Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 2/4/2018

তথ্যবিবরণী                                                                       নম্বর : ১০৭৪ 
 
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
 
‘ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি’ স্লোগানকে সামনে রেখে উদ্যাপিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দিবসটি উপলক্ষে চলচ্চিত্র অঙ্গনের সকল শিল্পী-কলাকুশলী, প্রযোজক, নির্মাতা, পরিচালক, পরিবেশক ও প্রদর্শকসহ চলচ্চিত্রমোদী সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগামীকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করবেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, কমিটি সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এবং তথ্যসচিব আবদুল মালেকসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ পুষ্প অর্পণে অংশগ্রহণ করবেন।
 
উল্লেখ্য, ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন প্রাদেশিক পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু উত্থাপিত বিলের মাধ্যমেই ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়, সূচনা হয় এদেশের চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা। সে ঐতিহাসিক অধ্যায় স্মরণেই ২০১২ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন। 
 
জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের পরপরই বিএফডিসি চত্বরে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন কমিটি আয়োজিত চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।   
 
বিকাল তিনটায় বিএফডিসির আট নম্বর সুটিং ফ্লোরে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও সংকট উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সেমিনার শেষে অনুষ্ঠিত হবে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
এছাড়া, বিএফডিসি চত্বর ও এর বিভিন্ন ফ্লোরে রয়েছে দিনব্যাপী মেলা, টক-শো, লালগালিচা সংবর্ধনা, স্থিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। 
#
 
আকরাম/ফারহানা/সঞ্জীব/রফিকুল/আব্বাস/২০১৮/২০১২ ঘন্টা 
 
 
তথ্যবিবরণী                                                                     নম্বর : ১০৭২
 
মাউশি অধিদপ্তরে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী
অধিদপ্তরের ভাবমূর্তি গড়ে তুলতে হবে
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের অনেক সিদ্ধান্ত ও নীতি এ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়। এর কর্মকা-ের সাফল্যের ওপর শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। তাই এর কর্মকা-ে গতিশীলতা আরো বাড়াতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় শিক্ষাভবনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এ অধিদপ্তরের ইমেজ গড়ে তুলতে হবে এবং নেতিবাচক ভাবমূর্তি দূর করে সুন্দর ভাবমূর্তি গড়ে তুলতে হবে। এজন্য কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সততা ও দ্রুততার সাথে  কাজ সম্পাদন করতে হবে। সভায় মাউশি’র ২০-তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের ড্রইং ও ডিজাইন উপস্থাপন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে  শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা এবং মাউশি’র পরিচালক প্রফেসর শামসুল হুদা বক্তব্য রাখেন। বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ এবং মাউশি’র সর্বস্তরের কর্মকর্তাগণ  সভায় উপস্থিত ছিলেন।
#
 
আফরাজ/ফারহানা/সঞ্জীব/রফিকুল/আব্বাস/২০১৮/২০১২ ঘন্টা 
 
 
তথ্যবিবরণী                                                                         নম্বর : ১০৭৩
 
রাষ্ট্রপতির পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিদর্শন
মূলসেতুর কাজের ভৌত অগ্রগতি ৫৯ শতাংশ
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সংসদ সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন ও মৃণাল কান্তি দাস, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারূল ইসলাম, প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 
 
সেতু বিভাগের সিনিয়র সচিব পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অগ্রগতি সম্পর্কে এসময় রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, এ পর্যন্ত মূলসেতুর কাজের ভৌত অগ্রগতি ৫৯ শতাংশ। 
 
রাষ্ট্রপতি পদ্মাসেতুর কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হলে দেশের দক্ষিণ বাংলার সাথে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপিত হবে এবং আর্থসামাজিক ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। ফলে মংলা ও পায়রা সমুদ্রবন্দরের গতিশীলতা বাড়বে এবং আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে।
 
রাষ্ট্রপতি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, পদ্মাসেতু বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
পরে রাষ্ট্রপতি জাজিরা পয়েন্টে পদ্মাসেতুর স্প্যান পরিদর্শন করেন। তিনি চিনোহাইড্রো-মাঝিকান্দি ও মাওয়া-কাঁঠালবাড়ি চ্যানেল প্রত্যক্ষ করেন। তিনি পদ্মাসেতুর মাওয়া প্রান্তে কনস্ট্রাকশন সাইটও পরিদর্শন করেন।  
#
 
আজাদ/ফারহানা/সঞ্জীব/রফিকুল/আব্বাস/২০১৮/২০৩৪ ঘন্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৭১
 
শহিদদের স্মৃতির উদ্দেশ্যে 
৩০ লাখ গাছের চারা রোপণ করবে পরিবেশ মন্ত্রণালয়
 
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ৩০ লাখ শহিদের স্মৃতির উদ্দেশ্যে ৩০ লাখ গাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহণ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। আজ সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রীর সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশ ও বনমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে প্রতীকীভাবে আমাদের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের পরিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে কাজে লাগানো হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, দেশে বর্তমানে ১ কোটি ১৭ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। তাদের কাজে লাগিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ কর্মসূচিকে সফল করে তোলা হবে। এবছর জুন মাসে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সময় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে চারা উৎপাদনের জন্য বন বিভাগ প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।
#
পাশা/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৭০
 
চিকিৎসাশিক্ষার মান নিয়ে কোনো আপোশ করা হবে না
                                            --- স¦াস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষা পরিচালনা নীতিমালা সংস্কারের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী আজ সচিবালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা সংস্কার সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই কমিটি গঠন করেন।
কমিটিতে অন্যান্যের মধ্যে চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসির পরিচালক অধ্যাপক ডা. সহিদুল্লা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আব্দুর রশিদ সদস্য হিসাবে থাকবেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম বদরুন্নেসা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রী কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করে সংশোধনের সুপারিশ প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেন।
মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল শিক্ষার মান বজায় রাখতে সরকার সবসময় কঠোর অবস্থানে রয়েছে। জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ চিকিৎসকের কোনো বিকল্প নেই। এজন্য চিকিৎসাশিক্ষার মান নিয়ে কোনো আপোশ করা হবে না। মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করতেও সরকার দ্বিধা করবে না। 
স¦াস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্যে বেসরকারি মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নের নির্দেশ দিয়েছেন। কলেজ পরিচালনা নীতিমালা সংশোধন করে তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন বলে মন্ত্রী এসময় মন্তব্য করেন।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
#
পরীক্ষিৎ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৬৯
 
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, আবুল কালাম মোঃ আহ্সানূল হক চৌধুরী এবং ফাতেমা তুজ্জহুরা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ বিল ২০১৭’ এবং ‘ঝঁমধৎ (জড়ধফ উবাবষড়ঢ়সবহঃ ঈবংং) (রহিতকরণ) বিল, ২০১৮’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাশেষে বিল দু’টিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন এবং পরিবর্ধন করে জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপনের সুপারিশ করা হয়।
কমিটি চিনিকলগুলোকে লাভজনক করার লক্ষ্যে বছরের অধিক সময় উৎপাদনে থাকার জন্য আখ চাষিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আখের উৎপাদন বৃদ্ধি এবং চিনিকলগুলোতে মাঠ থেকে আখের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার রাস্তার সংস্কারের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে কৃষিখাতের প্রয়োজন অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর সার কারখানাগুলোতে উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিসিকের চেয়ারম্যান এবং বিসিআইসি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৮০৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৬৮
 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি  বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক কমিটির সদস্য মোঃ আসলামুল হক, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), মোঃ মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং বেগম দিলারা বেগম অংশগ্রহণ করেন। এছাড়াও বৈঠকে বিশেষ আমন্ত্রণে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অংশগ্রহণ করেন।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ নিয়ে বৈঠকে   বিস্তারিত আলোচনা হয়। বিল দু’টি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষানিরীক্ষাপূর্বক প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনসহ সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়। 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের  সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
নুরুল/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৬৭
 
প্রশ্ন ফাঁসরোধে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে
                                      - শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নকলমুক্ত ও প্রশ্ন ফাঁসমুক্ত পরীক্ষা অনুষ্ঠানে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। যারা সত্য-মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রশ্ন ফাঁস করে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
শিক্ষামন্ত্রী আজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু উপলক্ষে ঢাকায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষাকার্যক্রম পর্যবেক্ষণশেষে সাংবাদিকদের সাথে আলোচনায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসরোধে আমরা সব ব্যবস্থা নিয়েছি। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে আমরা সকল ছাত্রশিক্ষক-অভিভাবক এবং দেশবাসীর কাছে সহযোগিতা চাই। তিনি বলেন, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবের কাছে এসএমএস পাঠানো হয়েছে, কোন সেটে পরীক্ষা নেওয়া হবে। তারপরই একাধিক সেটের মধ্য থেকে ঐ সেটের নিরাপত্তা ট্যাপ খোলা হয়েছে। এ ব্যবস্থা প্রশ্ন ফাঁসের যেকোন প্রচেষ্টাকে রুখতে পারবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক এসময় উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট ২ হাজার ৫৪১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষ
এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সার্বক্ষণিক যোগাযোগের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা 
বিভাগে একটি পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নাম্বার হল: ০১৭৭৭-৭০৭৭০৫ এবং ০১৭৪৯-৯৩৪৪১২। ই-মেইল আইডি: বীধসপড়হঃৎড়ষৎড়ড়স@সড়বফঁ.মড়া.নফ. 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোলরুমের লিংক স্থাপন করা হয়েছে। ওয়েবসাইটে ঊীধসঈড়হঃৎড়ষজড়ড়স মেনুতে কন্ট্রোলরুম সংক্রান্ত ই-মেইল আইডি, মনিটরিং কমিটির সদস্যদের ফোন নম্বর  ও ই-মেইল আইডি পাওয়া যাবে।
#
 
আফরাজুর/অনসূয়া/জসীম/আসমা/২০১৮/১৪৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৬৬ 
 
 
চ্যাম্পিয়ন অনুর্ধ্ব-১৫ নারী ফুটবলদলকে ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
হংকংয়ে অনুষ্ঠিত চারজাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবলদলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
ক্রীড়া প্রতিমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যেকোন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভাল খেলা উপহার দিয়ে খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হবে।
অপর এক অভিনন্দন বার্তায় চারজাতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবলদলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
#
শফিকুল/অনসূয়া/সুবর্ণা/আসমা/২০১৮/১৪২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১০৬৫
 
আগামীকাল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
আগামীকাল প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ করা হবে। এ ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফঢ়ব.মড়া.নফ তে পাওয়া যাবে।
ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। 
আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা/ওয়ার্ডভিত্তিক বৃত্তি দেয়া হচ্ছে। 
এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে। 
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আগামীকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২ ঘটিকায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বৃত্তির ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরবেন।  
#
 
রবীন্দ্রনাথ/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১২৪২ ঘণ্টা 
তথ্যববিরণী                                                                                          নম্বর : ১০৬৪  
জাতীয় চলচ্চত্রি দবিসে রাষ্ট্রপতরি বাণী  
ঢাকা, ১৯ চত্রৈ (২ এপ্রলি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামদি জাতীয় চলচ্চত্রি দবিস উপলক্ষে নম্নিোক্ত বাণী প্রদান করছেনে : 
আজ ৩রা এপ্রলি, জাতীয় চলচ্চত্রি দবিস। দবিসটি উপলক্ষে আমি চলচ্চত্রি শল্পিী ও কলাকুশলী, নর্মিাতা, প্রযোজক, পরবিশেক, র্দশকসহ সংশ্লষ্টি সকলকে জানাই আন্তরকি শুভচ্ছো ও অভনিন্দন।
আমাদরে চলচ্চত্রিরে ইতহিাসে ৩রা এপ্রলি একটি স্মরণীয় দনি। ১৯৫৭ সালরে এই দনিে বাঙালি জাতরি অবসিংবাদতি নতো জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান শল্পি ও বাণজ্যি মন্ত্রী হসিবেে তৎকালীন প্রাদশেকি পরষিদে চলচ্চত্রি উন্নয়ন র্কপোরশেন বলি উত্থাপন করনে। বলিটি আইনে পরণিত হয়ে চলচ্চত্রি উন্নয়ন র্কপোরশেন (এফডসি)ি প্রতষ্ঠিতি হয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শখে হাসনিা এই দনিটকিে জাতীয় চলচ্চত্রি দবিস ঘোষণা করে যুগান্তকারী সদ্ধিান্ত নয়িছেনে। আমার বশ্বিাস, দবিসটি উদযাপনরে ফলে আমাদরে চলচ্চত্রি শল্পিরে আরো উন্নয়ন ঘটব,ে নর্মিতি হবে জীবনঘনষ্ঠি চলচ্চত্রি।
চলচ্চত্রি শক্তশিালী শল্পিমাধ্যম, যার মধ্যদয়িে একটি জাতরি ইতহিাস, ঐতহ্যি, সংস্কৃত,ি র্আথসামাজকি ও রাজনতৈকি জীবনরে চত্রি প্রতফিলতি হয়। সমাজে ঘটে যাওয়া নানা অসংগত,ি আনন্দ-বদেনা, প্রমে-বরিহ, চাওয়া-পাওয়ার নানাচত্রি স্পষ্ট হয়ে ধরা দয়ে। চলচ্চত্রি তরুণ প্রজন্মকে আলোড়তি কর,ে দশেপ্রমেে উদ্বুদ্ধ করে এবং অন্যায় ও অবচিাররে বরিুদ্ধে প্রতবিাদী করে তোল।ে তাই জীবনঘনষ্ঠি চলচ্চত্রি নর্মিল বনিোদনরে পাশাপাশি সমাজ উন্নয়ন, শক্ষিার প্রসার ও জনসচতেনতা বৃদ্ধতিে গুরুত্বর্পূণ ভূমকিা রাখ।ে অপরদকিে অশ্লীল ও নম্নিরুচরি চলচ্চত্রি যুব সমাজরে নতৈকি অবক্ষয় ঘটানোসহ সমাজে বরিূপ প্রভাব ফলেতে পার।ে তাই আমি নর্মিাতাসহ চলচ্চত্রি সংশ্লষ্টি সকলরে প্রতি আহ্বান জানাই আপনারা জাতীয় ইতহিাস, ঐতহ্যি ও সংস্কৃতরি সাথে সামঞ্জস্য রখেে চলচ্চত্রি নর্মিাণ করুন, যা বনিোদনরে পাশাপাশি মানবকি সমাজ গঠনে ইতবিাচক ভূমকিা রাখতে সক্ষম হব।ে
সরকার চলচ্চত্রি শল্পিরে উন্নয়নে এফডসি’ির আধুনকিায়ন, কালয়িাকরৈে ‘বঙ্গবন্ধু ফল্মি সটিি নর্মিাণ’সহ র্পূণদর্ঘৈ‌্য চলচ্চত্রি নর্মিাণে অনুদান প্রদান করছ।ে জাতীয় চলচ্চত্রি নীতমিালা ২০১৭ প্রণয়ন করা হয়ছে।ে তবে জীবনঘনষ্ঠি চলচ্চত্রি নর্মিাণে চলচ্চত্রি শল্পিরে সাথে সংশ্লষ্টি সকলকে এগয়িে আসতে হব।ে দশে ও জাতরি বৃহত্তর র্স্বাথে চলচ্চত্রিে আমাদরে আবহমান বাংলার চরিায়ত ঐতহ্যি, স্বাধীনতা আন্দোলনরে ইতহিাস এবং মুক্তযিুদ্ধরে গৌরবগাঁথা তুলে ধরতে হব,ে যাতে তরুণ প্রজন্ম দশেপ্রমে ও মুক্তযিুদ্ধরে চতেনায় উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অবদান রাখতে পার।ে মানবকি সমাজ গঠনরে পাশাপাশি চলচ্চত্রি হয়ে উঠুক অসাম্প্রদায়কি সমাজ গঠনরে অন্যতম প্রধান হাতয়িার, জাতীয় চলচ্চত্রি দবিস-েএ প্রত্যাশা কর।ি
তথ্য মন্ত্রণালয়রে উদ্যোগে এবং বাংলাদশে চলচ্চত্রি উন্নয়ন র্কপোরশেনরে তত্ত্বাবধানে ‘জাতীয় চলচ্চত্রি দবিস’ ২০১৮ উদযাপন সফল হোক-এ কামনা কর।ি
খোদা হাফজে, বাংলাদশে চরিজীবী হোক।" 
#
 
হাসান/অনসূয়া/শহদি/জসীম/সুর্বণা/আসমা/২০১৮/১৩০০ ঘণ্টা   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১০৬৩ 
জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
“জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮ পালন উপলক্ষে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, নির্মাতা, পরিচালক, প্রযোজক, পরিবেশক ও দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তদানীন্তন প্রাদেশিক আইন পরিষদে ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল ১৯৫৭’ উত্থাপন করেন এবং ৩রা এপ্রিল বিলটি পাস হয়। জাতির পিতার এ ঐতিহাসিক উদ্যোগের ফলেই পরবর্তীকালে দেশের চলচ্চিত্র নির্মাণের প্রাণকেন্দ্র ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন’ প্রতিষ্ঠিত হয়। এদেশে শুরু হয় বাংলা চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়নের নবযাত্রা। 
বর্তমান সরকার বিগত ৯ বছরে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। চলচ্চিত্রকে আমরা ‘শিল্প’ হিসেবে ঘোষণা করেছি। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশকরা কর রেয়াতসহ নানাবিধ সুযোগ-সুবিধা পাচ্ছেন। সুস্থ ধারার নান্দনিক চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে চলচ্চিত্রের জন্য নিয়মিত অনুদান দেওয়া হচ্ছে। আমরা চলচ্চিত্র শিল্পে মেধাবী ও দক্ষকর্মী সৃষ্টির জন্য ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। সর্বাধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। বিএফডিসি’র আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এফডিসিকে আধুনিক ডিজিটাল প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে। গাজীপুর জেলায় কবিরপুরে ১০৫ একর জমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’ নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে।   
জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। আধুনিক ও ডিজিটাল সিনেমা হল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অসচ্ছল চলচ্চিত্র শিল্পী ও কুলাকুশলীদের আর্থিক সাহায্য ও চিকিৎসা অনুদান প্রদান করছি।   
চলচ্চিত্র নির্মাতাগণ, আমাদের সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটিয়ে জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করে দর্শকদের মন জয় করবেন। সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে আমাদের চলচ্চিত্র দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিম-লে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত হবে-এ আমার প্রত্যাশা।
আমি আশা করি, আমাদের চলচ্চিত্রের রূপালি পর্দায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি জাতির আশা-আকাক্সক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটবে। চলচ্চিত্র হবে জঙ্গিবাদ, সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাতিয়ার।
আমি ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।   
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।” 
#
 
ইমরুল/অনসূয়া/শহিদ/জসীম/আসমা/২০১৮/১১২০ ঘন্টা 
New Microsoft Office Word Document.docx New Microsoft Office Word Document.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon