Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী - 22.01.2019

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ২৭৫
 
উন্নত বিশ্বের আদলে রেলওয়েকে সাজানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে
                                                                 -- রেলপথ মন্ত্রী
 
সৈয়দপুর, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
 
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, উন্নত বিশ্বের আদলে রেলওয়েকে সাজানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। নতুন অনেক প্রকল্প নেওয়া হয়েছে এবং হচ্ছে। সরকার এখন হাইস্পিড ট্রেন নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। লোক নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে বন্ধ স্টেশনগুলো চালু করা হবে। রেলের সেবাকে আরো জনগণের কাছাকাছি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে রেলমন্ত্রী এ সময় উল্লেখ করেন।
 
মন্ত্রী আজ বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর কারখানা পরিদর্শনকালে বলেন, লোকবল সংকটে কারখানার উৎপাদন কমে গেছে। লোকবল নিয়োগের চেষ্টা করা হচ্ছে। ভারতীয় অর্থায়নে নতুন কোচ নির্মাণের কারখানাটি সৈয়দপুর ওয়ার্কশপের পাশেই নির্মাণ করা হবে। তখন নিজেরাই উন্নত কোচ তৈরি করতে সক্ষম হব। ফলে বিদেশের উপর নির্ভরশীলতা কমে যাবে।
 
তিনি আরো বলেন, আরেকটি রেলওয়ে কারখানা নির্মাণ হলে আমরা বিদেশে কোচ রপ্তানি করতে পারব। তখন আর আমদানি করতে হবে না। 
 
পরিদর্শনকালে সৈয়দপুর ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, বাংলাদেশ রেলওয়ের অতিরক্ত মহাপরিচালক রোলিং স্টক মোঃ শাসসুজ্জামান, রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) সৈয়দ শহিদুল হক, স্থানীয় প্রশাসনসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
 
#
 
শরিফুল/নাইচ/পারভেজ/সেলিম/২০১৯/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৭৪
 
আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসায় সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
 
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ সদ্য প্রয়াত সংগীত পরিচালক, সুরকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের পরিবারকে সান্ত¦না দিতে এবং সমবেদনা জানাতে তাঁর ঢাকাস্থ আফতাবনগরের বাসায় যান।
 
এ সময় আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে আসিফ ইমতিয়াজ মুন এবং তাঁর দুই বোন রোকসানা তানজিম মুকুল ও রোয়েনা হাসান মিতুল উপস্থিত ছিলেন। 
 
প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
মরহুমের পরিবারের পক্ষ হতে তাঁর ছেলে আসিফ ও বোন রোকসানা প্রতিমন্ত্রীর নিকট দুইটি দাবি উত্থাপন করেন - মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্য যেন একটি স্থায়ী সমাধি (কবর) এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগামীকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সময় যেন বুলবুলের প্রিয় ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটি যেন মৃদুস্বরে বাজানো হয়।
 
প্রতিমন্ত্রী পরিবারের দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন এবং এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন বলে জানান।
 
#
 
ফয়সল/নাইচ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৩
 
কাজের দৃশ্যমান উন্নতি ঘটাতে হবে                                                                                  --- সমাজকল্যাণমন্ত্রী
 
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আগামী তিন মাসের মধ্যে চলমান কাজের দৃশ্যমান উন্নতি ঘটাতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত সচিব জুয়েনা আজিজকে বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশ দেন। তিনি উপস্থিত মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার প্রধানদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করার চ্যালেঞ্জ নিতে হবে বলেও উল্লেখ করেন। 
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে শেখ হাসিনার জনপ্রিয়তা ও তার উন্নয়ন পরিকল্পনার কারণেই। বিগত দশ বছরে যে উন্নয়ন হয়েছে তার চেয়েও বেশি উন্নয়ন আগামী পাঁচ বছরে করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কাজেই কাজের গতি আরো বৃদ্ধি করতে হবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশিত কাজগুলোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘সরকারি কর্মকর্তাদের বেতন ১২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন কোনোভাবেই কর্মকর্তাকে দুর্নীতিগ্রস্ত হওয়া যাবে না।’ 
অনুষ্ঠানে নবনিযুক্ত সমাজকল্যাণ সচিব জুয়েনা আজিজ বলেন, ‘৩৩ বছরের চাকরি জীবনে কখনো আমলা হিসেবে কাজ করিনি। কাজ করেছি জনস্বার্থে। ভবিষ্যতেও সেই কাজের গতি অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবীর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা মিন আরা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়া, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
 
মাইদুল/মাহমুদ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১৫৫ঘণ্টা 

Handout                                                                                                         Number : 272

 

UAE Ambassador meets Foreign Minister

 

Dhaka, January 22:

 

            Ambassador of the United Arab Emirates to Bangladesh Saed Mohammed Saed Hmaid Almheiri paid a courtesy call on the Foreign Minister A K Abdul Momen at latter’s office this morning. Ambassador Almheiri conveyed to the Foreign Minister greetings and best wishes of his counterpart, the Foreign Minister of the UAE.

 

            During the meeting, they discussed various issues of bilateral relations. Foreign Minister expressed happiness at the enhanced engagement between Bangladesh and the UAE in the recent months and hoped for further expansion of the cooperation in the area of human resources, trade and investment, civil aviation, defence and other potential areas for the socio-economic development of the two peoples. They also exchanged views on regional and international issues of mutual concern as well as on cooperation in different multilateral platforms. Foreign Minister assured the UAE Envoy of Bangladesh’s cooperation and support in bilateral and international arena.

#

Tohidul/Mahmud/Parvez/Salim/2019/21.00 Hrs

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭১
 
প্রত্যেক উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে
                                 --- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজ, যা প্রায় ৫ কোটি ৩০ লাখ। স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান শক্তি হচ্ছে যুবশক্তি। সরকারের নির্বাচনি ইশতেহারেও যুবদের মানসম্মত শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সুস্থ বিনোদনের ব্যবস্থা, রাজনৈতিক ও নাগরিক ক্ষমতায়ন এবং সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মাদকমুক্ত যুবসমাজ গড়ায় সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। তাই যুবদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের জন্য প্রত্যেক উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এ কেন্দ্রগুলোকে পর্যায়ক্রমে তরুণ কর্মসংস্থান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। তিনি আজ প্রথম বারের মতো যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী আরো বলেন, যুবসমাজ জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমুখী অংশ। এ জন্য আমাদের জাতীয় উন্নয়ন অনেকাংশে যুবদের কর্মস্পৃহা ও কর্মোদ্দীপনার ওপর নির্ভরশীল। জনসংখ্যার প্রতিশ্রুতিশীল, উৎপাদনক্ষম ও কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠীকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে জাতীয় উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় প্রসারিত করা হবে। তিনি আরো বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে জনপ্রতি ২ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা ইতিমধ্যে প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এই সুবিধা আরো বিস্তৃত করা হবে। তরুণ উদ্যোক্তা তৈরির জন্য প্রণয়ন করা হবে একটি যুগোপযোগী ‘তরুণ উদ্যোক্তা নীতি’। মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
#
 
আরিফ/মাহমুদ/এনায়েত/পারভেজ/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ২৭০
 
হ্যান্ডসেটের আইএমইআই ডেটাবেইজ চালু
ডিজিটাল অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তির দরকার
                                       --- মোস্তাফা জব্বার
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানিকারকদের আমদানি অনাপত্তি প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা এবং আমদানিকৃত বা স্থানীয়ভাবে উৎপাদিত সকল হ্যান্ডসেটের আইএমইআই ডেটাবেইজের যাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু করার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার আরো একটি মাইলফলক স্থাপিত হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স এসোসিয়েশনের সহায়তায় বিটিআরসি এই ডেটাবেইজটি স্থাপন করেছে। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আইএমইআই ডেটাবেইজ চালুর ঘটনাটিকে চলমান ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রায় এক ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি  বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় সাফল্য বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। গত দশ বছরে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিশাল সফলতার ধারাবাহিকতায় বাংলাদেশ ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় পৌঁছেছে। 
মন্ত্রী আরো বলেন, সরকার ডিজিটাল ডিভাইস করছে। প্রত্যেকটি ডিভাইস নিরাপদ রাখার দায়িত্বও সরকারের। এখন যে কোনো গ্রাহক তার মোবাইল ফোন সেট নিরাপদে ব্যবহার করতে পারবেন। কেউ ফোন চুরি করে তা ব্যবহার করতে পারবেন না। গ্রাহকের তথ্যের ভিত্তিতে বিটিআরসি ওই সেটের আইএমইআই নম্বর সার্ভার থেকে বাদ দিয়ে দেবে। ফলে ওই সেটে নতুন কোনো সিম আর সচল হবে না। এতে ব্যক্তির নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাও নিশ্চিত হবে। পাশাপাশি সরকার অবৈধ সেট থেকে যে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হতো এখন সেটা হবে না। মন্ত্রী দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের অবদান উল্লেখ করে বলেন,  প্রযুক্তি বিষয়ে তাঁর মেধা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, ফোরজি চালু এবং ফাইভজি’র সফল পরীক্ষা সম্পন্ন করাসহ  ডিজিটাল প্রযুক্তি বিকাশ  ত্বরান্বিত করতে তাঁর অবদান  অবিস্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতে তাঁর ৩১ বছরের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, প্রতি ঘরে, প্রত্যেক মানুষকে ডিজিটাল কানেকটিভিটির আওতায় আনতে সরকার কাজ করছে। ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে ডিজিটাল অপরাধ বাড়ছে। প্রচলিত পদ্ধতিতে তা প্রতিরোধ করা সম্ভব না। ডিজিটাল অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তির দরকার। আইএমইআই ডেটাবেইজের ফলে মোবাইল ফোনের মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘিœত হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। অবৈধ আমদানি হ্রাস করার মাধ্যমে এ খাত হতে বিপুল রাজস্ব আহরণ নিশ্চিত হবে। দেশের মোবাইল খাতের তথ্য উপাত্ত পাওয়া যাবে।
উল্লেখ্য, প্রত্যেকটি মোবাইল ফোন সেটেই ১৫ ডিজিটের একটি আইএমইআই নম্বর থাকে। গ্রাহক *#০৬# ডায়াল করলেই এই আইএমইআই নম্বর ভেসে উঠে। এই নম্বরটি ১৬০০২ নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠালে ফিরতি এসএমএসে জানা যাবে সেটটি বৈধ না অবৈধ। বর্তমানে প্রাহকের হাতে থাকা সবগুলো সেটই ডেটাবেইজে উঠে গেছে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহিরুল হক বক্তৃতা করেন।
#
শেফায়েত/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৬৯
 
শ্রম প্রতিমন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ
 
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) : 
 
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর কান্ট্রি ডিরেক্টর তোমো পতিয়াইনেন (ঞঁড়সড় চধঁঃরধরহবহ) এর নেতৃত্ব  পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সাথে সাক্ষাৎ করেন। তাঁরা শ্রম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে আইএলও ঢাকা অফিসের পক্ষ থেকে অভিনন্দন জানান।
 
         প্রতিনিধিদল বাংলাদেশকে আইএলও এর গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র উল্লেখ করে ভবিষ্যতে আইএলও এর সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বাংলাদেশের  নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার এবং নারী ক্ষমতায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। শ্রমিকদের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপে আইএলও এর দেয়া উন্নয়ন সহযোগিতা এবং টেকনিক্যাল সাপোর্টের কথা উল্লেখ করেন।
        
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান এবং অতিরিক্ত সচিব (আন্তর্জাতিক সংস্থা)  সৈয়দ আহম্মদ উপস্থিত ছিলেন। 
 
#
 
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯৫০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬৮
 
আগামী ৫ বছরে ১০ শতাংশ মুক্তিযোদ্ধাদের বাসস্থানের ব্যবস্থা করা হবে
                                                  --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
রাজবাড়ী, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় আগামী ৫ বছরে ১০ শতাংশ মুক্তিযোদ্ধাদের বাসস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি বাড়ির জন্য খরচ হবে ১৫ লাখ টাকা। যে সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমি নেই তাঁদের জমির ব্যবস্থা করে বাড়ি করে দেওয়া হবে। 
মন্ত্রী আজ রাজবাড়ী জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ পাঁচটি নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, সনদের জাল ঠেকাতে বিতর্কহীন মুক্তিযোদ্ধাদের সাত ধরনের বার কোডের সমন্বয়ে আধুনিক সনদপত্র প্রদান করা হবে। সকল সনদপত্র ওয়েব সাইটে দেওয়া থাকবে ফলে কেউ আর জাল সনদপত্র ব্যবহার করতে পারবে না। মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হচ্ছে। বাছাইতে ভুয়া প্রমাণিত হলে তাদের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হবে। যে কেউ ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করতে পারবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে মন্ত্রী বলেন, মৃত মুক্তিযোদ্ধাদের দাফনের খরচ বাবদ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে। মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। 
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিব খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারবৃন্দ।
এর আগে মন্ত্রী ১৪ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ঘোষণা করেন। 
পরে সন্ধ্যায় মন্ত্রী যশোর জেলার খাজুরা নামক স্থানে শহিদ মুক্তি ও মিত্র বাহিনীর স্মৃতি ফলক নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন এবং কাজের উদ্বোধন করেন।
#
 
দীপংকর/মাহমুদ/ফারহানা/পারভেজ/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৬৭
 
কৃষির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ
                      -- কৃষিমন্ত্রী 
 
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) : 
 
বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি কৃষি।  ক্ষুধা ও দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার সাথে জড়িত কৃষি ও কৃষক। কৃষির টেকসই উন্নয়নের জন্য তাই দরকার সমন্বিত উদ্যোগ।
 
কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক আজ ঢাকায় বিএআরসি’র অডিটোরিয়ামে কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট এসডিজি রোডম্যাপ প্রণয়ন উপলক্ষে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন।
 
  কৃষিমন্ত্রী বলেন, কৃষিনির্ভর অর্থনীতির এ দেশে কৃষির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। কৃষির বাজারজাত, বহুমুখীকরণ, কৃষিজাত শিল্প কারখানা এবং কৃষির ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তায় বাজার ক্ষেত্র বিস্তৃত করার মাধ্যমে কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।  তিনি বলেন, দেশ ও জাতির বৃহৎ স্বার্থে কৃষককে কৃষির সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য সরকার সবসময়ই আন্তরিক। যেহেতু  কৃষিখাতের প্রবৃদ্ধিতে দারিদ্র্য বেশি হারে কমে এজন্য উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাত ও প্রক্রিয়ার পথও অবাধ করতে হবে। এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি যৌথ অংশীদারিত্ব বাস্তবায়ন করতে হবে। 
 
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ কবির ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসিরুজ্জামান এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমেরিটাস সায়েন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজা। 
 
 
#
 
গিয়াস/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯৪০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৬৬
 
বিদ্যুৎ উৎপাদনে আঞ্চলিক ভারসাম্য রক্ষার উদ্যোগ অব্যাহত রাখা হবে
                                                      -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) : 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে আঞ্চলিক ভারসাম্য রক্ষা এবং সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সরকার আঞ্চলভিত্তিক ‘জ্বালানি হাব’ সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করেছে। 
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ও স্থায়িত্বের জন্য  এই বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 
 
সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্রটি ইপিসি ঠিকাদার উড়হমভধহম ঊষবপঃৎরপ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ (উঊঈ), ঈযরহধ নির্মাণ করবে  এবং জুন ২০১৯ সালের মধ্যে এর কার্যক্রম সম্পন্ন হবে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ১ হাজার কোটি টাকা। চুক্তিতে পিডিবির সচিব মীনা মাসুদুজ্জামান এবং উঊঈ’র প্রেসিডেন্ট লিউ ঝিগাং (খঁড় তযরমধহম) নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 
 
অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন। 
 
#
 
আসলাম/মাহমুদ/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৬৫
 
ওয়েজ বোর্ডের জন্য কমিটি করায় প্রধানমন্ত্রীর প্রতি তথ্যমন্ত্রীর কৃতজ্ঞতা
 
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) : 
 
নতুন সরকারের প্রথম মন্ত্রিসভাতেই ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রস্তাবিত মন্ত্রিসভা কমিটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠকে এ কৃতজ্ঞতা জানান তিনি। 
 
তথ্যমন্ত্রী বলেন, ‘নবম ওয়েজ বোর্ড  দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই কাজ করে চলেছি। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভাতেই ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা কমিটি গঠনে আমাদের প্রস্তাব ও এর অনুমোদনই এর প্রমাণ।’ 
 
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে সেতুমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর সমন্বয়ে গঠিত সাত সদস্যের কমিটি দ্রুত ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।  নতুন সরকার গঠনের পর পূর্বের মন্ত্রিসভা কমিটি দিয়ে কাজ করা যায় না বিধায় নতুন কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়, ব্যাখ্যা করে তিনি বলেন, ওয়েজ বোর্ড সংক্রান্ত নতুন মন্ত্রিসভা কমিটির গেজেট প্রকাশের পর আজকের সভায় আলোচিত বিষয়গুলো কমিটির কাছে উত্থাপন করা হবে। 
 
ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার গণমাধ্যমবান্ধব সরকার এবং এ সরকারের নেতৃত্বেই দেশে গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশ সাধিত হয়েছে। এর সাথে গণমাধ্যমকর্মীর সংখ্যাও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। নবম ওয়েজ বোর্ডের মাধ্যমে সংবাদপত্র মাধ্যমে কর্মরত সকলে যাতে উপকৃত হন সেটিই এ সরকারের লক্ষ্য। টেলিভিশন মাধ্যমে কর্মরতদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্তির সম্ভাবনার বিষয়টিও আমরা আলোচনায় রেখেছি।’ 
 
তথ্যসচিব আবদুল মালেকের সঞ্চালনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সংগঠনদ্বয়ের সাধারণ সম্পাদক যথাক্রমে শাবান মাহমুদ ও সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, মহাসচিব মোঃ খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অভ নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, মহাসচিব মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
 
#
 
আকরাম/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬৪

সরকার সংস্কৃতিমনস্ক মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে
                                        --- এলজিআরডি প্রতিমন্ত্রী

কেশবপুর (যশোর), ৯ মাঘ (২২ জানুয়ারি) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, সরকার দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ও প্রসারের মাধ্যমে সংস্কৃতিমনস্ক মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে। সরকার আবহমান সংস্কৃতির চর্চা ও ঐতিহ্যগত উৎসবসমূহ উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করেছে। তিনি কবি, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের নিজ নিজ অবস্থান থেকে বর্তমান সরকার গৃহীত উন্নয়ন, অগ্রগতি ও প্রগতির ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আজ যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জয়ন্তী উপলক্ষে ‘মধুমেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইসমত আরা সাদেক।
প্রতিমন্ত্রী বলেন, মাইকেল মধুসূদন দত্ত তাঁর ক্ষুরধার লেখনী দিয়ে সমাজে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে সামাজিক বিপ্লব ঘটাতে সক্ষম হন। তিনি বাংলা সাহিত্যকর্মকে সমুন্নত রাখার পাশাপাশি জাতির ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি বলেন, মাইকেল মধুসূদন বিশ্ব দরবারে এক উজ্জ¦ল নক্ষত্র। তিনি নতুন প্রজন্মকে এ মহান ব্যক্তির জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।
#

আহসান/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৬৩
 
স্থলবন্দরগুলোর উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে
                      --- নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
স্থলবন্দরগুলো দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এগুলোকে আরো বিকশিত ও বিস্তৃত করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানির পাশাপাশি বাণিজ্যিক ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, জোরদার এবং সম্প্রসারণ করা হচ্ছে। স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে স্থলবন্দরগুলোর উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী আজ ঢাকায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এখন আমাদেরকে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। বর্তমান সময়টাকে কাজে লাগাতে হবে, কোনোভাবেই এ সময়কে অবহেলা করা যাবে না। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য কাজগুলো এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সে অনুযায়ী সকলকে কাজ করতে হবে। 
সভায় জানানো হয়, ২০০১ সালে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি স্থলবন্দরের গেজেট করেন। এর মধ্যে ২টি সচল ছিল। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নতুন করে ১১টি স্থলবন্দর গেজেটভুক্ত করা হয়। বর্তমানে ২৩টি স্থলবন্দর রয়েছে।  এর মধ্যে ১২টি স্থলবন্দর যথা ঃ বেনাপোল, ভোমরা, বুড়িমারী, আখাউড়া, নাকুগাঁও, সোনাহাট, সোনামসজিদ, হিলি, টেকনাফ, বিবিরবাজার, তামাবিল ও বাংলাবান্ধা চালু রয়েছে। বিলোনিয়া, গোবড়াকুড়া-কড়ইতলী, রামগড়, চিলাহাটি, টেগামুখ, দৌলতগঞ্জ, শেওলা, ধানুয়াকামালপুর, বাল্লা, দর্শনা ও বিরল স্থলবন্দরগুলোর উন্নয়ন প্রক্রিয়াধীন রয়েছে।
সভায় আরো জানানো হয়, স্থলবন্দরগুলোর কার্যক্রম আরো গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে 
২৯ জানুয়ারি ঢাকায় আগারগাঁওস্থ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব জমিতে স্থলবন্দরের প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এবং বাংলাদেশ স্থলবন্দর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী বক্তব্য রাখেন।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ২৬২
 
খাদ্যমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) : 
 
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত অষবীধহফবৎ ওমহধঃড়া। আজ খাদ্যমন্ত্রীর নিজ অফিস কক্ষে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়া বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে রাশিয়ার
Todays handout (15).docx Todays handout (15).docx