Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুলাই ২০১৮

তথ্যবিবরণী 17/07/2018

তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ১৯৯২
 
অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী দলের সংবর্ধনায় শিক্ষামন্ত্রী
নতুন প্রজন্ম বিশ্বমানের মেধার অধিকারী
 
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :  
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এ দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীদের চেয়ে কম নয়। মেধার দিক থেকে বাংলাদেশ দরিদ্র নয়। তারা বিশ্ব জয় করতে পারে।
 
মন্ত্রী আজ রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদকজয়ী বাংলাদেশ গণিত দলের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, ডাচ-বাংলা ব্যাংক ও প্রথম আলো এ সংবর্ধনার আয়োজন করে। 
 
মন্ত্রী বলেন, মেধাবীদের সেরা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গুণগত মানসম্পন্ন শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গনিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা এ প্রতিযোগিতায় স্বর্ণপদক, ব্রোঞ্জ পদক ও অন্যান্য স্বীকৃতি পেয়েছে, তাদের জন্য জাতি গর্বিত ও সম্মানিত। এক্ষেত্রে সরকারের সমর্থন-সহযোগিতা অব্যাহত থাকবে। 
 
মন্ত্রী আরো বলেন, গত কয়েক বছর ধরে বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানচর্চা ও গবেষণা আরো বাড়াতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। তিনি বলেন, জাতীয়ভাবে সৃজনশীল মেধা অন্বেষণের মাধ্যমেও সরকার মেধাবীদের উৎসাহিত করছে। দক্ষ জনশক্তি তৈরির জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় জোর দিচ্ছে। একইসাথে উচ্চশিক্ষা ও গবেষণায়ও জোর দেয়া হচ্ছে। 
 
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, কথাসাহিত্যিক আনিসুল হক, ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী দলের কোচ মাহবুবব মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য মুনির হাসান।
 
#
 
আফরাজ/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১৯৯১
 
একর্ড এবং এলায়েন্স চাইলে আরসিসির অধীনে কাজ করতে পারবে
                                                    --- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, একর্ড এবং এলায়েন্স চাইলে রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেল (আরসিসি)-এর অধীনে কাজ করতে পারবে। আরসিসি’র সক্ষমতা বৃদ্ধিতে জরুরিভাবে এডহক ভিত্তিতে ৬০ জন প্রকৌশলী নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীরা পোশাক কারখানায় রিমেডিয়েশন সংক্রান্ত কার্যক্রম তদারকি করবেন।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে ক্যাপাসিটি বিল্ডিং অভ্ রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেল (আরসিসি) : শেয়ারিং, প্রোগ্রেস এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক আলোচনা সভা  শেষে সাংবাদিক সম্মেলনে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল কারখানার সংস্কার কাজ তদারকির জন্য প্রয়োজনে আরো প্রকৌশলী নিয়োগ দেয়া হবে। আরসিসিকে আরো শক্তিশালী করতে যা যা করা দরকার সব কিছু করবে সরকার। ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পর ন্যাশনাল ইনিশিয়েটিভ-আওতাধীন ১ হাজার ৫৪৯টি রপ্তানিমুখী পোশাক কারখানার সংস্কার কাজ ত্বরান্বিত করার জন্য দীর্ঘ মেয়াদে ভবনের কাঠামোগত বিষয়ে দেখভাল করা, অগ্নি এবং বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২০১৭ সালের ১৪ মে আরসিসি গঠন করা হয়। 
সম্মেলনে জানানো হয়, আরসিসির অধীনে কারখানা ভবনের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সম্পন্ন করার জন্য ২৬টি ইঞ্জিনিয়ারিং ফার্মকে তালিকাভুক্ত করা হয়েছে। ফায়ার এবং ইলেকট্রিক্যাল ডেভলপমেন্ট সম্পন্ন করার জন্য ১৯টি ইঞ্জিনিয়ারিং ফার্মকে তালিকাভুক্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রম নিয়মিত ফলোআপ করার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি প্রকৌশল দল গঠন করা হয়েছে। এ দলকে সহায়তার জন্য পোশাক শিল্পঘন চার জেলায় ১৮ জন প্রকৌশলীকে দায়িত্ব প্রদান করা হয়েছে। মাঠ পর্যায়ে সংস্কার কার্যক্রমের হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য ৮০ জন পরিদর্শককে কেস হ্যান্ডলার হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। 
এর আগে আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট, ইইউ রাষ্ট্রদূত রেনজে তিরিঙ্ক (জবহংলব ঞববৎরহশ), এফবসিসিআিই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দনি, সভাপতি  রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এবং আইএলও এর কান্ট্রি ডিরেক্টর গগণ রাজভান্ডারী বক্তৃতা করেন।
#
 
আকতারুল/মাহমুদ/নাইচ/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৯০
এভিয়েশন সেফটি পার্টনার হতে চায় কানাডা
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :
কানাডার এভিয়েশন সেফটি প্রোগ্রাম,  ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) স্বীকৃত ও বিশ্বব্যাপী সমাদৃত। দ্রুত বর্ধনশীল এভিয়েশন ইন্ডাস্ট্রির  সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে বিশ্বের আরো অনেক দেশের মতো বাংলাদেশকেও  কানাডার  এভিয়েশন সেফটির পার্টনার হবার আমন্ত্রণ জানিয়েছে কানাডার মিনিস্ট্রি অভ্ ট্রান্সপোর্ট। 
আজ সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের সাথে সাক্ষাৎকালে এ সংক্রান্ত একটি চিঠি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া প্রেফন্টেন। 
এছাড়া, কানাডার সাথে জিটুজি ভিত্তিতে সম্পাদিত চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ এযারলাইন্স লি. এর জন্য ৩টি ড্যাশ-৮ এয়ারক্রাফট ক্রয়ের বিষয়টি ত্বরান্বিত করতে বৈঠকে আলোচনা হয়। 
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইমরান, মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারি ও কানাডিয়ান হাইকমিশনের ট্রেড কমিশনার কামাল উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
 
তুহিন/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ১৯৮৯
 
জুন মাসে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম গৃহীত
 
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :  
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গত ২৮ জানুয়ারি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকবিরোধী অভিযান, প্রচার, কার্যক্রম ও মাঠ পর্যায়ে মাদকবিরোধী ফিলার প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গত জুন মাসে মাদকবিরোধী অভিযান, প্রচার কার্যক্রম ও মাঠ পর্যায়ে প্রচারিত ফিলারগুলো তথ্য নি¤œরূপ : ঢাকা বিভাগে মাদকবিরোধী সভা ১৫৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা ২৭৯টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১৬টি; ময়মনসিংহে মাদকবিরোধী সভা ৮৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৬০টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৮টি; চট্টগ্রামে মাদকবিরোধী সভা ৯৭টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩১০টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২২টি; রাজশাহীতে মাদকবিরোধী সভা ৫৯টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৬টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৩৪টি; রংপুরে মাদকবিরোধী সভা ৫৯টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১২টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১৭টি; খুলনায় মাদকবিরোধী সভা ৬৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩৫৩টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১১টি; বরিশালে মাদকবিরোধী সভা ৪৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৩২টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৪০টি এবং সিলেটে মাদকবিরোধী সভা ৪৪টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৮৪টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৭টি।
 
জুন মাসে আটটি বিভাগে মাদকবিরোধী সভা হয়েছে ৬১১টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা হয়েছে ১ হাজার ১৫৬টি ও মাদকবিরোধী ফিলার প্রচার হয়েছে ১৫৫টি।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পত্রে এসব তথ্য জানানো হয়। 
 
#
 
মামুন/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৮৮
তৈরিপোশাকের মূল্য বৃদ্ধি করতে ক্রেতাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান
 
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ তৈরিপোশাক খাতকে নিরাপদ ও কর্মবান্ধব করে গড়ে তুলেছে। শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে। বিপুল অর্থ বিনিয়োগ করে তৈরিপোশাক কারখানাগুলো আধুনিক করা হয়েছে। বিশ^মানের কারখানায় বাংলাদেশে পোশাক তৈরি হচ্ছে। কিন্তু তৈরিপোশাক ক্রেতারা মূল্য বৃদ্ধি করছে না। মন্ত্রী তৈরিপোশাকের মূল্য বৃদ্ধি করতে ক্রেতাদের প্রতি আহ্বান জানান। 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় হোটেল পূর্বাণীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ক্যাপাসিটি বিল্ডিং অভ্ রিমেডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) শেয়ারিং প্রোগ্রেস এন্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। 
তোফায়েল আহমেদ বলেন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে  অনুষ্ঠিত সাসটেইনিবিলিটি কম্প্যাক্টের ৪র্থ পর্যালোচনা সভায় একোর্ড এবং এলায়েন্সের কাজের মেয়াদ বৃদ্ধি করার অনুরোধ জানানো হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি, বাংলাদেশ নিজেই এ কাজ করতে এখন সক্ষম। আরসিসিকে দক্ষ জনবল দিয়ে সাজানো হয়েছে। তৈরিপোশাক কারখানাগুলোর কাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ইঞ্জিনিয়ারকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) সব ধরনের সহযোগিতা প্রদান করছে। 
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খানম, এফবিসিআিইয়ের প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান, ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টেফেন্স ব্লোম বার্নিকাট, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, নরওয়ের রাষ্ট্রদূত, একোর্ড, এলায়েন্স, বিকেএমইএ এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
#
 
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১৯৮৭
জাতীয় শোক দিবসের কর্মসূচি
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :  
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালনের উদ্দেশ্যে সরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনা সভার আয়োজন করা হবে। সকাল ৬টা ৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং সশস্ত্র বাহিনী গার্ড অভ্ অনার প্রদান করবে। এছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে ঢাকার বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার পরিবারের শাহাদত বরণকারী সদস্য ও অন্য শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করবেন। সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার টুংগীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সেখানে ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনীর গার্ড অভ্ অনার প্রদান এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ, অধিদপ্তর ও সংস্থা জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে। 
জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। জাতীয় দৈনিক ও সাময়িকীতে ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার মুদ্রণ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রোথ সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপিত হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, শিশু একাডেমি এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক বক্তৃতার আয়োজন করবে। 
জেলা ও উপজেলা পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে তারা কর্মসূচি পালন করবে।        
         বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন টুংগীপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে এবং ঢাকায় ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করবে।
         দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের জন্য জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে। 
তথ্য মন্ত্রণালয় তার আওতাধীন সংস্থা ও দপ্তরের মাধ্যমে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে আলোকচিত্র প্রদর্শনী, নিরীক্ষা, নবারুণ, সচিত্র বাংলাদেশ ও বাংলাদেশ  কোয়ার্টারলির বিশেষ সংখ্যা প্রকাশ, স্মরণিকা ও বিশেষ নিবন্ধ প্রকাশ, আলোচনা সভা ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে। গণযোগযোগ অধিদপ্তর প্রয়োজনীয়  ক্ষেত্রে শব্দযন্ত্র সরবরাহ করবে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের  রোজনামচা গ্রন্থ দু’টির পাঠ আগস্টে মাসব্যাপী প্রচারের ব্যবস্থা করবে এবং কিউরেটর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রয়োজনীয় সহযোগিতা করবে।
#
মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১৯৮৬
 
সড়ক-মহাসড়কের পাশে কোরবানীর পশুর হাট বসানো যাবে না
                                                                     -- ওবায়দুল কাদের
 
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :  
 
নির্বিঘেœ যাতায়াতের পাশাপাশি আসন্ন ঈদ-উল-আযহার সময় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমানোই হবে অগ্রাধিকার। এ লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তদারকি ঈদের পরেও জোরদার থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষের নির্বিঘেœ বাড়ি ফেরা নিশ্চিত করতে সড়ক-মহাসড়কের পাশে কোন ধরণের কোরবানীর পশুর হাট বসানো যাবে না। এছাড়া ফিটনেসবিহীন গাড়িতে কোরবানীর পশু পরিবহন করা যাবে না। এ সকল পরিবহন উৎসমুখে বন্ধ করতে হবে। এ ছাড়া উল্টোপথে গাড়ি চালানো, ব্যাটারিচালিত রিক্সাসহ অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে আরও কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।
 
মন্ত্রী আজ মুন্সীগঞ্জের গজারিয়ায় দ্বিতীয় মেঘনা সেতুর নির্মাণ সাইটে আসন্ন ঈদ যাত্রা নির্বিঘœ করতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক সভায় এসব কথা জানান।
 
মন্ত্রী বলেন, ঈদের আগে তিনদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ঈদের আগের চারদিন ও পরের চারদিন সারা দেশে সিএনজি স্টেশনসমূহ চব্বিশ ঘণ্টা খোলা থাকবে।
 
মহাসড়কে চাঁদাবাজি বন্ধে নজরদারী বাড়াতে হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে এ সময় তিনি জানান। এছাড়া ঈদ পরবর্তী সময়ে মহাসড়কে পরিবহন ব্যবস্থাপনার সমন্বয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
 
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতিনিধি, পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
 
#
 
নাছের/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৮৫
উন্নত দেশ গড়তে ডিপ্লোমা প্রকৌশলীদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে
                                               --- নৌপরিবহণ মন্ত্রী
 
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :
২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও শোষণহীন সমাজ গড়তে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। সরকার কারিগরি শিক্ষাকে মূল¯্রােতধারায় সম্পৃক্ত করতে কাজ করছে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ডিপ্লোমা প্রকৌশলীদের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে।  
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গ্রাজুয়েশন সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 
ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) অস্ট্রেলিয়ান যোগ্যতা কাঠামো অর্জনের জন্য ব্রিজিং কোর্স সমাপ্তকারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের মাঝে গ্রাজুয়েশন সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। 
উল্লেখ্য মেলবোর্ন পলিটেকনিক অস্ট্রেলিয়ায় উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে বাংলাদেশের ২০ জন ডিপ্লোমা প্রকৌশলী ১০ সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করে। 
মেলবোর্ন পলিটেকনিকের নির্বাহী পরিচালক গ্রেগরি মেডিগানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোঃ আলমগীর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ এবং এডুকেশন ফর স্কিল ডেভলপমেন্ট অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডিয়েনে বোলটান। 
#
 
 
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৮৪
চাই জঙ্গিমুক্ত রাজনীতি, অন্তর্ভুক্তির অর্থনীতি
                                --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে টেকসই রাজনীতি এবং টেকসই অর্থনীতি দরকার দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আর এই টেকসই রাজনীতির জন্য জঙ্গি, সাম্প্রদায়িকদের ক্ষমতার বাইরে রাখতে হবে। আর টেকসই অর্থনীতির জন্য অন্তর্র্ভুক্তির অর্থনীতি অনুসরণ করতে হবে।
আজ রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর ডিরেক্টরি প্রকাশনা, ওয়েবসাইট উদ্বোধন ও লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অতীতের সরকারগুলো বাংলাদেশের অর্থনীতি তথাকথিত বাজার অর্থনীতির কাছে ইজারা দিয়েছিলো। কিন্তু বাজার অর্থনীতির কাছে ইজারা এক জিনিস আর বাজার শক্তিকে কাজে লাগানো আরেক জিনিস। ’৭৫ এর পর থেকে অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা সংকুচিত করে আনা হয়। ফলে দারিদ্র্যের উল্লেখযোগ্য হ্রাস ঘটেনি। কিন্তু গত দশ বছরে এ সরকারের সাফল্য অনেক।  এখন প্রবৃদ্ধি বাড়ছে, দারিদ্র্যও কমছে।’
ব্যাংকখাত প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী বিভিন্ন ব্যাংকের তিন হাজার নতুন শাখা খোলা হয়েছে। এজন্য প্রবৃদ্ধি বাড়ছে। এসব ব্যাংক কিভাবে বিনিয়োগ করেছে তা দেখতে হবে। ক্ষুদ্র ঋণে কত টাকা বিনিয়োগ হয়েছে তা দেখতে হবে। বাজার শক্তিকে কাজে লাগাতে হবে।
এর আগে তথ্যমন্ত্রী লেখক সম্মাননা-২০১৮ এর আওতায় ১৬ জন লেখকের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।
ইআরএফ প্রেসিডেন্ট সাইফ ইসলাম দিলাল এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজসহ ফোরামের সদস্যবৃন্দ সভায় বক্তৃতা করেন।
#
 
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৯৮৩
 
জেলা পর্যায়ে ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু ২০ জুলাই
 
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :  
দেশের তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণের মাঝে দেশের নিজস্ব সংস্কৃতির জাগরণ সৃষ্টির লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় আগামী ২০-২১ জুলাই ২০১৮ দুই দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হবে।
জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রতিটি জেলায় জেলা প্রশাসকের সভাপতিত্বে গঠিত সাংস্কৃতিক উৎসব আয়োজন কমিটির মাধ্যমে জেলা পর্যায়ে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজনের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।
স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হবে এবং অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমূহ- একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষার ওপর নির্মিত বিভিন্ন ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হবে। একইসাথে সরকারের জনকল্যাণ উন্নয়নমূলক কর্মকা-ের ওপর ভিডিও তথ্যচিত্রও প্রদর্শন করা হবে।
‘সাংস্কৃতিক উৎসব’ উপলক্ষে আগামীকাল ১৮ জুলাই সকাল ১১টায় তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। আগামীকাল জেলা তথ্য অফিসের সহযোগিতায় দেশব্যাপীও সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
#
সাবরীনা/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৮২
 
কামরাঙ্গীরচরে ১২২ টি মসজিদে অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী
 
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :  
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন মসজিদের ইমাম ও খতিব সাহেবরা। প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে তারা যে বয়ান করেন তা সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। সাধারণ মানুষ তাদের কথা শোনে এবং মান্য করে। আজ কামরাঙ্গীরচরের আল হেরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কামরাঙ্গীরচরের ১২২ টি মসজিদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। 
মন্ত্রী বলেন, মাদক তরুন প্রজন্মকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। ইমাম সাহেবদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জুম্মার দিন মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে ও সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান করবেন। এসবের বিরুদ্ধে জনগণকে সচেতন করবেন। 
বর্তমান সরকারের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি সেক্টরেই সফলতা অর্জন করেছে। এ অর্থবছরে এত বড় বাজেট ঘোষণা করেছে বিদেশিদের কোনোরকম সাহায্য-সহযোগিতা ছাড়াই। অথচ একসময় বাজেট ঘোষণার জন্য বিদেশিদের ওপর নির্ভর করতে হতো। তিনি বলেন, একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন ব্যাহত হয়। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষার জন্য বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আসা দরকার। 
আসন্ন নির্বাচন উপলক্ষে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি বিএনপি নির্বাচনে আসবে। আমরাও চাই তারা নির্বাচনে আসুক। একটা সুন্দর প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। 
কামরাঙ্গীরচর আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জি হুজুরসহ স্থানীয় আলেম ওলামাগণ, কামরাঙ্গীরচর থানার বিভিন্ন মসজিদের ইমামগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
#
সুমন মেহেদী/অনসূয়া/রফিকু/আসমা/২০১৮/১৫৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৯৮১
 
এলডিসি থেকে উত্তীর্ণ দেশগুলোকে সহযোগিতা অব্যাহত রাখতে পরিকল্পনা মন্ত্রীর আহ্বান
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :
পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল ১৬ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এসডিজির অগ্রগতি আলোকে শীর্ষপর্যায়ের রাজনৈতিক ফোরাম-এ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের স্বার্থে এই উত্তরণকালীন সময়ে দুর্বলতা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়ন ও বাণিজ্য সহযোগীদেরকে টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বল্পোন্নত এবং সাম্প্রতিক এলডিসি থেকে উত্তীর্ণ দেশগুলোকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, স্বল্পোন্নত দেশগুলো অত্যন্ত দুর্বল এ দেশগুলোকে বিভিন্ন ধরনের অভিঘাত ও সংকটের সম্মুখীন হতে হয় যেগুলো পরিবেশ ও জলবায়ুর সাথে সম্পৃক্ত। সম্পদের সদ্ব্যবহার ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি স্থাপন করে যেকোন অভিঘাতের বিরুদ্ধে টিকে থাকতে সকল প্রচেষ্টাকে উজ্জীবিত করার জন্য মন্ত্রী বিশ্ব সমাজকে আহ্বান জানান।
 
#
 
তৌহিদুল/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৫১ ঘণ্টা
তথ্যববিরণী                                                                                             নম্বর : ১৯৮০
 
স্পকিাররে সাথে আর্ন্তজাতকি ফৌজদারী আদালতরে ভকিটমি ট্রাস্ট ফান্ডরে র্বোড চয়োররে সাক্ষাৎ
 
হগে, নদোরল্যান্ড, ১৭ জুলাই :
 
বাংলাদশে জাতীয় সংসদরে স্পকিার ড. শরিীন শারমনি চৌধুরী এমপরি সাথে আর্ন্তজাতকি ফৌজদারি আদালতরে ভকিটমি ট্রাস্ট ফান্ডরে র্বোড চয়োর মোটো নগুচি আজ তার হোটলে সুইটে সাক্ষাৎ করনে। 
সাক্ষাৎকালে মোটো নগুচি আর্ন্তজাতকি ফৌজদারি অপরাধরে শকিার ব্যক্তগিণ এই ট্রাস্ট ফান্ডরে আওতায় কভিাবে আইনি সহায়তা পয়েে থাকে সইে প্রক্রয়িা অবহতি করনে। শকিার ব্যক্তর্বিগরে বচিার প্রাপ্তি নশ্চিতিকরণসহ নানাবধি সহায়তা প্রদানে স্পকিার ট্রাস্ট ফান্ডরে ভূমকিার প্রশংসা করনে এবং র্বোড চয়োরকে ধন্যবাদ জানান। 
এর আগে স্পকিার হগে এ অবস্থতি পসি প্যালসে পরর্দিশন করনে। পসি প্যালসেে আর্ন্তজাতকি সালশি বষিয়ক স্থায়ী আদালত এবং আর্ন্তজাতকি বচিার আদালত অবস্থতি। এ সময় সালশি আদালতরে সনিয়ির লগ্যিাল কাউন্সলি গ্রাথ শোফল্ডি স্পকিাররে সাথে সাক্ষাৎ করনে।
 সাক্ষাৎকালে শােফল্ডি সালশি আদালতরে প্রক্রয়িা সর্ম্পকে স্পকিারকে অবহতি করনে। উল্লখ্যে, বাংলাদশে এই আদালতইে ভারত ও ময়িানমাররে সাথে সমুদ্রসীমা বষিয়ক বরিোধ নষ্পিত্তরি রায় পয়েছেলি। 
পরে স্পকিার নদোরল্যান্ডরে প্রাচীনতম শক্ষিা প্রতষ্ঠিান লইেডনে ইউনভর্িাসটিি পরর্দিশন করনে। পরর্দিশনকালে নদোরল্যান্ডে নযিুক্ত বাংলাদশেরে রাষ্ট্রদূত শখে মোহাম্মদ বলোল উপস্থতি ছলিনে। 
#
 
তারকি/অনসূয়া/রজ্জোকুল/আসমা/২০১৮/১৪৪২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৯৭৯
 
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত
ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) :
উপকূলীয় উড়িষ্
Todays handout (10).docx