Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মে ২০২৪

তথ্যবিবরণী ৮ মে ২০২৪

তথ্যবিবরণী                                                                                                নম্বর :  ৪৫৮২

বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক

                                            -- পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

দ্বাদশ সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্তকে আত্মহননমূলক রাজনীতি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। 

এশিয়া, ইউরোপ ও আফ্রিকার পাঁচ দেশে সরকারি সফর শেষে গতকাল দেশে ফিরে আজ রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা বিএনপির উপজেলা নির্বাচন বর্জন নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবস্থা এমন দাঁড়িয়েছে যে, যারা বিএনপির রাজনীতিতে যুক্ত তারা দেশের সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নিতে পারেন না। বিএনপির নেতা-কর্মীদের কাছে আমার প্রশ্ন- কোনো নির্বাচনেই যদি অংশ নিতে না পারেন, তবে আর কেন বিএনপির রাজনীতি করবেন।

উপজেলা পর্যায়ে নির্বাচন হলেও বিএনপি কেন ঢাকা শহরে লিফলেট বিতরণ করছে- এ প্রশ্নে ড. হাছান বলেন, এগুলো তাদের লোক-দেখানো কর্মসূচি। কখন যে তারা উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করতে দূতাবাসগুলোতে চলে যায়, সেটিই দেখার বিষয়, কারণ তারা তো কথায় কথায় বিদেশি দূতাবাসে ধরনা দেয়। 

সাংবাদিকরা এ সময় ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যাপীঠগুলোতে শিক্ষার্থীদের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের আইনরক্ষী বাহিনীর হামলা’ নিয়ে মন্তব্য চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু যুক্তরাষ্ট্রে নয়, ইউরোপ জুড়ে ও বিশ্বের বিভিন্ন দেশে এ নিয়ে বিক্ষোভ হয়েছে, হচ্ছে। আর আমরা দেখেছি, আমাদের এখানে হিরো আলমকে বা কোনো মেয়র পদপ্রার্থীকে কেউ ঘুষি মারলেও তারা বিবৃতি দেয়, আর তাদের ওখানে বিক্ষোভ দমন করতে পুলিশ যেভাবে বলপ্রয়োগ করছে, হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে, শিক্ষকরাও রেহাই পাচ্ছেন না- এ নিয়ে তারা কী বলবেন সেটিই আমার প্রশ্ন।’

পাঁচ দেশ সফর বৃত্তান্ত

          এ দিন প্রেস ব্রিফিংয়ে ২৪ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত পাঁচ দেশে সরকারি সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

          প্রধানমন্ত্রীর সাথে ২৪ থেকে ২৭ এপ্রিল থাইল্যান্ড সফরে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর লেটার অভ্ ইন্টেন্ট স্বাক্ষরের পর ২৮ থেকে ২৯ এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনায় ‘হিউম্যানিটি এট দ্য ক্রসরোডস : অটোনোমাস উইপনস সিস্টেমস এন্ড দ্য চ্যালেঞ্জ অভ্ রেগুলেশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন মন্ত্রী হাছান মাহ্‌মুদ।

          পাশাপাশি ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অস্ট্রিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বৈত কর এড়ানোর প্রস্তাবিত চুক্তি দ্রুত স্বাক্ষর নিয়ে আলোচনা, ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি’র (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সাথে সাক্ষাতে পারমাণবিক শক্তির অ-প্রসারণ এবং শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা এবং অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধনের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

          ৩০ এপ্রিল ও ১ মে যথাক্রমে বেলজিয়ামের ব্রাসেলসে ও যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ দূতাবাসদ্বয় আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান। ব্রাসেলসের অনুষ্ঠানে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়াবলি রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান, ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল একশন সার্ভিসের এশীয় প্রশান্ত অঞ্চল ব্যবস্থাপনা পরিচালক নিকলাস কাভার্নস্টর্ম এবং বিশিষ্ট অতিথিবৃন্দ যোগ দেন। 

          পাশাপাশি লন্ডনের আয়োজনে যুক্তরাজ্যের পার্লামেন্টের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল, হাউস অভ্ কমন্সের নেতা পেনি মর্ডান্ট, মন্ত্রী লর্ড তারিক আহমেদ, পরিবেশ বিষয়ক ছায়াসচিব স্টিভ রিড, বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান রুশনারা আলী এমপি প্রমুখ উপস্থিত থেকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে অভিনন্দন জানান।

          এরপর ৩ থেকে ৫ মে পশ্চিম আফ্রিকার গাম্বিয়ার রাজধানী বানজুলে ১৫তম ওআইসি শীর্ষ সম্মেলনে দেশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহ্‌মুদ। তিনি বলেন, উদ্বোধনী অধিবেশনে আমি বিশেষ করে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছি। আপনারা জানেন আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করেছে, আমরা তাদের সহায়তা দিচ্ছি। ওআইসি সম্মেলন সমাপনীতে আমরা রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদেরকে আহ্বান করেছি।

          ব্রিফিংয়ে সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ১০ জন মন্ত্রী ও সংস্থাপ্রধানের সাথে বৈঠকের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন মন্ত্রী।

          গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদোউ তাংগারা, বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাওদা এ জালও, মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ হাসান শুকরি, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো এল পি মারসুদি, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ, বাহরাইনের বিচারমন্ত্রী নওয়াফ বিন মোহামেদ আল-মাওয়াদেহ, ব্রুনাই দারুস-সালামের সেকেন্ড মিনিস্টার ফর ফরেন এফেয়ার্স দাতো সেরি সেইতা হাজি এরউইন, জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত রিয়াদ মনসুর, ডিজিটাল কো-অপারেশন অর্গাইনাইজেশনের (ডিসিও) মহাসচিব দিমা আল ইয়াহিয়ার সাথে পৃথক বৈঠকগুলোতে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ও গাজায় যুদ্ধ বন্ধে ঐক্যবদ্ধ উদ্যোগ নিয়ে আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

#

আকরাম/শফি/সঞ্জীব/রফিকুল/জয়নুল/শামীম/২০২৪/২০৩০ ঘণ্টা

 

 

তথ্যববিরণী                                                                                               নম্বর : ৪৫৮১

 

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ মিনিস্টার অভ্ স্টেট অ্যান-মেরি ট্রেভেলিয়ানের বৈঠক

 

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

          আজ বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মিনিস্টার অভ্ স্টেট অ্যান-মেরি ট্রেভেলিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন।

          বৈঠক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, অ্যান-মেরি ট্রেভেলিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন, মেট্রোরেলেও ভ্রমণের আগ্রহ ব্যক্ত করেন। যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে মিনিস্টার অভ্ স্টেট ট্রেভেলিয়ান দু’দেশের বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এর আরো সম্প্রসারণে জোর দেন।

          বৈঠকে পূর্বসম্মতির ভিত্তিতে যুক্তরাজ্য থেকে এয়ারবাস কেনা, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

#

 

আকরাম/শফি/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৪/২০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৫৮০

তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে

                                                                    -- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আজ রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন সরকার নিশ্চিত করতে চায়। এই আইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাস করা হয়। সরকার নিজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এই আইন করেছে। তবে যেকোনো একটি আইন সমাজে তৈরি হলে, সে আইন বাস্তবায়নে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এই আইনে যারা তথ্য নেবেন বা যারা তথ্য দেবেন দুই পক্ষেরই কিছু বোঝাপড়ার অভাব থাকতে পারে। এ আইন শক্তিশালী অস্ত্র হিসেবে গণমাধ্যমকে আরো শক্তিশালী করেছে। কিন্তু সে অস্ত্রের ব্যবহার না অপব্যবহার হবে সেটা বোঝা এবং এ আইনে যাদের কাছে তথ্য চাওয়া হবে তাদের মধ্যে একটি সংস্কৃতিগত রূপান্তর দরকার। তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক সময় জড়তা থাকে। যেগুলো জনসম্পৃক্ত তথ্য, জনগণের যেটা অধিকার সে তথ্য দেয়ার বিষয়টি সরকার নিশ্চিত করতে চায়।

প্রতিমন্ত্রী আরো বলেন, তথ্য অধিকার আইনের অধীন যে তথ্য চাওয়ার অধিকার আছে সে বিষয় নিয়ে অনেক সময় যারা তথ্য চাইবেন তাদের পক্ষ থেকেও কিছু ভুল বোঝাবুঝি থাকে। কোন তথ্য সর্বসাধারণের জন্য এবং কোন তথ্য গোপন তথ্য সেটার পার্থক্য করতে পারা জরুরি। বাংলাদেশ ব্যাংক, বিটিআরসিসহ এ ধরনের অন্যান্য স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয়। এক্ষেত্রে সাংবাদিকতা, তথ্যের অবাধ প্রবাহ, তথ্য মানুষের কাছে পৌঁছানো এবং স্পর্শকাতর তথ্য এসবগুলোর মধ্যে ভারসাম্য করতে হয়। সেখানে প্রশিক্ষণ, যোগাযোগ ও মিথস্ক্রিয়া সকল পক্ষের করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরো বলেন, সাংবাদিকরা যেনো এই আইন ব্যবহার করে আরো ক্ষমতাপ্রাপ্ত হোন, এই আইনের পুরোপুরি ব্যবহার করতে পারেন এবং তার উপযোগিতা আমরা সমাজে পাই। যাদের এই আইনের অধীনে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা আছে তাদের প্রতি আহ্বান থাকবে যেন তথ্য চাওয়া হলে সেটি দেওয়া হয়। জনগণের পক্ষ থেকে যখন গণমাধ্যম তথ্য চাইবে, সে তথ্য দ্রুততম সময়ের মধ্যে দেওয়া নিশ্চিত করতে হবে। সঠিক তথ্য যত দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করা হবে, তত গুজব বা অপপ্রচার হওয়ার সুযোগ কম হবে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। এছাড়া অন্যান্যের মধ্যে তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফায়জুল হকসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের অর্থনীতি বিটের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

#

ইফতেখার/শফি/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০২৪/১৯৫০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৫৭৯

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে গমনেচ্ছু মিয়ানমারের শিক্ষার্থীদের দূতাবাসের সংবর্ধনা

মিয়ানমার, ৮ মে:

রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন আজ মিয়ানমার দূতাবাসে বাংলাদেশের ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এ অধ্যয়নের উদ্দেশ্যে গমনেচ্ছু মিয়ানমারের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছেন। এবছর (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) মিয়ানমারের চারজন শিক্ষার্থীকে ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ হতে Public Health, Computer Science এবং Environmental Science বিষয়ে বৃত্তি প্রদান করা হয়।

বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এ ভর্তি হওয়া মিয়ানমারের শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে সুলভ খরচে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা এবং উন্নত বিশ্বের সাথে মানানসই মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, দূতাবাস শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দু’দেশের মাঝে সম্পর্ক দৃঢ়তর করার চেষ্টা চালাচ্ছে। এই উদ্দেশ্যে দূতাবাস ইতোমধ্যে মিয়ানমারে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি সফল, মানসম্মত শিক্ষামেলার আয়োজন করেছে।

শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, সৌহার্দ্যপূর্ণ সমাজব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, সহনশীলতা এবং পর্যটন স্থানসমূহ সম্পর্কে অবহিত করা হয়। রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখান এবং স্বাধীনতার মহান স্থপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি বর্ণনা করেন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে, রাষ্ট্রদূত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান এবং অধ্যয়ন শেষে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে অবদান রাখার আহ্বান জানান।

#

ইয়াংগুন/শফি/রফিকুল/সেলিম/২০২৪/১৮৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৫৭৮

 

গাজীপুরে ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

 

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন আজ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মঠবাড়ীতে সমবায় প্রতিষ্ঠান দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা (ঢাকা ক্রেডিট) কর্তৃক নির্মিত ৩০০ শয্যাবিশিষ্ট ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

 

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীকে স্বাগত জানান গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আখতারউজ্জামান এবং হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জন গমেজসহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগসহ, বিভিন্ন অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন।

 

এ সময় তিনি সেবা নিতে আসা রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার নানান দিক নিয়ে তাদের সাথে বিস্তারিত কথা বলেন। হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার মান দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। গত ১ জানুয়ারি কার্যক্রম শুরু হওয়া এই হাসপাতালটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

 

মন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সম্যকভাবে অবহিত হন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে সম্মাননা স্মারক তুলে দেন ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জন গমেজসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

 

#

 

পবন/শফি/রফিকুল/সেলিম/২০২৪/১৮৪৫ ঘণ্টা

 

 

 

তথ্যববিরণী                                                                                                        নম্বর : ৪৫৭৭

 

অজান্তে মোবাইলের ব্যালেন্স কেটে নিলে বিটিআরসিকে

কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর

 

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

          গ্রাহকের অজান্তে অব্যবহৃত ব্যান্ডউইথ বা ব্যালেন্স কোনো মোবাইল অপারেটর বা কোম্পানি যাতে কেটে না নিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিটিআরসিকে নির্দেশনা প্রদান করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া তিনি বিটিআরসির লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর গ্রাহকসেবা নিশ্চিত করা এবং সকল নাগরিকের তথ্য ও নেটওয়ার্ক সুরক্ষার জন্য নিয়মিত ফাইনান্সিয়াল অডিটের পাশাপাশি এক্সটার্নাল আইটি অডিট নিশ্চিত করতে বিটিআরসিকে নির্দেশ দেন।

          প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে বিটিআরসির গণশুনানিতে বিটিআরসিকে এসব নির্দেশনা প্রদান করেন।

          অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পলক বলেন, বিদ্যমান টেলিযোগাযোগ আইনকে আমরা বর্তমান চাহিদা এবং ভবিষ্যতের প্রয়োজনীয়তা বিবেচনা করে আধুনিক ও ভবিষ্যৎমুখী আইন হিসেবে প্রণয়ন করতে যাচ্ছি। এখানে ২০১০ এর সর্বশেষ সংশোধনীর অনুসারেই বিটিআরসির কর্মপরিধি এবং দায়িত্ব নির্ধারিত থাকবে। আমরা রেগুলেশনের সাথে ইনোভেশনকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। উদ্ভাবনী সেবার প্রয়োগের মধ্য দিয়ে আমরা বিটিআরসির আয় বাড়াতে পারব।

          প্রতিমন্ত্রী সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা সম্পর্কে গৃহীত উদ্যোগ তুলে ধরে বলেন, আপনাদের অভিযোগ ও পরামর্শগুলো শুনে কাক্সিক্ষত সেবা নিশ্চিত করার সক্ষমতা বিটিআরসির রয়েছে। স্মার্ট বাংলাদেশের  চারটি পিলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়নে পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে রূপকল্প আমাদের সামনে দিয়েছেন সেটি বাস্তবায়নের জন্য প্রো-পিপল এবং সিটিজেন- সেন্ট্রিক সার্ভিস আমরা বিটিআরসির মাধ্যমে নিশ্চিত করতে চাই। তিনি বলেন, বিটিআরসির প্রতিষ্ঠা করা হয়েছে দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য। টেলিটককে অন্যান্য মোবাইল নেটওয়ার্ক অপারেটরের প্রতিদ্বন্দ্বী না হয়ে তাদের সহযোগী হিসেবে এবং বিটিসিএলের অবকাঠামো বেসরকারি খাতের প্রয়োজনে ব্যবহার করাসহ আমরা প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে কাজ করতে চাই। অল্প সম্পদ ব্যবহার করে বেশি সুবিধা পাওয়ার জন্য আমরা ইতোমধ্যে টাওয়ার শেয়ারিং গাইডলাইন বাস্তবায়ন করেছি।

          বিটিআরসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিটিআরসির কমিশনার এবং মহাপরিচালকগণ গণশুনানিতে অংশগ্রহণ করেন। যারা সশরীরে উপস্থিত হতে পারেননি তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। 

#

শেফায়েত/শফি/রফিকুল/জয়নুল/২০২৪/২০৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৫৭৬

বাংলাদেশ অফশোর রাউন্ড-২০২৪ নিয়ে প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

বাংলাদেশ অফশোর রাউন্ড-২০২৪ নিয়ে প্রচারণামূলক সেমিনার পেট্রোবাংলার উদ্যোগে আজ সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম; বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মু: জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, এবারের উৎপাদন বণ্টন চুক্তি ও বিডিং ডকুমেন্ট খুবই আকর্ষণীয়। মাল্টি ক্লাইয়েন্ট সার্ভের জন্যও তারা ভালো তথ্য পাবে। এছাড়া এই এলাকা শান্ত ও দ্বন্দ্বহীন। প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। বিনিয়োগের জন্য উত্তম। এ সময় তিনি বৈশ্বিক উষ্ণতা ও কার্বন ইমিশনের বিষয়টিও আলোচনা করেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ৯টি ব্লক নিয়ে এবারের বিডিং রাউন্ডটি বিডারদের কাছে আকর্ষণীয় করার উদ্যোগ নেয়া হয়েছে, যেখানে শর্তসমূহ বিডারদের অনুকূলে। স্বচ্ছতা নিশ্চিত, টেকসই ও সততার সাথে করা হয়েছে; যা তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সহায়ক পরিবেশ নিশ্চিত করবে। বাংলাদেশের অব্যাহত উন্নয়নের জন্য জ্বালানির চাহিদা উত্তরোত্তর বাড়ছে। গ্যাসের চাহিদা পূরণে সম্মিলিত ও সমন্বিতভাবে এই বিডিং কার্যক্রম দ্রুততার সাথে ও স্বচ্ছতার সাথে শেষ করতে হবে।

উল্লেখ্য, গত ১০ মার্চ অফশোর বিডিং রাউন্ড-২০২৪ ঘোষণা করা হয়েছে। সেখানে বিডিং জমা দেয়ার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪। একটি প্রিভিও মিটিং হবে ১০ জুন ২০২৪ তারিখে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার (Eric M Walker) ও যুক্তরাজ্যের টিজিএম কোম্পানির সিনিয়র জিওলজিস্ট এলিজাবেথ গিলবার্ড (Elisabeth Gilbard) বক্তব্য রাখেন।

#

খায়ের/শফি/রফিকুল/সেলিম/২০২৪/১৮১৫ ঘণ্টা

 

তথ্যববিরণী                                                                                                       নম্বর : ৪৫৭৫

তথ্যপ্রযুক্তি খাতে নারীদের বিশেষ কোটা চালু করা হবে

                                                        --- পলক

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

          ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নারী স্টেম গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়ন এবং লিঙ্গ বৈষম্য দূর করতে আইসিটি বিভাগ ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে। দেশে শেখ হাসিনা ইনস্টিটিউট অভ্ ফ্রন্টিয়ার টেকনোলজি স্থাপন করা হচ্ছে। যেখানে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এখানে নারীদের জন্য সুনির্দিষ্ট কোটা রাখা হবে। একইসঙ্গে প্রতিটি প্রকল্পে মেয়েদের জন্য একক কোটা রাখা হবে। যেন তারা সহজেই এই খাতে প্রবেশ করতে পারে এবং তাদের অমিত সম্ভাবনা প্রকাশ করতে পারে।

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর আমারি হোটেলে নারী স্টেম গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়ন এবং লিঙ্গ বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে দ্য কিংডম অফ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় ‘শি স্টেম বিজনেস কেস’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          পলক বলেন, আজ থেকে ৫০ বছর আগে বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী-পুরুষের সমতা না থাকলে শান্তি ও সমৃদ্ধি সম্ভব নয়। সেই দর্শন অনুযায়ী গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে নারীদের অন্তর্র্ভুক্ত করার সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। এর ফলে আজ গ্রাম থেকে বিদেশেও এই প্রকল্পে নারী-পুরুষ উদ্যোক্তার সমতা তৈরি হয়েছে।

          তিনি বলেন, গত তিন মাসে ২২টি জেলা সফর করে আমি বুঝতে পেরেছি আমাদের নারী উদ্যোক্তারা ব্যক্তি, পারিবারিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থান উন্নত করেছেন। আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে প্রযুক্তি জ্ঞান ও দক্ষতায় অনন্যতা অর্জন করেছে। এখন আমরা স্মার্ট এমপ্লয়মেন্ট প্রোগ্রামের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক দক্ষতা উন্নয়নে কাজ শুরু করবো। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ফ্রন্টিয়ার প্রযুক্তির রিসার্চ ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে এআই, কোয়ান্টাম কম্পিউটিং ও ব্লক চেইন এবং সাইবার সিকিউরিটির মতো বিষয়ে দক্ষ করে গড়ে তুলবে।

          পলক আরো বলেন, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট সংস্থাগুলো সহযোগিতা বৃদ্ধি করে একটি সমন্বয়মূলক পরিবেশ তৈরি করা হচ্ছে। দক্ষতা উন্নয়ন, সমন্বয় সাধন এবং কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূরীকরণের মাধ্যমে আমরা বাংলাদেশের নারী স্টেম গ্র্যাজুয়েটদের জন্য সরকারি-বেসরকারি সেক্টরে একটি অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র সৃষ্টি করতে চাই। শি স্টেম উদ্যোগটি আগামীতে নারীর ক্ষমতায়নে আরো অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন কর্মপরিবেশ সৃষ্টি করবে। তিনি বলেন, শি স্টেম শিক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ কে বাস্তব রূপ দিতে আরো গতিশীল করবে।

          নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরনা ভ্যান ডুরেইন বলেছেন, ক্যারিয়ারের কোনো লিঙ্গ নেই। বাংলাদেশ স্টেম নিয়ে ভালো করছে। এসময় তিনি জানান, দেশজুড়ে নারীদের এই শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ সরকারের পাশে থাকবে নেদারল্যান্ডস।

#

বিপ্লব নাজির/পাশা/শফি/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৫৭৪

 

শিক্ষামন্ত্রীর সাথে ইউএনএফপিএ’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

 

আজ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে তাঁর ব্যক্তিগত বাসভবনে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA) এর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন ব্লখুস (Kristine Blokhus) এর নেতৃত্বে এক  প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

 

এ সময় মিজ ক্রিস্টিন বলেন, নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক বা স্বল্প বেতনে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হলে বাংলাদেশে বাল্যবিবাহ কমে আসবে, নারী-পুরুষের জীবনযাত্রার মান আরো বৃদ্ধি পাবে এবং টেকসই উন্নয়নের পথ আরো সুগম হবে। এক্ষেত্রে প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ।

 

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগসমূহ কার্যকর হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে অংশগ্রহণ বেড়েছে এবং বাল্যবিবাহের সংখ্যা কমেছে বলে মনে করেন প্রতিনিধিদল। বাধ্যতামূলক ন্যূনতম বিদ্যালয়ে পাঠদানের বয়স নিম্ন মাধ্যমিক করতে পারলে অনেক অর্জন আরো সহজ হবে এবং স্মার্ট প্রজন্ম তৈরির পথ সুগম হবে বলে মতামত দেন প্রতিনিধিদল।

 

সাক্ষাতের সময় আরো উপস্থিত ছিলেন ইউএনএফপিএ’র বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মাসাকি ওয়াটাবে (Masaki Watabe), ইউএনএফপিএ’র বাংলাদেশের এডোলেসেন্ট এন্ড ইয়ুথ এর চিফ ড. ইলিজা আজাই (Dr. Iliza Azyei), ইউএনএফপিএ’র বাংলাদেশের এডোলেসেন্ট এন্ড ইয়ুথ এর প্রোগ্রাম এনালিস্ট ড. মো. মুনির হোসাইন প্রমুখ।

 

#

 

খায়ের/শফি/রফিকুল/সেলিম/২০২৪/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৫৭৩

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

 

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমকি ৪৪ শতাংশ। এ সময় ২৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৪ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৫৮১ জন।

 

#

 

দাউদ/শফি/রফিকুল/সেলিম/২০২৪/১৭০০ ঘণ্টা

 

 

তথ্যববিরণী                                                                                               নম্বর : ৪৫৭১

বিশ্বশান্তি ও মানবতার লক্ষ্যে কাজ করেছেন রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু

                                                                   --- সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে):

          সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, জাতি হিসেবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা পেয়েছি বিশ্ব রাজনীতির ÔPoet of P

2024-05-08-16-06-283f180950b9931039d6e1d6e66da178.docx 2024-05-08-16-06-283f180950b9931039d6e1d6e66da178.docx