Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মে ২০১৯

তথ্যবিবরণী ০১/০৫/২০১৯

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৬১
 
ঢাকার বাইরেও নাট্যচর্চা ছড়িয়ে দিতে হবে
                      --- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ঢাকার বাইরেও নাট্যচর্চা ছড়িয়ে দিতে হবে। নাট্যতীর্থ আয়োজিত ‘শতরজনী নাট্যমেলা’ শীর্ষক নাট্যোৎসবে ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের দুইটি নাট্যদল (চট্টগ্রামের নান্দিকার ও কক্সবাজার থিয়েটার) অংশগ্রহণ করছে যা উৎসবের অন্যতম বৈশিষ্ট্য। এ ধরনের উদ্যোগ ঢাকার বাইরে নাট্যচর্চার প্রসারে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্ত্রী মনে করেন।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাট্যতীর্থ আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘শতরজনী নাট্যমেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নাট্যমেলা তথা নাট্যোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী।
প্রতিমন্ত্রী বলেন, এ নাট্যোৎসবের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, উৎসবে মঞ্চায়িত হতে যাওয়া প্রতিটি নাটকের শততম মঞ্চায়ন। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবসময় আগ্রহী।
নাট্যতীর্থ-এর দলীয় প্রধান তপন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।
এবারের নাট্যোৎসবের সেøাগান তথা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতকে বিদ্যমান সহস্রে আহ্বান’।
#
 
ফয়সল/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ১৭৬০
মে দিবসের পথ ধরেই শ্রমিকের অধিকার আদায়
                                      -- কৃষিমন্ত্রী
টাঙ্গাইল, ১৮ বৈশাখ (১  মে) :
টাঙ্গাইল মধুপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়। আজ দিবসের শুরুতে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল ৯টায় মধুপুর উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শ্রমিক সংগঠন, মালিক ও শ্রমিক সমিতি,  ট্রাক চালক সমবায় সমিতি, সিএনজি মালিক সমিতি যৌথভাবে র‌্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে অনুষ্ঠানে মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র মাসুদ পারভেজ মধুপুর উপজেলা নির্বাহী অফিসার, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নেতৃবৃন্দ উপস্থিত থেকে মধুপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়।
দিবস উপলক্ষে  মধুপুর উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শ্রমিক সংগঠন, মালিক ও শ্রমিক সমিতি, ট্রাক চালক সমবায় সমিতি, সিএনজি মালিক সমিতি যৌথভাবে র‌্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়। বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
কৃষিমন্ত্রী মধুপুরে কলেজ মাঠে আয়োজিত মে দিবসের আলোচনা সভায় বলেন, মে দিবসের পথ ধরেই শ্রমিকদের নানা অধিকার অর্জিত হয়েছে। সেই সঙ্গে তাদের নিজেদের ও তাদের শ্রমের মর্যাদা পেয়েছে গুরুত্ব। উন্নত দেশে এখন শ্রমিকদের সুযোগ-সুবিধার পাশাপাশি কাজের পরিবেশও হয়েছে উন্নত। বর্তমান সরকার শ্রমজীবীদের স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে। ২০৪১ সালে আমরা উন্নত দেশ হবো, উন্নত দেশ হতে হলে সবাইকে নিয়েই এগোতে হবে। তিনি বলেন,  শ্রমিক শ্রেণির অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত হলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। শ্রমিক শ্রেণির মানবেতর জীবনের অবসান ঘটানোর অঙ্গীকার করতে হবে আমাদের সবাইকে। সবচেয়ে যা জরুরি তা হল, শ্রমের মর্যাদা নিশ্চিত করা। শ্রমিক শ্রেণি সামাজিকভাবে মর্যাদা অর্জন করতে পারেনি এখনও। অথচ কাজ কাজই, তা যে প্রকৃতিরই হোক না কেন। মর্যাদা ও অধিকারের প্রশ্নে বুদ্ধিবৃত্তিক কাজ ও দৈহিক কাজের মধ্যে পার্থক্য করা সভ্যতা পরিপন্থী। 
#
 
গিয়াস/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা

Handout                                                                                                             Number : 1758

 

President's message to the new Emperor of Japan
 

Dhaka, 1 May :

            President Md. Abdul Hamid has sent the following message to the new Emperor of Japan Naruhito on the occasion of his enthronement to the Chrysanthemum Throne :

ÔÔ Your Majesty,

            It is my great honor and pleasure to extend heartiest felicitations and warmest greetings on the joyous occasion of your enthronement to the Chrysanthemum Throne.

            It is my sincere wish that 'Reiwa' will usher in an era of peace and harmony for the people of Japan and take Japan to new height of prosperity and glory. I firmly believe that with your blessings the deep bond of friendship between our two countries will grow strength to strength in the coming days.

             Allow me take this opportunity, Your Majesty, to extend my warmest wishes to Her Majesty. The Empress and the esteemed members of the Imperial Family. I wish you good health, happiness and continued prosperity.

            Please accept, Your Majesty, the assurances of my highest consideration.ÕÕ

#

Marzuk/Mahmud/Sanjib/Joynul/2019/1945hours 

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১৭৫৭
 
চলচ্চিত্র অনুদান বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের বক্তব্য
 
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে) :
চলচ্চিত্র অনুদান বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তথ্য মন্ত্রণালয়ের বক্তব্য নিম্নরূপ :
২০১৮-১৯ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান দেয়া হয়েছে।
অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তী সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের ‘১৯৭১-সেইসব দিন’ -দু’টি চলচ্চিত্রের বিষয়ে ১১ সদস্যের অনুদান কমিটির চারজন অজানা কারণে ক্রমাগতভাবে অসম্মতি প্রকাশ করে আসছিলেন।
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং চলচ্চিত্র অঙ্গনে দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বদের অবদান রাখার সুযোগ দেবার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সবক’টি চলচ্চিত্রের সাথে উল্লিখিত দু’টি চলচ্চিত্রকেও অনুদানের আওতায় আনা হয়, যার সাথে অনুদান কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ সহমত পোষণ করেছেন।
এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
#
 
আকরাম/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৫৬
 
মহান মে দিবসে মন্নুজান সুফিয়ান 
শ্রমিকরা ভালো থাকলে উৎপাদন বাড়বে
 
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে আজ ঢাকায় মহান মে দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শ্রম ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।
শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। 
বাদ্যযন্ত্রের তালে তালে রঙ্গীন ব্যানার, ফেস্টুন, হাতি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ির শোভাযাত্রায় মহান মে দিবসের র‌্যালিটি বর্ণিল আর জমকালো হয়ে উঠে। র‌্যালিটি দৈনিক বাংলার মোড়ে শুরু হয়ে রাজউক এভিনিউ, বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট এবং বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে এসে শেষ হয়।
র‌্যালি শেষে অস্থায়ী মঞ্চে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে শ্রম প্রতিমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি ১৮৮৬ সালের ১ মে আত্মত্যাগকারী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিকরা হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। শ্রমিকরা ভালো থাকলে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে দেশের উন্নয়ন নিশ্চিত হবে। 
#
 
আকতারুল/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭৪০ঘণ্টা
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon