Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 12/01/2015

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৬

জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী
স¦ামী বিবেকানন্দ ছিলেন মানবতাবাদী দার্শনিক

ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স¦ামী বিবেকানন্দ ছিলেন একজন মানবতাবাদী দার্শনিক। তিনি বলেন, বিবেকানন্দ দেখিয়েছে হাজার বছরের পুরাতন ভারতীয় সংস্কৃতির মূলসুর হলো মানবধর্ম।
    মন্ত্রী আজ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স¦ামী বিবেকানন্দের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    পরিষদের সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল।
    মন্ত্রী বলেন, অস্থিতিশীল বিশ্বে যখন মানুষে মানুষে বিবাদ তখন শান্তির ললিত বাণী শোনাতে এবং সত্য প্রতিষ্ঠার ব্রতে যারা জীবন উৎসর্গ করেছেন স¦ামী বিবেকানন্দ তাঁদের মধ্যে অন্যতম। স¦ামী বিবেকানন্দ ঐক্য ও সার্বজনীন চেতনায় বিশ্বাসী ছিলেন। অত্যাচারিত, অবহেলিত, রিক্ত ও নিঃস¦ মানুষকে তিনি গভীর ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়েছিলেন।
    মন্ত্রী স¦ামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
#
শহিদুল/সাইফুল্লাহ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৫

বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভারত। দু’দেশের বাণিজ্য ব্যবধান কমাতে এবং বাণিজ্যের পরিমাণ বাড়াতে উভয়দেশ আগ্রহী। দু’দেশ চলমান বাণিজ্যের ক্ষেত্রে বাধাসমূহ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ এর সাক্ষাতের পর সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটান ও নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে পরিবহণ খুবই গুরুত্বপূর্ণ। ভারত এক্ষেত্রে চাহিদা মোতাবেক সকল সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী বলেন, ভারতের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারত সহযোগিতা প্রদানে আগ্রহী। দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে আরো পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে বিএসটিআই-এর পরীক্ষার মান উন্নত করা হয়েছে, যা ভারতের কাছে গ্রহণযোগ্য হয়েছে। ফলে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানিতে জটিলতা কমেছে।
    বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশে বর্ডারহাট চালু করা হয়েছে। কোন ধরনের শুল্ক ছাড়াই বর্ডারহাটে উভয় দেশের পণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে। আগামীকাল ফেনী জেলাধীন  ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ছয়ঘরিয়ার মধ্যবর্তী স্থানের সীমান্তে (ভারতের দক্ষিণ ত্রিপুরার  শ্রীনগর সীমান্তে)  ভারতের সাথে সমঝোতা স্মারক মোতাবেক তৃতীয় বর্ডারহাট- এর উদ্বোধন করা হচ্ছে।
    এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় উপস্থিত ছিলেন।
#
বকসী/সাইফুল্লাহ/মিজান/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/২১১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৪

চাষী নজরুলের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেছেন তথ্যমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী

ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :

    আজ ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

    সংস্কৃতি বিষয়ক সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, তথ্যসচিব মরতুজা আহমদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব এসএম হারুন-অর-রশীদসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চলচ্চিত্র অনুরাগীরাও এসময় চলচ্চিত্রকার চাষী নজরুলের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    তথ্যমন্ত্রী এসময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে চাষী নজরুল নির্মিত মুক্তিযুদ্ধের ওপর প্রথম চলচ্চিত্র ’ওরা ১১ জন’ এবং পরবর্তীতে তাঁর পরিচালিত ‘হাঙর নদী গ্রেনেড’, ‘সংগ্রাম’, ‘পদ্মা মেঘনা যমুনা’র পাশাপাশি সামাজিক ছবি ‘ভাল মানুষ’, ‘শুভদা’ ও ‘বেহুলা লক্ষিন্দর’ এর কথা স্মরণ করেন।

    হাসানুল হক ইনু বলেন, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত চাষী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ, সমাজ ও ঐতিহ্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে স্মরণীয় হয়ে রয়েছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
আকরাম/সাইফুল্লাহ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৩

ফেনীর ছাগলনাইয়ায় তৃতীয় বর্ডারহাট উদ্বোধন আগামীকাল

ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
    ফেনী জেলাধীন ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ছয়ঘরিয়ার মধ্যবর্তী স্থানের সীমান্তে (ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্তে) ভারতের সাথে সমঝোতা স্মারক মোতাবেক আগামীকাল তৃতীয় বর্ডারহাট-এর উদ্বোধন করা হবে।
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভারতের ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টার, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সিথারামান এবং ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী অনুষ্ঠানে যোগদান করবেন।
    ২০১০ সালে সীমান্ত বর্ডারহাট স্থাপনের জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে (ভারতের পশ্চিম গারো হিলের কালাইয়ের চর সীমান্তে) এবং সুনামগঞ্জ জেলা সদর উপজেলার ডলোরা সীমান্তে (ভারতের পূর্ব খাশিহিলের বালাত সীমান্তে) বর্ডার হাট উদ্বোধন করা হয়েছে। এ সীমান্ত হাট থেকে উভয় দেশের সীমান্ত এলাকার জনগণ সুফল পাচ্ছেন।
    বাংলাদেশ-ভারত সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার উদ্দেশে বর্ডারহাট চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোন ধরনের শুল্ক ছাড়াই বর্ডারহাটে উভয় দেশের পণ্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
    পর্যায়ক্রমে বাংলাদেশ-ভারত (মেঘালয়) সীমান্তে সিলেট জেলার কোম্পানীগঞ্জ এর ভোলাগঞ্জে, সুনামগঞ্জ জেলার তাহিরপুরের সায়দাবাদ, ময়মনসিংহ জেলার ধোবাউড়ার ভূইয়াপাড়া এবং সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজারের বাগানবাড়িতে (৪টি স্থানে) বর্ডারহাট স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
#
বকসী/সাইফুল্লাহ/মিজান/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৯২

বিচারপতি এস কে সিনহাকে প্রধান বিচারপতি নিয়োগ

ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
    সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি এস কে সিনহার নিয়োগ ১৭ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
#

শাহীন/সাইফুল্লাহ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৯১

রেলের নিরাপত্তায় আজ নিয়োজিত হচ্ছেন
আট হাজারের অধিক আনসার ভিডিপি সদস্য

ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
        রেলের নিরাপত্তা রক্ষা, ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা রোধে আজ সন্ধ্যার মধ্যেই নিয়োজিত হচ্ছেন আট হাজারের অধিক আনসার ভিডিপি সদস্য। সারাদেশের ঝুঁকিপূর্ণ ১০৪১টি পয়েন্টের প্রতিটিতে ৮ জন করে মোট ৮৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য কাজ করবেন।
    বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে রেল চলাচল স্বাভাবিক ও রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুত আনসার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়।     এরই প্রেক্ষিতে আজ সন্ধ্যা থেকেই ১০৪১টি পয়েন্টে নিয়োজিত হচ্ছেন ৮৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য।
#

শরিফুল/সাইফুল্লাহ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯০

জেলা তথ্য অফিসের উদ্যোগে গাইবান্ধায় সরকারের
সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা, ২৮ পৌষ (১১ জানুয়ারি) :
        বিভিন্ন সেক্টরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং ভিশন-২০২১ এর লক্ষ্যসমূহ জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে আজ সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে, গাইবান্ধা জেলা তথ্য অফিস কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
    গাইবান্ধা সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রন্জু।
         অনুষ্ঠানের শুরুতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, নারী ও শিশু উন্নয়ন, তৃণমূলপর্যায়ে তথ্যসেবা পৌঁছে দেয়াসহ বিভিন্ন সেক্টরে সরকারের সাফল্য তুলে ধরে স্বাগত বক্তব্য এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত তথ্য অফিসার মোছাঃ সাবিহা আক্তার লাকী ।
          প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বলেন, এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই দেশ মধ্যমআয়ের দেশে পরিণত হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি সরকার মোঃ শহিদুজ্জামান, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেস। আলোচনা অনুষ্ঠানশেষে ভিডিও সংগীত এবং চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
    এরআগে একপ্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় এবং পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ডেপুটি স্পিকারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
    এরপর ডেপুটি স্পিকার তার নির্বাচনী এলাকা সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ভন্নতের বাজারসংলগ্ন ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বোনারপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে সোলার প্যানেল ও ঢেউটিন বিতরণ, দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে জাল বিতরণ এবং নীলের ভিটা ও দক্ষিণ উড়িয়া গ্রামে বিদ্যুৎসংযোগ উদ্বোধন করেন।
#
স¦পন/ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৮৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৮ পৌষ (১১ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি আলহাজ মোঃ দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, একেএম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল) এবং নূর-ই-হাসনা লিলি চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সরকারি আবাসন পরিদপ্তরের অর্গানোগ্রাম এবং বিভাগ পর্যায়ের কার্যালয়সমূহের জনবল সম্পর্কে আলোচনা করা হয়।
সরকারি আবাসন পরিদপ্তরের আওতাভুক্ত সকল ধরণের সরকারি কোয়ার্টারের বরাদ্দ প্রদান সংক্রান্ত তথ্যের কম্পিউটারাইজড ডাটাবেইজ তৈরি, সরকারি কোয়ার্টারে সাবলেট/ভাড়া রোধের উপায় ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন কোয়ার্টার তৈরি সম্পর্কে আলোচনা হয়। কমিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে আরও বেশি পরিমাণে ফ্ল্যাট নির্মাণের পরামর্শ প্রদান করে।
বৈঠকে জানানো হয়, বিভিন্ন রাস্তা, খাল, জলাশয় এবং খাসজমিতে নির্মিত ৩৫টি স্থাপনার রাজউক অনুমোদিত নকশা দাখিলের জন্য ভবন মালিকদের নিকট পত্র প্রেরণ করা হয়েছে। নকশা প্রাপ্তির পর রাজউক কর্তৃক স্থাপনাসমূহ পরীক্ষাপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমিটি টঙ্গীর বিশ্ব ইজতেমার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন এবং বিশ্বে দেশের ভাবমূর্তি অক্ষুণœ রাখার স্বার্থে প্রয়োজনে ইজতেমা ময়দানের পাশে জমি অধিগ্রহণের পরামর্শপ্রদান করে এবং ইজতেমা ময়দান থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের সুপারিশ করে।
বৈঠকে সরকারি আবাসন পরিদপ্তরের বিরুদ্ধে বরাদ্দ গ্রহণকারী কর্তৃক দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির উপায় সম্পর্কে আলোচনা করে। কমিটি মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির পরামর্শ প্রদান করে এবং এ লক্ষ্যে প্রয়োজনে দ্রুত আইনজীবী নিয়োগের ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
শিবলী/ফায়জুল/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৮৮
   
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার মোস্ট টেলেন্ট হান্টেড রাউন্ড অনুষ্ঠিত
তারুণ্যের অহংকারকে দেশের অগ্রগতির হাতিয়ারে রূপান্তর করতে হবে
                                                                - আইসিটি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৮ পৌষ (১১ জানুয়ারি) :
    তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের দেশের সিংহভাগ উপার্জনক্ষম জনশক্তি তরুণ। তাই এ তারুণ্যের অহংকারকে দেশের অগ্রগতির হাতিয়ারে রূপান্তর করতে হবে। তথ্যপ্রযুক্তির এ বিপ্লবের যুগে প্রযুক্তি ধারণ করে উন্নয়নের রূপরেখা আঁকতে হবে। মোবাইলের কল্যাণে পৃথিবী যখন হাতের মুঠোয় চলে এসেছে তখন মোবাইলকে স্বাবলম্বী ও দেশকে এগিয়ে যাবার হাতিয়ারে রূপান্তর করতে হবে। তিনি আরো বলেন, একটি হোয়াটস অ্যাপ ১৯ বিলিয়ন ডলারে বিক্রি হয়। তাই দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে এ ধরণের অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে।

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫ এর কনসেপ্ট পেপার উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    এতে আরো বক্তৃতা করেন বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোষ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেনজির আহমেদ, প্রফেসর মিফতাহুর রহমান, ইএটিএল’র এমডি মুবিন খান এবং ইএটিএল’র সিইও ড. নিজাম উদ্দিন আহমেদ।

    প্রতিযোগিতার দেশের ১১৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২শ’ ২০টি টিমের ৭শ’ ৪৩টি আইডিয়া পেপার উপস্থাপন হয়। জুরি বোর্ডের প্রধান ছিলেন বুয়েটের শিক্ষক সিএসই বিভাগের শিক্ষক প্রফেসর মোঃ কায়েকোবাদ।

    প্রতিযোগিতার বিজয়ী দল পাবে ১০ লাখ টাকা, সার্টিফিকেট, ক্রেস্ট ও চাকরির সুযোগ।

#

মাহবুবুর/ফায়জুল/নবী/রফিকুল/রেজাউল/২০১৫/১৮৫৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৮৭

ধানমন্ডির সাত মসজিদ রোডে বিকল
৮০০ টেলিফোন ২/৩ দিনের মধ্যে পুনরায় চালু হবে

ঢাকা, ২৮ পৌষ (১১ জানুয়ারি) :
    ক্যাবল চুরির কারণে শের-ই-বাংলা নগর এক্সচেঞ্জের আওতাধীন ধানমন্ডি আবাহনী মাঠসংলগ্ন সাত মসজিদ রোড এলাকার রোড নম্বর- ৮/এ, ১০/এ, ১২/এ এর প্রায় ৮শ’ চালু টেলিফোন বিকল হয়ে পড়ে।  উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাতে এক হাজার পাঁচশ’ জোড়ার প্রায় ১শ’ ৭০ মিটার ক্যাবল চুরির ঘটনা ঘটে। ফলে সংশ্লিষ্ট এলাকার টেলিফোনসমূহ বিকল হয়ে পড়ে।  ক্যাবল চুরির  বিষয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে।
    জরুরিভিত্তিতে ক্যাবলসমূহ প্রতিস্থাপনের কাজ হতে নেয়া হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে টেলিফোনসমূহ পুনরায় চালু করা সম্ভব হবে।
    গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
#
মোরশেদ/ফায়জুল/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৩৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৮৬
   
ময়মনসিংহে ৪৪তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ময়মনসিংহ, ২৮ পৌষ (১১ জানুয়ারি) :

ময়মনসিংহে আজ থেকে ৪৪তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ শুরু হয়েছে। দেশের ২৪১টি স্কুল ও মাদরাসার ৬৭২ জন ছাত্রছাত্রী এথলেটিকসের ৩৫টি ইভেন্টের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এর প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি স্কুল-মাদরাসায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ময়মনসিংহের রফিক উদ্দিক স্টেডিয়ামে ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ শিক্ষাসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতিযোগিতায় খেলার আইটেমে রয়েছে- ক্রিকেট, ভলিবল, হকি, বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি ছাত্রছাত্রীকে খেলাধুলা করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের দেহ ও মন সুস্থ রাখে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব-ভ্রাতৃত্ব বৃদ্ধি করে, দেশপ্রেম ও জাতীয়তাবোধ বাড়ায়, নেতৃত্বের গুণাবলি সৃষ্টি করে। সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য বিষয়। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

#

সুবোধ/ফায়জুল/নবী/মোশারফ/রেজাউল/২০১৫/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৫
   
চাষি নজরুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২৮ পৌষ (১১ জানুয়ারি) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রকার চাষি নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    তিয়াত্তর বছর বয়সে আজ চাষি নজরুলের মৃত্যুর সংবাদে কুষ্টিয়া সফররত তথ্যমন্ত্রী গভীর শোক জানান। মন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর নির্মাতা চাষি নজরুল ইসলাম দেশের চলচ্চিত্র  অঙ্গনে তার অনবদ্য ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

    তথ্যমন্ত্রী তার শোকবার্তায় আরো বলেন, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত চাষি নজরুল ইসলামের কাজের স্বীকৃতি শুধু পুরস্কারে সীমাবদ্ধ নয়, তা কোটি মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা উদ্দীপ্ত করার মধ্যেও নিহিত।

    হাসানুল হক ইনু এসময় প্রয়াত চলচ্চিত্র পরিচালকের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘হাঙর নদী গ্রেনেড’, ‘সংগ্রাম’, ‘পদ্মা মেঘনা যমুনা’র পাশাপাশি সামাজিক ছবি ‘ভাল মানুষ’, ‘শুভদা’ ও ‘বেহুলা লক্ষ্মিন্দর’ এর কথাও স্মরণ করেন।

    মন্ত্রী চাষি নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যসচিবের শোক

    চলচ্চিত্রকার চাষি নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যসচিব মরতুজা আহমদ ।

    আজ তথ্যসচিব তার শোকবার্তায় বলেন, চাষি নজরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন অনন্য চলচ্চিত্র প্রতিভাকে হারাল। মুক্তিযুদ্ধ, সমাজ ও ঐতিহ্যের ওপর নির্মিত তার চলচ্চিত্রগুলো আগামীতেও আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।  

    তথ্যসচিব মরতুজা আহমদ চাষি নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

আকরাম/ফায়জুল/নবী/রফিকুল/রেজাউল/২০১৫/১৮২৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৮৪
   
সুখী সমৃদ্ধিশালী উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন ভূমিমন্ত্রী

ঈশ্বরদী, ২৮ পৌষ (১১ জানুয়ারি) :
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাঙালি জাতির জাতীয়তাবোধ অঙ্কুরিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। মন্ত্রী এ দিনটিকে স্মরণীয় করতে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গতকাল ঈশ্বরদী ট্যাম্পু স্ট্যান্ড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও সংস্কৃতি নিকেতনের ৩৪তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সবার আগে প্রয়োজন দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ। তিনি বলেন, সন্ত্রাস, গুন্ডামি, চাঁদাবাজি, খুন, নারী নির্যাতন, নারীর ইজ্জত হরণ ও অপহরণকারীরা মুক্তিযুদ্ধের বিপক্ষ অপশক্তি রাজাকার, আলবদর ও আলশামস্ এর সমর্থক। তিনি এদের সমাজের কীট হিসেবে আখ্যায়িত করে এদের কঠোরভাবে দমন করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, ঈশ্বরদী পৌরসভা পাবলিক হলটিকে সিনেমা হলের নামে সেখানে ইংরেজি ছবি, অসামাজিক ও কুরুচিপূর্ণ নোংরা চলচ্চিত্র প্রদর্শন করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সামাজিক অবক্ষয়মূলক এ ধরনের পরিস্থিতি গুটিকয়েক রাজনীতির লেবাসধারী উচ্চাবিলাসী লোভীদের ছত্রচায়ায় হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি পাবলিক হলটিতে সভা, সমাবেশ বা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

শামসুর রহমান ঈশ্বরদীর মাটি থেকে দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করার অঙ্গীকার করেন। তিনি বলেন, দেশের প্রত্যেকে নিজ নিজ এলাকাকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করলেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়ে যাবে। মন্ত্রী সম্মিলিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করুন তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক,  পাবনা উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, প্রশাসনের কর্মকর্তাগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/ফায়জুল/রফিকুল/রেজাউল/২০১৫/১৮০২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৩
   
সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৮ পৌষ (১১ জানুয়ারি) :

দশম জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৭ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন-এর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ নজরুল ইসলাম এবং এ কে এম ফজলুল হক অংশগ্রহণ করেন।

বৈঠকে চট্টগ্রাম জেলায় বোয়ালখালী ও রাউজান উপজেলার কর্ণফুলী নদী, বোয়ালখালী ও রাইখালী খাল-এর উভয়তীরের বিভিন্ন অংশের প্রতিরক্ষা প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। কমিটি এ প্রকল্পের কাজ আগামী বর্ষামৌসুম শুরুর আগে শেষ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে।  

এছাড়াও বৈঠকে ‘কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন সোনারহাট ব্রিজের সন্নিকটে দুধকুমার নদীর ভাঙন হতে ভূরুঙ্গামারী মাদারগঞ্জ সড়ক রক্ষা এবং উলিপুর উপজেলার গুনাইগাছ হয়ে বজরা সিনিয়র মাদ্রাসা পর্যন্ত তিস্তানদীর বামতীর সংরক্ষণ প্রকল্প’ এবং ‘কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলাধীন বৈরাগীর হাট ও চিলমারী বন্দর ব্রক্ষপুত্র নদের ডানতীরের ভাঙন হতে রক্ষা প্রকল্প, ফেজ-২’ এর অগ্রগতির প্রতিবেদন বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন প্রকল্পের কাজ কমিটি কর্তৃক পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটি চিলমারী বন্দর রক্ষার স্বার্থে কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলাধীন বৈরাগীর হাট ও চিলমারী বন্দর ব্রক্ষপুত্র নদের ডানতীরের ভাঙন হতে রক্ষা প্রকল্প-এর ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেই এলাকার কাজ দ্রুতসম্পন্ন করার জন্য সুপারিশ করে।

কমিটি সুনামগঞ্জে পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনির্মিত ভবনে হাওড় বোর্ড স্থানান্তর এবং এর কার্যক্রম দ্রুত উদ্বোধন করার সুপারিশ করে।

    পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

ফায়জুল/মোশারফ/রেজাউল/২০১৫/১৭৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮২

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য প্রাপ্ত আবেদনপত্র অধিকতর যাচাই বাছাইয়ের নির্দেশ

ঢাকা, ২৮ পৌষ (১১ জানুয়ারি) :
রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার, ২০১৪ এর জন্য প্রাপ্ত আবেদনপত্র অধিকতর যাচাই বাছাইয়ের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি সঠিক আছে কিনা, তা শিল্প কারখানায় সরেজমিনে যাচাই করে যোগ্য আবেদনকারীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে। তিনি এ বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতা অবলম্বন


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon