Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০১৬

তথ্যবিবরণী 16/03/2016

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৮৯

বর্তমান সরকার জনস¦ার্থকেই বড় করে দেখে
                           -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী, ২ চৈত্র (১৬ মার্চ) :
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম বলেছেন, বর্তমান সরকারের তুলনায় বিগত চারদলীয় জোট সরকার দেশে দশ ভাগও উন্নয়ন করেনি। আওয়ামী লীগ সরকার নিজেদের স্বার্থে রাজনীতি করে না, জনগণের স্বার্থকেই বড় করে দেখে।
    প্রতিমন্ত্রী আজ রাজশাহী জেলার চারঘাট উপজেলার মোক্তারপুর নাওদাড়া গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  
অনুষ্ঠানে ৫৮টি পরিবারের মাঝে বিদ্যুতের নতুন সংযোগ প্রদান করা হয়। এতে ১৩ লাখ ৮০ হাজার  টাকা ব্যয়ে শূন্য দশমিক ৫৪৯ কিলোমিটার  বিতরণ লাইন নির্মাণ এবং ৩টি ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।
    প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত সরকার দেশে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সেক্টরে আমূল পরিবর্তন করেছে। বর্তমান সরকারের সময়ে বিদ্যুতের উৎপাদন ১৪ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে। বিদ্যুতের জন্য জনগণ আর কষ্ট করে না। এখন আর বিদ্যুতের লোডশেডিং নেই। এছাড়াও নতুন নতুন বিদুুুুুুু্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। বিদ্যুৎ নিয়ে যদি কেউ দুর্নীতি করে তাকে ছেড়ে দেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশ গড়ার জন্য কাজ করছেন।  সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
    চারঘাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি -২ এর জিএম নিতাই কুমার সরকার, চারঘাট জোনাল অফিসের ডিজিএম আব্দুল কাদের এবং নির্বাহী অফিসার আব্দুস সামাদ বক্তব্য রাখেন।
#

হালিম/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/২২০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৮৮

তারুণ্যের সমর্থনের কারণেই যুদ্ধাপরাধীদের বিচারের দ- কার্যকর হয়েছে
                                                           -- ডেপুটি স্পিকার

ঢাকা, ২ চৈত্র (১৬ মার্চ) :
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আজ অক্সফ্যাম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার এর আয়োজনে যুব ছায়া সংসদের ৩য় অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
    অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকারের যুগোপযোগী নেতৃত্বের মাধ্যমে যুব সমাজের মেধা ও প্রজ্ঞাকে কাজে  লাগিয়ে ২০২১ সালের পূর্বে দেশ একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের পূর্বেই উন্নত দেশে পরিণত হবে। বর্তমান সংসদে সরকারি দল এবং বিরোধী দলের গঠনমূলক আলোচনা ও সমালোচনার মাধ্যমে দেশ টেকসই গণতন্ত্র ও টেকসই  উন্নয়নের পথে এগিয়ে যাবে। তারুণ্যের অব্যাহত সমর্থনের কারণেই বর্তমান সরকার স্বাধীনতার পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের বিচারের দ- কার্যকর করতে পেরেছে।
    অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে যুব ছায়া সংসদ অধিবেশনে সাবেক ডাকসু ভিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অক্সফ্যামের এডভোকেসি কোঅর্ডিনেটর মুজাহিদুল ইসলাম নয়ন এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর ক্যান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন বক্তব্য রাখেন।
#

মিজানুর/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১০৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৮৭

স্টেট ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

ঢাকা, ২ চৈত্র (১৬ মার্চ) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান রক্ষার পাশাপাশি নতুন এ শিক্ষাব্যবস্থা গণমুখী করতে উদ্যোগ নেবে সরকার। তিনি বলেন, দেশে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হলেও ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত শর্ত অমান্যকারী কিছু বেসরকারি বিশ্ববিদ্যায়ের জন্য অপার সম্ভাবনাময় এ খাতের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। তিনি বলেন, আইন অমান্যকারী এসব বেসরকারি বিশ্ববিদ্যায়ের বিরুদ্ধে শীঘ্রই  ব্যবস্থা নেয়া হবে।
    শিক্ষামন্ত্রী আজ ঢাকায় বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে স্টেট ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশ এর ৪র্থ সমাবর্তনে বক্তৃতায় এ হঁশিয়ারি দেন।
    সভাপতির ভাষণে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষাব্যবস্থা নতুন হলেও এসব বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা ইতোমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়কে অতিক্রম করেছে। বেসরকারি খাতে উচ্চশিক্ষা আরো গণমুখী করতে উদ্যোগী হতে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতি আহ্বান জানান।
    অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইফতেখার গণি চৌধুরী বক্তৃতা করেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৮৬

হাতিয়ায় ভূমিহীনদের মাঝে ভূমির খতিয়ান বিতরণ

হাতিয়া, (নোয়াখালী), ২ চৈত্র (১৬ মার্চ) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, গৃহহীন ও ভূমিহীনদের বাস ও চাষযোগ্য জমি দান করে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে তিনি গৃহীত প্রকল্প নির্দিষ্ট মেয়াদের মধ্যেই সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ভূমিমন্ত্রী আজ নোয়াখালীর হাতিয়া উপজেলার চর নাঙ্গুলিয়া ভূমিহীন বাজার সংলগ্ন মাঠে ভূমি মন্ত্রণালয়াধীন চর উন্নয়ন বসতি স্থাপন প্রকল্প-৪ এর মাধ্যমে হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ভূমিহীনদের মাঝে ভূমির খতিয়ান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে নোয়াখালীতে ভূমিহীন কৃষকদের জমি দিয়েছিলেন। জাতির পিতা এদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী সকল নাগরিকের সংবিধানস¦ীকৃত এসকল মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
ভূমিমন্ত্রী বলেন, এদেশের মানুষ বিনা পয়সায় জমি ও বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাবে তা আগে কেউ ভাবতে পারেনি। তিনি সমুদ্র থেকে জেগে ওঠা চর ও সুন্দরবনের উপকূলে জেগে ওঠা চরগুলোতে ভূমিহীনদের মাঝে বন্দোবস্তযোগ্য কৃষিজমি প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মন্ত্রী ১৪ শ’ ভূমিহীন পরিবারের মাঝে খতিয়ান বিতরণ করেন।
     নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, ভূমিসচিব মেছবাহ-উল-আলম এবং উপসচিব জাকির হোসেন বক্তব্য রাখেন।
#

রেজুয়ান/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর :   ৮৮৫

ব্রিটেনের রাণীর সাথে  ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ

লন্ডন (যুক্তরাজ্য), ১৬ মার্চ :

 


স্পিকার এবং সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল লন্ডনের মার্লবরো হাউজে ব্রিটেনের রাণী ও কমনওয়েলথ প্রধান  দ্বিতীয় এলিজাবেথের সাথে সাক্ষাৎ করেন। সিপিএ মহাসচিব আকবর খান এসময় উপস্থিত ছিলেন।


স্পিকার রানী দ্বিতীয় এলিজাবেথকে বাংলাদেশে অনুষ্ঠেয় সিপিএ সম্মেলন, সিপিএ’র চলমান কর্মসূচি, সিপিএ রোড শো কার্যক্রমসহ বিভিন্ন বিষয় অবহিত করেন।
 
   
স্পিকার বলেন, কমনওয়েলথের আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ এবং সংসদীয় কার্যক্রমের বিষয়ে তরুণ সমাজকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে এ বছর সিপিএ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি বিষয়ক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে  কমনওয়েলথভুক্ত দেশের তরুণ সমাজ সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আরো জানার সুযোগ পাবে। তিনি আগামী সিপিএ সম্মেলন ঢাকায় আয়োজনের সার্বিক দিক সম্পর্কে রাণীকে অবহিত করেন। স্পিকার সিপিএ কার্যক্রমে রাণীর অব্যাহত সহযোগিতা কামনা করেন।

রাণী এলিজাবেথ সিপিএ’র চলমান কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন, পার্লামেন্ট সদস্যসহ সর্বস্তরের জনগণকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সচেতন ও সম্পৃক্ত করে দেশে সুশাসন  প্রতিষ্ঠা করতে হবে।  তিনি নতুন  প্রজন্মের তরুণ সমাজকে রাজনীতি ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

#
নূরুল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর :  ৮৮৪

প্রবাসী ও প্রবাসফেরত কর্মীদের ইউনিয়নভিত্তিক ডাটাবেইজ করা হবে
                                                    -- প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুমিল্লা, ২ চৈত্র (১৬ মার্চ) :
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, দক্ষ জনশক্তি গড়ার পাশাপাশি প্রবাসে কর্মরত এবং প্রবাসফেরত কর্মীদের ইউনিয়নভিত্তিক ডাটাবেইজ প্রণয়ন করা হবে।
    মন্ত্রী আজ কুমিল্লায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
    মন্ত্রী এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অটোমোটিভ, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসপ, জেনারেল ইলেক্ট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং, জেনারেল মেকানিক্স, সিভিল কন্সট্রাকশন, প্লাম্বিং ও পাইপ ফিটিং, উড ওয়ার্কিং, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কসপ এবং ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন বিভাগ পরিদর্শন করেন।
    মতবিনিময়সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা ও উপজেলা পর্যায়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের নির্দেশনা প্রদান করেছেন। এ লক্ষ্যে প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়েও টিটিসি নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করাই হলো টিটিসিসমূহের লক্ষ্য। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের মধ্যে কেবল কুমিল্লা জেলায় প্রবাসীর পরিমাণ ৬ লাখ ৩৫ হাজার ৬৯০ জন, যা মোট প্রবাসীর শতকরা ১১ ভাগ। নিঃসন্দেহে এটি প্রতীয়মান যে, কুমিল্লা জেলার জনগণের বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা প্রশংসার দাবিদার।
    মন্ত্রী আরো বলেন, অভিবাসন প্রক্রিয়াকে দালালচক্র মুক্ত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ইউনিয়ন পর্যায়ে মোটিভেশনাল মিটিং করতে হবে। তিনি জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্তদের ডাটাবেইজ করে কোন দেশে কারা কর্মরত আছে তা নিয়মিত হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হবে।
    মতবিনিময়সভায় কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম উক্ত কেন্দ্রের সার্বিক বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
    জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার বক্তব্য রাখেন। এছাড়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৮৩

সংস্কৃতিচর্চা মানবীয় গুণাবলি পরিশীলিত করে
                                                                 -- সংস্কৃতিমন্ত্রী

রাজশাহী, ২ চৈত্র (১৬ মার্চ) :
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সংস্কৃতিচর্চা মানুষের বিবেককে জাগ্রত করে মানবীয় গুণাবলি পরিশীলিত করে। অন্ধকারাচ্ছন্ন সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে সুস্থ ধারার সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।
মন্ত্রী আজ রাজশাহী বিশ^বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সংগীত বিভাগ আয়োজিত  তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও সংগীত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ দিকনির্দেশনায় বাংলাদেশের মানুষের জীবনে অর্থনৈতিক পরিবর্তন   এসেছে, উত্তরবঙ্গের  মঙ্গাপীড়িত মানুষেরও আর্থিক সচ্ছলতা এসেছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি দেশের মানুষের মন আলোকিত হওয়ার বিষয়ে সকলকে নজর দিতে হবে।
শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ফলাফলের জন্য কঠোর সাধনা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন,  কোমলমতি ছেলেমেয়েদের সঠিক ও পরিপূর্ণ বিকাশে সংস্কৃতিচর্চারও সুযোগ দিতে হবে। তিনি শাস্ত্রীয় সংগীতসহ কাব্য, সাহিত্য, চারুকলা, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি ও লোকসংগীতের চর্চা ও গবেষণা অব্যাহত রেখে সকলের প্রতি আলোকিত জীবন গড়ার আহ্বান জানান।
রাবি’র উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপউপাচার্য প্রফেসর
ড. চৌধুরী সারওয়ার জাহান, ভারতের সহকারী  হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আব্দুল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপমহাদেশের প্রখ্যাত সংগীত বিশেষজ্ঞ অমিয় রঞ্জন বন্দোপাধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ দেশবিদেশের বরেণ্য সংগীতজ্ঞগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#

নাফেয়ালা/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৮২

তৃণমূল কর্মকর্তাদের সাথে মৎস্য সচিবের মতবিনিময়

ঢাকা, ২ চৈত্র (১৬ মার্চ) :
মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান খান আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলা ও উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি, বরিশাল, সিরাজগঞ্জ, কুমিল্লা সদর, ধর্মপাশা, সুনামগঞ্জ, তাড়াইল, কিশোরগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেন।
সচিব এসব এলাকার বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অবস্থাসহ মাছ, মাংস ও দুধের চাহিদা সম্পর্কে জানতে চান এবং দেশের পুষ্টিচাহিদাপূরণে তাদের আরো তৎপর হওয়ার নির্দেশনা দেন।
উল্লেখ্য, সচিব সারাদেশে তাঁর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রম তদারকি করতে নিয়মিতভাবে প্রতিমাসেই ভিডিও কনফারেন্সের ব্যবস্থা গ্রহণ করেছেন। এতে কর্মকর্তাদের কাজে উৎসাহ উদ্দীপনা বাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমও ত্বরানি¦ত হচ্ছে।
#

শাহআলম/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর :  ৮৮১

ইথিওপিয়ায় স্যানিটেশন বিষয়ক সম্মেলনে এলজিআরডি মন্ত্রী

আদ্দিস আবাবা (ইথিওপিয়া), ১৬ মার্চ :
                                                                              
    স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানি প্রাপ্তির ক্ষেত্রে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) বাংলাদেশ সুনির্দিষ্ট পরিকল্পনা ও কৌশল নির্ধারন করেছে। এ লক্ষ্যে সময়োপযোগী ও বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।  

    মন্ত্রী আজ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত ‘স্যানিটেশন এন্ড ওয়াটার ফর অল’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও সুপেয় পানি প্রাপ্তি বিষয়ে ভবিষ্যৎ কৌশল ও পরিকল্পনা বিষয়ক কান্ট্রি পেপার উপস্থাপন করছিলেন।

    ইথিওপিয়ার প্রেসিডেন্ট ড. মিউলাতু টেসহোম (উৎ. গঁষধঃঁ ঞবংযড়সব) সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ইউনিসেফের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী (১৫ ও ১৬ মার্চ) সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের মন্ত্রী পর্যায়ের ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ  অংশগ্রহণ করেন।  

    কান্ট্রি পেপার উপস্থাপনকালে খন্দকার মোশাররফ বলেন, সুপেয় পানি নিশ্চিত ও স্যানিটেশনের ক্ষেত্রে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সরকার সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শহর ও গ্রামাঞ্চলে বর্তমান উৎস হিসেবে ভূগর্ভস্থ পানি ব্যবহৃত হচ্ছে। এতে প্রতি বছর পানির স্তর নেমে যাচ্ছে। বাংলাদেশ সরকার ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূউপরিস্থ পানির অধিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রকল্প গ্রহণ করেছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানি প্রাপ্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্মকৌশল ও পরিকল্পনা নিয়ে বিশ্বনেতৃবৃন্দ ও উন্নয়ন সহযোগী সংস্থার সাথে সম্মিলিতভাবে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।

    সম্মেলনে সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সম্মিলিত উদ্যোগ, ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ এবং নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

    মন্ত্রী ১৯ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

#

শহিদুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৮০

ইউপি নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি

ঢাকা, ২ চৈত্র (১৬ মার্চ) :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সরকার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
২২ মার্চ প্রথম পর্যায়ে ৭২২ ইউনিয়ন পরিষদ, ২৩ মার্চ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ, ২৭ মার্চ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন পরিষদ এবং ৩১ মার্চ ২য় পর্যায়ের ৬৪৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকল সরকারি, আধাসরকারি, স¦ায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ এবং সরকারিবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স¦ স¦ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় নির্বাচনের তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীগণ সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
#

আলমগীর/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৭৯

২০ মার্চ দশ পৌরসভায় সাধারণ ছুটি

ঢাকা, ২ চৈত্র (১৬ মার্চ) :
সরকার ১০ পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ২০ মার্চ ভোটগ্রহণের দিন নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনি এলাকার সকল সরকারি, আধাসরকারি, স¦ায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাকর্মচারীগণ এবং সরকারিবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স¦ স¦ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
পৌরসভাগুলো হলো- রংপুর জেলার হারাগাছা, ঝিনাইদহের কালীগঞ্জ, ঝালকাঠী, ফরিদপুরের ভাংগা, কুমিল্লার নাংগলকোট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর কবিরহাট, ফেনীর সোনাগাজী এবং কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা।
সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি উক্ত তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীগণ সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
#

আলমগীর/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৮৭৮

তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়ং গ্লোবাল লিডার মনোনীত
ঢাকা, ০২ চৈত্র (১৬ মার্চ) :

    ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে ‘ইয়ং গ্লোবাল লিডার ২০১৬’ মনোনীত করেছে। নেতৃত্বগুণে পেশাদারী কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। আজ ইয়ং গ্লোবাল লিডার (ওয়াইজিএল) এর নির্বাহী সভাপতি এবং প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব (কষধঁং ঝপযধিন) সুইজারল্যান্ডের দাভোসে এক সংবাদ সম্মেলনে পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব বিশ্ব নেতাদের নাম ঘোষণা করেন।
    সুইজারল্যান্ডভিত্তিক এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে ঔজ্জ্বল্য ছড়ানো ৪০ বছরের কম বয়সী বিশিষ্ট ব্যক্তিবর্গকে এই সম্মাননা প্রদান করে। এই মনোনয়নের ফলে জুনাইদ আহ্মেদ পলক আগামী পাঁচ বছর ফোরামের সকল কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন এবং উক্ত ফোরাম মনোনীত ব্যক্তির অনন্য উদ্যোগে সহযোগিতা করবে।
    মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য জনাব পলক মনোনয়নপ্রাপ্তিতে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম কর্তৃক প্রদত্ত এই স্বীকৃতিতে আমি সম্মানিত। এর মাধ্যমে বৈচিত্র্যপূর্ণ বৈশি^ক সম্প্রদায়ের সাথে আরো বিস্তৃতভাবে কাজ করার সুযোগ তৈরি হলো। আমাদের প্রযুক্তিসেবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এবং প্রযুক্তি ব্যক্তিত্ব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় পরিচালিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে গ্লোবাল ইয়ং লিডারশিপ প্লাটফর্ম আরো বৃহৎ পরিসরে নিয়ে যেতে সহযোগিতা করবে। তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি উন্নত ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নিজেকে নিয়োজিত রাখতে এবং এই প্লাটফর্মের বিশাল সুযোগ কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমি অগ্রগামী ভূমিকা পালন করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মানুষদের সবচেয়ে বেশি ভালোবাসতেন, বাংলাদেশের সেই সকল মানুষকে আমি এই মনোনয়ন উৎসর্গ করছি।
    উল্লেখ্য, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০০৭ সালে মর্যাদাপূর্ণ এই মনোনয়ন পান। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ, ই-কমার্স সাইট আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং অভিনেতা লিউনার্দো ডি ক্যাপ্রিউ’র মতো প্রখ্যাত ব্যক্তিবর্গও বিভিন্ন সময় ‘গ্লোবাল ইয়ং লিডার’ মনোনয়ন পেয়েছিলেন।
#
নাছের/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮০২ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৮৭৭

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ০২ চৈত্র (১৬ মার্চ) :

দশম জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য রেলপথ মন্ত্রী  মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মো. সিরাজুল ইসলাম মোল্লা, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে বাংলাদেশ রেলওয়ের খাতওয়ারি বাৎসরিক আয়ব্যয়, বিদ্যমান ও নতুন ক্রয়কৃত লোকোমোটিভের খরচের তুলনামূলক তথ্য এবং গত দুই বছরে লোকোমোটিভের দৈনিক গড় প্রাপ্যতার হার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ রেলওয়েকে অধিকতর জনমুখী ও আধুনিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত পরিকল্পনাগুলোর দ্রুতগতিতে বাস্তবায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থায়ী কমিটির বিগত বৈঠকসমূহের সুপারিশগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার সময় বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত নীতিমালা বাস্তবমুখী ও যুগোপযোগীকরণ, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে উপযোগী  ইঞ্জিন বা বগি ক্রয়, রেলওয়ের সার্বিক  কর্মকান্ডের মান উন্নয়ন ও লাইন সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত মাস্টার প্ল্যানের আওতায় ২৩৫টি প্রকল্পের সফল  বাস্তবায়ন, সার্কুলার ট্রেন ও স্পিড ট্রেন চালুর বিষয়ে হালনাগাদ অগ্রগতি, প্রতিটি রেল স্টেশন সিসিটিভি ক্যামেরা ও স্ক্যানিং মেশিন বসানোসহ বাংলাদেশ রেলওয়েতে হেল্পলাইন সংযোজন ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে বিভিন্ন তথ্য প্রদর্শন ইত্যাদি বিষয়ে কমিটির দিকনির্দেশনা ও সুপারিশ প্রদান করা হয়।

বৈঠকে জানানো হয় পদ্মা সেতুর দীর্ঘ রেললাইনের কাজ অনেক দূর এগিয়েছে এবং শীঘ্রই এ সম্পর্কিত বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করা হবে। এছাড়া, বঙ্গবন্ধু সেতু, চট্টগ্রামে কর্ণফুলী সেতু ও খুলনা-মংলায় রূপসা সেতুসহ প্রধান প্রধান রেল প্রকল্পের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

লাবণ্য/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৩৭ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৭৫

নাব্যতা বজায় রাখতে ১০০টি ড্রেজার প্রয়োজন
                                -- নৌপরিবহণমন্ত্রী

ঢাকা, ০২ চৈত্র (১৬ মার্চ) :

     নদী খনন ও নাব্যতা বজায় রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ন্যূনতম ১০০টি ড্রেজার প্রয়োজন। বিআইডব্লিউটিএ’র হাতে রয়েছে মাত্র ২১ টি ড্রেজার। ২১ টির মধ্যে সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়। চলতি মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ড্রেজিং সংক্রান্ত এক সেমিনারে এ তথ্য জানান। নেদারল্যান্ডসয়ের ড্রেজার কোম্পানি আইএইচসি সেমিনারের আয়োজন করে। ড্রেজার ও ড্রেজিং সংক্রান্ত শতাধিক ব্যক্তি এতে অংশ নেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। ছোটবড় ৭০০টি নদী, জলপ্রবাহ ও খাল মিলে প্রায় ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। বর্তমানে নৌপথ বর্ষাকালে ৬ হাজার কিলোমিটারে এবং শুষ্ক মৌসুমে ৩ হাজার ৯শ’ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে।  তিনি বলেন, নৌপথের নাব্যতা বজায় ও উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    শাজাহান খান বলেন, বিআইডব্লিউটিএ নৌপথ খনন কার্যক্রম বাস্তবায়ন ক

Todays handout (12).doc Todays handout (12).doc