Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুন ২০১৫

তথ্যবিবরণী 28/06/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৫৮

ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে ইমারত নির্মাণ বিধিমালা মেনে চলতে হবে
                                          --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
    ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে ইমারত নির্মাণ বিধিমালা মেনে চলতে হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া ভবন নির্মাণ করা হলে তা ভুল হওয়ার ঝুঁকি থাকে এবং ভূমিকম্পের আঘাতে ধসে যাওয়ারও আশঙ্কা থাকে। এ বিষয়ে ভবন মালিকদের সচেতন হতে হবে। সম্প্রতি নেপালে সংঘটিত ভূমিকম্পের প্রভাব বাংলাদেশকে সতর্ক করে দিয়েছে প্রস্তুতি গ্রহণের জন্য।
    আজ ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ ও অপরিকল্পিত নগরায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একথা বলেন। বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
    গণপূর্ত মন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে যেসব আবাসিক এলাকা গড়ে তোলা হয়, সেসব এলাকা সুষ্ঠু পরিকল্পনার আওতায় পর্যাপ্ত নাগরিক সুবিধা রাখা হয়। এসব এলাকায় পর্যাপ্ত খোলা জায়গা, প্রশস্ত রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি সুবিধা নিশ্চিত করা হয়। এখানে বাড়িঘর নির্মাণের সময়েও বিদ্যমান নীতিমালা অনুসরণ করা হয়। কিন্তু বাণিজ্যিক উদ্দেশে নির্মিত বেসরকারি আবাসিক এলাকা গড়ে তোলার ক্ষেত্রে নিয়মের লঙ্ঘন করার প্রবণতা দেখা যায়। অনেক সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাড়িঘর নির্মাণ করা হয়। এগুলো ভাঙ্গতে গেলে সুপ্রিমকোর্টের নিষেধজ্ঞা দেখিয়ে রক্ষা করার চেষ্টা করা হয়।
    তিনি বলেন, পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে জনগণকে সচেতন হতে হবে। ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার জন্য সরকার বিপুল পরিমাণ যন্ত্রপাতি কিনেছে। আরো যন্ত্রপাতি কেনার পরিকল্পণা গ্রহণ করা হয়েছে।
    বিশ্ববিদ্যালয় পরিক্রমা পত্রিকার প্রধান সম্পাদক হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নর্দান ইউনিভারসিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। আলোচনায় অংশ নেন প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ এবং বুয়েটের অধ্যাপক ড. তাহমিদ এম আল হোসাইনি।
    পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়।
#

কিবরিয়া/সাইফুল্লাহ/নবী/জয়নুল/২০১৫/২১২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সংস্থার ইফতার মাহফিলে স্পিকার

 
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মই হচ্ছে শক্তি । দেশ গঠনে আগামী দিনে এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।  
স্পিকার আজ ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ সংস্থা- রংপুর কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা আমাদের সম্পদ। এই জনসংখ্যার এক বিশাল অংশ তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রীরা নিজেদের মেধাকে ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্পিকার বলেন, ছাত্র-ছাত্রীদের চিন্তা চেতনা ও মেধা-মননকে ব্যবহার করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তরুণরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই সকল ছাত্রছাত্রীকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে অবহিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, রংপুরের যেকোনো সমস্যা চিহ্নিত করে সেই সমস্যা সমাধানে ছাত্র কল্যাণ সংস্থার সকলকে আত্মনিয়োগ করতে হবে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিসহ সকলে মিলে রংপুরের তথা দেশের যেকোন সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনসী, সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী (ডিউক চৌধুরী), এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

#

সাইফুল্লাহ/মোশারফ/রেজাউল/২০১৫/২০৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮৫৫

শিশু অধিকার সংসদীয় ককাসে ডেপুটি স্পিকার
শিশু ও মাতৃমৃত্যু রোধে বাংলাদেশের সাফল্য অভাবনীয়
 


ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
    ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া বলেছেন, শিশু ও মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ সরকার অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তবে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে এখনো সামাজিক সচেতনতা সেভাবে গড়ে ওঠেনি।

    ডেপুটি স্পিকার আজ জাতীয় সংসদের আইপিডি কনফারেন্সকক্ষে সেভ দ্য চিলড্রেন আয়োজিত শিশু ও মাতৃমৃত্যু রোধ সম্পর্কে করণীয় বিষয়ে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের এক সভায় একথা বলেন।
    
    সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে বৈঠকে সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, উম্মে রাজীয়া কাজল, কামরুন্নাহার চৌধুরী, এডভোকেট নাভানা অক্তার, উম্মে কুলসুম স্মৃতি, কাজী রোজী ,আবুল কালাম আজাদ ও সেভ দ্য চিলড্রেনসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
    
    ডেপুটি স্পিকার বলেন, সরকার নারী শিক্ষা প্রসারে সব ধরণের সুযোগসুবিধা নিশ্চিত করেছে। মেয়েদের যদি শিক্ষার প্রতি অনুরাগী করে গড়ে তোলা যায় তাহলে তারা নিজেদের থেকেই বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে। বাল্যবিবাহ প্রতিরোধ করতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডেপুটি স্পিকার।

    বৈঠকে মা ও শিশু বিষয়ক একটি অধিদপ্তর গঠন, শিশু ও মাতৃ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যাপ্ত ডাক্তার ,নার্স নিয়োগ ও স্বাস্থ্যখাতে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেনিটেশনের ব্যবস্থাসহ বেশ কয়েকটি সুপারিশ আনা হয়। ককাসের পরবর্তী বৈঠক সিলেটে অনুষ্ঠানের বিষয়েও ককাসের পক্ষ থেকে জনানো হয়।

#

স্বপন/সাইফুল্লাহ/জসীম/মোশারফ/রেজাউল/২০১৫/২০০৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮৫৪

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

 
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত  স্থায়ী কমিটির এক বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মোঃ মকবুল হোসেন, এ কে এম মাঈদুল ইসলাম এবং জাহান আরা বেগম সুরমা বৈঠকে অংশগ্রহণ করেন।
১২তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ।  
বৈঠকে ‘স্ট্রেংদেনিং এ্যাকসেস টু ল্যান্ড এন্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেনস অভ্ বাংলাদেশ’ শীর্ষক পাইলট প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয়। বৈঠকে প্রকল্পের অগ্রগতি সংসদীয় কমিটির সদস্য কর্তৃক সরজমিনে পরিদর্শনের জন্য ভূমিমন্ত্রীর নেতৃত্বে জামালপুর জেলা সফরের ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে দেশে বিরাজমান ভূমি সমস্যার সমাধান ও প্রকৃত ভূমির মালিকানা নির্ধারণের জন্য ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্তির পর বাংলাদেশ অংশের যে সকল বালাম বহি ভারতে রয়েছে সেগুলো ভারত থেকে আনার  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
    ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহ্ফুজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।    

#

হুদা/সাইফুল্লাহ/নবী/জসীম/রেজাউল/২০১৫/১৯৩২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৫৩


বাজার তদারকি
২৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা


ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় গতকাল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুরে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৭ প্রতিষ্ঠানকে দুই লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর কলাবাগান এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বিক্রমপুর মিস্টান্ন ভা-ারকে ১০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে স্টার মেডিকেলকে ১৫ হাজার টাকা, ঢাকা মহানগরীর মিরপুর-১ এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে নিউ ক্যাফে ধানসিঁড়িকে ২৫ হাজার টাকা, প্রিন্স বাজারকে ২০ হাজার টাকাসহ  আরো ১টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে  ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে চট্টগ্রামে কোতয়ালী থানা এলাকায় মেসার্স বোম্বে রয়েল সুইটস্কে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে ১ লাখ টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ  ৪৫ হাজার টাকা, সিলেটে নগরীর কোতয়ালী থানাধীন এলাকায় ৭ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, খুলনা সদরে ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, বরিশাল সদরে ৬ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা, রংপুর সদরে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, ওজনে কারচুপি প্রভৃতি অপরাধে এসব জরিমানা করা হয়।
#


সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮৫২

মন্ত্রণালয়ের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী
যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে

 
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সরকারের সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ি ঢলের শিকার দুস্থ মানুষদের জরুরি চিকিৎসা ব্যবস্থা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। বন্যাপরবর্তী যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলার জন্যও আমরা প্রস্তুত আছি।
স্বাস্থ্যমন্ত্রীআজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্স ভাইরাস মোকাবিলা এবং কক্সবাজার ও বান্দরবানে অতিরিক্ত বৃষ্টির ফলে ভূমি ধস ও বন্যায় পরবর্তী চিকিৎসা কার্যক্রম প্রস্তুতি সংক্রান্ত সভায় একথা বলেন।
সভায় জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে কক্সবাজার ও বান্দরবানে বন্যার্তদের চিকিৎসায় ইতোমধ্যে ১২৬টি মেডিকেল টিম কাজ শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরে স্থাপিত ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোলরুম এবং সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ট্রোল রুমসমূহ বন্যাদুর্গত এলাকার পরিস্থিতি ২৪ ঘণ্টা মনিটরিং করছে। ইতোমধ্যে এই দুই জেলার সকল চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।
সভায় আরো জানানো হয়, খাবার স্যালাইন ৩ লাখ, স্যালাইন ব্যাগ ৪০ হাজার, ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার এন্টিবায়োটিক ঔষধসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে শুধু এই দুই জেলায় নয়, সারাদেশের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। ফলে দেশের সকল  প্লাবিত অঞ্চলের মানুষদের জরুরি চিকিৎসার প্রস্তুতি গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরসহ সকল সিভিল সার্জনকে সতর্ক থাকতে হবে।
সভায় সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশে তা মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। তিনি এ সময়ে এ ভাইরাস মোকাবিলায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। মার্স ভাইরাস সংক্রান্ত পোস্টার ও প্যামফ্লেট দেশের সকল বিমান, স্থল ও নৌবন্দরে বিতরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, দ্রুত রোগ নির্ণয়, রোগ ব্যবস্থাপনা, রোগী পৃথকীকরণ এবং রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মার্স ভাইরাস নিয়ে এখন আতঙ্ক বা উদ্বেগের কিছু নেই। বাংলাদেশ যেন আগে ভাগেই এটি মোকাবিলায় প্রস্তুত হতে পারে, সে লক্ষ্যে পর্যাপ্ত উদ্যোগ নেয়া হচ্ছে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মন্জুুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

পরীক্ষিৎ/সাইফুল্লাহ/মোশারফ/রেজাউল/২০১৫/১৮০৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৫১

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
    জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক, মোঃ আব্দুল হাই, মোঃ তাজুল ইসলাম, সামশুল হক চৌধুরী এবং নিলুফার জাফর উল্লাহ বৈঠকে অংশগ্রহণ করেন।
    বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য কয়েকটি দেশে দারিদ্রের সংজ্ঞাসংক্রান্ত তথ্যাদি, পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের মধ্যে সম্পর্ক, ইধহমষধফবংয টহরাবৎংরঃু ড়ভ চৎড়ভবংংরড়হধষং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    বৈঠকে জানানো হয় যে, ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২১)’ অনুযায়ী ২০১০ সাল নাগাদ দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী জনগণের সংখ্যা ২০১০ সালের ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ নামিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ প্রেক্ষিতে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১০-১৫) মেয়াদের শেষ বছর ২০১৫ সাল নাগাদ ২২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ স্থির করা হয়।
বৈঠকে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও এনজিওদের পরামর্শ নিয়ে দারিদ্র্যের সংজ্ঞা নিরূপণে সুপারিশ করা হয়।
      বৈঠকে পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

সাব্বির/সাইফুল্লাহ/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৬৪০ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৫০
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত কমিটির ৩০তম  বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর  বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, বেগম রেবেকা মমিন, মো. শামসুল হক টুকু, মঈন উদ্দীন খান বাদল, এ কে এম মাঈদুল ইসলাম এবং মো. রুস্তম আলী ফরাজী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনস্থ  বন অধিদপ্তরের বাংলাদেশের বন ব্যবস্থাপনা এর ১৯৯৯-২০০০ হতে ২০০৮-২০০৯ অর্থবছরের কার্যক্রমের ওপর স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর কর্তৃক প্রণীত সর্বমোট ৮(আট)টি অডিট আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
সভায় বন অধিদপ্তরের নিকট বনভূমির পরিমাণ সংক্রান্ত হালনাগাদ এবং সম্পূর্ণ বন ইনভেন্টরি নেই মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বনভূমির পরিমাণ, প্রকৃত বনের পরিমাণ, প্রজাতি অনুযায়ী বৃক্ষের সংখ্যা এবং কাঠের পরিমাণ সংক্রান্ত চলমান ইনভেন্টরি অব্যাহত রাখার সুপারিশ করে।
বৈঠকে বন অধিদপ্তরের নিকট অবৈধভাবে কাঠ পাচারের পরিধি সংক্রান্ত সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্য নেই মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বন বিভাগ থেকে কেন্দ্রীয় এবং বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেল গঠনের মাধ্যমে নিবিড় তদারকি, পরিদর্শন ও সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের জবাবদিহির আওতায় আনয়নের সুপারিশ করে।
বনভূমির জবরদখল ব্যাপক ও বিস্তৃত মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি গাজীপুর এলাকায় পিএ কমিটির সদস্যদের পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের এবং জবরদখলকৃত বনভূমি উদ্ধারের ব্যাপারে গৃহীত পদক্ষেপসমূহের প্রতিবেদন পিএ কমিটিতে প্রেরণের সুপারিশ করে।
অবৈধ কর্মকা-ের ফলে সরকারের রাজস্ব ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি গাজীপুর জেলার ১২ হাজার ৬ শত ৮৪ একরসহ সারাদেশের বনভূমির জবরদখল উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে শুরু করার এবং সরকারি রাজস্ব ক্ষতি রোধকল্পে সঠিক তথ্যাদি সংগ্রহ, সংরক্ষণ এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের তদারকি নিশ্চিত করার পাশাপাশি অগ্রগতি প্রতিবেদন পিএ কমিটিতে প্রেরণের সুপারিশ করে।
 এছাড়াও বিপুল পরিমাণ আইনি মামলা অনিষ্পন্ন মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনিষ্পন্ন বন মামলাসমূহ নিবিড় তদারকি ও মনিটরিং এর মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তি করার সুপারিশ করে।
বৈঠকে বন অধিদপ্তরের সাথে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কাজের সমন্বয় ও অসহযোগিতার অভাবে বন ব্যবস্থাপনা ব্যাহত মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বন দখলকারী কোন প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র না দেয়ার, অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন এবং মাঠ পর্যায়ে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের মধ্যে ফলপ্রসূ সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।
রাজস্ব আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় নি¤œগামী মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি সরকারি রাজস্ব ক্ষতি রোধকল্পে সকল পর্যায়ে নিবিড় তদারকির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের দায়বদ্ধতা নিশ্চিত করার সুপারিশ করে কমিটি।
বৈঠকে উপকারভোগী নির্বাচনে সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ অনুসরণ করা হলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটিতে এক তৃতীয়াংশ মহিলা সদস্য অন্তর্ভুক্ত করা হয়নি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বর্তমান ব্যবস্থাপনা কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্যদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।  
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, অডিট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নূরুল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪২৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৪৯  
কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানে বন্যার্তদের জন্য
 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :

    কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানে বন্যার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাদ্য ও নগদ অর্থ সহায়তার বিশেষ বরাদ্দ প্রদান করেছে। কক্সবাজার জেলার জন্য ২ শত ৩০ মেট্রিকটন চাল ও ১৭ লাখ টাকা, বান্দরবান জেলার জন্য ১ শত ৫০ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা এবং চট্টগ্রাম জেলার জন্য ৫০ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে। গত বৃহস্পতিবারে এ বরাদ্দ ছাড় করা হয়।
    উল্লেখ্য উপরোক্ত বরাদ্দ ছাড়াও জরুরি দুর্যোগকালে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চালানোর জন্য প্রত্যেক জেলায় ১০০ মেট্রিকটন খাদ্যশস্য ও ২ লাখ টাকা করে সংরক্ষিত রয়েছে।  
#


ওমর ফারুক/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩৪৫ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৪৮   

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :

১০ম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম এবং মোহাম্মদ ইলিয়াছ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে এনসিটিবি এর পুস্তক ছাপানো সম্পর্কে আলোচনা হয়।
কমিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির নির্দেশিকা, ২০১৫ দ্রুত জারীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে। তাছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম-নৈশ প্রহরী নিয়োগ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন দ্রুত নিস্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

নীলুফার/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩৩০ ঘণ্টা

 

     
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৪৭  

কালিয়াকৈর হাইটেক পার্ক উন্নয়নে সামিট টেকনোপলিস লি. এর সাথে চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
    দীর্ঘ প্রতীক্ষিত কালিয়াকৈর হাইটেক পার্ক উন্নয়নে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে সামিট টেকনোপলিস লি. এর কনসেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। ২৭ জুন রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়। হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং সামিট টেকনোপলিস’র ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
    আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, গেস্ট অভ্ অনার ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান।
    প্রধান অতিথির বক্তৃতায় নসরুল হামিদ বিপু বলেন, কালিয়াকৈর হাইটেক পার্ক প্রযুক্তিভিত্তিক শিল্পায়ন, তরুণদের কর্মসংস্থান এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার শিল্পের উত্তরণ ও বিকাশের দুয়ার খুলে দেবে। এটি হবে সরকারি ও বেসরকারি উদ্যোগের একটি সফল রূপায়ন। ১৯৯৯ সালে তৎকালিন আওয়ামী লীগ সরকার প্রথম হাইটেক পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয় যা বর্তমান সরকারের আমলে বাস্তব রূপ লাভ করছে। হাইটেক পার্ক দেশের অর্থনেতিক অগ্রগতিতেও বিরাট ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    বিশেষ অতিথির বক্তৃতায় জুনাইদ আহমেদ পলক বলেন, হাইটেক পার্ক আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান হলো। শিল্পায়ন ও শিক্ষা ক্ষেত্রে হাইটেক পার্ক স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    সভাপতির ভাষণে আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদার বলেন, তথ্যপ্রযুক্তির বিপ্লবের এ সময়ে হাইটেক পার্ক দেশের শিল্পায়নে প্রাণসঞ্চার করবে। পার্কে দেশি-বিদেশি বিনিয়োগ তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মধ্য দিয়ে সম্মিলিত প্রয়াসে এ পার্কের বাস্তবায়ন দেশের উন্নতিতে অনুকরণীয় হিসেবে চিহ্নিত থাকবে।  
    হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম তার প্রেজেন্টেশনে জানান, ২৩২ একর জমির এ পার্কটিকে ৫টি ব্লকে ভাগ করা হয়েছে। সামিট টেকনোপলিস ও ইনফিনিটি ইনফোসিস ২ এবং ৫ নং ব্লকের উন্নয়ন করবে। ব্লক ২ ও ৫ এ জমির পরিমাণ যথাক্রমে ৬২ ও ২৯ একর। চুক্তি অনুযায়ী সামিট টেকনোপলিস এ দুটি ব্লকে ২০৭ দশমিক ৫৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।   
    অনুষ্ঠানে সংসদ সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কূটনীতিক, তথ্যপ্রযুক্তিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#
মাহবুবুর/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩০০ ঘণ্টা

 

Todays handout (8).doc Todays handout (8).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon