজ এই বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে, যদি বঙ্গবন্ধুকে সম্মান দেখাতে হয়। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। কিন্তু বড়লোকরা একটি পরিবার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ করে। তাদের এক পরিবারের বিদ্যুৎ দিয়ে এক হাজার পরিবারের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। এ বৈষম্য দূর করতে হবে। এটা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী। এটা মেনে নেয়া যায় না। তিনি বলেন, শুধু শোক দিবস নয়, সারা বছর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করতে হবে। বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে।
    বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল্ ইসলাম জ্যাকব বলেন, বঙ্গবন্ধুর মতো মহান নেতার আবির্ভাব না হলে এ দেশ এখনো পরাধীন থাকত। বায়ান্নর ভাষা আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনের সূচনা করেছিলেন বঙ্গবন্ধু সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিনিয়ে এনেছি স্বাধীনতা। তিনি বলেন বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। আমরা অবশ্যই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।
    বিএফআইডিসি’র চেয়ারম্যান মোঃ আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছ-উল-আলম মন্ডল এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিত কুমার বাউল।      

#

কামাল/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/২০১৪ ঘণ্টা

 

Handout                                                                                                              Number: 2176

Former Education Minister ASHK Sadique's Sister passed away

Dhaka, August 20:

            Rahat Khan Choudhury, the younger sister of former Education Minister ASHK Sadique and sister-in-law of State Minister for Ministry of Public Administration Ismat Ara Sadique passed away yesterday at Gulshan in Dhaka due to cardiac arrest (Innalillahi wa innailaihi rajiun). She was 65. She left behind a daughter, a son, a lot of relatives and well-wishers. Late Rahat Khan Choudhury is the wife of former Member of the Parliament Anwarul Hossain Khan Choudhury.

            The first Namaz-e-Janaza of late Rahat Khan Choudhury was held at Gulshan Central Mosque today. She will be buried at the family graveyard at Bahadurpur in Nandailin, Mymensingh.

#

Masum/Selim/Rezaul/2017/1942 hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৫ 
 
এ এস এইচ কে সাদেকের বোনের ইন্তেকাল
 
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ছোট বোন এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ননদ রাহাত খান চৌধুরী গতকাল শনিবার হƒদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি -------- রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী এবং শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মরহুমা রাহাত খান চৌধুরী প্রাক্তন সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর সহধর্মিণী। 
গুলশান কেন্দ্রীয় মসজিদে আজ মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে ময়মনসিংহের নান্দাইলের বাহাদুরপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 
#
মাসুম বিল্লাহ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৪ 
 
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে তিন কোম্পানির দুই কোটি টাকা প্রদান
 
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে তিনটি কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ২ কোটি ১ হাজার টাকা জমা দিয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু)’র হাতে লাফার্জ, গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন-জিএসকে এবং সিনজেনটা বাংলাদেশ লিঃ এর প্রতিনিধিবৃন্দ নিজ নিজ কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
লাফার্জ হোলসিম বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ ভূইয়ার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে লাফার্জ সুরমা সিমেন্টের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ১৭ হাজার ৪৪২ টাকা এবং হোলসিম সিমেন্টের ২৯ লাখ ৬৭ হাজার ৭৭৩ টাকার চেক হস্তান্তর করেন। 
গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন বাংলাদেশ লিঃ এর পরিচালক এইচআর নূর মোহাম¥দের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল তাদের কোম্পানির পক্ষ থেকে ৪৪ লাখ ৫০ হাজার ২৯১ টাকার চেক হস্তান্তর করেন।
এছাড়া সিনজেনটা বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদ হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল তাদের এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ২৫ লাখ ৮২ হাজার ৪৭ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে হস্তান্তর করেন।
চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডাঃ এএমএম আনিসুল আউয়াল, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিঃ এর মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, জিএম এবিএম মামুন-অর-রশীদ, জিএসকে এর ফিন্যান্স ম্যানেজার সামছুল আলম, এইচ আর ম্যানেজার দেওয়ান তানভির আর চৌধুরী, সিনজেনটা বাংলাদেশ লিঃ এর হেড অভ্ ফিন্যান্স মশিউর রহমান এবং এফপিপি ম্যানেজার শামীম আলম উপস্থিত ছিলেন। 
#
আকতারুল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৩ 
 
জ্ঞান পাপীদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না 
                           ---শিল্পমন্ত্রী
 
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
পঁচাত্তরের ১৫ আগস্ট ব্যক্তি মুজিবকে নয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হত্যার অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ হত্যাকা-ের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে বাংলাদেশকে পাকিস্তানের সাথে লূস কনফেডারেশন (খড়ড়ংব ঈড়হভবফবৎধঃরড়হ) হিসেবে প্রতিষ্ঠিত করা। যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি, তারাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় পনের আগস্টের নৃশংস হত্যাকা- ঘটিয়েছিল। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আজ এ মন্তব্য করেন। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করে। 
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস ও বিসিআইসি’র চেয়ারম্যান শাহ্ মোঃ আমিনুল হক বক্তব্য রাখেন। 
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি হচ্ছে এ দেশের জনগণ। জনগণের আস্থা ও সমর্থনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ঘাতকচক্রের উদ্দেশ্যকে ব্যর্থ করে দিয়েছেন। তাঁর নেতৃত্বে বিশ্বদরবারে বাংলাদেশ শোষণমুক্ত অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। জনগণ এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার প্রকৃত স্বাদ উপভোগ করতে পারছে। 
আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের বিরুদ্ধে চতুর্মুখী চক্রান্ত চলছে। স্বাধীনতার পরাজিত শক্তি এখনও ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে রাজনীতি করে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে জ্ঞানপাপীদের কোনো ধরনের চক্রান্ত সফল হবে না বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন। 
#
জলিল/সেলিম/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৭২

বাংলার মানুষ আইভি রহমানের হত্যাকারীকে ক্ষমা করবে না
                                 -- মেহের আফরোজ চুমকি
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আইভি রহমান নারী জাগরণের একজন সাহসী কর্মী ছিলেন। বাংলাদেশের কিছু কুসন্তান তাকে নির্মমভাবে হত্যা করেছে। সেদিন বাংলাদেশের সর্বশেষ আশ্রয় জননেত্রী শেখ হাসিনাকেও হত্যা করার চেষ্টা হয়েছিল কিন্তু  মহান আল্লাহ্ সেদিন কৃপায় জনগণের জন্য তাকে বাঁচিয়ে রেখেছেন। ষড়যন্ত্রকারী ঐ সকল ঘাতকরা আজও বিদেশে বসে ষড়যন্ত্র করছে। বাংলার মানুষ কোন হত্যাকারীকে ক্ষমা করবে না। তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হবে।

    তিনি আজ রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন নেছা মুজিব অডিটোরিয়ামে শহিদ আইভি রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এডভোকেটের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আক্তার জাহান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভীন, ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেরা বেগম, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার প্রমুখ।

#

খায়ের/সেলিম/শেফায়েত/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২১৭১

২১ আগস্টের গ্রেনেড হামলা
১৫ আগস্টের ধারাবাহিকতা
               -- বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পরাজিত দেশি ও বিদেশি শক্তিই ১৫ আগস্টের হত্যাকা- এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছিল। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এসব করেছে। তারা ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। তারা ধারনা করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে তাঁর আদর্শ ধ্বংস হয়ে যাবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বার বার আক্রমণ চালানো হয়েছিল, চক্রান্তকারীরা সফল হয়নি। আল্লাহর অসীম রহমতে তিনি বেচে আছেন। ষরযন্ত্র শেষ হয়নি, এখনও চলছে।

    বাণিজ্যমন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সতীর্থ-স্বজন আয়োজিত ‘২১ আগস্টের গ্রেনেড হামলা : মুক্তিযুদ্ধের চেতনা বিনাশের ধারাবাহিকতা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তৃতায় এ সব কথা বলেন।

    তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালনা করেছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের প্রশ্রয় দিয়েছে। দূতাবাসে চাকুরি দিয়ে, সংসদে আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ রেখে প্রমাণ করেছেন জিয়াউর রহমান এ হত্যাকান্ডের সাথে জড়িত। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর জিয়াউর রহমান বাংলাদেশের পবিত্র সংবিধানকে তছনছ করে দিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা হাওয়া ভবন থেকেই করা হয়েছিল। সেদিন বেশি দূরে নয়, যেদিন ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হবে।

    জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব শুভাষ সিংহ রায়। পিযুষ বন্দোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার (অব.), সাবেক ছাত্র নেতা বলরাম পোদ্দার, বাংলাদেশ আওয়ামী লীগের (ঢাকা দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগ কর্মী রুমা।

#

বকসী/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৪৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২১৭০
কোরবানির পশুর সংকট হবে না
                   -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট):

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকারের বিশেষ উদ্যোগের ফলে দেশে এখন পর্যাপ্ত পশু উৎপাদন হচ্ছে। আসন্ন কোরবানির ঈদে পশুর কোন সংকট হবে না, মূল্যও স্বাভাবিক থাকবে। গত বছর দেশে
১ কোটি ৪ লাখ পশু কোরবানি হয়েছিল। এ বছর দেশে কোরবানিযোগ্য পশু উৎপাদন হয়েছে ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার। মন্ত্রী বলেন, দেশের চামড়া ব্যবসায়ীদের সাথে আলাপ-আলোচনা করে বিশ^বাজারে চামড়ার মূল্য বিবেচনায় নিয়ে আসন্ন কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। গরুর চামড়ার মূল্য ঢাকায় ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাহিরে ৪০ থেকে ৪৫ টাকা, খাশির চামড়ার মূল্য সারা দেশে ২০ থেকে ২২ টাকা এবং বকরির চামড়ার মূল্য সারা দেশে ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। মহিষের চামড়ার ন্যায়সংগত বাজার দর নিশ্চিত করতে হবে। চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চামড়া যাতে চোরাই পথে দেশের বাইরে না যায় সে জন্য বিজিবি এবং পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানির পশুর কাচাঁ চামড়ার মূল্য নির্ধারণ, চামড়া সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি সংক্রান্ত সভায় এসব কথা বলেন।

    তোফায়েল আহমেদ বলেন, চামড়া সংরক্ষণের জন্য লবণ একটি গুরুত্বপূর্ণ পণ্য। দেশে খাবার ও চামড়ায় ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনায় এনে ৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে মোতাবেক লবণ আমদানির জন্য এলসি খোলা হয়েছে, আসন্ন কোরবানির ঈদের আগেই আমদানিকৃত লবণ দেশে আসবে।

    তোফায়েল আহমেদ বলেন, চামড়া বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য। এ পণ্যকে যথাযথভাবে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করতে হবে। কোরবানির কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ করতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রচার মাধ্যমে প্রচারণা চালানো হবে। এক জেলার কাঁচা চামড়া অন্য জেলায় যেতে পারবে, তবে বিদেশে পাচার হবার সুযোগ দেওয়া হবে না। পাচার রোধে ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি ও পুলিশ বাহিনিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর মো. আলাউদ্দিন, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংক, বিজিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

#

বকসী/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২১৬৯

ঈদের আগেই ক্ষতিগ্রস্ত সড়কসমূহ মেরামত করা হবে
                                     --- যোগাযোগ মন্ত্রী
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :      
    সাম্প্রতিক বন্যায় দেশব্যাপী বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ২৩টি পয়েন্টে এক থেকে তিন কিলোমিটার এখনও পানির নিচে ডুবে আছে। এছাড়া, বন্যার পানির প্রবল তোড়ে ভেসে গেছে উত্তরাঞ্চলসহ বিভিন্ন সড়ক-মহাসড়কের ১৮টি স্থানের সড়কাংশ।

    সড়ক-মহাসড়ক যান চলাচলের উপযোগী রাখতে দিনরাত কাজ চলছে। বৃষ্টি না হলে ঈদের আগেই ক্ষতিগ্রস্ত সড়কসমূহ যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
    মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সারাদেশে বন্যায় সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতি এবং ঈদ প্রস্তুতি নিয়ে এক জরুরি সভাশেষে ব্রিফিং-এ একথা জানান। এসময় তিনি বলেন, মহাসড়কের উপর কিংবা পাশে কোরবানির পশুরহাট বসানো যাবে না এবং ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু বহন করা যাবে না।
    সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রায় চাপ কমাতে গার্মেন্টসগুলো অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন দিনে ছুটি দেয়ার জন্য বিজিএমইএ’কে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ঈদের আগে পাঁচদিন এবং পরে পাঁচদিন সড়ক-মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশনসমূহ চব্বিশ ঘণ্টা খোলা রাখার বিষয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
    মন্ত্রী আরো বলেন, যানজট এড়াতে ঈদের আগে তিন দিন ট্রাক, লরি, কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রী সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। এছাড়া ঈদযাত্রায় পরিবহণের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মহানগরীর বিভিন্ন টার্মিনালে ভিজিলেন্স টিম কার্যকর থাকবে বলে জানান ওবায়দুল কাদের।
    সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মদসহ মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থাসমূহের মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
নাছের/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৬৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২১৬৮

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে
                                 -নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :        
যারা পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা করেন, বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় চালাতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাড়াঁতে হবে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় মহানগর নাট্যমঞ্চে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন মহামানব। মানুষের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ।
শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত জোট ২০১৩-১৫ সাল পর্যন্ত গণহত্যা চালিয়েও শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে পারেনি। তারা শ্রমিকদের ওপর অনেক অত্যাচার করেছিল। মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, গাড়ি ভাঙচুর করেছে। পরিবহণ মালিকদের ক্ষতিগ্রস্ত করেছে। শেখ হাসিনার সরকার শ্রমিক মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে ৬১ কোটি টাকা অনুদান দিয়েছে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে ট্রেড ইউনিয়ন করা সহজ হয়েছে। অপরাজনীতি, জঙ্গি, সন্ত্রাস প্রতিহত করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে  ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা  করে মোনাজাত করা হয়।

#
জাহাঙ্গীর/অনসূয়া/শহিদ/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৬২১  ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২১৬৭

২৯ আগস্ট থেকে ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে বিআরটিসি

ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :      
    
    আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বিগত বছরের ন্যায় এবারও ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে।
    সার্ভিসটি আগামী ২৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৩ আগস্ট ঢাকা মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর বাস ডিপো, নারায়নগঞ্জ বাস ডিপো ও গুলিস্তানের ফুলবাড়ীয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে বিআরটিসির অগ্রিম টিকেট বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

 

#
অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৬০০  ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২১৬৬

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে
                                                    - শিক্ষামন্ত্রী
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নই তার জীবনের লক্ষ্য। বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নে শপথ নিয়ে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
    মন্ত্রী আজ রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে একথা বলেন। চ্যানেল আই শিক্ষামন্ত্রীর এই একক বক্তৃতার আয়োজন করে।
    মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম মেধার দিক থেকে দরিদ্র নয়। তারা বিশ্বমানের মেধার অধিকারী। তারাই উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। তারা বিশ্বের অন্যান্য দেশের তরুণ প্রজন্মের সাথে দক্ষতা, যোগ্যতা নিয়ে প্রতিযোগিতা করতে পারবে। তিনি বলেন, বঙ্গবন্ধু একটি শোষণমুক্ত উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসতে হবে। পরে মন্ত্রী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং ঢাকা কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ।
    অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রীর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
#
আফরাজুর/অনসূয়া/শহিদ/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১৬৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা শুরু ২৩ আগস্ট
ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :      
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্র্র্স ৪র্থ বর্ষ পরীক্ষা আগামী ২৩ আগস্ট দুপুর ১.৩০টা থেকে শুরু হবে।
    সারাদেশের ৪৬৩ টি কলেজের ১৬৬ টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ২৪ হাজার ৯৪৯ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

#
ফয়জুল/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৪৩২ ঘণ্টা

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২১৬৪


মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :      
যশোর ৫ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অভ্ অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষে আইন মন্ত্রী আনিসুল হক, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, ডেপুটি স্পিকারে পক্ষে সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে হুইপ মো. শাহ

Todays handout (8).docx Todays handout (8).docx