Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী - 09.04.2019

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৪৩
 
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে
                                      -- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
 
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
 
জাতীয় জাদুঘরের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স, আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 
 
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সাংস্কৃতিক এবং ভূপ্রকৃতিগত কারণে গভীরে প্রোথিত। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এ সম্পর্ক নতুন মাত্রা পায়। বর্তমানে দু’দেশের সম্পর্ক নানা ক্ষেত্রে বাড়ছে। ব্যবসা-বাণিজ্য ছাড়াও বর্তমানে ভারত-বাংলাদেশের সম্পর্ক সমুদ্র অর্থনীতি, পরমাণু গবেষণা, মহাকাশ ও সাইবার নিরাপত্তার মতো সাম্প্রতিক বিষয়গুলোতেও বাড়ছে। ভারত-বাংলাদেশের এই নানামুখী সম্পর্ক দিনে দিনে শক্তিশালী হচ্ছে।
 
অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধের কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে দৃঢ় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দু’দেশ নিয়মিত সাংস্কৃতিক বিনিময় করছে। ইতোমধ্যেই বিশ্বভারতীতে বাংলাদেশ ভবন নির্মিত হয়েছে।  শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্র ভবন নির্মিত হচ্ছে। দিল্লি-কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণও দিন দিন বাড়ছে।
 
আনিসুল হক আইসিসিআরকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই প্রতিষ্ঠান ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে।    
 
এর আগে আইসিসিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।  তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
 
#
 
রেজাউল/মাহমুদ/সেলিম/২০১৯/২৩৪৮ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৪২
বিমান পরিবহন খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনার কাজ চলছে
                                     --- বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, বিমান পরিবহন খাতে মানুষের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি। এই খাতের দীর্ঘদিনের অচলায়তন ভাঙ্গার চেষ্টা চলছে। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীতে এসোসিয়েশন অভ্ ট্রাভেল এজেন্টস অভ্ বাংলাদেশ এর এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার পর থেকেই বিমান পরিবহন ও পর্যটন খাতের বিভিন্ন বিষয় জানতে সকল অংশীজনের সাথে কথা বলেছি। এই খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা চলছে। বিমানবন্দরে যাত্রীবান্ধব পরিবেশ তৈরি হয়েছে।
মোঃ মাহবুব আলী বলেন, ‘আমাদের দেশ একটি লাভজনক এভিয়েশন বাজার। পৃথিবীর সকল বিমান পরিবহন প্রতিষ্ঠান এখানে ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী। এখানে লাভজনক না হওয়ার কোনো কারণ নেই। জাতির পিতার হাতে গড়া জাতীয় পতাকা, পতাকাবাহী বিমানকে লাভজনক করার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও লোকায়ত সংস্কৃতিকে ঘিরে পর্যটন কেন্দ্র তৈরি করার পরিকল্পনা রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প বিকাশ করা সম্ভব। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য হোসনে আরা, অ্যাসোসিয়েশনে অভ্ ট্রাভেল এজেন্সি অভ্ বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ মনজুর মুরশেদ মাহবুব, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরেফ এবং ইমরান আহমদ।
#
তানভীর/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                              নম্বর :  ১৪৪১
 
উৎপাদন বাড়লে শ্রমিকরা বেশি সহায়তা পাবেন
             -- শ্রম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
 
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, যত বেশি উৎপাদন বাড়বে শ্রমিকরা তত বেশি লাভবান হবেন। উৎপাদন বাড়লে রপ্তানি বাড়বে, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় তহবিলে বেশি অর্থ জমা হবে। শ্রমিকরা বেশি সহায়তা পাবেন। 
 
প্রতিমন্ত্রী আজ বিজিএমইএ-এর অডিটোরিয়ামে তৈরিপোশাক শিল্প খাতে কর্মরত অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শ্রমিকের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
শ্রম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে বলেন, শিল্পে শান্তি রক্ষা করুন, উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখুন। তিনি বলেন, শ্রমিকদের যে কোনো সমস্যা সরকার মালিক - শ্রমিক  আলোচনার মাধ্যমে সমাধান করতে তার সরকার। সমাজের কিছু লোক আছে যারা মালিকেরও ভালো চায় না, শ্রমিকেরও ভালো চায় না। প্রতিমন্ত্রী তাদের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দেন। 
 
অনুষ্ঠানে ৯৭ জন অসুস্থ গার্মেন্টস শ্রমিকের চিকিৎসার জন্য ৩১ লাখ ১০ হাজার এবং ৮২ জন মেধাবী সন্তানের জন্য ১৬ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এ তহবিল হতে এ পর্যন্ত ২ হাজার ৮ শত ৪২ জন শ্রমিকের চিকিৎসা, তাদের মেধাবী সন্তানের শিক্ষাবৃত্তি, নিহত শ্রমিকদের স্বজনদের মাঝে ৫৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার এবং ২ হাজার একশ’ ৯৯ জন শ্রমিকের বিমা দাবি বাবদ ৪৩ কোটি ৯৮ লাখ টাকা প্রদান করা হয়েছে। 
 
বিজিএমইএ-এর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, বিকেএমইএ-এর  প্রথম সহ-সভাপতি মোহাম্মদ মনছুর আহমেদ, বিজিএমইএ-এর সহ-সভাপতি মোহাম্মদ নাছির এবং জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু বক্তৃতা করেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল।
 
#
 
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৪০
তুরাগের তীরে বিআইডব্লিউটিএ’র অভিযান
 
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে আজ ঢাকায় তুরাগ নদীর তীরে বিরুলিয়া এলাকায় বড়কাঁকর ও দেউন মৌজায় দু’টি একতলা ভবন, ১১টি আধাপাকা ভবন, চারটি পাকা বাউন্ডারি ওয়াল, ১০টি টিনের ঘর ও দুটি পার্কসহ মোট ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দু’ একর জায়গা অবমুক্ত করেছে। এছাড়া এক কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার পণ্য নিলাম এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আগামীকাল ১০ এপ্রিল সকাল ৯ থেকে তুরাগ নদীর উভয় তীরে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                              নম্বর :  ১৪৩৯
 
অঞ্চলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস প্রাপ্তি অর্থনৈতিক কর্মকা-কে বেগবান করবে
                      -- এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, অঞ্চলভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস প্রাপ্তি অর্থনৈতিক কর্মকা-কে বেগবান করবে। বিশেষত কৃষিক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস কাজে লাগিয়ে লাভবান হওয়া সম্ভব।
 
আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বিশ^ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ঝঃৎবহমঃযবহরহম গবঃবড়ৎড়ষড়মরপধষ ওহভড়ৎসধঃরড়হ ঝবৎারপবং ধহফ ঊধৎষু ডধৎহরহম ঝুংঃবসং (ঈড়সঢ়ড়হবহঃ-অ) শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশে ২০০টি উপজেলায় কৃষিভিত্তিক স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার- অঁঃড়সধঃরপ ডবধঃযবৎ ঝঃধঃরড়হ (অম-অডঝ) স্থাপনে উপজেলা পরিষদের ভূমি ব্যবহারের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, উপজেলা পরিষদের ভূমি ব্যবহার করে এ স্টেশনগুলো স্থাপন করা হবে। এজন্য প্রয়োজন হবে খোলামেলা স্থানে মাত্র ২২০ বর্গফুট জায়গা এবং তা স্থানীয়ভাবে উপজেলা পরিষদ কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে আবহাওয়া পূর্বাভাস পদ্ধতি ও মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ, তথা ট্রপিক্যাল সাইক্লোন মডেলিং, স্টর্ম সার্জ (জলোচ্ছ্বাস) মডেলিং, মেটিওরোলজিকেল সিস্টেম ইন্টিগ্রেটর, ডেটা শেয়ারিং পলিসি উন্নয়ন, জলবায়ু সেবা উন্নয়নে কনসালটেন্সি গ্রহণ, ডজঋ মডেল স্থাপন, কনফিগারেশন ও প্রশিক্ষণ, ঘডচ প্রোডাক্ট নির্ণয় এবং স্থান ও সমিয়ভিত্তিক পূর্বাভাস সহজ হবে। প্রকল্পটি ২০২১ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়িত হবার কথা রয়েছে।
 
#
 
হাসান/ফারহানা/রফিকুল/সেলিম/২০১৯/১৮০০ ঘণ্টা  

Handout                                                                                                          Number : 1438

 

Bangladesh participates in the Asian Fashion Fair in Osaka, Japan

 

Tokyo, 9 April 2019 :

 

            Bangladesh’s apparel industry is making its mark in the Japanese fashion market. To expand further in the growing apparel market in Japan, Bangladesh is participating in the Asian Fashion Fair (AFF) for the first time in Osaka- the second largest city of Japan. The AFF begins on 9 April and will continue till 11 April. 

 

            Five prominent apparel companies are taking part in this prestigious event under the auspices of Export Promotion Bureau (EPB) of Bangladesh. Embassy of Bangladesh in Japan has arranged for their participation and provided all out support. The participating organizations are exhibiting their latest and quality products in the fair.

 

            It is to be mentioned that Bangladesh has achieved the highest growth in Japanese apparel import market in 2018. This engagement follows the successful Bangladesh participation in the Fashion World Tokyo 2019 March fair. 

 

            The participating companies have termed the AFF as an excellent opportunity for business expansion and networking. 

 

            On 9 April, the visiting EPB officials and Commercial Counsellor, Embassy of Bangladesh joined in a meeting with the leaders of Osaka Chamber of Commerce and Industries (OCCI) at OCCI. They discussed various business issues of Japan and Bangladesh, specially on the promotion and growth of apparel products of Bangladesh in Osaka. 

#

Shiplu/Mahmud/Sanjib/Rezaul/2019/1748 hours

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৩৭

সরকার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির প্রতি জোর দিয়েছে
                                                   --- আইনমন্ত্রী
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতের বর্তমান মামলা জট কমাতে ও প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার প্রতি সাধারণ বিচারপ্রার্থীদের আস্থা ধরে রাখতে স্বল্প খরচে মামলার দ্রুত নিষ্পত্তি, মামলার সঠিক ব্যবস্থাপনাসহ বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির প্রতি জোর দিয়েছে।
আজ ঢাকার গুলশানে একটি হোটেলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং জার্মান সহযোগিতা সংস্থা- জিআইজেড বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। 
মন্ত্রী বলেন, সাধারণ বিচারপ্রার্থীদের কাছে সরকারি আইনগত সহায়তার সুফল পৌঁছে দিতে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির পাশাপাশি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। লিগ্যাল এইডসহ অন্যান্য মামলা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা প্রয়োজন যাতে বিচারপ্রার্থীরা দ্রুততর সময়ে মামলার চূড়ান্ত ফলাফল পায় এবং বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইডের প্রতি আস্থাশীল হয়। তাই স্থানীয় পর্র্যায়ে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি করতে “আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০” অনুসারে জলো লগ্যিাল এইড অফসিারকে এডআির এর মাধ্যমে বরিোধ নষ্পিত্তরি জন্য ক্ষমতা প্রদান করা হয়ছে।ে বচিারর্প্রাথী জনগণরে কল্যাণে সরকার জলো লগ্যিাল এইড অফসিকে এডআির কর্নার বা ‘বকিল্প বরিোধ নষ্পিত্তরি কন্দ্রেস্থল’হসিবেে কাজে লাগাতে আগ্রহী।’ 
জেলা পর্যায়ে কর্মরত লিগ্যাল এইড অফিসার, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আইনগত সহায়তা প্রদানকারী বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালার উদ্বোধনকালে মন্ত্রী স্বঃপ্রণোদিত, কার্যকর এবং দ্রুততর আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারীত্বের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন। 
কর্মশালার শুরুতে ২০১৬ জিআইজেড পরিচালিত বাংলাদেশ জাস্টিস অডিটের তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এতে বলা হয়, মাত্র ১৩ শতাংশ বিচারপ্রার্থী আনুষ্ঠানিক বিচার ব্যবস্থায় বিচারপ্রার্থী হিসেবে বিচার প্রার্থনা করে। ৮৭ শতাংশ বিচারপ্রার্থী স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য সচেষ্ট থাকে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, জিআইজেড’র বাংলাদেশ রুল অভ্ ’ল বিভাগের প্রধান প্রমিতা সেন গুপ্ত প্রমুখ বক্তৃতা করেন।
#
রেজাউল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৫০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৩৬
সালফিউরিক এসিড প্লান্ট স্থাপনে বিনিয়োগের প্রস্তাব অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানের  
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
বাংলাদেশে সালফিউরিক এসিড প্লান্ট স্থাপনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান আউটেক সাউথ ইস্ট এশিয়া প্যাসিফিক। চট্টগ্রামের পতেঙ্গায় টিএসপি কমপ্লেক্সে এ প্লান্ট স্থাপনের আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এটি নির্মিত হলে সালফিউরিক এসিডের অভ্যন্তরীণ চাহিদা দেশীয় উৎপাদন থেকেই যোগান দেয়া সম্ভব হবে।  
আউটেক সাউথ ইস্ট এশিয়া প্যাসিফিক এর এক প্রতিনিধিদল আজ শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে এ প্রস্তাব দেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামসুল আরেফীন, প্রতিনিধিদলের প্রধান ও আউটেক সাউথ ইস্ট এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস অর্মস্টন (ঈযরৎং ঙৎসংঃড়হ), ব্যবস্থাপক ইন্দ্রনীল চক্রবর্তীসহ (ওহফৎধহববষ ঈযধশৎধনড়ৎঃু) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এ সময় টিএসপি কমপ্লেক্সে নতুন টিএসপি সার কারখানা স্থাপন, সালফিউরিক এসিড উৎপাদন এবং টিএসপি থেকে বাই প্রোডাক্ট উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির বিষয় আলোচনায় করা হয়।
বৈঠকে শিল্পমন্ত্রী টিএসপি কমপ্লেক্সে নতুন টিএসপি সার কারখানা স্থাপনের বিষয়ে প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানামুখী উদ্যোগ নিয়েছে। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তিনি টিএসপি এবং সালফিউরিক এসিড উৎপাদনের জন্য একটি সমন্বিত কারিগরি প্রস্তাব দাখিলের জন্য প্রতিনিধিদলকে পরামর্শ দেন। প্রস্তাবটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে হলে সরকার এ বিষয়ে দ্রুত ইতিবাচক উদ্যোগ নেবে বলে প্রতিনিধিদলকে মন্ত্রী আশ্বস্ত করেন। তিনি কারিগরি প্রস্তাবের আগে চট্টগ্রামের পতেঙ্গায় টিএসপি কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শনের জন্য প্রতিনিধিদলকে পরামর্শ দেন। 
উল্লেখ্য, বর্তমানে দেশে টিএসপি সারের চাহিদা প্রায় ৭ লাখ মেট্রিক টন। বিসিআইসি’র আওতাধীন চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্সের একটি ইউনিটে বছরে ১ লাখ মেট্রিক টন টিএসপি সার উৎপাদিত হয়। জাতীয় চাহিদার অবশিষ্ট অংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। এ প্রেক্ষাপটে টিএসটি সার এবং সালফিউরিক এসিড উৎপাদনে যৌথ বিনিয়োগ দেশের জন্য লাভজনক হবে বলে আশা করা হচ্ছে।
#
জলিল/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৩০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৩৫
 
সিলেট মহিলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক 
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
সিলেট মহিলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রুবি ফাতিমা ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 
যুক্তরাষ্ট্রের ওয়শিংটনে অবস্থানরত মন্ত্রী এক শোক বার্তায় বলেন, রুবি ফাতিমা ইসলামের মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
তৌহিদুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৭২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৩৪
জেনেভায় ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী
 
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
বিভিন্ন দেশের ১০০ জনেরও বেশি মন্ত্রী এবং উপমন্ত্রীসহ  ৩ হাজারের বেশি প্রতিনিধির অংশগ্রহণে ‘দ্যা  সামিট অন দ্যা ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ফোরাম জেনেভায় শুরু হয়েছে। ‘টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ এপ্রিল পর্যন্ত। 
বিশ্বব্যাপী জাতিসংঘের বহুমাত্রিক অংশিদারদের প্লাটফর্ম ডব্লিউএসআইএস ফোরাম-১৯ এর চেয়ারম্যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ফোরামের কো-চেয়ারম্যান আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ ৮ এপ্রিল ডব্লিউএসআইএসের এক্সিবিশন উদ্বোধন করেন।
আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি এবং ইউএনসিটিএডি এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতিসংঘের এ রকম বড় কোনো সামিটের চেয়ারম্যান হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটিই প্রথম।
এর আগে মন্ত্রীর সাথে জেনেভায় তার অফিসকক্ষে আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তারা ফোরামের সার্বিক বিষয়াদি ছাড়াও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির বৈশ্বিক বিষয়াদি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেন। 
বাংলাদেশের চেয়ারম্যানশিপকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন খুবই গুরুত্বের সাথে দেখছে বলে উল্লেখ করেন হাউলিন ঝাউ। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। বাংলাদেশের টেলিডেনসিটি ও ইন্টারনেট ডেনসিটির  দ্রুত প্রসার, তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া, ই-গভর্নমেন্ট, ই-কমার্সসহ তথ্যযোগাযোগ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতির চিত্র তুলে ধরেন টেলিযোগাযোগ মন্ত্রী।
হাউলি বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশে এখন পৃথিবীর বহু দেশের কাছে রোল মডেল।  ফোরামে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের তিনি অভাবনীয় অগ্রগতির বাংলাদেশকে অনুসরণ করার জন্য পরামর্শ দেবেন বলে হাউলি জানান। মোস্তাফা জব্বার আইটিইউ মহাসচিবকে এই ক্ষেত্রে তার সরকারের সর্বাতœক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
তথ্যপ্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এবং বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
#
শেফায়েত/অনসূয়া/জসীম/সেলিনা/কুতুব/২০১৯/১৬৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪৩৩
 
একনেকে ১৮ হাজার ১৯১ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) ১৮ হাজার ১৯১ কোটি টাকা ব্যয় সংবলিত ৭টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে জিওবি ৬ হাজার ৬২২ কোটি টাকা এবং প্রকল্প ঋণ ১১ হাজার ৫৬৯ কোটি টাকা। 
প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা’র সভাপতিত্বে আজ শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ের আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর’, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ‘পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ’, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের ‘মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়ক বাঁক সরলীকরণসহ সম্প্রসারণ’, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয় ভবন এবং অডিটোরিয়াম নির্মাণ’, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন’, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিসিএসআইআর ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে নিরাপদ ও স্বাস্থ্যকর শুটকী মাছ প্রক্রিয়াকরণ ও ইনডোর ফার্মিং গবেষণা সংক্রান্ত সুবিধাদি স্থাপন’ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঘুঘুমারী হতে ফুলুয়ার চরঘাট ও রাজিবপুর উপজেলা সদর (মেম্বার পাড়া) হতে মোহনগঞ্জ বাজার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন হতে বাম তীর সংরক্ষণ’ প্রকল্প। 
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি,  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভায় অংশগ্রহণ করেন।
এছাড়া, সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
শাহেদুর/অনসূয়া/নাছির/রবি/শামীম/২০১৯/১৬০৪ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৩২
 
বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখি ভাতার চেক হস্তান্তর
ঢাকা, ২৬ চৈত্র (৯ এপ্রিল) :
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখি ভাতার সরকারি অংশের ৮ টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 
 
আগামী ১১ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে বৈশাখি ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
 
#
রুহুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৫৬ ঘণ্টা  
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৩১
 
কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শ্রেষ্ঠ বাংলাদেশ 
 
নাইজেরিয়া, ৯ এপ্রিল:
নাইজেরিয়ায় কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ হাইকমিশন প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. ওকেইচুকু এনিআনা এনিলেমা (উৎ. ঙশবপযঁশঁি ঊহুরহহধ ঊহবষবসধ) ২৯ মার্চ মেলার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের স্টলে নানাবিধ রপ্তানি পণ্য স্থান পায়। বাণিজ্য মেলার প্রধান পৃষ্ঠপোষক আবিদু ইয়াজিদ ওওএন ( অনরফঁ ণধুরফ, ঙঙঘ) ৭ এপ্রিল সমাপনী দিনে বাংলাদেশ স্টলকে ‘শ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারী’ (ইবংঃ ঋড়ৎবরমহ চধৎঃরপরঢ়ধহঃ) হিসেবে ক্রেষ্ট প্রদান করেন। 
 
বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ স্টলে তৈরি পোশাক ও নিটওয়্যার, সিরামিক, ঔষধ, হস্তশিল্প, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, বিবিধ মসলা, আচার, শুকনো খাবার, পার্ল, নকশীকাঁথা ইত্যাদি স্থান পায়। একইসাথে, প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
 
#
অনসূয়া/রবি/সেলিনা/শামীম/২০১৯/১২৪৩ ঘণ্টা  
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৩০
জাতিসংঘে জাতীয় সংসদ ভবনের মডেল প্রদর্শন 
নিউইয়র্ক, ৯ এপ্রিল :
জাতিসংঘ সদরদপ্তরে ‘দ্বীপ থেকে দ্বীপে- লুই আই ক্যানের সৃজনশীল পদচারণা’ শীর্ষক একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্থায়ী মিশন ও এস্তোনিয়া স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে ৮ এপ্রিল এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল লুই আই ক্যানের অমর সৃষ্টি ‘বাংলাদেশ জাতীয় সংসদ ভবন’ এর একটি মডেল যা নজর কাড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের।
স্থপতি ও ফটোগ্রাফার আর্নে ম্যাসিকের পরিকল্পনায় এই চিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের চিত্রের পাশপাশি এস্তোনিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন স্থপতি লুই আই ক্যানের জগৎ বিখ্যাত স্থাপত্য সমূহের বিভিন্ন চিত্র। 
এস্তোনিয়া রাষ্ট্রপতি কারস্টি কালজুলেইড, বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দে এস্পিনোসা গার্সেজ এবং লুই আই ক্যানের ছেলে ন্যাথানিয়েল ক্যান এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 প্রতিমন্ত্রী বলেন, আমরা বিংশ শতাব্দীর অন্যতম সেরা স্থপতি লুই আই ক্যান এবং তাঁর অমর সৃষ্টি বাংলাদেশ জাতীয় সংসদ ভবনসহ অন্যান্য স্থাপনাসমূহকে স্মরণ করছি। এটি অবশ্যই উত্তর-দক্ষিণের বন্ধুত্বের এক অবিনাশী স্মারক। এই স্থাপত্য বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে সৃষ্টি করেছে অটুট বন্ধুত্বের বন্ধন।
বাংলাদেশের সংসদ ভবনকে লুই আই ক্যানের অন্যতম সেরা স্থাপনা হিসেবে উল্লেখ করে এস্তোনিয়ার রাষ্ট্রপতি কারস্টি কালজুলেইড বলেন, ক্যানের সৃষ্ট ভাস্কর্যসমূহ ন্যায়, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক যার জন্য জাতিসংঘ কাজ করছে। 
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, এস্তোনিয়ার স্থায়ী প্রতিনিধি সিভেন জুরগেনসনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ও জাতিসংঘের কর্মকর্তাগণ ইভেন্টটিতে অংশগ্রহণ করেন। 
#
 
অনসূয়া/রবি/সেলিনা/শামীম/২০১৯/১১৪৮ ঘণ্টা    
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪২৯
 
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আইটিইউ এর সহযোগিতা
 
জেনেভা (সুইজারল্যান্ড), ৯ এপ্রিল:
Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon