Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মে ২০১৮

তথ্যবিবরণী ১১ মে /2018

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৪৫৯
 
সরকার পার্বত্য এলাকার উন্নয়নে আন্তরিক
-- পার্বত্য প্রতিমন্ত্রী 
 
বান্দরবান, ২৮ বৈশাখ (১১ মে) :
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকার ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের আন্তরিকতায় পার্বত্য এলাকায় আজ শান্তির সুবাতাস বইছে এবং মন্দির, মসজিদ, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে।
 
আজ বান্দরবানের বালাঘাটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিটি ধর্ম মানুষকে শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মূলমন্ত্র শিক্ষা দেয় যা সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রধানতম নিয়ামক হিসাবে কাজ করে।
 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাত, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি অমল কান্তি দাশসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
 
#
 
জুলফিকার/ফারহানা/মোশারফ/নজরুল/২০১৮/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৪৫৮
চাঁদপুরের মতলবে বিদ্যুৎ লাইন উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী
 
মতলব উত্তর (চাঁদপুর), ২৮ বৈশাখ (১১ মে) :
 
চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় একসাথে ৯২ কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম।
 
মন্ত্রী আজ মতলব উত্তর উপজেলার মোহনপুরের নিজবাড়িতে অনুষ্ঠিত এক সমাবেশে সুইচ টিপে এ বিশাল বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন। ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ লাইনের মাধ্যমে উভয় উপজেলার ১৪টি ইউনিয়নের ৫৫টি গ্রামের ৬ হাজার ৩০০ জন গ্রাহক বিদ্যুৎ সেবা পেলেন।
 
মন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যেই মতলবে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এ লক্ষ্য সামনে রেখে কাজ করার জন্য মন্ত্রী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। আসন্ন রমজান মাসে বিশেষ করে সন্ধ্যায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে পূর্ব থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন মায়া চৌধুরী।
 
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
#
 
ওমর ফারুক/ফারহানা/মোশারফ/নজরুল/২০১৮/১৯২০ ঘণ্টা  
Todays handout (1) (1).docx Todays handout (1) (1).docx