Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০১৫

তথ্যবিবরণী 09/06/2015

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৬৭০

একনেকে ১ হাজার ৫৭৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদিত   
                                
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
    দেশের ১৬৭টি জেলা সড়কের আওতাধীন ১৫৫৭ কিলোমিটার সড়কের উন্নয়ন করবে সরকার। আজ প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত এ প্রকল্পটির নাম জেলা সড়ক উন্নয়ন প্রকল্প। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৯৯৬ কোটি টাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর ২০১৭ সালের জুনের মধ্যে এ প্রকল্পটি সম্পন্ন করবে। মোট ব্যয়ের মধ্যে ঢাকা জোনের  অন্তর্ভুক্ত ১৬টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা ব্যয় করা হবে বলে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ঢাকা ছাড়াও ময়মনসিংহ জোনের ১৭টি সড়ক উন্নয়নে ৯৯ কোটি টাকা, চট্টগ্রাম জোনের ১৪টি সড়ক উন্নয়নে ৯৯ কোটি টাকা, কুমিল্লা জোনের ২৬টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা, সিলেট জোনের ১০টি সড়ক উন্নয়নে ৯৯ কোটি টাকা, খুলনা জোনের ২৬টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা, বরিশাল জোনের ২১টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা, গোপালগঞ্জ জোনের ৫টি সড়ক উন্নয়নে ৯৯ কোটি টাকা, রাজশাহী জোনের ১৪টি সড়ক উন্নয়নে ১৯৫ কোটি টাকা এবং রংপুর জোনের ১৮টি সড়ক উন্নয়নে ১০০ কোটি টাকা ব্যয় হবে।
    চট্টগ্রামের পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকতের প্রতি দেশি-বিদেশি পর্যটক আকৃষ্ট করতে সরকার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করবে। একনেক সভায় এ সংক্রান্ত আরো একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ২০১৭ সালের জুন নাগাদ প্রকল্পটি সম্পন্ন করবে। প্রকল্পটির গুরুত্ব নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, সারা পৃথিবীজুড়েই জিডিপিতে সেবাখাত সবচেয়ে বেশি অবদান রাখছে। পর্যটন সেবার মান্নোন্নয়নের জন্যই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
    তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের প্রধান কার্যালয় ভবন নির্মাণ সংক্রান্ত একটি প্রকল্পও একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি টাকা। প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, বিসিকের এই ভবনে একটি গবেষণা উইং চালু করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন । গবেষণা উইংয়ের কাজ হবে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের বাজারভিত্তিক চাহিদা নিরূপণ করা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সড়ক সংযোগের ফলে নেপাল, ভুটান, ভারতের সেভেন সিস্টার্স, মায়ানমার ও চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ হবে। এক্ষেত্রে এসব দেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের একটি বাজার গড়ে উঠবে। বাংলাদেশকে এ সুযোগ কাজে লাগাতেই হবে। এজন্য গবেষণা উইংয়ের কোনো বিকল্প নেই। 
    আজকের একনেক সভায় ১৫৭৬ কোটি টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১৫৬১ কোটি টাকা এবং ১৫ কোটি টাকার সংস্থার নিজস্ব অর্থায়ন। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#

তাপস/সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/রফিকুল/জয়নুল/সেলিম/২০১৫/২২৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৬৯

একনেকে তথ্য প্রকাশ
বাংলাদেশ বিশ্বের ৪৪তম অর্থনীতি
                                   
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
    বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৪৪তম অর্থনীতি। এ হিসেব চলতি মূল্যের ভিত্তিতে। এ বছরের ১৪ এপ্রিল বিশ্বব্যাংকের জিডিপি প্রতিবেদন ও একই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
    আজ অনুষ্ঠিত একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য উপস্থাপন করেন। মন্ত্রী এসময় বলেন, এ দু’টো প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্যমতে ২০১৩ সালে চলতি মূল্যে বাংলাদেশের জিডিপি বিশ্বে ৫৮তম স্থানে ছিল। ২০১৫ সালের জিডিপিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৪৪তম। অপরদিকে ক্রয়ক্ষমতার ভিত্তিতে (পিপিপি) ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান যেখানে ৩৬তম ছিল বর্তমানে তা ৩৩তম স্থানে দাঁড়িয়েছে। 

১১মাসে এডিপি বাস্তবায়ন হার ৬৭ ভাগ

    ২০১৪-১৫ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে এডিপি বাস্তবায়ন হার ৬৭ ভাগ। আজ একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, একই সময়ে গতবছর এ বাস্তবায়ন হার ছিল ৬৬ ভাগ। গতবছর যেখানে এসময়ে ব্যয়ের পরিমাণ ছিল ৪২ হাজার ১৬২ কোটি টাকা, এবছর ব্যয়ের পরিমাণ ৫১ হাজার ৯৯৭ কোটি টাকা। গতবছরের তুলনায় তা প্রায় ৯ হাজার ৮০০ কোটি টাকা বেশি। 
    মন্ত্রী এসময় আরো বলেন, এডিপি বাস্তবায়ন নিয়ে সবাই বলে থাকেন শেষ প্রান্তিকে এসে বাস্তবায়ন হার বেশি হয়। কারণ হিসেবে তিনি বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে বর্ষাকাল থাকায় প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এর জের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে চলে যায়। তবে আমরা আগামী অর্থবছরের শুরু থেকে এ ব্যাপারে যতটা সম্ভব সতর্ক থাকব।
#

তাপস/সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/জয়নুল/সেলিম/২০১৫/২২৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৬৮

রিহ্যাব মেলায় পূর্তমন্ত্রী
নি¤œবিত্তের জনগোষ্ঠী ঋণখেলাপি হয় না
                                   
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
    ‘এখনই বিনিয়েগের সময়’ এ শ্লোগানকে সামনে রেখে আজ থেকে ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার ২০১৫। রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (রিহ্যাব) এ মেলার আয়োজন করেছে। মেলা শেষ হবে ১২ জুন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে।
    মেলার উদ্বোধন উপলক্ষে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
    বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, বাংলাদেশের নি¤œবিত্ত বা মধ্যবিত্ত জনগোষ্ঠী ঋণখেলাপি হয় না। এসব মানুষ ঋণের টাকা সময়মত পরিশোধ করার জন্য তৎপর থাকে। তাই আবাসনের মতো মৌলিক চাহিদা পূরণে এদের ঋণ দেয়া হলে সরকারের অর্থ অপচয়ের কোনো ঝুঁকি থাকবে না এবং জনগণের আবাসন সমস্যার সহজতর সমাধান হবে। অপরদিকে আবাসন সমস্যার সমাধানে রিহ্যাব যেসব অ্যাপার্টমেন্ট তৈরি করছে তা বিক্রির সুযোগ প্রসারিত হবে। এজন্য বাজটে ৫০ হাজার কোটি টাকার বরাদ্দ রাখার জন্য তিনি মত দেন।
    মন্ত্রী বলেন, আবাসনের জন্য সুদের হার শতকরা ৯ভাগ বা তার চেয়ে কম নির্ধারণ করে দীর্ঘ মেয়াদি ঋণ দেয়া যেতে পারে। এ অর্থ রিহ্যাব বা কোনো ব্যবসায়ী পাবে না, পাবে নি¤œবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণি। বিশে^র অনেক দেশেই এমন সুবিধা রয়েছে। আবাসনের মত একটি মৌলিক চাহিদা সরকারের একার পক্ষে নিরসন করা সম্ভব নয়। তাই বেসরকারিখাতকে সহযোগিতার জন্য ঋণ সুবিধা চালু করতে হবে। এক্ষেত্রে সরকারের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে তিনি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
    রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রিহ্যাবের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট রবিউল হক, ভাইসপ্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, জেনারেল সেক্রেটারি
মোঃ ওয়াহিদুজ্জামান ও ইঞ্জিনিয়ার মোঃ সোরাওয়ার্দী ভূঁইয়া।
    মেলায় ১৩৫টি প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে। পরে মন্ত্রী মেলার স্টল পরিদর্শন করেন।
#

কিবরিয়া/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৬৭

গণমাধ্যমকর্মীদের প্রতি তথ্যমন্ত্রী
আগুন সন্ত্রাসীদের  মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করুন

 /
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও আগুনসন্ত্রাসীদের মতো পোকামাকড়দের উৎপাতের কারণে গণতন্ত্রের দরজা-জানালা কখনো বন্ধ হবেনা। আলোকিত মানুষেরা গণতন্ত্রের উদার জানালা দিয়ে ঢোকা সুযোগসন্ধানী জঙ্গি ও আগুনসন্ত্রাসীদের বর্জন করবেই।

    মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘দৈনিক নোয়াখালী প্রতিদিন’ পত্রিকার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি জঙ্গি ও আগুনসন্ত্রাসীদের মোকাবিলায় গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

    নোয়াখালী প্রতিদিন এর সম্পাদকম-লীর সভাপতি মোঃ নাসিরুদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী সমিতির সভাপতি
মোঃ শাহাবুদ্দীন, বেঙ্গল গ্রুপের ভাইস-চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, নোয়াখালী প্রতিদিন এর সম্পাদক রফিকুল আনোয়ার এবং জাসদ উপদেষ্টাম-লীর সদস্য মোঃ সলিমুল্লাহ বক্তব্য রাখেন ।

#

আকরাম/সাইফুল্লাহ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/২০২৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৬৬


বিশ্ব তামাকমুক্ত দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
ধূমপান কোনো বিনোদন নয়, আত্মহত্যা
                                   

ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ধূমপান কোনো বিনোদন নয়, এটি আত্মহত্যা। শিক্ষক ও অভিভাবকদের সম্পূর্ণভাবে ধূমপান বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু কর বৃদ্ধি নয়, তামাকজাত পণ্য ব্যবহার নিষিদ্ধ করার পথে এগিয়ে যেতে হবে আমাদের।
    
    আজ বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকার দারুস সালামে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল এন্ড ওয়েলফেয়ার হোম প্রাঙ্গণে ‘তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ কর’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং ইউনাইটেড ফোরাম এগেন্স্ট টোব্যাকো যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।

    এসময় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে রাজনীতির ক্যান্সারকোষ হিসেবে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ক্যান্সারকোষের মতো জঙ্গিবাদকেও সমূলে ধ্বংস করতে হবে। গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় এর বিকল্প নেই।

    বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ মোল্ল¬া ওবায়েদুল্ল¬াহ বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনাইটেড ফোরাম এগেন্স্ট টোব্যাকো ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অভ্ বাংলাদেশের প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডাঃ এম মোস্তফা জামান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ শেখ গোলাম মোস্তফা এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মোয়াররফ হোসেন বক্তৃতা করেন।

    বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল এন্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক অধ্যাপক ডাঃ এম এ হাই, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির নির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক এবং ইউনাইটেড ফোরাম এগেন্স্ট টোব্যাকোর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী তামাক নিয়ন্ত্রণ ও ক্যান্সার বিষয়ে তিনটি নিবন্ধ উপস্থাপন করেন।
#

আকরাম/সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৬৪


বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা
শিক্ষকদের ৪র্থ কিস্তির অনুদান প্রেরণ

ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
অনুদানভুক্ত বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাসমূহের শিক্ষকদের এপ্রিল থেকে জুন পর্যন্ত
৩ মাসের ৪র্থ কিস্তির অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
আগামী ১৭ জুন পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষকগণ তাঁদের স্ব স্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে এ অনুদানের টাকা উত্তোলন করতে পারবেন।  
#

সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৬৬৩

দেশের প্রথম সার্টিফিকেশন বডি হিসেবে বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ পেল বিএসটিআই

 ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :

দেশের প্রথম সার্টিফিকেশন বডি (সনদ প্রদানকারী সংস্থা) হিসেবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট (আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সনদ) অর্জন করল বিএসটিআই। মান, পরিবেশ এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লি¬ষ্ট আন্তর্জাতিক মান সনদ (আইএসও) যথাযথভাবে অনুসরণ করায় বিএসটিআই এর ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন উইং এ সনদ লাভ করেছে।
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০১৫ উপলক্ষে রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত “অ্যাক্রেডিটেশন: স্বাস্থ্য ও সামাজিক সেবায় সহায়তা করে (অপপৎবফরঃধঃরড়হ: ঝঁঢ়ঢ়ড়ৎঃরহম ঃযব উবষরাবৎু ড়ভ ঐবধষঃয ধহফ ঝড়পরধষ ঈধৎব)” শীর্ষক সেমিনারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ এ সনদ প্রদান করেন।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) চেয়ারম্যান অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। এতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ঊর্ধ্বতন সহসভাপতি হুমায়ুন রশীদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আবু আবদুল¬াহসহ সরকারি-বেসরকারি ল্যাবরেটরি, প্রশিক্ষণ ইন্সটিটিউট, সার্টিফিকেশন বডির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাশ্রয়ী মূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা দিতে দেশের হেল্থ সার্ভিস ব্যবসায় অ্যাক্রেডিটেশন বিষয়টি জনপ্রিয় করতে হবে। দেশিয় ল্যাবরেটরিগুলোর পরীক্ষণ ফলাফল সম্পর্কে জনগণের আস্থা বাড়াতে অ্যাক্রেডিটেড মেডিক্যাল টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করতে হবে। তারা টেস্টিং কিটের গুণগতমান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেড লেভেল ব্যবহারের পরামর্শ দেন। মোবাইল ফোন ও টাওয়ারের রেডিয়েশনের ফলে দেশে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে উল্লে¬খ করে তারা যথাযথ সমীক্ষার মাধ্যমে এ ঝুঁকির ব্যাপকতা নির্ধারণ এবং দ্রুত বাসাবাড়ি থেকে মোবাইল টাওয়ার সরিয়ে নেয়ার পরামর্শ দেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা কম না হলেও অধিকাংশ ক্ষেত্রেই এদের সেবার মানের ওপর সেবা গ্রহিতারা আস্থা রাখতে পারছে না। ফলে প্রতিবছর লাখ লাখ মানুষ মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। এ প্রবণতা ঠেকাতে তিনি বিদেশি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মত দেশিয় প্রতিষ্ঠানগুলোর গুণগতমান বৃদ্ধির তাগিদ দেন। তিনি হেল্থ সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা, রোগীর তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা, টেস্টিং রিপোর্টের গুণগতমান, মেডিক্যাল ডিভাইসের স্ট্যান্ডার্ডস, টেস্টিং ল্যাবরেটরির অবকাঠামো ও জনবলের মান নিশ্চিত করতে আন্তর্জাতিকমান বা আইএসও (ওঝঙ) সার্টিফিকেশন অনুসরণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ৭টি ল্যাবরেটরিকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেন। এগুলো হচ্ছে- ডিভাইন ফেব্রিকস্ লি. এর সেন্ট্রাল টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি, আণবিক শক্তি কমিশনের অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি ল্যাবরেটরি, পেট্রোমেক্স রিফাইনিং লি. এর পেট্রোলিয়াম প্রোডাক্ট টেস্টিং ল্যাবরেটরি, সামুদা কেমিক্যাল কমপ্লেক্সের সেন্ট্রাল কেমিক্যাল টেস্টিং ল্যাবরেটরি, টুভ সুদ বাংলাদেশ (প্রা.) লি. এর টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি, বিসিআইসি’র টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি এবং ডার্ড গ্রুপের বাংলাদেশ মেটারিয়াল টেস্টিং ল্যাবরেটরি।
উল্লে¬খ্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এ পর্যন্ত ২৩টি জাতীয় ও বহুজাতিক পরীক্ষণ ল্যাবরেটরি, ২টি ক্যালিব্রেশন ল্যাবরেটরি এবং ১টি মেডিক্যাল ল্যাবরেটরিকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের কারিগরি বাধা মোকাবেলা করে সহজেই বাংলাদেশি পণ্য রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
#
জলিল/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৬০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৬৬২

‘আন্তর্জাতিক আর্কাইভ্ দিবস ২০১৫’ উদ্যাপন
‘আকাইভ্সের সাথে জনগণের সংযোগ স্থাপনে সংস্কৃতিমন্ত্রীর গুরুত্বারোপ’
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
    সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আর্কাইভ্ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ সামগ্রিক বিষয়কে ধারণ করে। আমাদের জাতীয় আর্কাইভ্ েঅনেক গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ ও তথ্য-উপাত্ত রয়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। এক্ষেত্রে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও সংস্থা থেকে আরও সহযোগিতা প্রয়োজন। এ প্রতিষ্ঠানটিকে গুণে-মানে সমৃদ্ধ করতে হলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিল-দস্তাবেজসহ সকল প্রকার তথ্য-উপাত্ত সরকারি নিয়মানুযায়ী একটি নির্দিষ্ট মেয়াদ শেষে এ প্রতিষ্ঠানে জমা দেয়া প্রয়োজন। এসব তথ্য উপাত্ত পরবর্তীতে ডিজিটাল ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে এখানে সংরক্ষণ করা হয়, যা জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে।
    মন্ত্রী আজ আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তর মিলনায়তনে ‘আন্তর্জাতিক আর্কাইভ্ দিবস ২০১৫’ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ আর্কাইভস্ এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটি (বারমস্) এর সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করে।
    আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক অদুদুল বারী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ ও আর্কাইভস্ এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটি (বারমস্) এর সভাপতি প্রফেসর ড. শরিফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাব উদ্দিন খান। এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন।
    আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আর্কাইভস্কে শুধু একটি জড় প্রতিষ্ঠান হিসেবে রেখে দিলে হবে না। এটিকে জীবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আর তা করতে হলে এর সাথে জনগণের সংযোগ স্থাপন করতে হবে। এমন উদ্যোগ নিতে হবে যাতে জনগণ এখানে আসে, তথ্য-উপাত্ত নেয় এবং সঠিক তথ্যাবলী পাওয়ার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারে।
    আসাদুজ্জামান নূর বলেন, আমাদের বাজেট ও লোকবল পর্যাপ্ত নয়। এ রকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নথিপত্র ও দলিল-দস্তাবেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হলে কারিগরি জ্ঞানসম্পন্ন, প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মীবাহিনীর পাশাপাশি পর্যাপ্ত অর্থের প্রয়োজন। এক্ষেত্রে সরকার সচেষ্ট রয়েছে।
    আর্কাইভস্ শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, এটি সবার প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করে মন্ত্রী দেশের স্বার্থে, ইতিহাস-ঐতিহ্যের স্বার্থে, সত্যের স্বার্থে এটিকে সমৃদ্ধ, যুগোপযোগী, আধুনিক ও গতিশীল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
#

কুতুবুদ-দ্বীন/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬৬১

মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ জুন থেকে শুরু

ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :

        জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ ১১ জুন ২০১৫ থেকে শুরু হয়ে ১ জুলাই ২০১৫ তারিখ পর্যন্ত চলবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বনঁ.নফ) থেকে জানা যাবে।
        আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
#

 

ফয়জুল/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬৬০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
দশম জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৬ তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত এর সভাপতিত্বে কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, এড. মো. জিয়াউল হক মৃধা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে আলোচিত, জনগুরুত্বসম্পন্ন ও চাঞ্চল্যকর ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলা নিস্পত্তিতে অস্বাভাবিক বিলম্বের কারণ ও তা নিরসণে অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। ১নং সাব-কমিটির অংশ রিপোর্ট (নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন রিপোর্ট) এর ওপরও আলোচনা করা হয়।
এছাড়া সারাদেশে জমে থাকা মামলা দ্রুত নিস্পত্তির বিষয়ে আইন কমিশনের দু’টি ও সংসদীয় কমিটির একটি প্রতিবেদন পরীক্ষাপূর্বক আইন মন্ত্রণালয় কর্তৃক রিপোর্ট প্রণয়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব, আইন কমিশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

 

শিবলী/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪৪৫ ঘণ্টা     
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬৫৯

১৪৯ জনকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের জন্য পিএসসি’র সুপারিশ


ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
    ৩৩তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার বা
নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত হননি তাদের মধ্যে ১৪৯ জনকে নন-ক্যাডার ২য় শ্রেণির পদে নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে সুপারিশ করেছে। বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।    
    এ বিষয়ে বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট িি.িনঢ়ংপ.মড়া.নফ-তে পাওয়া যাবে।  
#

 

নেছার/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩২৫ ঘণ্টা   

 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৬৫৮

১৮ জুনের মধ্যে হজ সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতে হবে

ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
    বাংলাদেশ থেকে সৌদি আরবে হজের জন্য নির্ধারিত ১ লাখ ১ হাজার ৭ শত ৫৮ জনের অতিরিক্ত ২৫ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ সরকারের আবেদনে সৌদি সরকার সম্মত হয়নি। তবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কোটা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে।

    এ প্রেক্ষিতে আজ ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নির্ধারিত কোটার মধ্যে যে সকল এজেন্ট যে পরিমাণ হজযাত্রী প্রেরণের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন, তাদেরকে আগামী ১৮ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খোলা এবং টাকা জমাদানের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বাড়িভাড়া চুক্তি সম্পাদন ও সৌদি মোয়াল্লেমদের সাথে চুক্তিসহ যাবতীয় কাজ উক্ত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাজসমূহ সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজ এজেন্টগণ তাদের হজযাত্রী প্রেরণে ব্যর্থ বলে প্রতীয়মান হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ভবিষ্যতে সৌদি সরকার কোটা বৃদ্ধি করলে সকলকে তা জানিয়ে দেয়া হবে।

#

হাসিনা/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৩২৫ ঘণ্টা    

 

Todays handout (5).doc Todays handout (5).doc