Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২৪ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ২৪৬৮  

’২৪ এর ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসকে সুরক্ষিত রাখতে হবে

                                                   ----সমাজকল্যাণ উপদেষ্টা

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি): 

     সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ’২৪ এর ছাত্র জনতার আন্দোলনের ইতিহাসকে সুরক্ষিত রাখতে হবে। তিনি বলেন, একাত্তরে আমাদের মেয়েরা যুদ্ধ করেছিল, তাদেরকে আমাদের ইতিহাস ভুলে যায়, তারা সমাজে মাথা উঁচু করে ফিরে আসতে পারে না। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে যে মেয়েরা প্রথম সারিতে দাঁড়িয়ে এ আন্দোলন করল- তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার স্লোগানটা কিন্তু মেয়েরাই প্রথম দিয়েছিল। সেই রাতের অন্ধকারেই মেয়েরা প্রথম রাস্তায় নেমে এসেছিল। এখন আমরা নিশ্চয়ই মেয়েদেরকে হারিয়ে যেতে দেব না। মেয়েদের স্বীকৃতি আমরা নিশ্চিত করবো। প্রতিটি ঘটনা ও প্রতিটি যুদ্ধে, তারা যখন পাশে থাকে পরবর্তীকালে কেন তারা হারিয়ে যাবে। এবার আমরা তাদেরকে হারিয়ে যেতে দেব না।

 

     সমাজকল্যাণ উপদেষ্টা আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রথম আলো আয়োজিত জুলাই জাগরণ, জুলাই-গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন।

     অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ প্রমুখ।

    শারমীন এস মুরশিদ বলেন, জুলাই আন্দোলন ২০২৪ আমাদের অন্তরে, আমাদের মনে একটা ভয়ঙ্কর চিত্র রেখে গেছে। আমি ৭১ দেখেছি, আমি ২০২৪ দেখেছি। ২০২৪ এ যখন তাকাই, বারবার আমার মন ৭১-এ ফিরে যায়। এই কারণে আমি সান্নিধ্য খুঁজে পাই একটি যুদ্ধের সাথে আরেকটি যুদ্ধের। ’৭১-এও এই তরুণ ছেলেদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছি। বাড়িতে চিরকুট রেখে গেছে, ডাক পড়েছে যুদ্ধে যাচ্ছি। ২০২৪এ জুলাই আন্দোলনে সেই একই বয়সের ছেলেরা- মেয়েরা বাবা, মার কাছে চিরকুট লিখে ঘর থেকে বেরিয়ে গেছে।  

     সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ১৫ বছর এদেশের মানুষের উপর যে চরম অন্যায়, খুন, গুম, অত্যাচার হয়েছিল, এ অন্যায়ের বিরুদ্ধে সেদিন তারুণ্যের জায়গা থেকে নয়, আদর্শের জায়গা থেকে আমাদের ছেলেমেয়েরা এ আন্দোলনে নেমেছিল। সেদিন এই ছাত্র জনতার আন্দোলনে মানুষের উপর শাসক গোষ্ঠীর সৈন্যদল ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে গুলি টিয়ার সেল মেরে শত শত মৃত্যু ঘটিয়েছিল।  

     উপদেষ্টা বলেন, সুন্দর সমাজ, সাম্যের সমাজের স্বপ্ন আমরা দেখতাম। ৭১-এ তার জন্য আমরা লড়েছিলাম। ৫০টি বছর গড়িয়ে গেল সেই ইতিহাস সুরক্ষিত হলো না। কেউ কেউ সেই ইতিহাস দখল করে নিল। যারা প্রকৃত যোদ্ধা তাদেরকে আমরা ভুলে গেলাম, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদেরকে যথাযথ সম্মান দিতে পারলাম না। ২০২৪ এর দিকে তাকাই, ভাবি এই ইতিহাসটাও কি কেউ কেড়ে নিবে? একদিন কি এই ইতিহাসটাও বিকৃত হয়ে যাবে? এই ছেলেমেয়েরা যারা প্রাণ দিল তাদের নামও কি মুছে যাবে? এবং অদ্ভুত অদ্ভুত নতুন নাম সৃষ্টি হবে? তিনি উল্লেখ করেন।

     উপদেষ্টা বলেন, এতদিন সমাজে আমরা যে বিশ্বাসঘাতকতা করেছি, মিথ্যার উপর শাসনব্যবস্থা চালিয়েছি, মিথ্যার ইতিহাস লিখেছি, মিথ্যার নেতৃত্ব দিয়েছি, মিথ্যার উপর গায়ের জোরে মিথ্যা রাজত্ব কায়েম করেছি, এতো অন্যায় এই তরুণ সমাজের মেলেমেয়েরা তারা সেটা ঘৃণা করেছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা সত্য বলে, তারা চোখে চোখ রেখে কথা বলে । এ যে জাতি মৃত্যু ভয় করে না, সেই জাতিকে সকলেই ভয় পাবে। এই তরুণ প্রজন্ম আদর্শের জন্য প্রাণ দিতে পারে ’২৪ তার উদাহরণ।

                                                    #

রফিকুল/মেহেদী/মোশারফ/আব্বাস/২০২৫/২২১৮ ঘণ্টা

Handout                                                                                                                 Number: 2467

 

We must rise above all narrowness to build a new Bangladesh

 inspired by the sacrifice of the student community in the July Uprising

                                                                                  - Syeda Rizwana Hasan

Dhaka, 24 January:

Syeda Rizwana Hasan, Advisor for the Ministry of Environment, Forest, and Climate Change, and the Ministry of Water Resources stated that the sacrifice of students during the July Uprising has set an example for building a transformed Bangladesh. She emphasized that the success of this movement lies in overcoming narrow mindsets and fostering an inclusive and unbiased nation. We envision a Bangladesh where democracy, rights, and equality thrive, she said, urging the nation to unite and make decisions based on collective welfare, beyond organizational, individual, or partisan interests.

The Environment Advisor made these remarks at the inauguration of a special exhibition on the July Uprising titled July Awakening, organized by Prothom Alo at the Bangladesh Shilpakala Academy in the capital today.

Highlighting the movement, Rizwana Hasan remarked, This uprising demonstrates that the fall of oppressive autocracy is inevitable and always disgraceful. The events of July-August stand as a testament to the unmatched courage of our student community. The students led this movement, and we stood by them, offering support. We have stood by them for a long time and will continue to do so.

Expressing deep sorrow, the Advisor added, When we see the list of those killed and injured, it is heartbreaking to know that many students have lost their vision forever. Students who once dreamt of becoming cricketers or footballers are now left in darkness. No effort on our part can restore their sight. She further emphasized, Our determination should be to build a democratic, inclusive, and safe Bangladesh where future generations can realize their dreams. Honoring those who sacrificed their lives is the true way to pay tribute to their memory.

Rizwana Hasan noted that this event would preserve the evidence of the movement and ensure that its context and events are not distorted in the future. She concluded by saying, Today’s program reminds us that our struggle for a better future should be guided by the glory of sacrifice.

Sharmin S Murshed, Advisor for Social Welfare, said, The student community has been wronged repeatedly in the past. We failed to realize their dreams. Now, we have an opportunity to build the Bangladesh they envisioned, and this can only be achieved collectively.

Other speakers at the event included British High Commissioner to Bangladesh Sarah Cook and Prothom Alo’s Executive Editor, Sajjad Sharif. Following the inauguration, the guests, along with Prothom Alo Editor Matiur Rahman, toured the exhibition, which will remain open until January 31. The exhibition can be visited daily from 12:00 PM to 8:00 PM, and on Friday from 3:00 PM to 8:00 PM.

#

Dipankar/Mehedi/Sanjib/Shamim/2025/1900 hour

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৪৬৬

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের নতুন

বাংলাদেশ গড়তে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে
                       - পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা

 

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি): 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ আমাদের জন্য একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃষ্টান্ত স্থাপন করেছে। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে নিরপেক্ষভাবে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারলেই এ আন্দোলনের সার্থকতা। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্র, অধিকার, এবং সমতার চর্চা অবাধ হবে। এই আত্মত্যাগের মূল্যায়নে আমাদের জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে। এখানে কোনো সংগঠন, ব্যক্তি বা দলীয় বিবেচনা প্রাধান্য পেতে পারে না।

পরিবেশ উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জুলাই-জাগরণ: প্রথম আলো আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, এ আন্দোলন প্রমাণ করে সহিংস স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী এবং সেই পতন সবসময় লজ্জাজনক হয়। আমি মনে করি, জুলাই-আগস্টে যে অভ্যুত্থান ঘটেছে, তা আমাদের ছাত্রসমাজের অসীম সাহসিকতার উদাহরণ। শিক্ষার্থীরা যে কাজ শুরু করেছিল, আমরা শুধু তাদের পাশে থেকে সাহস দিয়েছি। আমরা দীর্ঘদিন ধরে তাদের পাশে ছিলাম এবং থাকব।

উপদেষ্টা বলেন, যখন নিহত ও আহতদের তালিকা দেখি, শুনি অনেক ছাত্র-জনতা আর কখনো দৃষ্টিশক্তি ফিরে পাবেন না—এই অনুভূতিগুলো হৃদয়বিদারক। যেসব শিক্ষার্থী একসময় ক্রিকেটার বা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত, তারা আজ চোখের আলো হারিয়েছে। আমরা শত চেষ্টা করেও তাদের চোখে আলো ফেরাতে পারব না।

রিজওয়ানা বলেন, আমাদের প্রত্যয় হোক—গণতান্ত্রিক, বৈষম্যহীন, নিরাপদ একটি বাংলাদেশ গড়ার, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে। যেসব সন্তানেরা জীবন দিয়ে এই পথ তৈরি করেছে, তাদের প্রতি এটি হবে প্রকৃত শ্রদ্ধা। তিনি বলেন, এই আয়োজন আমাদের আন্দোলনের সাক্ষ্যপ্রমাণ ধরে রাখবে এবং নিশ্চিত করবে যেন এই আন্দোলনের প্রেক্ষাপট বা চলাকালীন ঘটনাগুলো কেউ বিকৃত করতে না পারে। আজকের এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভবিষ্যৎ গড়ার সংগ্রাম যেন আত্মত্যাগের মহিমায় পরিচালিত হয়।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ছাত্রসমাজের প্রতি অতীতে অনেক অন্যায় করা হয়েছে। তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি। এখন সুযোগ এসেছে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ গড়ার। সকলে মিলেই এ বাংলাদেশ গড়তে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। উদ্বোধন শেষে অতিথিরা এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত এবং প্রতিদিন দুপুর ১২টা হতে রাত ৮টা পর্যন্ত ও শুক্রবার বেলা ৩টা হতে রাত ৮টা পর্যন্ত।

#

দীপংকর/মেহেদী/সঞ্জীব/শামীম/২০২৫/১৮৫০ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ২৪৬৫

জুলাই আন্দোলনে আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে

ঢাকা, ১০ মাঘ (২৪ জানুয়ারি): 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইবকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ন্যাশনাল আই সেন্টারে পাঠানো হয়েছে। ইতিপূর্বে আহত সাতজন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।   

আজ তারা বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটযোগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

#

শাহাদাত/ফাতেমা/রবি/আলী/শফিক/২০২৪/১২১০ ঘন্টা

 

2025-01-24-16-43-32a86c576e5fb1df97e09134285c5944.docx