Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী : ২৭ জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৮

সার্চ কমিটি নিরপেক্ষ
      ---আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, ১৪ মাঘ (২৭ জানুয়ারি):

    আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করার জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ। যারা এ কমিটির সমালোচনা করছেন তাদের অতীতের কর্মকা- স্মরণ করা দরকার।
    আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, সার্চ কমিটি নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে- রাষ্ট্রপতির এ বিশ্বাস আছে বলেই তাদের এ দায়িত্ব দিয়েছেন।
    এর আগে কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বস্তুনিষ্ঠ ও উন্নয়নমূলক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। তাই তাদের এ মহান পেশার দায়িত্ব ও কর্তব্য  সঠিকভাবে পালন করতে হবে। তাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে।  
    কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খানের  সভাপতিত্বে ও নেপাল চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মিজানুর রহমান, পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূইয়া জীবন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,পীযুষ কান্তি আচার্য প্রমুখ।
    এছাড়া মন্ত্রী সকালে কসবা উপজেলা পরিষদ চত্বরে ৪১টি দরিদ্র পরিবারের মাঝে ৭১ বান্ডিল ত্রাণের ঢেউটিন ও প্রত্যেককে ৩ হাজার করে নগদ টাকা বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।
#

রেজাউল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২১২৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৭

রাজশাহীর বাগমারায় বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজশাহী, ১৪ মাঘ (২৭ জানুয়ারি):

     বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। এ লড়্গ্যে বিদ্যুৎ উৎপাদনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

    প্রতিমন্ত্রী আজ রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় বিদ্যুৎ উপকেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলড়্গে হাটগাঙ্গোপাড়া স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি
এ কথা বলেন। এ সময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক তাঁর সাথে ছিলেন।

     আজ থেকে হাটগাঙ্গোপাড়ার বিদ্যুৎ উপকেন্দ্রের কার্যক্রম শুরম্নর মধ্য দিয়ে বাগমারায় চলতি বছরের মধ্যেই শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়ার ঘোষণা দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার ২০২১ সাল নাগাদ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লড়্গ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে।  ইতিমধ্যে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ  উৎপাদন করতে সড়্গম হয়েছে।

    প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে বাগমারা হাটগাঙ্গোপাড়া বিদ্যুৎ উপকেন্দ্র প্রকল্পের কারণে প্রায় ৩০ কিলোমিটার এলাকার লোকজন এর সুবিধা ভোগ করবে।

    ডেপুটি জেনারেল ম্যানেজার ফায়সাল হক জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান সান্টু, পিপি ইব্রাহিমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপসি'ত ছিলেন।

    এর আগে প্রতিমন্ত্রী ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপেস্নক্স পরিদর্শন করেন।

#

হালিম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৭৬

ভারতের বাণিজ্যমন্ত্রীকে পাটপণ্যে শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানালেন তোফায়েল

ভিশাখাপাটনাম (ভারত), ১৪ মাঘ (২৭ জানুয়ারি):

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শুল্ক ও অশুল্ক বাধার কারণে যাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বাধাগ্রসত্ম না হয়, সে বিষয়ে ভারত সরকারকে পদড়্গেপ নিতে হবে। সম্প্রতি বাংলাদেশের পাট পণ্যের ওপর যে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে, তাতে ভারতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ড়্গেত্রে বিরূপ প্রভাব পড়ছে। এ শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান বাণিজ্য সমস্যাসমূহ দূর করতে আরো আলোচনার প্রয়োজন। বাণিজ্য বাধার কারণে বাংলাদেশ ভারতে আশানুরূপ রপ্তানি করতে পারছে না।
 
    তিনি আজ ইন্ডিয়ান চেম্বার অভ্‌ কমার্স এবং ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আয়োজিত অন্ধ্রপ্রদেশের ভিশাখাপাটনামে  অনুষ্ঠিত দু’দিনব্যাপী পার্টনারশিপ সামিটের উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের পর ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী  নির্মলা সিতারামানের সাথে একানত্ম বৈঠকে এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী আজ পার্টনারশিপ সামিট - ২০১৭ এ “ঞড়ধিৎফং অপযরারহম ঝঁংঃধরহবফ ঊপড়হড়সরপ ধহফ ঞৎধফব এৎড়ঃিয : ঈধহ অংরধ খবধফ?” শীর্ষক ১নং পেস্ননারি সেশনে বক্তৃতার সময় বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। নিজ অর্থায়নে বাংলাদেশ মেগা প্রকল্প বাসত্মবায়ন করে যাচ্ছে। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে বাংলাদেশ বিশ্বের একটি মধ্যমআয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। বাংলাদেশ এখন ৩৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করছে, এ অঞ্চলের মধ্যে রপ্তানি বাণিজ্যে ভারতের পর বাংলাদেশের স'ান। তৈরি পোশাক রপ্তানিতে পৃথিবীতে বাংলাদেশের অবস'ান দ্বিতীয়। আনত্মর্জাতিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করছে।

    অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্র নাইডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সামিটের এ সেশনে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সিতারামান, সংযুক্ত আরব আমিরাতের ইকোনমি মিনিস্টার সুলতান বিন সায়েদ, শ্রীলংকার বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথ বক্তব্য রাখেন।

    ভারতের অর্থমন্ত্রী অরম্নণ জেইটলি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিকসহ সকল ড়্গেত্রে এগিয়ে যাবার প্রশংসা করেন।

    উলেস্নখ্য, বাণিজ্যমন্ত্রী গতকাল সামিটে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ২৭ ও ২৮ জানুয়ারি এ সামিট অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্প্রসারণ ও এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারসহ বাণিজ্য ড়্গেত্রে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবেন।
#

বকসী/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৪৫ ঘণ্টা

 

Todays handout (2).docx Todays handout (2).docx