Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০১৬

বেসরকারি নিউজ

বেসরকারি                                                                                         নম্বর :  ১৬

নির্বাচনে অংশ নিয়ে দলকে শক্তিশালী করতে হবে 
                              -- সমবায় প্রতিমন্ত্রী

সাতড়্গীরা, ২৪ বৈশাখ (৭ মে):

    আজ সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিলে শেখ আজহার হোসেন সভাপতি ও আশরাফুজ্জমান আশুকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের জেলা কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়। এ উপলক্ষে স'ানীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান স ম সালাউদ্দিন, যুগ্মমহাসচিব শফিকুল ইসলাম। 

    প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, যেকোনো নির্বাচনে জয়-পরাজয় বড় নয়, স'ানীয় পর্যায়ে সকল নির্বাচনে অংশ নিয়ে দলকে শক্তিশালী করতে হবে। পলস্নীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পাটির পিতৃতুল্য। তাঁর রাজনৈতিক দর্শনকে মনে-প্রাণে গ্রহণ করতে হবে। এ দর্শনের আলোকে দলের প্রতিটি নেতকর্মীকে ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিফলন ঘটিয়ে সমৃদ্ধিশালী আগামীর বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি নতুন ধ্যানধারণার গণমানুষের সংগঠন। এটি সংসদে ও বাইরে সরকারের যে কোন ভুল-ত্রম্নটিতে গঠনমূলক সমালোচনা করছে। প্রয়োজনে সংসদে ওয়াকআউট করছে। তিনি দলীয় নেতাকর্মীদেরকে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মসূচিসমূহে ব্যাপক জনসম্পৃক্ততা সৃষ্টির আহ্বান জানান। 

    পরে প্রতিমন্ত্রী সাতক্ষীরা পৌরসভা আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় বলেন, শহরবাসীর আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে পৌর কর্তৃপক্ষের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। এজন্য সরকারের মুখাপেক্ষী না থেকে রাজস্ব আয় বাড়াতে হবে। তিনি পৌরসভাটির সার্বিক উন্নয়ন কর্মকা- গ্রহণের আশ্বাস দেন।  এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোসত্মাক আহমেদ রবি ও ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুস সেলিম। 

#

আহসান/সেলিম/২০১৬/১৭৪০ ঘণ্টা 

Unofficial News.doc Unofficial News.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon