Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ৩০শে অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৫১


১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ আগামীকাল

ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর):
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৫তম ‘ড্র’ আগামীকাল ৩১ অক্টোবর, সোমবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার ২টি, ৫০ হাজার টাকার ২টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে। আগামী ১ নভেম্বর জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
#

রাজিয়া/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :৩৩৫০

ক্রিকেট দলকে বিজ্ঞান মন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ১৫ই কার্তিক (৩০শে অক্টোবর):

    ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

    আজ এক অভিনন্দনবার্তায় মন্ত্রী  বলেন, এ ঐতিহাসিক জয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট  দল আরেকটি মাইলফলক অর্জন করল। এই জয় এদেশের ক্রিকেট  ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতে অনুপ্রেরণা জোগাবে।

#

কামরুল/আফরাজ/মোশারফ/আবব্াস/২০১৬/১৯১৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :৩৩৪৯

বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৫ই কার্তিক (৩০শে অক্টোবর):

দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম), এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে জানুয়ারি ২০১৪ থেকে জুন ২০১৬ সময়ে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও কোম্পানি কর্তৃক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে গৃহীত ও প্রক্রিয়াধীন দরপত্রের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি আগামী ৩ বছরের মধ্যে প্রিপেইড মিটার স্থাপন ১০০ ভাগ সম্পন্ন করার সুপারিশ করে। কমিটি ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের প্রান্তসীমা থেকে ১৪ কি.মি. দূরে এবং ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে ৬৫ কি.মি. দূরে অবস্থিত হওয়ায় কারিগরি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের গবেষণা ও মতামতের ভিত্তিতে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের সকল নিয়মকানুন ও শর্ত মেনে প্রকল্পটির নির্মাণ কাজ সর্তকতার সাথে এগিয়ে নেয়ার সুপারিশ করে। বৈঠকে সুন্দরবনের কোন পরিবেশগত ক্ষতি না করে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের সুপারিশ করা হয়।  

    কমিটি ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সর্বত্র বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করে। এছাড়া বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ নয় মাসের পরিবর্তে তিন মাসের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

বৈঠকে বিদ্যুৎ সচিব, পল্লিবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

হালিম/আফরাজ/মোশারফ/আবব্াস/২০১৬/১৯১১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৪৮

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর):
    দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ কমিটি সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ,  মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে বিসিএস (প্রশাসন) একাডেমি পরিচালিত কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণ এবং জনপ্রশাসনে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
    কমিটিকে জানানো হয়, বিসিএস প্রশাসন একাডেমি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ৯ম গ্রেডে নবনিযুক্ত এবং মধ্যম পর্যায়ের কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানে নিয়োজিত আছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে প্রশাসন ক্যাডার ছাড়াও অন্যান্য ক্যাডার কর্মচারীগণের জন্য বুনিয়াদি প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হচ্ছে।
    কমিটিকে আরো জানানো হয়, জনপ্রশাসনে নিয়োগ প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশন ১০ম ও ৯ম গ্রেডে নিয়মিতভাবে জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণ করে। সরকারি কর্মকমিশনের সুপারিশের আলোকে নবসৃষ্ট পদ ও শূন্য পদে জনবল নিয়োগ করা হচ্ছে।
    বিসিএস (প্রশাসন) একাডেমি পরিচালিত কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়ন, প্রশিক্ষণের মূল্যায়ন এবং প্রশিক্ষণার্থীদের সংখ্যাবৃদ্ধি ও সুযোগসুবিধা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। জনপ্রশাসনে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন, বিসিএস ক্যাডার ও নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় ।  
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/আফরাজ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৯০৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :৩৩৪৭

নারীর কর্মসংস্থানে উৎপাদনমুখী প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ
                   ---শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ১৫ই কার্তিক (৩০শে অক্টোবর):

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর কর্মসংস্থানে উৎপাদনমুখী এবং দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।
    
প্রতিমন্ত্রী আজ সাভারের গনকবাড়ীতে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তত্ত্বাবধানে উত্তরাঞ্চলের দারিদ্র্যবিমোচন উদ্যোগ ‘নারী’ প্রকল্পের প্রথম পর্যায়ের তিনমাস ব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নারীরা আত্মনির্ভরশীল হলে সংসারের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মচারীরা আত্মনির্ভরশীল হলে সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধি পাবে। নারীরা আর সমাজে অবহেলিত নয় উল্লেখ করে তিনি বলেন দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে নারীদের অবদানই বেশি। নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উত্তারাঞ্চলের দারিদ্র্যবিমোচনে অসচ্ছল পরিবারের নারীদের তৈরি পোশাক শিল্পে কাজের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বেপজার তত্ত্বাবধানে এমন বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণপ্রাপ্ত পোশাক কর্মীরা তৈরি পোশাক শিল্পকে আরো এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে জানানো ২য় নারী প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও ঈশ্বরদী ইপিজেড এলাকায় প্রথম পর্যায়ে বৃহত্তর রংপুর অঞ্চলের ৫টি জেলার ৯’শ পোশাক কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রকল্পের আওতায় আগামী তিন বছরে প্রায় ১১ হাজার নারীকে গার্মেন্টস শিল্পে কাজের জন্য হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ঢাকা ইপিজেডে প্রশিক্ষণ গ্রহণকারী ৩শ’ জনকে সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে বেপজার মহাব্যবস্থাপক মো. আব্দুল সোবাহানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, অতিরিক্ত সচিব মিয়া আব্দুল্লাহ মামুন, প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে মোসা. আমিনা খাতুন বক্তৃতা করেন।

#

আকতারুল/আফরাজ/বোশারফ/আবব্াস/২০১৬/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৪৬


 ক্রিকেট দলকে তথ্যমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর):
আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, এ টেস্ট বিজয় বাংলাদেশ ক্রিকেট দলের উচ্চতর যোগ্যতা ও সামর্থ্যরে পরিচায়ক।
#

সাজ্জাদ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৪৫


 জাতীয় ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন

ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর):
বাংলাদেশে সফররত  ইংল্যান্ড ক্রিকেট দলকে দ্বিতীয় টেস্টে ১০৮ রানে পরাজিত করে সিরিজে ১-১ সমতা আনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন,  ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শক্তিশালী দল। তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয় বাংলাদেশের জন্য অনন্য প্রাপ্তি। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।
স্পিকার আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা অব্যাহত থাকবে। ক্রিকেট সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
#

কামাল/আফরাজ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৪৪


 বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ১৫ কার্তিক (৩০ অক্টোবর):
    আজ ঢাকায় মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দি¦তীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
    ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
    পৃথক এক অভিনন্দন বার্তায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

#

শফিকুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৪৩

পয়লা নভেম্বর জাতীয় যুব দিবস
ঢাকা, ১৫ই কার্তিক (৩০শে অক্টোবর):

    পয়লা নভেম্বর জাতীয় যুব দিবস। এবছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হলো ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’।

    জাতীয় যুব দিবস ২০১৬ উপলক্ষে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এসময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহম্মেদ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১৭ লাখ ৯৯ হাজার ২শত ৫১ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ৪ লাখ ৬৭ হাজার ৫শত ৭৮ জনকে আত্মকর্মসংস্থানের মাধ্যেমে স্বাবলম্বী করা হয়েছে। এছাড়া বর্তমান সরকারের সময়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৮৮১ জন প্রশিক্ষিত যুবকে ৬৫৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে।

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১১৬ জনকে প্রশিক্ষণ এবং ১ লাখ ৮ হাজার ৭৮২ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যুব কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অধিদপ্তরের প্রধান কর্যালয়ের সাথে সকল জেলা ও উপজেলায় ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। প্রশিক্ষণ ও ঋণের জন্য অনলাইন আবেদনের ব্যবস্থা চালু করা হয়েছে।

    আগামী পয়লা নভেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষিত সকল যুবক ও যুবমহিলাদের মধ্য হতে আত্মকর্মসংস্থানে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৪ জন যুব ও ৫ জন যুব সংগঠককে এ বছর জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদের পুরস্কারে ভূষিত করবেন।

#

শফিকুল/আফরাজ/মোশারফ/আবব্াস/২০১৬/১৭১৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :৩৩৪২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতাদির চেক হস্তান্তর

ঢাকা, ১৫ই কার্তিক (৩০শে অক্টোবর):

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের অক্টোবর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

    শিক্ষক-কর্মচারীগণ আগামী ৮ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা হতে অক্টোবর মাসের
বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

#

শফিকুল/আফরাজ/মোশারফ/আবব্াস/২০১৬/১৭০৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৩৪১

গবাদি পশুর চিকিৎসায় এসএমএস সেবা

ঢাকা, ১৫ই কার্তিক (৩০শে অক্টোবর):

    বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গবাদি পশু-প্রাণির রোগ-ব্যাধি এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ঝবৎারপব ওহহড়াধঃরড়হ ঋঁহফ এর অর্থায়নে মোবাইল এসএমএস এর মাধ্যমে দেশব্যাপী প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক টোলফ্রি সেবা কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলনকক্ষে আজ এই ইনোভেশন সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

    দুর্গম চরাঞ্চল, প্রত্যন্ত অঞ্চলসহ দেশের দরিদ্র কৃষক, হাঁসমুরগি, গরু-মহিষ, ছাগল-ভেড়া পালনকারী এবং অন্যান্য খামারির নিকট যেখানে প্রাণিসম্পদ অধিদফতরের পরামর্শ ও চিকিৎসাসেবা পৌঁছে না, সেসব এলাকায় খামার স্থাপন বিষয়ে কারিগরি তথ্য-পরামর্শ, হাঁসমুরগির ডিম-বাচ্চার তথ্য ও মূল্য, পশুপাখির রোগ, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসার প্রায় ৬০ হাজার তথ্য ও পরামর্শ এই মোবাইল এসএমএসের মাধ্যমে দ্রুত পাওয়া যাবে। এর আগে, এই সেবাটি গাজীপুর জেলায় পাইলট প্রকল্প হিসেবে সফল হওয়ায় এটি দেশব্যাপী সম্প্রসারিত হলো।  

    যেকোনো মোবাইল থেকে ১৬৩৫৮ নম্বরে এসএমএস পাঠালেই তাৎক্ষণিকভাবে কাক্সিক্ষত তথ্য  ও পরামর্শ পাওয়া যাবে এবং এজন্য মোবাইলকারীকে কোনো পয়সা ব্যয় করতে হবে না । এটি সম্পূর্ণ টোলফ্রি সেবা। তবে কোনো তথ্যের জবাব তথ্যভা-ারের সাথে না মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে হেল্পলাইনের ফোন নম্বর জানিয়ে দেয়া হবে।

    অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে দুধের বার্ষিক উৎপাদন প্রায় ৭০ লাখ টন, মাংস প্রায় ৫৯ লাখ টন ও ডিম এক হাজার ৯৯ কোটি ৫২ লাখটি। ২০১৫-১৬ সনে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১ দশমিক ৬৬ শতাংশ, যা মোট কৃষিজ জিডিপির ১৪ দশমিক ২১ শতাংশ।  

    সেবাটির উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে দেশের সব মানুষের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দুধ, মাংস ও ডিমের মাথাপিছু প্রাপ্যতা যথাক্রমে দৈনিক ২২০ মি.লি., ১২০ গ্রাম ও বছরে ১০৪টিতে উন্নীত করতে কাজ করে যাচ্ছে।
#

শাহআলম/আফরাজ/মোশারফ/আবব্াস/২০১৬/১৭০৫ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                নম্বর : ৩৩৪০
              মাস্টার্সে ভর্তির সময় বৃদ্ধি 
ঢাকা, ১৫ই কার্তিক (৩০শে অক্টোবর) : 
   জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্র্ব (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় আগামী ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে।

                                              #
ফয়জুল/অনসূয়া/নুসরাত/দীপঙ্কর/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামিম/২০১৬/১৫৪৬ ঘণ্টা 

 

 

 

তথ্যবিবরণী                                                                নম্বর : ৩৩৩৮ 
          আগামীকাল সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা
ঢাকা, ১৫ই কার্তিক (৩০শে অক্টোবর) : 
    ১৪৩৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ৩১ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬.১৫ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম  সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।                                                                                                                                                                                                                                    
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭     ও ৯৫৫৮৩৩৭।        
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

                                                                #
শায়লা/অনসূয়া/নুসরাত/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামিম/২০১৬/১৪৪১ ঘণ্টা 

Todays handout (11).docx Todays handout (11).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon