Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২২

প্রতিদিনের তথ্যবিবরণী

Handout                                                                                                          Number : 259
 

Bangladesh Foreign Minister talks to the Indonesian Foreign Minister

 

Dhaka, January 20 : 

 

Foreign Minister Dr. A. K. Abdul Momen in a phone call yesterday spoke with the Indonesian Foreign Minister Mrs. Retno L P Marsudi. The two Foreign Ministers expressed deep satisfaction at the existing excellent bilateral cooperation between the two countries and vowed to further strengthen the relations in depth and dimensions.   

 

Dr. Momen observed that Bangladesh has been enjoying brotherly and cordial relationship with Indonesia since independence. Both the Ministers agreed to celebrate the 50th year of the diplomatic ties this year in a befitting manner.   

 

Dr. Momen noted with satisfaction on the rising trend in bilateral trade and commerce between Bangladesh and Indonesia in recent years. In this connection, he emphasized on an expeditious conclusion of the proposed Bilateral Preferential Trade Agreement for further enhancement of trade and commerce between the two countries, preferably during this year that marks a watershed in the bilateral relations between Bangladesh and Indonesia. He also stressed on reducing the imbalance existing in the bilateral trade by increasing Indonesian imports from Bangladesh. 

 

Reciprocating the sentiment of Dr. Momen,  Mrs. Marsudi noted with profound satisfaction the fact that Bangladesh- Indonesia bilateral relations was growing from strength to strength and laid importance on further political and economic collaboration for taking the relations to a new level.  

 

Bangladesh Foreign Minister thanked Indonesia for their humanitarian support extended to the Rohingyas and sought political support from Indonesia on the repatriation issue. He requested for Indonesia’s and ASEAN’s continued support in bringing about a sustainable and permanent solution to this protracted crisis. 

 

Dr. Momen further highlighted that Bangladesh wishes to have greater interaction with ASEAN since there are vibrant trade relations with some members of ASEAN and the potential synergy is evident. The Bangladesh Foreign Minister sought Indonesian support to Bangladesh’s candidature for ASEAN’s Sectoral Dialogue Partner. The Indonesian Foreign Minister, while expressing her support for Bangladesh’s candidature, suggested for fostering a greater engagement with the member countries of the ASEAN in this regards.

 

Both the Foreign Ministers exchanged greetings of the New Year and promised to remain in close touch.

 

#

 

Mohsin/Pasha/Sahela/Rahat/Mosharaf/Salim/2022/20.30 Hrs.

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ২৫৬

 

২০১৮ সালের জন্য ১৭৬ জন ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করলেন বাণিজ্যমন্ত্রী

 

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালের আগেই বাংলাদেশ এসডিজি অর্জন করবে। দেশের এ উন্নয়নে ব্যবসায়ীদের অবদান অনেক। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। অর্থনৈতিকভাবে এগিয়ে যাবার জন্য ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের বিকল্প নেই।

 

মন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সিআইপি (রপ্তানি) ও সিআইপি (ট্রেড)-২০১৮ কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০২৬ সালের পর বাংলাদেশকে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করেই ব্যবসা-বাণিজ্য করতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দক্ষতা বাড়াতে হবে ব্যবসা-বাণিজ্যে। এ লক্ষ্যে রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার জন্যই আজ ২০১৮ সালের জন্য মনোনীত ১৭৬ জন ব্যবসায়ীকে সিআইপি কার্ড প্রদান করা হচ্ছে।

 

টিপু মুনশি বলেন, অল্পসংখ্যক পণ্য নিয়ে রপ্তানি বাজারে ভালো করা যাবে না। এজন্য রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা বাড়াতে হবে, একই সাথে বাজার সম্প্রসারণ করতে হবে। বিশ্বের অনেক দেশ আছে যেখানে বাংলাদেশের তৈরি পণ্যের প্রচুর চাহিদা আছে। সেখানে আমাদের রপ্তানি বাড়াতে হবে।

 

উল্লেখ্য, দেশের মোট ২২টি খাতের ১৮টি পণ্য এবং সেবা খাত থেকে ২০১৮ সালে মোট ১৩৮ জনকে সিআইপি (রপ্তানি) এবং একই সময়ের জন্য ৩৮ জন (পদাধিকার বলে) ব্যবসায়ী নেতৃবৃন্দকে সিআইপি (টেড্র)- সহ সর্বমোট ১৭৬ জনকে সিআইপি সম্মানে ভূষিত করা হলো। সিআইপি মনোনীত সকলে তাঁদের মেয়াদকালে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন, ব্যবসা সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান।

 

#

 

বকসী/পাশা/রাহাত/মোশারফ/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৯০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                            নম্বর : ২৫২

নৃত্যকে বলা হয় সকল শিল্পের জননী

                              -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি) :

          সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাঙালি সংস্কৃতির এক প্রাচীন শিল্পসত্তা হচ্ছে নৃত্য। নৃত্যের ভাষা সর্বজনীন। তাই ভাষার গণ্ডি পেরিয়ে দেশে দেশে নৃত্যকলা তৈরি করেছে সাংস্কৃতিক মেলবন্ধন। শরীর, ছন্দ, মন, সংগীত-এসব নিয়ে নান্দনিক ছন্দিত শরীরী প্রতিমাই হলো নৃত্য। তাই নৃত্যকে বলা হয় সকল শিল্পের জননী।

          প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ৭৫টি মৌলিক নতুন নৃত্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী (২০-২২ জানুয়ারি) ‘জাতীয় নৃত্য উৎসব-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          প্রধান অতিথি বলেন, হৃদয়ের টানে ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা করোনাকালেও দেশের সাংস্কৃতিক অঙ্গন সচল রাখার চেষ্টা করেছি। বিশেষ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এসময় অনলাইনে অনেক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেজন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নৃত্য উৎসবে ঢাকার ৫০টি ও ঢাকার বাইরের ২৫টি দলসহ সর্বমোট ৭৫টি নৃত্যদল অংশগ্রহণ করেছে যেখানে নৃত্যশিল্পীদের বেশিরভাগই নবীন। তিনি বলেন, নবীনদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি ঘটেছে। এর মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে মর্মে তিনি উল্লেখ করেন।

          বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোঃ আছাদুজ্জামান।

#

ফয়সল/পাশা/রাহাত/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৫০

প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য ও অর্জন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি) :

          বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘বিজ্ঞান ও গবেষণা উন্নয়নের জন্য বিশেষ গবেষণা অনুদানপ্রাপ্ত গবেষক, বিজ্ঞানী ও শিক্ষকগণের গবেষণা কার্যক্রম: বিশেষ অনুদান প্রাপ্ত প্রকল্প: ফলাফল ও প্রয়োগ’ শীর্ষক সমাপনী সেমিনার আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি  মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান।

          মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। বিজ্ঞানের উন্নয়ন ও গবেষণার বিকাশে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেজন্য এবারের বাজেটে বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

          উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণার মান বৃদ্ধির জন্য বিজ্ঞানীদেরকে তাঁদের গবেষণা প্রকল্পে আর্থিক অনুদান প্রদান করে আসছে ১৯৮৭-৮৮ অর্থবছর থেকে। ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ৪২৮৮টি প্রকল্পের অনুকূলে ১০৯ কোটি ৯৩ লাখ টাকার অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। এছাড়া বর্তমান অর্থবছরে ৬৩৮টি গবেষণা প্রকল্পে মোট ১৬ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

          অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়াধীন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞান, গবেষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

#

 

বিবেকানন্দ/পাশা/রাহাত/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ২৪৯

 

ভিজিডি দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে

                     -- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ভিজিডি কর্মসূচির আওতায় বাংলাদেশের গ্রামীণ দুস্থ মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে বাস্তবায়িত একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। যা দুস্থ ও অর্থনৈতিকভাবে অসচ্ছল নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

         

 প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভিজিডি কর্মসূচির আওতায় চুক্তিবদ্ধ এনজিওর নির্বাহী পরিচালকদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

 

প্রতিমন্ত্রী বলেন, আজকের এ ওরিয়েন্টেশন কর্মশালায় উপস্থিত এনজিও’র নির্বাহী পরিচালক ও প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান আপনারা সরকারের উন্নয়নমূলক কাজের অন্যতম অংশীদার। ভিজিডির মাধ্যমে দুস্থ নারীর উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে আপনাদের যে দায়িত্ব তা শতভাগ নিষ্ঠার সাথে পালন করুন। সরকারও আপনাদের ভাল কাজের ইতিবাচক মূল্যায়ন করবে। প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, সারাদেশব্যাপী দশ লাখ চল্লিশ হাজার ভিজিডি উপকারভোগী মহিলাদের পরিবারগুলোকে অন্তত বাল্যবিবাহ থেকে মুক্ত রাখবেন। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধে এনজিওদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারি অনুদান যথাযথভাবে ব্যয় করারও আহ্বান জানান তিনি।

 

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব ডা. আ এ মোঃ মহিউদ্দিন ওসমানী, অতিরিক্ত সচিব এ কে এম শামিম আক্তারসহ মন্ত্রণালয়, দপ্তরসংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

         

#

 

আলমগীর/পাশা/রাহাত/রফিকুল/মাহমুদ/শামীম/২০২২/১৮০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর:২৪৭

 

সন্ধ্যার পর নদী থেকে বালু উত্তোলন না করার নির্দেশ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

 ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি):

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দেশের সকল নদী হতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বালু উত্তোলন করতে হবে। সন্ধ্যার পর কোনোভাবেই নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। জেলাপ্রশাসকদের (ডিসি) এ বিষয়ে জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী ।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলাপ্রশাসক(ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।  

প্রতিমন্ত্রী বলেন, নদীমাতৃক এই দেশে ৪০৫টি নদী প্রবহমান। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা মৌসুমে অধিক পানি থাকে। শুষ্ক মৌসুমে পানি কমে যায়। খনন করে নদীর নাব্যতা রক্ষার চেষ্টা করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে না পারলে সমস্যা প্রকট হবে। নদীর তীরে লোহা দিয়ে দেয়াল করে দিলেও তীর রক্ষা করা সম্ভব হবে না।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক প্রকল্প চালু রাখতে, বালু তোলার প্রয়োজন আছে। তবে যত্রতত্র বালু উত্তোলন চলবে না। পানি উন্নয়ন বোর্ড, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রকৌশলীরা বালুমহল চিহ্নিত করবেন। বালু উত্তোলনের একটা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও তিনি জানান।

এছাড়া বাঁধের ওপর ঘর-বাড়ি থাকে। ঘর-বাড়ি করলে, রান্নাবান্না করলে বাঁধে ইঁদুরের বাসা হয়। ইঁদুর বাসা করলে বাঁধ দুর্বল হয়ে যায়, যা বাইরে থেকে বোঝা যায় না। তখন বর্ষায় প্রবল স্রোতে বাঁধ ভেঙে যায়। দোষ হয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর। আশ্রয়ণ প্রকল্পের স্থান নির্ধারণ করার সমযয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে উঁচু স্থান নির্ধারণ করার কথাও ডিসিদের বলেন তিনি।

উপকূলের বাধ নিয়েও সম্মেলনে আলোচনা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তা ও সরকারি বরাদ্দে বাঁধ নির্মাণের কাজ চলছে। কাজগুলো শেষ হলে আগামী ৭-৮ বছর পর সহনীয় একটি পর্যায়ে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।

মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

#

গিয়াস/পাশা/রাহাত/রফিকুল/মাহমুদ/শামীম/২০২২/ ১৮২৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                           নম্বর : ২৪৬

 

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্স-এর সাক্ষাৎ

 

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি) :

বানিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইরাকের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে। এজন্য উভয় দেশের সরকারি এবং ব্যবসায়ী পর্যায়ে বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময় হলে বাণিজ্য ও বিনিয়োগের খাতগুলো চিহিৃত করা সহজ হবে।

বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় তাঁর সরকারি বাসভবনে ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুলসালাম সাদ্দাম মহিসেন এর সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

 বাণিজ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনেকগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। পৃথিবীর অনেক দেশ বিনিয়োগে এগিয়ে আসছে। ইরাকের বিনিয়োগকারীগণ এই অঞ্চলে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের আনুষ্ঠানিকতা সহজ করেছে এবং বেশকিছু আকর্ষনীয় সুযোগ-সুবিধা প্রদান করছে। ইরাক বাংলাদেশে বিনিয়োগ করে এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে বলে এসময় মন্ত্রী মন্তব্য করেন।

এসময় ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, ইরাক বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। তিনি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বাণিজ্যচুক্তি নবায়ন ও সময়োপযোগী করার ওপর গুরুত্ব আরোপ করেন। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনার জন্য তিনি বাণিজ্যমন্ত্রীকে ইরাক সফরের আমন্ত্রণ জানান।

#

 

বকসী/পরীক্ষিৎ/মেহেদী/শাম্মী/মানসুরা/২০২২/১৫৫৮ ঘন্টা

 

তথ্যবিবরণী                                                                                                                              নম্বর : ২৪৫

 

নদী রক্ষায় জেলাপ্রশাসকদেরকে আরো জোরদার ভূমিকা রাখতে হবে

                                                  - নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৬ মাঘ (২০ জানুয়ারি) :  

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, নদীর নাব্যতা রক্ষা, দখল ও দূষণরোধে জেলা প্রশাসকদের যথেষ্ট ভূমিকা আছে। জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট জেলার নদীরক্ষা কমিটির সভাপতি। নদী রক্ষায় তাদেরকে আরো জোরদার ভূমিকা পালন করতে হবে। 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন-২০২২ এ যোগদান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিভিন্ন স্থানে নদী থেকে নিয়ন্ত্রনহীনভাবে বালু উত্তোলন করা হয়। এতে করে নদী তীর ভেঙ্গে যায় এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়। বালু উত্তোলন প্রক্রিয়া সঠিকভাবে মনিটরিং করতে হবে। পাশাপাশি যে সমস্ত জেলায় স্থলবন্দর রয়েছে- সেখানে অনৈতিক কর্মকান্ড যাতে না হয়, সে বিষয়গুলোতে জোর দিতে জেলাপ্রশাসকদের নির্দেশ দেন মন্ত্রী। নৌ আইন বাস্তবায়ন করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌখাতে প্রচুর বিনিয়োগ করছেন উল্লেখ করে তিনি বলেন, এর প্রয়োগ সঠিক রাখা এবং যাত্রীবান্ধব করা আমাদের সকলের দায়িত্ব।

#

জাহাঙ্গীর/পরীক্ষিৎ/মেহেদী/শাম্মী/আসমা/২০২২/১৫০০ ঘণ্টা 

 

Handout                                                                                                                                        Number : 244

 

Bangladesh denounces the Houthi militias drone attack towards Saudi Arabia

 

Dhaka, 20 January :  

 

Bangladesh strongly condemns the Houthi militias latest launch of eight explosive drones on 17 January towards the southern part of the Kingdom of Saudi Arabia. This attack is an escalation of hostility and aggression on the part of the Houthi militias adding to further tension in the region. 

Bangladesh feels that the recent sporadic drone attacks targeting innocent civilians and civilian establishments both in the Kingdom and the UAE constitute an unlawful and cowardly act of terrorism. Bangladesh also denounces that such deliberate and insensible acts are a flagrant violation of international law and norms of civilized behavior. 

Bangladesh remains steadfastly committed towards all efforts for maintenance of peace and stability in the region. 

#

Mohsin/Parikshit/Shammi/Asma/2022/1130 hours

 

Handout                                                                                                                                           Number :  243

Bangladesh Foreign Minister talks to the Indonesian Foreign Minister

Dhaka, 20 January : 

 

            Foreign Minister Dr. A.K. Abdul Momen spoke with Indonesian Foreign Minister  L P Marsudi. In a phone call yesterday, the two Foreign Ministers expressed deep satisfaction at the existing bilateral cooperation between the two countries and vowed to further strengthen the relations in depth and dimensions.              

            Dr. Momen observed that Bangladesh has been enjoying brotherly and cordial relationship with Indonesia since independence. Both the Ministers agreed to celebrate the 50th year of the diplomatic ties this year in a befitting manner.  

Dr. Momen noted with satisfaction the rising trend in bilateral trade and commerce between Bangladesh and Indonesia in recent years. In this connection, he emphasized on an expeditious conclusion of the proposed Bilateral Preferential Trade Agreement for further enhancement of trade and commerce between the two countries, preferably during this year that marks a watershed in the bilateral relations between Bangladesh and Indonesia. He also stressed on reducing the imbalance existing in the bilateral trade by increasing Indonesian imports from Bangladesh. 

            Bangladesh Foreign Minister thanked Indonesia for their humanitarian support extended to the Rohingyas and sought political support on the repatriation issue. He requested for Indonesia’s and ASEAN’s continued support in bringing about a sustainable and permanent solution to this protracted crisis.

            Dr. Momen further highlighted that Bangladesh wishes to have greater interaction with ASEAN since there are vibrant trade relations with some members of ASEAN and the potential synergy is evident. The Bangladesh Foreign Minister sought Indonesian support to Bangladesh’s candidature for ASEAN Sectoral Dialogue Partner.

            The Indonesian Foreign Minister, while expressing her support for Bangladesh’s candidature, suggested for fostering a greater engagement with the member countries of the ASEAN in this regards.

#

Mohsin/Parikshit/Mehedi/Shammi/Masum/2022/1031 hour

2022-01-20-15-00-89714f5af52839941cd5b440011f000f.doc 2022-01-20-15-00-89714f5af52839941cd5b440011f000f.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon