Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ August ২০১৬

তথ্যবিবরণী 18.08.2016

Handout                                                                                            Number : 2670
 

UN Resident Coordinator meets Foreign Minister

 

Dhaka, August 18:

 

Robert Watkins, the UN Resident Coordinator (UNRC) and UNDP Resident Representative in Dhaka called on the Foreign Minister A H Mahmood Ali this morning at the latter’s office. They discussed, among others, the issues related to the forthcoming session of the UN General Assembly to be held in New York, efforts in countering terrorism and violent extremism, undocumented Myanmar nationals (UMNs) in Bangladesh, etc.

 

UNRC expressed deep appreciation over the level of security measures extended by the Government since the immediate aftermath of the Gulshan incident. The Foreign Minister reiterated that terrorism and violent extremism is a global challenge and Bangladesh is not excluded from this scourge. The Foreign Minister reaffirmed that all the culprits who are involved will be brought to justice.

 

Watkins assured that the UN would closely work with Bangladesh, specifically in preventing violent extremism, in line with the UN Secretary-General’s Plan of Action to Prevent Violent Extremism.

 

 UNRC expressed appreciation for undertaking the census of the UMNs residing in Bangladesh which has recently been concluded. Both of them hoped that with the new Government in Myanmar, the stalled process of repatriation of Myanmar refugees will be revived and the issue of UMNs will be resolved.

 

#

 

Khaleda/Selim/Nabi/Mosharaf/Salimuzzaman/2016/2120 Hrs.

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৬৬৯

একাদশ শ্রেণিতে ২০১৬-১৭ শিড়্গাবর্ষে ভর্তির সময়সীমা বৃদ্ধি

ঢাকা, ৩রা ভাদ্র (১৮ই আগস্ট): 

    যে সকল শিড়্গার্থী ২০১৬-১৭ শিড়্গাবর্ষে একাদশ শ্রেণিতে এখনও কোনো কলেজে ভর্তি হতে পারেনি তাদেরকে সংশিস্নষ্ট কলেজে আসন খালি থাকা এবং ভর্তির ন্যূনতম জিপিএ সংক্রানত্ম শর্ত পূরণ সাপেড়্গে আগামী ২৩ আগস্ট ২০১৬ তারিখের মধ্যে বিলম্ব ফিসহ মানবিক বিবেচনায় ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির সুযোগ প্রদান করা হয়েছে। এ বর্ধিত সময়ের পর আর কোনো অবস'াতেই ভর্তির সময় বৃদ্ধি করা হবে না।
    
    উলেস্নখ্য, যে সকল শিড়্গার্থী ইতোমধ্যে কোনো কলেজে ভর্তি হয়েছে তারা নতুন করে অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবে না। ভর্তিকৃত শিড়্গার্থীরা ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তন করতে পারবে। 

#

সাইফুলস্নাহ/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৬৬৮


সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক শোক দিবসের আলোচনাসভায় সেতুমন্ত্রী

 

ঢাকা, ৩রা ভাদ্র  (১৮ই আগস্ট):
    সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যারা নিষেধের বেড়াজালে বঙ্গবন্ধুকে আটকে রাখতে চেয়েছিল ইতিহাসের পাতা থেকে, আজ তারাই নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, ’৭৫ এ একজন শেখ মুজিবের মৃত্যু হয়েছিল, কিন' জাতির পিতার মৃত্যু হয়নি, বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি, মৃত্যু হয়নি মুজিবাদর্শের। তিনি বলেন, মুজিব একটি চেতনার নাম, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন থাকবে লাল-সবুজের পতাকা, যতদিন এদেশের আকাশে পাখিরা গাইবে, নদীরা বইবে- ততদিন তিনি বেঁচে থাকবেন।
    মন্ত্রী আজ ঢাকায় তেজগাঁওস' সড়ক ভবন প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোকদিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। 
    সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, বিগত দিনে অনেক চেষ্টা হয়েছে অবমূল্যায়নের ছোরা দিয়ে, অপপ্রচারের কলম দিয়ে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে; কিন' তারা সফল হয়নি। তিনি বলেন, যার যার অবস'ান থেকে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশকে সমৃদ্ধ করার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে আমাদের।
     
#
নাছের/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৬৬৭

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩রা ভাদ্র (১৮ই আগস্ট): 

দশম জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটি’র ২১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ,  পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরম্নল ইসলাম, এ কে এম ফজলুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোসত্মাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন। 

কমিটি ‘ক্যাপিটাল পাইলট ড্রেজিং অভ্‌ রিভার সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ১৬ বর্গ কিলোমিটার ভূমিকে সম্পূর্ণ ব্যবহার উপযোগী করার জন্য নদী ড্রেজিং এর ঝঢ়ড়রষ দিয়ে সে জায়গা ভরাটের প্রকল্প গ্রহণের সুপারিশ করে। 

বৈঠকে ফসলি জমি এবং নদীর পাড়ে বাড়িঘর রড়্গার্থে ভেঙে যাওয়া বাঁধ পুনঃনির্মাণ এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘রেয়ানু’ এর প্রভাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ড়্গতিগ্রসত্ম অবকাঠামো দ্রম্নতগতিতে মেরামতের সুপারিশ করে। 

বৈঠকে নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মতৎপরতা বৃদ্ধি এবং স্বয়ংসম্পূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়্গ্যে ঢাকায় একটি অফিস স'াপনের সুপারিশ করা হয়। 

কমিটি তিসত্মা ব্যারেজ প্রকল্প ফেজ-২ দ্রম্নত সম্পন্ন করে তৃতীয় ফেজ গ্রহণ এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চূড়ানত্ম নিড বেইসড সেটআপ এবং ৩য় ও ৪র্থ শ্রেণির সকল পদে আউট সোর্সিংয়ের পরিবর্তে সরাসরি নিয়োগের ব্যবস'া করার জন্য সুপারিশ করে।   

বৈঠকে ওহংঃরঃঁঃব ড়ভ ডধঃবৎ গড়ফবষরহম এর নবনির্মিত ভবনের জন্য ৩৫ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা ছাড়করণের নিমিত্ত অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখার জন্য সুপারিশ করা হয়। 
    
    পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন। 

#

হালিম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০৩০ ঘণ্টা

Handout                                                                                             Number : 2666

OIC Secretary General meets Foreign Minister

 

Dhaka, August 18:

 

Secretary General of OIC Iyad Ameen Madani had a meeting with Foreign Minister A H Mahmood Ali in the Ministry of Foreign Affairs today.

 

The Foreign Minister welcomed the Secretary General on his third visit to Bangladesh. He called upon the Secretary General for his greater role in enhancing OIC solidarity and appreciated the initiatives and projects he has undertaken to deal with the problems facing the Muslim Ummah. He expressed gratitude to the Secretary General for his support and solidarity with Bangladesh which he expressed following recent terrorist attack in Gulshan and deeply appreciated his readiness to visit Bangladesh in this regard.  The Secretary General reiterated his and OIC’s support and solidarity with Bangladesh against recent terrorist killings in Gulshan and emphasized on cooperation of member countries.

 

During the meeting, the OIC Secretary General paid tribute to Bangladesh for it’s constructive role in OIC for peace and development in the Muslim world. He particularly appreciated the role of Bangladesh leadership and remarked that Bangladesh was very active in OIC and its views were widely respected. Conflict situation and problems of the Muslim world was discussed and two dignitaries exchanged views and compared notes. They discussed OIC mechanisms and cooperation to counter terrorism and stressed the need for debunking false narratives of the radicals and terrorists. The Secretary General, in this regard talked of the OIC mechanism of a messaging center to post messages countering false narrative of the terrorists from this October 2016.

 

#

 

Kamruzzaman/Selim/Mosharaf/Salimuzzaman/2016/2020 Hrs.

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৬৬৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩রা ভাদ্র (১৮ই আগস্ট): 

    দশম জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৩তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নূরম্নল মজিদ মাহমুদ হুমায়ুন এতে সভাপতিত্ব করেন।
  
    কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, মাহমুদ উস সামাদ চৌধুরী, এবং মাহফুজুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নূরম্নল ইসলাম বিএসসি বৈঠকে যোগদান করেন।

    বৈঠকে বিগত ১২তম বৈঠকে গৃহীত সিদ্ধানত্ম বাসত্মবায়ন ও অগ্রগতি , সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত কুয়েতসহ বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ার কারণ নিরম্নপণ এবং এ সকল দেশে শ্রমবাজার সম্প্রসারণের করণীয় সম্পর্কে, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া বহির্ভূত দেশেসমূহে বিশেষ করে ইতালি, রোমানিয়া, জার্মানিসহ ইইউভুক্ত দেশে জনশক্তি প্রেরণের কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাসত্মবায়নের বিষয়ে এবং দেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করার লড়্গ্যে দেশব্যাপী (স্বল্প ও দীর্ঘমেয়াদি) প্রশিড়্গণ কার্যক্রমকে অধিকতর গতিশীলকরণের উদ্দেশ্যে বছরভিত্তিক প্রশিড়্গিত জনসম্পদ গড়ার লড়্গ্যমাত্রা নির্ধারণ এবং উক্ত জনসম্পদকে স্বল্প সময়ের মধ্যে বহির্বিশ্বে প্রেরণের বিষয় নিয়ে বিসত্মারিত আলোচনা করা হয়।

    বিদেশে শ্রম বাজার আরো সম্প্রসারণের  জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা এবং অধিকহারে বৈদেশিক কর্মসংস'ানের মাধ্যমে বেকারত্ব নিরসনের লড়্গ্যে শ্রমিক গ্রহণকারী দেশসমূহের সাথে দ্বিপাড়্গিক আলোচনা বিষয় কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

    প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয়ের সচিবকে পদাধিকার বলে চেয়ারম্যান নিয়োগ করার বিষয়ে সুপারিশ করা হয়।

    প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল পদায়নের সুপারিশ করা হয়।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয়ের সচিব, বিএমইটির মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।
                                                                                                      
                      #
এমাদুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০২০ ঘণ্টা

Handout                                                                                                 Number : 2664
 

Inu proposed Integrated GBM Water Authority

 

New Delhi (India), August 18:

 

            Information Minister Hasanul Haq Inu proposed formation of Bangladesh-Bhutan-India-Nepal (BBIN) Integrated Ganga-Brahmaputra-Meghna (GBM) Water Authority to create a regional platform aiming at mutual water sharing solutions among the countries having rivers in common. 

 

            The Minister was speaking at an interactive session at Delhi's prestigious think tank organization Vivekananda International Foundation on Thursday noon. General (Rtd) Nirmal Chander Vij, director of the foundation moderated the session attended by political analysts, former ambassadors, retired military high officials and distinguished fellows of the foundation.

 

            Inu quoted from Indian Prime Minister Narendra Modi's historic speech on bilateral cooperation during his Dhaka visit last year in June and said we need to address the core issues to open the Golden door of Cooperation. He said, `Water is the soul and transportation is the vein' and bilateral cooperation with regional integration in the water issue would take South Asian cooperation to a new height. 

 

            Inu is delivering another lecture at the Observer Research Foundation on Thursday evening.

 

#

 

Akram/Selim/Mosharaf/Salimuzzaman/2016/2020 Hrs.

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৬৬৩

সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্জ্য অপসারণ সম্ভব
                                        -- নৌমন্ত্রী

ঢাকা, ৩রা ভাদ্র  (১৮ই আগস্ট):
    সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্জ্য অপসারণ সম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বর্জ্য অপসারণে সরকার অনেক কাজ করেছে। ভবিষ্যতে আরো কাজ করতে হবে।
নৌপরিবহণ মন্ত্রী ও নদীর নাব্যতা রক্ষার্থে গঠিত টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বর্জ্য অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা বলেন।
সভায় বর্জ্য অপসারণের লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (টাস্কফোর্স) নুর-উর-রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- শিল্প, পরিবেশ ও এলজিআরডি মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, জাতীয় নদী রক্ষা কমিশন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, বিসিক, এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতিনিধি। কমিটি আগামী তিন মাসের মধ্যে টাস্কফোর্সের সভাপতি নৌপরিবহণ মন্ত্রীর নিকট বাস্তবধর্মী সুপারিশ পেশ করবে।
মন্ত্রী বলেন, রাজধানীর বর্জ্য অপসারণে বেশ কিছু কাজ করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে। ঢাকা ওয়াসার আওতাধীন বিভিন্ন খাল উদ্ধার ও খনন করে বর্জ্য অপসারণ করা হয়েছে। মিটফোর্ড হাসপাতালের, বাবুবাজার ফলের এবং শ্যামবাজার সবজির আড়তের ময়লা নদীতে ফেলা বন্ধ করা হয়েছে।
সভায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, পরিবেশ অধিদপ্তরের মাহাপরিচালক, স্থানীয় সরকার, ভূমি, শিল্প, গণপূর্ত, পানি সম্পদ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, রাজউক, জাতীয় নদীরক্ষা কমিশন, বিআইডব্লিউটিএ এবং ঢাকা উত্তর সিটি করপোরশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    টাস্কফোর্সের বিভিন্ন সভার সিদ্ধান্তের আলোকে বর্জ্য অপসারণে করণীয় বিষয়ে আজ এ সভার আয়োজন করা হয়।
#
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৬৬২

যারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের অগ্রগতি মেনে নিতে পারে না
তাদের সাথে কোন আপোশ নয়
                                     -- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ৩রা ভাদ্র (১৮ই আগস্ট):

    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, একটি জাতির জন্য একজন  মানুষের পক্ষে যা কিছু দেয়া সম্ভব বঙ্গবন্ধু তার সবটুকুই দিয়ে গেছেন। যারা বারবার জননেত্রী শেখ হাসিনার ওপর, তার সরকারের ওপর আঘাত করতে চায়, তারা বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। যারা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতিকে মেনে নিতে পারে না তাদের সাথে কোনো আপোশ হতে পারে না।

    মন্ত্রী আজ ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    পরিকল্পনা মন্ত্রী বলেন, পৃথিবীর মানচিত্রে বঙ্গবন্ধুর বাংলাদেশ অনেক উঁচুতে যাবে। কোনো ষড়যন্ত্র এ অগ্রযাত্রা থামাতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ক্ষণজন্মা একজন মানুষ। এ দেশের মানুষের প্রতি তাঁর অগাধ বিশ^াস ও ভালবাসা ছিল। তিনি পাকিস্তানিদের শোষণ-বঞ্চনা এবং নির্যাতনের  বিরুদ্ধে ২৩ বছর  সংগ্রাম করেছেন। এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন।

    পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য  ড. শামসুল আলম, খোরশেদ আলম চৌধুরী,  এ এন সামসুুদ্দিন আজাদ চৌধুরী জুয়েনা আজিজ, আইএমইডি সচিব ফরিদ উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল  হক এবং বিআইডিএস এর  মহাপরিচালক  ড. কে এ এস মুর্শেদ বক্তৃতা করেন।

#

শেফায়েত/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৬৬১

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ৩রা ভাদ্র (১৮ই আগস্ট):
    মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির এক সভা আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    সভায় দেশবরেণ্য শিক্ষাবিদ ও বিশেষজ্ঞগণ শিক্ষা কারিকুলাম, সিলেবাস আধুনিকায়ন করাসহ পাঠ্যপুস্তক সহজ, সাবলীল ও প্রাঞ্জল করা, সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নপদ্ধতি, পাবলিক পরীক্ষার সময়কাল ও প্রশ্নপত্রের মানবণ্টনসহ পরীক্ষা পদ্ধতির সংস্কার বিষয়ে তাঁদের মতামত প্রদান করেন।
    বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিজ্ঞান লেখক অধ্যাপক দ্বিজেন শর্মা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান, অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক এম এম আকাশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তসলিমা বেগম, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তানজিল আশরাফ, শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী ফারুক আহমদ ও শ্যামলী নাসরিন চৌধুরী সভায় বক্তব্য রাখেন।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর বক্তব্যে বলেন, সরকার নতুন প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবে। তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের কোচিং বাণিজ্য, নোট বই এবং পরীক্ষার সকল অনিয়ম থেকে মুক্ত করতে দেশের বরেণ্য শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সব ধরনের ব্যবস্থা নেব।
    সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের আলোচ্য বিষয়ের উপর উপস্থাপনা প্রদান করেন।
#
সাইফুল্লাহ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৬৬০

সুষ্ঠুভাবে হজযাত্রী পরিবহণে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত


ঢাকা, ৩রা ভাদ্র  (১৮ই আগস্ট):
    ২০১৬ সালের হজযাত্রী পরিবহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক প্রেস বিফ্রিংয়ে মন্ত্রী জানান, হজযাত্রীদের গ্রুপ নির্ধারণের লক্ষ্যে আগামী ৪-৫ দিনের মধ্যে মোয়াল্লেম, এজেন্সিভিত্তিক হজযাত্রীর সংখ্যা ও বাড়ির ঠিকানা সংবলিত তালিকা হজ এজেন্সিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) ধর্ম মন্ত্রণালয়ে দাখিল করবে। ধর্ম মন্ত্রণালয়  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ তালিকা  বিমান এবং সৌদিয়াকে প্রেরণ করবে এবং এ তালিকানুসারে টিকিট বিক্রি করা হবে।
    কোন তারিখে কোন এজেন্সিকে কতজন হজযাত্রীর টিকিট বরাদ্দ দেয়া হয়েছে এবং প্রতিদিনের আপডেট বিমান ও সৌদিয়া তা আবশ্যিকভাবে বিজনেস অটোমেশনকে অবহিত করবে।
    বিমান হজযাত্রী পরিবহণের জন্য অতিরিক্ত স্লট বরাদ্দের জন্য সৌদি কর্তৃপক্ষের নিকট আবেদন করবে।
    বিমান কম যাত্রীর ফ্লাইটগুলো আগামীতে বেশি যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন বিমান ব্যবহার করবে।
ধর্ম মন্ত্রণালয় ৎবঢ়ষধপবসবহঃ এর বিষয়টি সহজীকরণ করবে।
    সভায় জানানো হয় এ পর্যন্ত ৬৯ হাজার ৪৫১ জন হজযাত্রীর ভিসা হয়েছে এবং গতকাল পর্যন্ত ১২৫টি ফ্লাইটে ৪১ হাজার ৮৪০ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ সম্পন্ন করতে পারবেন।
    সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্মসচিব আবদুল জলিল, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বিমানের এমডি এ এম মোাসাদ্দিক আহমেদসহ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, হাব, আটাব ও সৌদিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
#
তুহিন/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৬৫৯
বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ভবিষ্যৎ প্রজন্মের নিকট ছড়িয়ে দিতে হবে
                                                                    -- স্পিকার
ঢাকা, ৩রা ভাদ্র (১৮ই আগস্ট):
           স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের নিকট ছড়িয়ে দিতে হবে।
স্পিকার আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের তৃতীয় লেভেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ  আয়োজিত  আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।
স্পিকার বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের দুঃখ দুর্দশা গভীরভাবে উপলব্ধি করতেন। তাই তিনি সারাটা জীবন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং নিজের জীবন উৎসর্গ করে বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি বলেছেন, ‘আমি বাঙালি, বাংলা আমার ভাষা’।
স্পিকার বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা-উত্তর যখন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কর্মসূচি গ্রহণ করেছিলেন,  ঠিক তখন ৭১ এর কুচক্রীমহল নির্মম নিষ্ঠুরভাবে তাঁকেসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যমআয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। স্পিকার প্রধানমন্ত্রীর এ সকল কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, শিশু রাসেলকেও যারা নৃশংসভাবে হত্যা করেছে, তারাই ৭১ এর স্বাধীনতাবিরোধী এবং তারাই আজ গুলশান ও শোলাকিয়ায় হামলাকারী জঙ্গি।
চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে যখন আন্তর্জাতিক পরিম-লে নিয়ে গেছেন, তখন আবার সেই ৭১ এর কুচক্রীমহল দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে চক্রান্তে লিপ্ত হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহিদুজ্জামান সরকার, মো. ইকবালুর রহিম ও মো. শাহাবুদ্দিন এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, সংসদ সচিবালয়ের সহকারী সচিব আব্দুর রহমান ও কর্মচারীদের পক্ষে  মো. আতর আলী বক্তৃতা করেন। সংসদ সদস্যবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।                                                  
#
কামাল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৬৫৮

গার্মেন্টস এক্সেসরিজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে
                                                        -- শিল্পমন্ত্রী
ঢাকা, ৩রা ভাদ্র (১৮ই আগস্ট):

শিল্পমন্ত্রী আমির  হোসেন আমু বলেছেন, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পখাত একই সাথে আমদানিবিকল্প ও রপ্তানিমুখী শিল্প হিসেবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ শিল্প বিকাশের ফলে দেশীয় তৈরিপোশাক শিল্পখাতের মূল্য সংযোজনের সুযোগ বেড়েছে। পাশাপাশি গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সামগ্রী উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে পরিবেশবান্ধব উপায়ে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য উৎপাদন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়নাধীন বাংলাদেশ ইন্সপায়ার্ড (ওঘঝচওজঊউ) প্রকল্পের আওতায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) এ সেমিনার আয়োজন করে।

বিজিএপিএমইএ’র প্রেসিডেন্ট মো. আবদুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এতে পৃথকভাবে দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. ফিরোজ ইকবাল ফারুকী এবং সংগঠনের উপদেষ্টা রাফেজ আলম চৌধুরী। সেমিনারে বাংলাদেশ ইন্সপায়ার্ড (ওঘঝচওজঊউ) প্রকল্পের পরিচালক সুষেণ চন্দ্র দাস, বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ ও সংগঠনের দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি আলোচনায় অংশ নেন।

মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থান। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের প্রেক্ষিতে সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। উদীয়মান দেশীয় শিল্পখাত হিসেবে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের স্বার্থ সুরক্ষায় সরকার সম্ভব সব ধরনের নীতি সহায়তা দেবে বলে তিনি উদ্যোক্তাদের আশ্বস্ত করেন।

#

জলিল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৬৫৭

বান্দরবানের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ

বান্দরবান, ৩রা ভাদ্র  (১৮ই আগস্ট):
    পার্বত্য চট্টগ্রামে আধুনিক শিক্ষা প্রসারের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সেট বিতরণ করা হয়েছে। পিছিয়ে পড়া ও অনগ্রসর শিশুদের প্রাথমিক পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করে।
    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সেট বিতরণ করেন।
    প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা প্রসারে রাঙ্গামাটিতে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন করেছে। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণেও নানাবিধ সুযোগ তৈরি করছে। তাছাড়া দুর্গম ও প্রত্যন্ত এলাকায় আবাসিক বিদ্যালয় স্থাপনেও সরকার আন্তরিকভাবে কাজ করছে।
    পার্বত্য এলাকার শিশুদের অধিকাংশ অভিভাবক অশিক্ষিত ও দরিদ্র হওয়ায় শ্রেণিকক্ষে গুরুত্বের সাথে পাঠদানের উপর প্রতিমন্ত্রী শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
#
জুলফিকার/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৬৫৫

প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
                                                            -- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ঢাকা, ৩রা ভাদ্র (১৮ই আগস্ট):

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব সরকার। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে নিরলসভাবে কাজ করে চলছে বর্তমান সরকার। এর ফলে বিগত কয়েক বছরে বিসিএসআইআরএ স্থাপিত হয়েছে বিশ্বমানের অত্যাধুনিক কয়েকটি গবেষণাগার।

    মন্ত্রী আজ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর প্রযুক্তি হস্তান্তর ও উদ্ভাবন প্রকল্পের ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিসিএসআইআর এর চেয়ারম্যান নজরুল ইসলাম, সদস্যবৃন্দ এবং বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।

    মন্ত্রী বলেন, প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে দেশে শিল্প-কৃষি উপযোগী প্রযুক্তি উদ্ভাবন এবং বিদেশের বিভিন্ন প্রযুক্তি এ দেশে শিল্প-কৃষির ব্যবহার উপযোগী করে তৈরি করা হবে।

    প্রযুক্তি হস্তান্তরের তালিকায় রয়েছে- স্বল্প বায়ুতে ও বাইসাইকেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন এবং মোবাইল ও ল্যাপটপ চার্জিং, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও জ্বালানিবিহীন সোলার কুকার, পানিবিহীন, কীটনাশক ও জীবাণুমুক্ত হাইড্র

Todays handout (12).doc Todays handout (12).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon